Buker Ba Pashe |বুকের বা পাশে lyrics by Mahtim Shakib


স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই,
বুকের বা পাশে।
আমার দুঃখ বাড়ে – যেকোনো ঋতুর
পাল্টে যাওয়া বাতাসে।
আলতো গায়ে মাখি – যতনে তুলে রাখি,
তোমার লেখা যত চিঠি আসে।
জানলা খুলে রাখি – আসলে সবই ফাঁকি,
তোমার নামে তবু আলো আসে।
স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই,
বুকের বা পাশে।
অল্প আলোর শহর
কত মন ভেঙে যায়।
জেগে উঠে অভিমান
চিত্রকল্প ভরা কবিতায়।
আরো ব্যথা পেতে বাকি আছে,
কিছু ঘটনা বুঝি তাই চোখে ভাসে।
আলতো গায়ে মাখি – যতনে তুলে রাখি,
তোমার লেখা যত চিঠি আসে।
জানলা খুলে রাখি – আসলে সবই ফাঁকি,
তোমার নামে তবু আলো আসে।
স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই,
বুকের বা পাশে।
ব্যর্থ প্রেমের মানুষ কত দূর যাবে আর ?
চারিদিকে প্রিয় মুখ হয়ে আছে যেন কাঁটাতার।
যারে ছুঁয়ে গেলে ভালো লাগে,
তারে দেখি না কেন যে বার মাসে?
আলতো গায়ে মাখি – যতনে তুলে রাখি,
তোমার লেখা যত চিঠি আসে।
জানলা খুলে রাখি – আসলে সবই ফাঁকি,
তোমার নামে শুধু আলো আসে।
স্মৃতির জোনাকি ছাড়া কিছু নেই,
বুকের বা পাশে।
আমার দুঃখ বাড়ে – যেকোনো ঋতুর
পাল্টে যাওয়া বাতাসে।
Song Name : Buker Ba Pashe
Music Director: Sajid Sarker
Singer : Mahtim Shakib
Lyrics: Shomeswar Oli



FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]