ঢাকার মুক্তিযুদ্ধ ঘটনাপঞ্জি '৭১' পরিশিষ্ট 11


পরিশিষ্ট
11
১৬ এপ্রিল, ১৯৭১ শুক্রবার
কেন্দ্রীয় শান্তি কমিটির কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা- খাজা খায়েরউদ্দিন আনোয়ক। সন্ধ্যায় টিক্কা খানের সাথে নূরুল আমিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ।"
সামরিক কর্তৃপক্ষ কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের অবিলম্বে কাজে যোগদানের নির্দেশ।" ১৭ এপ্রিল, ১৯৭১ শনিবার
পাকিস্তান সরকারের ভাষ্যমতে, ঢাকা ও নারায়ণগঞ্জের অবস্থা স্বাভাবিক হয় সামরিক নির্দেশে শহরে অবস্থিত স্কুলসমূহ পুনরায় খোলা এবং মে মাস থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত গ্রহণ।"
উপ-সামরিক আইন প্রশাসক সেক্টর ১-এর সদর কার্যালয় সেন্ট্রাল সার্কিট হাউজ থেকে রাজধানীতে এ এন হোস্টেলের নিকট স্থানান্তরিত। "
ঢাকায় শান্তি পরিষদের মহাসচিব মওলানা নুরুজ্জামান এক বিবৃতিতে দেশদ্রোহীদের (মুক্তিযোদ্ধা) গোপন খবর জানানোর জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান ।
১৮ এপ্রিল, ১৯৭১ রবিবার
দ্বিতীয় রাজধানী থেকে সামরিক আইন প্রশাসকের দফতর গভর্নর হাউজে স্থানান্তর । " ঢাকায় সামরিক কর্তৃপক্ষ এক ঘোষণায় দুষ্কৃতকারীদের (মুক্তিযোদ্ধা) আশ্রয় না দেয়ার জন্য নাগরিকদের প্রতি নির্দেশ জারি।
গভর্নর টিক্কা খানের সাথে নেজামি ইসলামির সহ-সভাপতি সৈয়দ মাহমুদ আল মোস্তফা আল মাদানীর নেতৃত্বে একটি
দলের সাক্ষাৎ।
99
→ ১৯ এপ্রিল, ১৯৭১ সোমবার
কেন্দ্রীয় শান্তি কমিটি কর্তৃক ঢাকা শহরের বিভিন্ন ইউনিট ও মহল্লায় শান্তি কমিটি গঠন ও সেগুলোর আহ্বায়ক মনোনয়নের কথা ঘোষণা। ইউনিট ও আঞ্চলিক কমিটির তৎপরতা-সম্পর্কিত রিপোর্ট মগবাজারের ৫নং এলিফ্যান্ট পেনের কেন্দ্রীয় অফিসে (বর্তমান জামায়াতে ইসলামির কেন্দ্রীয় অফিস) পৌঁছে দেয়ার আহ্বান।

ঢাকার নবাব খাজা হাসান আসকারীর বাসায় ঢাকা শহরের শীর্ষ সরদারদের এক সভা অনুষ্ঠিত এবং সভায় সামরিক কর্তৃপক্ষের সাথে একযোগে কাজ করার সিদ্ধান্ত গৃহীত। ৯
কনভেনশন মুসলিম লীগের সভাপতি ফজলুল কাদের চৌধুরী এবং সাধারণ সম্পাদক মালিক মোহাম্মদ কাসিম কর্তৃক গভর্নর হাউজে টিকা খানের সাথে সাক্ষাৎ করে দলের পক্ষ হতে গভর্নরকে সহযোগিতার পূর্ণ আশ্বাস প্রদান।
২০ এপ্রিল, ১৯৭১ মঙ্গলবার
ঢাকায় খাজা খয়েরউদ্দিনের সভাপতিত্বে কেন্দ্রীয় শান্তি কমিটির কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত এবং সব এলাকায় শান্তি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ। ১
আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন আহমদসহ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে ২৬ এপ্রিলের মধ্যে সামরিক আদালতে হাজির হওয়ার নির্দেশ
१২। দৈনিক পাকিস্তান, দৈনিক আজাদ (১৭,8,9 )
৭৩। দৈনিক আজাদ
৭৪। দৈনিক আজাদ (১৮.৪, ৭১)
৭৫। দৈনিক আজাদ
৭৬। দৈনিক আজাদ (১৯.৪.৭১)
94 | দৈনিক আজা
৭৮। সৈনিক আজাদ (২०..१১)
৭৯। দৈনিক আজাদ
৮০। দৈনিক আজাদ
৮১। দৈনিক আজাদ
(2.8.१১)
২১ এপ্রিল, ১৯৭১ বুধবার
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
ঢাকা আবার কর্মমুখর ও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে বলে সরকারি হ্যান্ডআউটে দাবি। ৩
মালিবাগ ও শান্তিবাগে শান্তি কমিটি গঠিত। ৮৪
- ২২ এপ্রিল, ১৯৭১ বৃহস্পতিবার
ঢাকায় কেন্দ্রীয় শান্তি কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদ্রোহীদের ধ্বংসাত্মক তৎপরতা প্রতিহত করতে এবং সেনাবাহিনীকে সকল উপায়ে সহায়তা করতে প্রদেশের দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান।
২৩ এপ্রিল, ১৯৭১ শুক্রবার
ঢাকায় নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে পররাষ্ট্র দফতরে ডেকে এনে মিশন বন্ধের নির্দেশ দেয়া হয় ।
→ ২৪ এপ্রিল, ১৯৭১ শনিবার
ঢাকার ১৮টি ইউনিটে শান্তি কমিটির আহবায়কদের নাম ঘোষণা করা হয়।
→ ২৫ এপ্রিল, ১৯৭১ রবিবার
সামরিক প্রশাসন পুনর্বিন্যাসের মাধ্যমে সমগ্র প্রদেশকে ৩টি সেক্টর ও ১০টি সাব সেক্টরে বিভক্ত। সেক্টর ১-এর সদর দপ্তর রাখা হয় ঢাকায়।
মোহাম্মদ সামিউদ্দিনকে আহ্বায়ক করে মিরপুরে শান্তি কমিটি গঠন।
২৬ এপ্রিল, ১৯৭১ সোমবার
ঢাকা শহর ও শহরতলিতে আরো ১৬টি শান্তিকমিটি গঠন। ৮৮
দুপুর ১২টা থেকে ঢাকাস্থ ভারতীয় ডেপুটি হাইকমিশন বন্ধ ঘোষণা।
→ ২৭ এপ্রিল, ১৯৭১ মঙ্গলবার
রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রে প্রদত্ত ফজলুল কাদের চৌধুরী ভাষণে দলীয় নেতা কর্মী ও দেশবাসীকে ভারতীয় চক্রান্ত নস্যাৎ ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান।
পাকিস্তান সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল আবদুল হামিদ খান ও বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল এ. রহিম খানের ঢাকা আগমন ৷
- ২৮ এপ্রিল, ১৯৭১ বুধবার
O
গভর্নরের এক নির্দেশে পূর্ব পাকিস্তান রাইফেলস (ইপিআর) পরিবর্তন করে পূর্ব পাকিস্তান বেসামরিক বাহিনী (ইপিসিএফ) নামকরণ ।
সামরিক বিধি ১৪৮ অনুযায়ী, রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি সাধন করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা ।
৩০ এপ্রিল, ১৯৭১ শুক্রবার
ঢাকায় সামরিক ঘোষণায় ৩০ জুনের মধ্যে বকেয়া খাজনা পরিশোধের নির্দেশ।
৩ দিনের সফর শেষে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল এ. রহিম খানের করাচি প্রত্যাবর্তন। ১ মুক্তিবাহিনীকে প্রতিরোধের জন্য কনফেডারেশন অব লেবার পার্টির প্রেসিডেন্ট ডা. এম. এ. মালিক ও সেক্রেটারি এম.এ. খতিবের আহ্বান ।
৮৩। দৈনিক আজাদ (২২.৪.৭১)
৮৪। দৈনিক আজাদ
৮৫। দৈনিক আজাদ (২৩.৪.৭১)
৮৬। দৈনিক আজাদ (২৬.৪.৭১)
৮৭। দৈনিক আজাদ
৮৮। দৈনিক পাকিস্তান, দৈনিক আজাদ (27.4.71)
৮৯। দৈনিক পাকিস্তান, দৈনিক পাকিস্তান (২৭.৪.৭১)
৯০। দৈনিক পাকিস্তান
৯১। দৈনিক পূর্বদেশ
পরিশিষ্ট
এ ১ মে, ১৯৭১ শনিবার
১৫
খাজা খয়েরউদ্দিনের সভাপতিত্বে কেন্দ্রীয় শান্তি কমিটির সভা অনুষ্ঠিত এবং সভায় বিভিন্ন এলাকায় গঠিত শান্তি কমিটির তৎপরতা পর্যালোচনা করা হয় ।
পূর্বের ঘোষণা অনুযায়ী, ঢাকা ও নারায়ণগঞ্জের স্কুল খোলা হয়। ঢাকা পৌর কমিটির সেক্রেটারি ঢাকা শহরের বর্ণনা দিয়ে বলেন, স্কুলে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি সন্তোষজনক। ৯৩
০২ মে, ১৯৭১ রবিবার
লালমাটিয়া ও মোহাম্মদপুর এলাকার শান্তি কমিটির বৈঠক অনুষ্ঠিত। সেনাবাহিনীকে সহায়তার জন্য জনগণের প্রতি
আহ্বান জানানো হয় ।
১৪
সকাল ১০টায় গোলাম আজমের নেতৃত্বে গঠিত শান্তি কমিটির সিরাত কমিটির সভা অনুষ্ঠিত।
৩ মে, ১৯৭১ সোমবার
সামরিক আইন প্রশাসকের এক পত্রে ছাত্রনেতা আ.স.ম. আবদুর রব, আবদুল কুদ্দুস মাখন, নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, খসরু, মন্টু ও সেলিমকে ১০ মে-র মধ্যে হাজির হওয়ার নির্দেশ ।
→ ৪ মে, ১৯৭১ মঙ্গলবার
মুসলিম লীগ নেতা শাহ আজিজুর রহমান এক বিবৃতিতে দেশপ্রেমিক সেনাবাহিনীকে সাহায্য করার জন্য জনগণের প্রতি
আহ্বান জানান ।
০৬ মে, ১৯৭১ বৃহস্পতিবার
O
পাকিস্তান সরকারের আমন্ত্রণে বাংলাদেশ সফররত একটি বিদেশি সাংবাদিক দলের টিক্কা খানের সাথে সাক্ষাৎ। ৭ মে, ১৯৭১ শুক্রবার
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এয়ার মার্শাল সুতোপো ঢাকায় গভর্নর টিক্কা খানের সাথে সাক্ষাৎ করে পাকিস্তানের প্রতি তার সরকারের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন ।৯৫
সরকারি প্রেস নোটে ৭৭ নং সামরিক বিধি মেনে সনদপত্রের প্রেস সেন্সরশিপ কঠোরভাবে অনুসরণের নির্দেশ। ৬ - ৮ মে, ১৯৭১ শনিবার
O
জামায়াতের মুখপত্র দৈনিক সংগ্রাম সম্পাদকীয় নিবন্ধে ২৫ মার্চের গণহত্যার ভূয়সী প্রশংসাসহ মন্তব্য করে, “এ দিন এদের ধ্বংস না করলে ইসলাম রক্ষা পেত না। যাদের ধ্বংস করা হয়েছে তারা ইসলামের শত্রু, পাকিস্তানের শত্রু।” ১১ মে, ১৯৭১ মঙ্গলবার
ঢাকা ও নারায়ণগঞ্জের ২৫টি ইউনিয়নে শান্তি কমিটি গঠিত হয় । ৭
১৪ মে, ১৯৭১ শুক্রবার
লে. জেনারেল এ.এ.কে. নিয়াজি বাংলাদেশের সহকারী সামরিক প্রশাসক নিযুক্ত ।
১৫ মে, ১৯৭১ শনিবার
গভর্নর টিক্কা খান ঢাকায় এক সাক্ষাতকারে বলেন, সারা প্রদেশের সশস্ত্র প্রতিরোধ নিশ্চিহ্ন করা হয়েছে। তবে প্রত্যন্ত অঞ্চলের দুষ্কৃতিকারীদের নির্মূল করতে বেশি দিন লাগবে না
৯২। দৈনিক পাকিস্তান, দৈনিক আজাদ (২.৫.৭১)
৯৩। দৈনিক পাকিস্তান
৯৪ । দৈনিক পাকিস্তান (৩.৫.৭১)
৯৫। দৈনিক পাকিস্তান (৩.৫.৭১)
৯৬। দৈনিক পাকিস্তান (৮.৫.৭১)
৯৭। দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান (১২.৫.৭১)
৯৮ । দৈনিক আজাদ
১৬
১৭ মে, ১৯৭১ সোমবার
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
জামায়াত নেতা মেজর জেনারেল (অব.) ওমরাও খানের সভপতিত্বে ঢাকায় কেন্দ্রীয় শান্তি কমিটির সভা অনুষ্ঠিত। সভায় শান্তি কমিটির নাম পরিবর্তন করে শান্তি ও সংহতি কমিটি রাখার প্রস্তাব এবং ৫ জন নতুন সদস্য সংযুক্ত করা হয় এবং ২৫ সদস্য বিশিষ্ট প্রাদেশিক সাধারণ পরিষদ গঠন করা হয়।**
টিক্কা খানের এক ঘোষণায় সামরিক আইন প্রশাসককে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটদের অনুরূপ ক্ষমতা ব্যবহারের
অনুমতি প্রদান ।
ঢাকায় মতিঝিল, নিউমার্কেট, কেন্দ্রীয় টেলিফোন বিল্ডিং ও স্টেট ব্যাংকের সামনে মুক্তিযোদ্ধা গেরিলাদের দ্বারা বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
০ ১৮ মে, ১৯৭১ মঙ্গলবার
পূর্ব পাকিস্তানে সফররত ব্রিটিশ হাইকমিশনার স্যার সিরিল পিকার্ডের ঢাকায় টিক্কা খানের সাথে সাক্ষাৎ । ১০০ ২০ মে, ১৯৭১ বৃহস্পতিবার
সরকারি এক ঘোষণায় পয়লা জুলাইয়ের মধ্যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাজে যোগদান ও ২ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস শুরুর নির্দেশ।
→ ২১ মে, ১৯৭১ শুক্রবার
0
জামায়াত নেতা ওমরাও খান ঢাকা শহরের বিভিন্ন এলাকা সফর করে সরকারের সাথে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। ১০১
ঢাকাস্থ চিনের কনসাল জেনারেল মি. চ্যাং ইং বলেন, পূর্ব পাকিস্তানে, যা ঘটছে তা পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার। ১৯২ ২৮ মে, ১৯৭১ শনিবার
ঢাকার দেওয়ান বাজার ইউনিয়ন শান্তি কমিটির টিকাটুলী ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে শান্তি কমিটির আহ্বায়ক খাজা খায়েরউদ্দিন বলেন, “পাকিস্তানকে ধ্বংস করার কাজে লিপ্ত ব্যক্তি, গোষ্ঠী ও দলকে নির্মূলে নিয়োজিত সশস্ত্র বাহিনীকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা আমাদের ফরজ কাজ” ১০০
২৯ মে, ১৯৭১ রবিবার
টিক্কা খান কর্তৃক প্রদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষা পুনর্বিন্যাসের জন্য ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন ।
১ জুন, ১৯৭১ মঙ্গলবার
ঢাকা শহরের বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজসমূহের অধিকাংশ শিক্ষক কাজে যোগদান করেছে বলে সরকারি প্রেস নোটে ঘোষণা ৷ ১০৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ১৫ জুনের মধ্যে সকল কর্মচারীকে কাজে যোগদানের নির্দেশ
০২ জুন, ১৯৭১ বুধবার
পূর্ব পাকিস্তানের গভর্নর লে.জে. টিক্কা খান কর্তৃক 'পূর্ব পাকিস্তান রাজাকার অর্ডিন্যান্স ১৯৭১' জারি ।
টিক্কা খানের ১৪৯ নং সামরিক আদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার নির্দেশ এবং ঘোষিত তারিখের পরবর্তী ১৫ দিনের মধ্যে শিক্ষকরা কাজে যোগদান না করলে তাদের চাকরিচ্যুতি এবং সামরিক আদালতে বিচারের হুমকি । জনাব জামসেদ আলীকে প্রেসিডেন্ট করে ৬৫ সদস্যবিশিষ্ট দিলকুশা ইউনিয়ন শান্তি কমিটি গঠন । ১০৭
৯৯। দৈনিক আজাদ ( ১৮.৫.৭১)
১০০ । দৈনিক আজাদ (১৯.৫.৭১)
১০১। দৈনিক পাকিস্তান (২২.৫.৭১)
১০২। দৈনিক পাকিস্তান
১০৩। দৈনিক পাকিস্তান (২৯.৫.৭১)
১০৪। দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান (২.৬.৭১)
১০৫। দৈনিক আজাদ (৩.৬.৭১)
১০৬। দৈনিক পাকিস্তান (৩.৬.৭১)
১০৭। দৈনিক পাকিস্তান
পরিশিষ্ট
০৩ জুন, ১৯৭১ বৃহস্পতিবার
১৭
ঢাকায় এক সরকারি হ্যান্ড আউটে বলা হয়, কোনো ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্রের গোপন সন্ধান দিলে অথবা উদ্ধার করে দিলে কিংবা জমা দিলে তাকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে।
ঢাকায় সামরিক কর্তৃপক্ষ ঘোষণা করে যে, ইস্টবেঙ্গল রেজিমেন্ট ও পুলিশের দলত্যাগী সদস্যরা আত্মসমর্পণ করে কাজে যোগ দিলে তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা হবে। ১০৮
৬ জুন, ১৯৭১ রবিবার
ঢাকায় গেরিলা তৎপরতা বন্ধে পাকিস্তান বাহিনীর ব্যাপক তল্লাশি। ৭ জুন, ১৯৭১ সোমবার
পাকিস্তান সরকারের ৫০০ ও ১০০ রুপির নোট বাতিল ঘোষণা। ১০৯
মুসলিম লীগ প্রধান সবুর খান এক বিবৃতিতে যেকোনো মূল্যের বিনিময়ে আদর্শ ভিত্তিক রাষ্ট্র পাকিস্তান রক্ষার আহ্বান
জানান ।
০৮ জুন, ১৯৭১ মঙ্গলবার
ঢাকা শহরে সন্ধ্যায় গুলিস্তান, পুরানা পল্টন ও বিভিন্ন পত্রিকা অফিসের সামনে গেরিলা মুক্তিযোদ্ধারা গ্রেনেড নিক্ষেপ করে। ১১০
০৯ জুন, ১৯৭১ বুধবার
ঢাকার সংক্ষিপ্ত সামরিক আদালতে আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, আবদুল মান্নান, তোফায়েল আহমদ ও সাংবাদিক আবদুর রহমানের প্রত্যেককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান এবং তাদের সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত ঘোষণা। ১১১
সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে গেরিলাদের একটি দলের গ্রেনেড বিস্ফোরণ। জাতিসংঘ শরণার্থী কমিশনের হাইকমিশনার প্রিন্স সদরুদ্দিন আগা খানের ঢাকা আগমন। ১১২
- ১০ জুন, ১৯৭১ বৃহস্পতিবার
ঢাকা শহরে নিউমার্কেট ও ওয়াপদা ভবনের সামনে গেরিলাদল গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। টিক্কা খান কর্তৃক সাধারণ ক্ষমা ঘোষণা। ১১৩
০ ১১ জুন, ১৯৭১ শুক্রবার
ঢাকা শহরের সান্ধ্য আইন সম্পূর্ণরূপে প্রত্যাহার। ১১৪
প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে শান্তি কমিটির আহ্বায়ক খাজা খয়েরউদ্দিন ও পূর্ব পাকিস্তান কাউন্সিল মুসলিম লীগ সহ- সভাপতি শফিকুল ইসলামের সাক্ষাৎ ।
- ১২ জুন, ১৯৭১ শনিবার
পাকিস্তান সরকারের সহযোগিতার জন্য ঢাকায় প্রিন্স সদরুদ্দিন আগা খানের উচ্ছ্বসিত প্রশংসা। ১১৫
ঢাকার গভর্নর টিক্কা খানের সাথে পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জোসেফ এফ. ফারল্যান্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। ১১৬
১০৮। দৈনিক পাকিস্তান (৮.৬.৭১)
১০৯।
দৈনিক পাকিস্তান (৮.৬.৭১)
১১০।
হাসান হাফিজুর রহমান সম্পাদিত, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র, ৯ম খণ্ড, ঢাকা : তথ্য মন্ত্রণালয়, ১৯৮৪, পৃঃ ১৬৩।
১১১। দৈনিক আজাদ (১০.৬.৭১)
১৯২।
দৈনিক আজাদ
১১৩। দৈনিক আজাদ (১১.৬.৭১)
১১৪ । দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান (১২.৬.৭১)
১১৫। দৈনিক আজাদ (১৩.৬.৭১)
১১৬। দৈনিক আজাদ (১৪.৬.৭১)
D ১৪ জুন, ১৯৭১ সোমবার
ঢাকা পৌর কর্তৃপক্ষ কর্তৃক শহরের ২১০টি রাস্তার নতুন ইসলামি নামকরণ। ১৯৭
যে সকল শিক্ষক এখনো কাজে যোগদান করেন নি, তাদের আগামীকালের মধ্যে যোগদানের জন্য সামরিক কর্তৃপক্ষ নির্দেশ জারি করে।
১৫ জুন, ১৯৭১ মঙ্গলবার
৩ দিনের সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধি দলের ঢাকা আগমন। দলের সদস্যরা হলেন- মিসেস জিল নাইট, মি, জেমস এ কিলফেদার এবং মি. জেমস টিন । ১১৯
o ২১ জুন, ১৯৭১ মঙ্গলবার
পাকিস্তান সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল আবদুল হামিদ খানের ঢাকা আগমন। ১২০
O 24 জুন, ১৯৭১ বৃহস্পতিবার
D
ব্রিটিশ পার্লামেন্টারি কমিটির সরকারি প্রতিনিধি দলের সদস্য শ্রমিক দলের ২ জন মন্ত্রী মি. আর্থার বটমলি ও মি. বিজিনাত পিসি এবং রক্ষণশীল দলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মি. জেমস র্যামসডেন এবং রক্ষণশীল দলীয় সদস্য মি. টার্চ জেকেল ঢাকায় টিক্কা খানের সাথে সাক্ষাৎ করেন। ১২১
ঢাকা জেলা পরিষদ হলে এম.এ. মতিনের নেতৃত্বে শান্তি কমিটির সভা অনুষ্ঠিত।
২৮ জুন, ১৯৭১ সোমবার
জেনারেল ইয়াহিয়ার বেতার ভাষণের সময় জিন্নাহ এভিনিউ (বর্তমানে বঙ্গবন্ধু এভিনিউ), মতিঝিল, শাহবাগ, পুরানা পল্টন, আসাদ গেট ও চকবাজারে একযোগে বোমা ও গ্রেনেড বিস্ফোরণ।
৪ জুলাই, ১৯৭১ রবিবার
ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে রাজাকারদের অস্ত্র চালনা সংক্রান্ত প্রশিক্ষণ শুরু।
→ ৫ জুলাই, ১৯৭১ সোমবার
দুই সদস্যবিশিষ্ট পশ্চিম জার্মানি পার্লামেন্টের প্রতিনিধি দলের করাচি থেকে ঢাকা আগমন এবং সন্ধ্যায় টিক্কা খানের
সাথে সাক্ষাৎ।
১২ জুলাই, ১৯৭১ সোমবার
ঢাকা শহর জামায়াতের এক কর্মী সমাবেশে জমায়াতে ইসলামি পাকিস্তানের আমির মিয়া তোফায়েল বলেন, 'দুশমনদের চক্রান্ত থেকে মহান সেনাবাহিনী দেশকে রক্ষা করেছে”। ১২৩
→ ১৫ জুলাই, ১৯৭১ বৃহস্পতিবার
ডা. এম. এ. মালিক প্রেসিডেন্ট ইয়াহিয়ার বিশেষ উপদেষ্টা নিযুক্ত।
ঢাকা-চট্টগ্রাম রেল লাইন ও সেতুর কয়েক স্থানে মুক্তিবাহিনীর গেরিলাদের ধ্বংস সাধন ।
ঢাকার বিভিন্ন কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রথম দিনে গেরিলাদের বোমা বিস্ফোরণ।
১৬ জুলাই, ১৯৭১ শুক্রবার
ড. সৈয়দ সাজ্জাদ হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত।
১৯ জুলাই, ১৯৭১ সোমবার
ঢাকায় গেরিলা অপারেশনে উলন পাওয়ার হাউজ বিধ্বস্ত। শহরের উত্তরাঞ্চল অন্ধকারে নিমজ্জিত। এতে অংশ নেন গাজি, মতিন-১, মতিন-২, জিন্নাহ, নীলু ও হাফিজ (পরবর্তীকালে শহিদ)।
১১৭। দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান (১৫.6.71)
১১৮। দৈনিক পাকিস্তান (১৫.৬.৭১)
১১৯। দৈনিক আজাদ (১৬.৬.৭১)
১২০। দৈনিক পাকিস্তান (২২.৬.৭১)
১২১। দৈনিক আজাদ (২৫.৬.৭১)
১২২। দৈনিক পাকিস্তান (৫.৭.৭১) ১২৩। দৈনিক সংবাদ
পরিশিষ্ট
এ ২০ জুলাই, ১৯৭১ মঙ্গলবার
পাকিস্তান নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল মুজাফফর হাসানের ঢাকা আগমন
- ২১ জুলাই, ১৯৭১ বুধবার
, ১২৪
ইসলামি সেক্রেটারিয়েটের সেক্রেটারি টেংকু আবদুর রহমানের ৪ দিনের সফরে ঢাকায় আগমন।
→ ২৪ জুলাই, ১৯৭১ শনিবার
১৯
ঢাকায় সামরিক কর্তৃপক্ষের ঘোষণা, আগামীকাল বেআইনি ঘোষিত আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন আহমদ, আবদুল মান্নান ও দি পিপলস-এর সম্পাদক আবদুর রহমানের সম্পত্তি প্রকাশ্য নিলামে বিক্রি হবে।
→ ২৫ জুলাই, ১৯৭১ রবিবার
প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুস সাত্তারের ঢাকা আগমন ।
→ ২৬ জুলাই, ১৯৭১ সোমবার
D
O
মোবারক হোসেনের নেতৃত্বে ইসলামপুর শান্তি কমিটির সদস্যরা মিলিত হয়ে প্রত্যেক ইউনিট থেকে ২৫ জন করে সদস্য নিয়ে রাজাকার বাহিনী গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। ১২৬
দুই সদস্য বিশিষ্ট তুর্কী পার্লামেন্টারি দলের ঢাকা আগমন। ১২৭
২৮ জুলাই, ১৯৭১ বুধবার
মুক্তিযোদ্ধা গেরিলা ইউনিট কমলাপুর মাজার সন্নিকটস্থ ইলেকট্রিক সাব-স্টেশনে বিস্ফোরণ ঘটায়।
৩০ জুলাই, ১৯৭১ শুক্রবার
পূর্ব পাকিস্তান ইসলামি ছাত্রসংঘের ভারপ্রাপ্ত সভাপতি সরদার আবদুস সালাম ও সাধারণ সম্পাদক আলী আহসান মোঃ মুজাহিদ যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের অভিনন্দন জানান। ১২৮
- ৩১ জুলাই, ১৯৭১ শনিবার
গেরিলা আক্রমণের আশঙ্কায় সামরিক বাহিনী কর্তৃক ঢাকা ও শহরতলির নিরাপত্তা ব্যবস্থা জোরদার। ০১ আগস্ট, ১৯৭১ রবিবার
মুসলিম লীগের প্রতিটি কর্মী ও সদস্যকে রাজাকার বাহিনীতে যোগ দিয়ে দুষ্কৃতকারীদের দমন করার নির্দেশ। ১২৯ ০২ আগস্ট, ১৯৭১ সোমবার
১৩০
ঢাকায় মাদ্রাসা সম্মেলনে গোলাম আজমের পাকিস্তানের আদর্শ ও সংহতি রক্ষার জন্য দৃঢ় সংগ্রামে অবতীর্ণ হওয়ার আহ্বান । সম্মেলনে মতিউর রহমান নিজামি পাকিস্তানকে রক্ষার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। প্রকাশ্য দিবালোকে খিলগাঁও বাজারে গেরিলাদের হামলা ।
0
৪ আগস্ট, ১৯৭১ বুধবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ সাজ্জাদ হোসাইন বলেন, ‘সেনাবাহিনীর কারণেই বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষকের প্রাণ রক্ষা পেয়েছে'।
- ৫ আগস্ট, ১৯৭১ বৃহস্পতিবার
পূর্ব পাকিস্তানের পরিস্থিতি সম্পর্কে পাকিস্তান সরকারের ‘শ্বেতপত্র' প্রকাশ। এ দলিলে বিচ্ছিন্নবাদী বাঙালিরা সঙ্কটের জন্য দায়ী বলে অভিযোগ করা হয়। ১৩১
১২৪। দৈনিক আজাদ (২১.৭.৭১)
১২৫। দৈনিক আজাদ (২২.৭.৭১)
১২৬। দৈনিক পাকিস্তান (২৭.৭.৭১)
১২৭। দৈনিক আজাদ (২৭.৭,৭১) ১২৮। দৈনিক পাকিস্তান ( ৩১.৭,৭১)
১২৯। দৈনিক পাকিস্তান
১০০। দৈনিক সংবাদ
১৩১। দৈনিক পাকিস্তান (৬.৮.৭১)
20
- ৬ আগস্ট, ১৯৭১ শুক্রবার
O
মুসলিম লীগ নেতা সবুর খান ও ঢাকায় অবস্থানরত পিডিপি নেতা নওয়াবজাদা নসরুল্লাহ খানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় । ১৩২
৮ আগস্ট, ১৯৭১ রবিবার
ঢাকা শহর শান্তি কমিটির নেতা সিরাজুদ্দিনের সভাপতিত্বে ঢাকা শান্তি কমিটির এক সভা অনুষ্ঠিত । ১৩৩
→ ৯ আগস্ট, ১৯৭১ সোমবার
0
তিন মুসলিম লীগকে একত্র করতে কনভেনশন মুসলিম লীগের সেক্রেটারি জেনারেল মালিক মোহাম্মদ কাসেমের ঢাকা আগমন । ১৩৪
১১ আগস্ট, ১৯৭১ বুধবার
হোটেল ইন্টারকন্টিনেন্টালের লবিতে গেরিলা কর্তৃক ৩টি বোমার বিস্ফোরণ ঘটানো হলে হোটেলে অবস্থিত ৩ জন বিদেশি নাগরিক আহত হয়। ১৩৫ এ অভিযানে অংশ নেন মায়া, সামাদ, বাকের (পরে শহিদ), উলফাত গাজি। নেজামে ইসলামির সহ-সভাপতি মওলানা সৈয়দ মাহমুদ আল মাদানী গেরিলাদের গুলিতে নিহত। ১৯৬
জামায়াতে ইসলামির প্রাদেশিক আমির অধ্যাপক গোলাম আজম এক বিবৃতিতে বলেন, তথাকথিত বাংলাদেশ আন্দোলনের সমর্থকরা ইসলামের দুশমন । ১৩৭
- ১২ আগস্ট, ১৯৭১ বৃহস্পতিবার
বিলুপ্ত ভারতীয় হাইকমিশনের কর্মচারীদের ঢাকা ত্যাগ । ১৩৮
১৩ আগস্ট, ১৯৭১ শুক্রবার
১৪ আগস্ট আজাদী দিবস উপলক্ষে ঢাকায় কেন্দ্রীয় শান্তি কমিটির উদ্যোগে বিশাল শোভাযাত্রা বের করা হয়। মিছিলে নেতৃত্ব ও বক্তৃতা দেন খাজা খয়েরউদ্দিন, এ কিউ এম শফিকুল ইসলাম, অধ্যাপক গোলাম সরওয়ার, এ টি সাদী, সিরাজউদ্দিন প্রমুখ । ১৩৯
ঢাকার ধোলাইখাল এলাকায় গেরিলা ও সেনাবাহিনীর গুলি বিনিময়। সেনাবাহিনী কর্তৃক বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের দাবি । ১৪০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিকুল ইসলাম (বাংলা বিভাগ), অধ্যাপক কে. এম. সাদউদ্দিন (সামজবিজ্ঞান বিভাগ), ড. আবদুল খায়ের (ইতিহাস বিভাগ), অধ্যাপক শহীদুল্লাহ (গণিত বিভাগ) পাকিস্তান বাহিনী কর্তৃক গ্রেফতার । ঢাকা শহরে মুক্তিযুদ্ধের পক্ষে বিজ্ঞপ্তি ও পোস্টার বিলি করার দায়ে কয়েক ব্যক্তিকে গ্রেফতার। ১৪১
→ ১৪ আগস্ট, ১৯৭১ শনিবার
পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শান্তি কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে এক সিম্পোজিয়ামের আয়োজন। এতে বক্তব্য দেন পিডিপি নেতা নূরুল আমিন, জামায়াত নেতা অধ্যাপক গোলাম আজম, পশ্চিম পাকিস্তান পিডিপির সভাপতি নওয়াবজাদা নসরুল্লাহ খান, এ কিউ এম শফিকুল ইসলাম, আবদুল জব্বার খদ্দর প্রমুখ । ১৪২

১৩২। দৈনিক সংবাদ
১৩৩। দৈনিক সংবাদ
১৩৪ । দৈনিক আজাদ (১০.৮.৭১)
১৩৫। দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান (১২.৮.৭১)
১৩৬। দৈনিক পাকিস্তান (১২.৮.৭১)
১৩৭। দৈনিক সংবাদ
১৩৮ । দৈনিক আজাদ (১৩.৮.৭১
১৩৯ । দৈনিক আজাদ, দৈনিক সংবাদ, পাকিস্তান (১৪.৮.৭১)
১৪০ । দৈনিক পাকিস্তান (১৪.৮.৭১)
১৪১। দৈনিক পাকিস্তান
১৪২। দৈনিক সংবাদ, দৈনিক পাকিস্তান, দৈনিক আজাদ (১৫.৮.৭১)
১৫ আগস্ট, ১৯৭১ র
পাকিস্তান আন্দোলনকারীाেनা জিমনেশিয়াসে এক সভা অনুষ্ঠ। ভা করেন মওলানা ফরিদ আহমদ। এতে পরনা দেন গোলাম আজম, ি অন্যরা • ১৯ আগস্ট, ১৯৭১ বৃহস্পতিবার
ঢাকায় টিকা খানের সাথে পিডিপি নেতা না খানের ঠক অনুষ্ঠিত হয়।
টিকা খান কর্তৃক আওযামী লীগের ২ জীবন সংসাকে সামরিক আদালত শে ২১ আগস্ট, ১৯৭১ শনিবার
পূর্ব পাকিস্তান সরকার ১৯৬৮ খ্রিস্টাব্দের আনসার আছি বাতিল করে রাজাকার অতিব্যাগে गान বাহিনীকে রাজাকার বাহিনীতে রূপান্তরিত করে। ১""
২২ আগস্ট, ১৯৭১ রবিবার
মুক্তিযোদ্ধাদের হাতে নিত দালान মানা
मानी गान
মাদানীকে স্মরণ করে আমাদের পাজি হওয়ার প্রেরণা গ্রহণ করতে হবে।
২৯ আগস্ট, ১৯৭১ রবিবার
ঢাকা শহরের কয়েক জায়গায় হামলা চালিয়ে অস্ত্রশস্ত্রসহ বেশ কয়েকজন মুক্তিে
আবদুল জব্বার খন্দরের সভাপতিত্বে দিলু রোডে শান্তি কমিটির এক সভা অনুষ্ঠিত
৩১ আগস্ট, ১৯৭১ মঙ্গলবার
আবদুল্লাহ
ডা. এ. এম. মালিক পূর্ব পাকিস্তানের গভর্নর ও গে, গে, আমির আবাদ নিয়াজিকে সামआিপ্র হিসেবে নিয়োগ ১৪
১ সেপ্টেম্বর, ১৯৭১ বুধবার
ঢাকার সামরিক আদালতে বিশ্ববিদ্যালয়ের ৪ জন অধ্যাপক ও ১৩ জন সিএসপি অফিসারকে সামরিক আদালতের হাজির হওয়ার নির্দেশ।
- ২ সেপ্টেম্বর, ১৯৭১ বৃহস্পতিবার
প্রাদেশিক গভর্নর ও সামরিক আইন প্রশাসক লে. জে. টিক্কা খানের ক্ষমতা হস্তান্তর শেষে রাওয়ালপিন্ডির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ । ১৪৮
৩ সেপ্টেম্বর, ১৯৭১ শুক্রবার
পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে ডা. এম. এ. মালিকের শপথ গ্রহণ
'খ' (পূর্ব পাকিস্তান) অঞ্চলের সামরিক প্রশাসক হিসেবে জেনারেল নিয়াজি ও মেজর জেনারেল রহিমের দায়িত্ব গ্রহণ। ৪ সেপ্টেম্বর, ১৯৭১ শনিবার
প্রতিরক্ষা সচিব এইচ গিয়াসউদ্দিন আহমদকে প্রেসিডেন্ট ইয়াহিয়ার উপদেষ্টা নিযুক্ত করা হয়।
- ৬ সেপ্টেম্বর, ১৯৭১ সোমবার
ইসলামি ছাত্রসংঘের উদ্যোগে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণজমায়েত ও মিছিলে নেতৃত্ব দেন মতিউর রহমা নিজামি ।
১৪৩। দৈনিক পাকিস্তান, দৈনিক সংবাদ
১৪৪ | দৈনিক সংব
১৪৫। দৈনিক সংবা
১৪৬। দৈনিক পাকিস্ত०..१১)
১৪৭ । দৈনিক সংবাদ
১৪৮। দৈনিক পাকি
(৩.৯.১)
১৪৮। দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান
০৭ সেপ্টেম্বর, ১৯৭১ মঙ্গলবার
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
ড. এম. এ মালিকের সাথে পূর্ব পাকিস্তান ওলামায়ে ইসলামের আমীর পীর মোহসীনের নেতৃত্বে একটি দলের সাক্ষাৎ । ১৫০
→ ১০ সেপ্টেম্বর, ১৯৭১ শুক্রবার
রাষ্ট্রদ্রোহিতা, অস্ত্রাগার লুণ্ঠন, অননুমোদিত অস্ত্র বিতরণ, রাষ্ট্রবিরোধীদের ট্রেনিং প্রদানের অভিযোগে আওয়ামী লীগের ১৪৫ জন এমপিকে সামরিক আদালতে হাজির হওয়ার নির্দেশ।
১১ সেপ্টেম্বর, ১৯৭১ শনিবার
ঢাকা শহরস্থ পিডিপি আয়োজিত সভায় বক্তৃতাকালে নূরুল আমিন বলেন, 'এটা আমার ঈমান ও বিশ্বাস কেয়ামত পর্যন্ত পাকিস্তান টিকে থাকবে।
→ ১৪ সেপ্টেম্বর, ১৯৭১ মঙ্গলবার
১৫১
গভর্নর ডা. এম. এ মালিক কর্তৃক প্রথমবার রেডিও বক্তৃতায় প্রদেশের নিরাপত্তা ও আস্থা ফিরিয়ে আনার ব্যাপারে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের ঘোষণা। তিনি বলেন, 'পূর্ণ স্বাভাবিক অবস্থা ফিরে এলে ও নির্বাচনের সময়সূচি অনুসারে নির্বাচন অনুষ্ঠানের পর নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। ১৫২
→ ১৭ সেপ্টেম্বর, ১৯৭১ শুক্রবার
O
পূর্ব পাকিস্তানের গভর্নর ডা. এম. এ.মালিক কর্তৃক ১০ সদস্যের মন্ত্রিপরিষদ গঠন। ১৫৩ মন্ত্রীরা হলেন-আবুল কাশেম, আব্বাস আলী খান, আখতার উদ্দিন খান, এ. এস. এম. সোলায়মান, মওলানা এ. কে. এম. ইউসুফ, মোহাম্মদ ইসহাক, নওয়াজেশ আহমদ, ওবায়দুল্লাহ মজুমদার, শামসুল হক এবং অংশু প্রু চৌধুরী ।
১৮ সেপ্টেম্বর, ১৯৭১ শনিবার
পূর্ব পাকিস্তানে জামায়াতের আমির গোলাম আজম নতুন প্রাদেশিক মন্ত্রিসভাকে স্বাগত জানান। ১৫৪
১৯ সেপ্টেম্বর, ১৯৭১ রবিবার
পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদের ৭৮টি ও প্রাদেশিক পরিষদের ১০৫টি শূন্য আসনে উপ-নির্বাচনের ঘোষণা । আগামী ২৫ নভেম্বর থেকে ৯ ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে ।১৫৫
→ ২০ সেপ্টেম্বর, ১৯৭১ সোমবার
পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রী এ.এস.এম. সোলায়মান বলেন, 'কোনো শক্তিই পাকিস্তান ভাঙতে পারবে না।'
২৪ সেপ্টেম্বর, ১৯৭১ শুক্রবার
পিডিপির সভাপতি নূরুল আমিন ঢাকায় বলেন, আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবকে মুক্তি দেয়া হলে পূর্ব পাকিস্তানে সেনাবাহিনীর কার্যক্রমের যৌক্তিকতাকেই নস্যাৎ করা হবে।' ঢাকায় বেসামরিক প্রতিরক্ষা এলাকায় সন্ধ্যা ৭.৩০ মি. হতে ৮টা পর্যন্ত সাফল্যজনকভাবে নিষ্প্রদীপ মহড়া অনুষ্ঠিত হয় । ১৫৬
গেরিলারা প্রকাশ্য দিবালোকে মতিঝিল এলাকায় হাবিব ব্যাংক হাটখোলা শাখায় লুট করে।
→ ২৫ সেপ্টেম্বর, ১৯৭১ শনিবার
পূর্ব পাকিস্তানের মৌলিক গণতন্ত্র ও আঞ্চলিক স্বায়ত্তশাসন দফতরের মন্ত্রী মওলানা মোহাম্মদ ইসহাক ঢাকা মেডিকেল কলেজের সন্নিকটে তার গাড়ির ভিতর সংরক্ষিত একটি মেয়াদি বোমা বিস্ফোরণে ডান পা ও ডান হাতে আঘাতপ্রাপ্ত হন। ১৫৭
১৫০ । দৈনিক পাকিস্তান (৯.৯.৭১)
১৫১। দৈনিক সংবাদ
১৫২। দৈনিক আজাদ
১৫৩। দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান (৪.৯.৭১)
১৫৪। দৈনিক পাকিস্তান (২১.৯.৭১)
১৫৫ । দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান (২৫.৯.৭১)
১৫৬। দৈনিক আজাদ
১৫৭। দৈনিক আজাদ (২০.৯.৭১)

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]