বলনা কেন তুমি বহুদূর,
কেন আমি একা হৃদয়ে ভাঙচুর
জানো না তুমি হীনা এ আমার,
স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর।।
দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি,
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি।
কত রাত কেটে গেছে আধারে ,
নেইতো ভোরের দেখা বোঝাবো কিভাবে?
কত ঘুম মিশে গেছে অজানায়
জানে শুধু দু‘চোখ ভুল সে স্বভাবে।
দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি,
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি।
তবু আমি তোমার অপেক্ষায়
দেখবো নতুন দিনের আলো।
বেঁচে থাকার আশ্রয় তুমি
তোমাকেই শুধু বাসি ভালো।
দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে
হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি,
আড়ালে আড়ালে, কোথায় হারালে
ফিরে তুমি আর আসবেনা বুঝি।
বলনা কেন তুমি বহুদূর,
কেন আমি একা হৃদয়ে ভাঙচুর
জানো না তুমি হীনা এ আমার,
স্বপ্ন মেঘে ঢাকা নামে না রোদ্দুর।
শিরোনামঃ Deyale Deyale (দেয়ালে দেয়ালে)
কন্ঠঃMinar Rahman (মিনার রহমান)
কথাঃ Robiul Islam Jibon (রবিউল ইসলাম জীবন)
সুরঃ Minar Rahman (মিনার রহমান)
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ