জানো কে থাকে?
দেখেছ কি তাকে,
সে থাকে আড়ালে
ছাদেতে দাঁড়ালে।
যদি সে জানালা খোলা রাখে
তবে ডেকো আমাকে
সে একা
কেউ বোঝে না
যতই দেখাও, আমি বুঝি তা
মুখোমুখি দেখা হলে বলে দেবো
তুমি আর কেঁদো না
যদি একা একা লাগে ডেকো
আমি আছি না?
জানো কে থাকে?
দেখেছ কি তাকে,
সে থাকে আড়ালে
ছাদেতে দাঁড়ালে।
হাসিমুখে তার থাকে সারাক্ষণ
ছূটোছুটি ঘরের একোণ আর ওকোণ
হাসিমুখে সারাক্ষণ
ছূটোছুটি ঘরের একোণ ওকোণ
চারিদিকে ভালোবাসা ছড়িয়ে তার
ভালোবাসা এ মন
সে একা
কেউ বোঝে না
যতই দেখাও, আমি বুঝি তা
মুখোমুখি দেখা হলে বলে দেবো
তুমি আর কেঁদো না
যদি একা একা লাগে ডেকো
আমি আছি না?
জানো কে থাকে?
দেখেছ কি তাকে,
সে থাকে আড়ালে
ছাদেতে দাঁড়ালে।
বিকেল বেলাতে সে নামে নিচে
কিছু দূরে থেকে আমি হাটি পিছে
বিকেলে সে আসে নিচে
কিছু দূরে থেকে আমি হাটি পিছে
গোধূলি আকাশে তাকিয়ে সে হাসে
কাঁদে আর ভাবে কি যে
সে একা
কেউ বোঝে না
যতই দেখাও, আমি বুঝি তা
মুখোমুখি দেখা হলে বলে দেবো
তুমি আর কেঁদো না
যদি একা একা লাগে ডেকো
আমি আছি না?
জানো কে থাকে?
দেখেছ কি তাকে,
সে থাকে আড়ালে
ছাদেতে দাঁড়ালে।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ