চিকেন টিক্কা টমি মিয়া'স কিচেন ।

উপাদান
■ ৬৭৫ গ্রাম/ দেড় পাউন্ড মুরগির বুকের চামড়া ছড়ানো
কিউব আকৃতিতে টুকরা করা মাংসের টুকরা
মাংস মাখানোর উপাদান
■ ২ চা চামচ পাপরিকা
■ ২ চা চামচ মরিচ গুঁড়া
■ ২ চা চামচ ধনে গুঁড়া
■ ২ চা চামচ গরম মশলা
■ ১ চা চামচ জিরা গুঁড়া
১ চা চামচ হলুদ
■ ১৫০ মি.লি. সাধারণ দই
* ২ চা চামচ সরিষার তেল
■ খুব মিহি করে কাটা ৫/৬টি
রসুন কোয়া
■ ২ টেবিল চামচ টাটকা লেবুর রস
■ ১ টেবিল চামচ টমেটো পেস্ট
■ পরিমাণ মতো লবণ
১. নন মেটালিক পাত্রে মাংস মাখানোর উপাদান সমূহ মিশিয়ে ফেলুন ।
২. মুরগির মাংস টুকরো ডুবিয়ে যোগ করুন এবং তাতে পাতলা আবরণ দিয়ে ২৪ ঘন্টা ফ্রিজে রাখুন ।
৩. রান্নার পূর্বেই মাংসের টুকরো শলাকায় ভাগ করে গাঁথুন।
৪. ঝাঝরি মধ্যম তাপে গরম করুন। মাংসের শলাকাগুলো ধাতুর পাতের ঝাঁঝরির ওপরে ওভেন র‍্যাকে স্থাপন করুন এবং ট্রে মাঝামাঝি পজিশনে রাখুন। বিকল্পে চিকেন বার্বিকিউ করা যেতে পারে।
৫. ৫ মিনিট রান্না করুন। উলটিয়ে দিন। আরো পাঁচ মিনিট আঁচে রাখুন ।
৬. মাংস সিদ্ধ হয়েছে কিনা তা নিশ্চিত হতে একটি টুকরো অল্প কেটে দেখুন। এমনভাবে কাটুন যাতে মাংস উজ্জ্বল থাকে আলাদা বর্ণের কোনো দাগ না পড়ে। যদি মাংস সেদ্ধ না হয়ে থাকে তবে আরো কিছু সময় আঁচ দিন, সম্পূর্ণ হয়ে গেলে মাংসের টুকরোর ভিতরে সাদা বর্ণ দেখা যাবে আর এর উপরে থাকে কিছুটা গোলাপী বর্ণ । সম্পূর্ণ সেদ্ধ হলে ট্রে তাপের কাছাকাছি নিন এবং উপড়ে উপড়ে পুড়িয়ে (ঝলসিয়ে) নিয়ে একটু কালোমতো করুন।

উপাদান
■ ৬৭৫ গ্রাম/ দেড় পাউন্ড মুরগির বুকের চামড়া ছড়ানো
কিউব আকৃতিতে টুকরা করা মাংসের টুকরা
মাংস মাখানোর উপাদান
■ ২ চা চামচ পাপরিকা
■ ২ চা চামচ মরিচ গুঁড়া
■ ২ চা চামচ ধনে গুঁড়া
■ ২ চা চামচ গরম মশলা
■ ১ চা চামচ জিরা গুঁড়া
১ চা চামচ হলুদ
■ ১৫০ মি.লি. সাধারণ দই
* ২ চা চামচ সরিষার তেল
■ খুব মিহি করে কাটা ৫/৬টি
রসুন কোয়া
■ ২ টেবিল চামচ টাটকা লেবুর রস
■ ১ টেবিল চামচ টমেটো পেস্ট
■ পরিমাণ মতো লবণ
১. নন মেটালিক পাত্রে মাংস মাখানোর উপাদান সমূহ মিশিয়ে ফেলুন ।
২. মুরগির মাংস টুকরো ডুবিয়ে যোগ করুন এবং তাতে পাতলা আবরণ দিয়ে ২৪ ঘন্টা ফ্রিজে রাখুন ।
৩. রান্নার পূর্বেই মাংসের টুকরো শলাকায় ভাগ করে গাঁথুন।
৪. ঝাঝরি মধ্যম তাপে গরম করুন। মাংসের শলাকাগুলো ধাতুর পাতের ঝাঁঝরির ওপরে ওভেন র‍্যাকে স্থাপন করুন এবং ট্রে মাঝামাঝি পজিশনে রাখুন। বিকল্পে চিকেন বার্বিকিউ করা যেতে পারে।
৫. ৫ মিনিট রান্না করুন। উলটিয়ে দিন। আরো পাঁচ মিনিট আঁচে রাখুন ।
৬. মাংস সিদ্ধ হয়েছে কিনা তা নিশ্চিত হতে একটি টুকরো অল্প কেটে দেখুন। এমনভাবে কাটুন যাতে মাংস উজ্জ্বল থাকে আলাদা বর্ণের কোনো দাগ না পড়ে। যদি মাংস সেদ্ধ না হয়ে থাকে তবে আরো কিছু সময় আঁচ দিন, সম্পূর্ণ হয়ে গেলে মাংসের টুকরোর ভিতরে সাদা বর্ণ দেখা যাবে আর এর উপরে থাকে কিছুটা গোলাপী বর্ণ । সম্পূর্ণ সেদ্ধ হলে ট্রে তাপের কাছাকাছি নিন এবং উপড়ে উপড়ে পুড়িয়ে (ঝলসিয়ে) নিয়ে একটু কালোমতো করুন।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]