কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়?

১. কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়?
উত্তর : ‘ঐতরেয় আরণ্যক' গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় ।
জনপদ কী?
উত্তর : প্রাচীন বাংলার খণ্ড খণ্ড ভৌগোলিক এলাকায় বসবাসকারী জনগোষ্ঠী বা জনসমষ্টিকে জনপদ বলে। প্রাচীন বাংলার কয়েকটি জনপদের নাম লেখ ৷
উত্তর : প্রাচীন বাংলার কয়েকটি জনপদ হলো- বঙ্গ, পুণ্ড্র, বরেন্দ্র, গৌড়, হরিকেল, সমতট ইত্যাদি ।
৪. নৃ-তাত্ত্বিক গঠন বিচারে প্রাচীন যুগের বিস্তৃতিকাল কত?
8
উত্তর : নৃ-তাত্ত্বিক গঠন বিচারে প্রাচীন যুগের বিস্তৃতিকাল ৬৫০ থেকে ১২০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত। ৫. নবভূমি কী?
উত্তর : নদনদী বাহিত পলির দ্বারা সৃষ্ট নতুন ভূমিই নবভূমি ।
৬. বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?

উত্তর : বাংলাদেশের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
:
কোন শব্দ থেকে বাঙালি জাতির উদ্ভব ঘটেছিল?
উত্তর : বঙ্গ শব্দ থেকে বাঙালি জাতির উদ্ভব ঘটেছিল ।
৮. বাংলাদেশে বসবাসরত ৫টি ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জাতিসত্তার নাম লেখ।
উত্তর : বাংলাদেশে বসবাসরত ৫টি ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জাতিসত্তা হলো—
১. চাকমা, ২. মারমা, ৩. গারো, ৪. রাখাইন ও ৫. সাঁওতাল ।
৯. সংস্কৃতি কী?
উত্তর : সংস্কৃতি হলো শিল্প, সাহিত্য, ভাষা, আচার-আচরণ, খাদ্যাভ্যাস, রীতিনীতি, প্রকৃতি, পরিবেশ, সংগীত, নাটক, চলচ্চিত্র, পোশাক ইত্যাদির সামগ্রিক সমন্বয় ।
১০. কখন সম্রাট পঞ্চম জর্জ দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন?
উত্তর : ১৯১১ খ্রিষ্টাব্দের ১২ ডিসেম্বর সম্রাট পঞ্চম জর্জ দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন।
১১. কখন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে?
উত্তর : ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ।
১২. বাঙালি সংস্কৃতির প্রধান বাহন কী?
উত্তর : বাঙালি সংস্কৃতির প্রধান বাহন বাংলা ভাষা ।
১৩. বাংলাদেশে কয়টি জেলা রয়েছে?
উত্তর : বাংলাদেশে ৬৪টি জেলা রয়েছে।
১৪. বাংলাদেশে কয়টি সিটি কর্পোরেশন রয়েছে?
উত্তর : বাংলাদেশে ১১টি সিটি কর্পোরেশন রয়েছে।
১৫. কখন ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়?
উত্তর : ১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়।
১৬. কোন প্রতিষ্ঠান কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়?
উত্তর : জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় ।
১৭. কখন পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান করা হয়?
উত্তর : ১৯৫৫ খ্রিস্টাব্দের ৮ সেপ্টেম্বর তারিখে পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান করা হয়। ১৮. ভূ-প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : তিন ভাগে।
১৯. ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে কী কী ভাগে ভাগ করা যায়?
উত্তর : টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিন কালের সোপানসমূহ ও সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি । ২০. বাংলাদেশের কোন অঞ্চল নিয়ে সোপান অঞ্চল অবস্থিত?
উত্তর : বরেন্দ্র, মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় অঞ্চল নিয়ে সোপান অঞ্চল গঠিত।
২১. বাংলাদেশের কোন কোন অঞ্চল নিয়ে পার্বত্য অঞ্চল গঠিত?
উত্তর: রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা নিয়ে পার্বত্য অঞ্চল গঠিত।
২২. বাংলাদেশের কোন কোন এলাকা নিয়ে প্লাবন সমভূমি অঞ্চল গঠিত?
উত্তর : পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র এবং এদের অসংখ্য উপনদী ও শাখা নদীবাহিত এলাকা নিয়ে প্লাবন সমভূমি অঞ্চল গঠিত।
২৩. বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে কোন রেখাটি?
উত্তর : ককটক্রান্তি রেখা এবং ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা ।
২৪. বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে?
উত্তর : ক্রান্তীয় অঞ্চলে।
২৫. বাংলাদেশের পাহাড় শ্রেণির ভূমিরূপ কোন ভূ-তাত্ত্বিক যুগের?
উত্তর : টারশিয়ারি যুগের।
২৬. বাংলাদেশের পাহাড়সমূহকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : দুই ভাগে ।
২৭. বাংলাদেশের পাহাড়সমূহকে কী কী ভাগে ভাগ করা যায়?
উত্তর : উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ।
২৮. বাংলাদেশের বৃহত্তম পাহাড় কোনটি?
উত্তর : গারো পাহাড়।
২৯. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
উত্তর : সেন্টমার্টিন দ্বীপ ।
৩০. বাংলাদেশের অবস্থান কোথায়?
উত্তর : এশিয়া মহাদেশের দক্ষিণে।
৩১. সর্বপ্রথম বাংলাদেশের কোন অঞ্চল গঠিত হয়?
উত্তর : টারশিয়ারি যুগের পাহাড়।
৩২. বাংলাদেশের পূর্বে ভারতের কোন প্রদেশ অবস্থিত?
উত্তর : আসাম, ত্রিপুরা ও মিজোরাম।
৩৩. বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন প্রদেশ?
উত্তর : পশ্চিমবঙ্গ।
৩৪. কোন মনীষী বলেছেন যে বঙ্গের সাথে আল যুক্ত হয়ে বঙ্গাল শব্দের সৃষ্টি হয়েছে?
উত্তর : মুঘল সম্রাট আকবরের সভাসদ আবুল ফজল।
৩৫. প্রাচীনকালে বাংলা ভূ-খণ্ড কী ধরনের ছিল?
উত্তর : প্রাচীনকালে বাংলা ভূ-খণ্ড বিভিন্ন জনপদে বিভক্ত ছিল।
৩৬. ব-দ্বীপ কী?
উত্তর : দুটি ধারায় প্রবাহিত নদীর মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠা বাংলা ‘ব’ আকৃতির ভূমিকে ব-দ্বীপ বলা হয়।
৩৭. কোন নাম থেকে বাংলা নামের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়?
উত্তর : বঙ্গ নাম থেকে বাংলা নামের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়।
৩৮. শশাঙ্ক প্রাচীনকালে কোন জনপদের রাজা ছিলেন?
উত্তর : গৌড় জনপদের রাজা ছিলেন।
৩৯. শশাঙ্কের উপাধি কী ছিল?
উত্তর : শশাঙ্কের উপাধি ছিল গৌড়েশ্বর।
৪০. বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে ছিলেন?
উত্তর : বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা ছিলেন শশাঙ্ক (৬০৬-৬৩৭ খ্রি.)। ৪১. প্রাচীন বাংলার সর্বপ্রথম সম্রাট কে ছিলেন?
উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য
৪২. মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল?
উত্তর : মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী ছিল পুণ্ড্রনগর।
৪৩. কোন শাসনামলকে প্রাচীন বাংলার স্বর্ণযুগ বলা হয়?
উত্তর : গুপ্ত শাসনামলকে।
৪৪. মৌর্য সাম্রাজ্যে রাজধর্ম কী ছিল?
উত্তর : মৌর্য সাম্রাজ্যে রাজধর্ম ছিল বৌদ্ধ-ধর্ম।
৪৫. গুপ্ত রাজ্যে রাজধর্ম কী ছিল?
উত্তর : গুপ্ত রাজ্যে রাজধর্ম ছিল সনাতনী হিন্দু।
৪৬. সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উত্তর : শ্রেষ্ঠ রাজা ছিলেন বিজয় সেন।
৪৭. ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের অবস্থান উল্লেখ কর।
উত্তর : ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ ২০°৩৪′ উত্তর অক্ষরেখা থেকে ২৬°৩৮ ́ উত্তর অক্ষরেখার মধ্যে এবং ৮৮°০১′ পূর্ব দ্রাঘিমা রেখা থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত।
৪৮. বিশ্বের সর্ববৃহৎ ম্যানোগ্রোভ বন কোনটি?
উত্তর : বাংলাদেশের সুন্দরবন।
৪৯. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর : বাংলাদেশের দীর্ঘতম নদী হলো মেঘনা ।
৫০. ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল কোনটি?
উত্তর : ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল হিমালয় পর্বতের কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ।
৫১. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ অঞ্চল কোনটি?
উত্তর : বৃহত্তম ব-দ্বীপ অঞ্চল বাংলাদেশ। ৫২. বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি?
উত্তর : ৩২টি।
৫৩. বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন?
উত্তর : লক্ষণ সেন ।
৫৪. লক্ষণ সেনকে পরাজিত করে কোন খলজি সেনানায়ক নদীয়া (বাংলা) দখল করেন?
উত্তর : ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি।
৫৫. বাংলার স্বাধীন সুলতান কে ছিলেন?
উত্তর : ফখরুদ্দিন মোবারক শাহ্।
৫৬. বৌদ্ধধর্ম কী?
উত্তর : জীব ও জগতের দুঃখ নিবারণকল্পে গৌতমবুদ্ধের বা বুদ্ধদেবের প্রচারিত ধর্মমত ও বিধিবিধান ।
৫৭. বৈষ্ণব ধর্ম কী?
উত্তর : বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের উপাসকরা ভক্তির মাধ্যমে ভগবানকে পাবার জন্য যে আচার ও বিশ্বাস সংবলিত ধর্মমতে বিশ্বাস করেন তাই হচ্ছে বৈষ্ণব ধর্ম।
৫৮. অনার্য কারা?
উত্তর : যারা আর্য নয়। বাংলার আদি ও মৃত্তিকালগ্ন বাসিন্দারা। ৫৯. আর্যদের আগমনের পূর্বে এদেশে কারা বসবাস করতেন উত্তর : অনার্যরা (ভেড্ডি নামে পরিচিত জনগোষ্ঠী)।
৬০
বাঙালি জনগোষ্ঠীকে কত ভাগে ভাগ করা যায় এবং কী কী?
উত্তর : দুই ভাগে; যথা- ১. প্রাক আর্য/অনার্য নরগোষ্ঠী ও ২. আর্য নরগোষ্ঠী। ৬১. আর্য পূর্ব জনগোষ্ঠী মূলত কত ভাগে বিভক্ত ছিল? কী কী ?
উত্তর : চার ভাগে। যথা- ১. নেগ্রিটো, ২. অফ্রিক, ৩. দ্রাবিড় ও ৪. ভোটটীনা । ৬২. বাঙালিদের উপর কাদের প্রভাব বা কোন আদিবাসীদের প্রভাব রয়েছে।
উত্তর : কোল, ভীম, সাঁওতাল, মুণ্ডা প্রভৃতি আদিবাসীৱ ।
৬৩. মেঘনার উৎপত্তি কোথায়?
উত্তর : খাসিয়া-জৈয়ন্তিয়া পাহাড়ে।
৬৪. তিতার জন্ম কোথায়?
উত্তর : হিমালয় পর্বতে।
৬৫. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
উত্তর : ২০০ নটিক্যাল মাইল ।
৬৬. বাংলাদেশের মোট সীমানা দৈর্ঘ্য কত?
উত্তর : ৫,১৩৮ কি.মি. ।
৬৭. বাংলাদেশের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের উপকূল সীমারেখার দৈর্ঘ্য কত?
উত্তর : ৭১১ কি.মি. ।
৬৮. বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোনটি?
উত্তর: চাকমা।
৬৯. বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোনটি?
উত্তর : সাঁওতাল ।
৭০. বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোনটি?
উত্তর : খুমী ও চক ।
৭১. পাঙনরা কোন ধর্মের অনুসারী?
উত্তর: ইসলাম।
৭২. বাঙালি কোন জাতির সমন্বয়ে গঠিত?
উত্তর : শংকর জাতি।
৭৩. 'নৃ-তত্ত্ব' শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : Anthropology.
৭৪. নরগোষ্ঠী শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : Race.
৭৫. আর্য জনগোষ্ঠী কয়টি শ্রেণিবর্ণে বিভক্ত ছিল ও কী কী?
উত্তর : আর্য জনগোষ্ঠী ৪টি শ্রেণিবর্ণে বিভক্ত ছিল। যথা; ১। ব্রাহ্মণ, ২। ক্ষত্রিয়, ৩। বৈশ্য ও ৪। শূদ্র।
৭৬. আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?
উত্তর : আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ ।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
৭৭. আর্য সমাজের সর্বোচ্চ শ্রেণি বর্ণ কোনটি?
উত্তর : আর্য সমাজের সর্বোচ্চ শ্রেণি বর্ণ ব্রাহ্মণ । ৭৮. আর্য সমাজের সর্বনিম্ন শ্রেণি বর্ণ কোনটি?
উত্তর : আর্য সমাজের সর্বনিম্ন শ্রেণি বর্ণ শূদ্র। ৭৯. হিন্দু সমাজে ব্রাহ্মণদের কাজ কী?
উত্তর : হিন্দু সমাজে ব্রাহ্মণদের কাজ হলো ধর্ম ও বিদ্যা বুদ্ধির চর্চা করা এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করা।
৮০. ক্ষত্রিয়দের কাজ কী?
উত্তর : ক্ষত্রিয়দের কাজ হলো- যুদ্ধ, রাজ্য শাসন, সীমান্ত রক্ষা, দেশ জয় ইত্যাদি।
৮১. বৈশ্যদের কাজ কী?
উত্তর : বৈশ্যদের কাজ হলো ব্যবসায় বাণিজ্য ও সুদে টাকা খাটানো ।
৮২. শূদ্রদের কাজ কী?
উত্তর : শূদ্রদের কাজ হলো- ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের সেবা করে জীবিকা নির্বাহ করা।
৮৩. বাংলা ভাষার উদ্ভব হয়েছিল কোন ভাষা থেকে?
উত্তর : সংস্কৃত ভাষা থেকে ।
৮৪. ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে?
উত্তর : গৌড়ীয় প্রাকৃত।
৮৫. “উর্দু এবং একমাত্র উর্দুই হবেই পাকিস্তানের রাষ্ট্র ভাষা” কে, কবে, কোথায় এ ঘোষণা দেন?
[জাবি, অ, প্ৰ. ৰ. '১৪)
উত্তর : মোহাম্মদ আলী জিন্নাহ ২১ মার্চ ১৯৪৮ খ্রিষ্টাব্দে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে এ ঘোষণা দেন ।
৮৬. কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?
উত্তর : ১৫৫ কি.মি.।
৮৭. বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত?
উত্তর : ইন্দো-ইউরোপীয় ভাষা ।
৮৮. বাংলা ভাষার উদ্ভব ঘটে কখন হতে?
উত্তর : খ্রিষ্টীয় দশম শতাব্দীতে।
৮৯. ইন্দো-ইউরোপীয় ভাষা কত প্রকার ও কী? কী?
উত্তর : ইন্দো-ইউরোপীয় ভাষা ২ প্রকার। যথা- ১. কেন্তম ও ২. শতম ।
৯০. বর্তমানে পৃথিবীতে কতটি ভাষা প্রচলিত আছে?
উত্তর : বর্তমানে পৃথিবীতে প্রায় ৩,৫০০ ভাষা প্রচলিত আছে ।
৯১. বাংলা ভাষার ইতিহাসকে কয় ভাগে বিভক্ত করা যায়?
উত্তর : তিন ভাগে বিভক্ত করা যায়। যথা- ১. প্রাচীন, ২. মধ্য ও ৩. আধুনিক।
৯২. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী এবং কোন জেলায় অবস্থিত?
উত্তর : বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম তাজিনডং (বিজয়)। এটি বান্দরবান জেলায় অবস্থিত। এটির উচ্চতা ৩,১৮৫ ফুট।
৯৩. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কী ও এর আবিষ্কারক কে? [জাবি, অ. প্র. ব. '১৫; পাস কোর্স প্র. ব. '১৫|
উত্তর : বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ । মহা-মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এর আবিষ্কারক। ৯৪. বাংলাদেশের মোট স্থলসীমার দৈর্ঘ্য কত?
উত্তর : ৪,৪২৭ কি.মি.।
৯৫. মিয়ানমারের সাথে বাংলাদেশের মোট সীমারেখার দৈর্ঘ্য কত?
উত্তর : ২৮৩ কি.মি. বা ১৭৬ মাইল ।
পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উত্তর : বাংলাদেশ।
৯৭. বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত সংযোগ নেই?
উত্তর : বরিশাল।
৯৮. বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?
উত্তর : মাগধী প্রাকৃত ভাষা থেকে।
৯৯. পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে?
উত্তর : পদ্মা নদী মেঘনা নদীর সাথে মিশেছে চাঁদপুরে।
১০০. বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি?
উত্তর : বাঙালিদের উপর অস্ট্রালয়েড নৃ-গোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]