একলা প্রহর কাটে না আর
আছি তোমার অপেক্ষায়
অভিমানি বন্ধু তুমি
রয়েছো কোন দূর অজানায়
হারিয়ে খুজি তোমায় চাঁদের জোঁছনায়
নিঃস্ব জীবন আমার একা শূন্যতায়
কেন জড়ালে আমায় ভালোবাসায়
কেন জড়ালে আমায় মিছে মায়ায়
নেই চোঁখে ঘুম রাত্রি জাগা
দিন কাটে বিষণ্ণতায়
বিরহের নীল বেধেছে বাসা
এই মনেরই আঙ্গিনায়(২)
হারিয়ে খুজি তোমায় চাঁদের জোছনায়
নিঃস্ব জীবন আমার একা শূন্যতায়
কেন জড়ালে আমায় ভালোবাসায়
কেন জড়ালে আমায় মিছে মায়ায়
সুখগুলো সব তোমায় দেবো
পৃথিবীতে আছে যত
প্রেমেরই ফুল ফুটবে শত
তোমারই একটু ছোঁয়ায়(২)
হারিয়ে খুজি তোমায় চাঁদের জোঁছনায়
নিঃস্ব জীবন আমার একা শূন্যতায়
কেন জড়ালে আমায় ভালোবাসায়
কেন জড়ালে আমায় মিছে মায়ায়
একলা প্রহর কাটে না আর
আছি তোমার অপেক্ষায়
অভিমানি বন্ধু তুমি
রয়েছো কোন দূর অজানায়
হারিয়ে খুজি তোমায় চাঁদের জোঁছনায়
নিঃস্ব জীবন আমার একা শূন্যতায়
কেন জড়ালে আমায় ভালোবাসায়
কেন জড়ালে আমায় মিছে মায়ায়
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ