কত খ্রিষ্টাব্দে 'বেঙ্গল প্যাক্ট' সম্পাদিত হয়?


৫০. লাহোর প্রস্তাবে এ. কে. ফজলুল হক মুসলমানদের জন্য কেমন রাষ্ট্র গঠনের প্রস্তাব করেন?
উত্তর : ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে পৃথক রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব করেন। ৫১. ১৯৩৭ খ্রিষ্টাব্দের নির্বাচনে মুসলিম লীগ কয়টি প্রদেশে জয়লাভ করে?
উত্তর : ২টি প্রদেশ (বাংলা ও পাঞ্জাব)।
৫২. সীমানা নির্ধারণ কমিশনের সভাপতি কে ছিলেন?
উত্তর : স্যার সিরিল র‍্যাডক্লিফ
৫৩. সীমানা কমিশনে মুসলিম লীগ ও কংগ্রেসের কতজন করে প্রতিনিধি ছিল?
উত্তর : ২ জন করে ।
৫৪. সীমানা কমিশনের রিপোর্ট কত তারিখে প্রকাশিত হয়?
উত্তর : ১৬ আগস্ট, ১৯৪৭ খ্রিষ্টাব্দে ।
৫৫. কোন আইনে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়?
উত্তর : 'ভারতীয় স্বাধীনতা আইন ১৯৪৭' বা 'The Indian Independence Act, 1947'-এর আলোকে। ৫৬. কোন ঘটনাটি সাম্প্রদায়িকতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
উত্তর : ১৯০৫ খ্রিষ্টাব্দে লর্ড কার্জনের “বঙ্গভঙ্গ”।
৫৭. ‘পাকিস্তান ধারণার' প্রথম প্রবক্তা বলা হয় কাকে?
উত্তর : ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলীকে।
৫৮. পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা কে?
উত্তর : কবি ইকবাল ।
৫৯. কখন থেকে হিন্দু-মুসলমান সম্প্রীতি বিনষ্ট হতে শুরু করে?
উত্তর : ইংরেজ (ব্রিটিশ) শাসনের শুরু থেকে ।
৬০. অবিভক্ত বাংলা আন্দোলনে সোহরাওয়ার্দীর অন্যতম সহযোগী কে ছিলেন?
উত্তর : আবুল হাশিম।
৬১. কে বঙ্গভঙ্গ রদ করেন?
উত্তর : লর্ড হার্ডিঞ্জ।
৬২. বঙ্গভঙ্গ কী?
উত্তর : অবিভক্ত বাংলাকে বিভক্ত করে পৃথক প্রদেশ সৃষ্টি করা ।
৬৩. বঙ্গভঙ্গের ফলে কার স্বার্থ সংরক্ষণ হয়?
উত্তর : মুসলমানদের ।
৬৪. ব্রিটিশ ভারত বিভক্তির সময় বাংলার প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
৬৫. চৌধুরী রহমত আলী কীভাবে পাকিস্তান শব্দটি গঠন করেন?
উত্তর : পাঞ্জাবের P, এবং আফগানিস্তানের A, কাশ্মীরের K, সিন্ধু প্রদেশের (INDUS)-এর I, এবং বেলুচিস্তানের STAN শব্দসমষ্টির সমন্বয়ে PAKISTAN শব্দটি গঠন করেন।
অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস ও উপমহাদেশের বিভক্তি, ১৯৪৭
পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয় কখন?
উত্তর : ১৯৪৮ খ্রিষ্টাব্দের ২৩ ফেব্রুয়ারি করাচিতে।
পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর : লিয়াকত আলী খান ।
পাকিস্তানের প্রথম রাজধানী কোথায় ছিল? উত্তর : করাচি ।
'ভাগ কর, শাসন কর' এটি কাদের নীতি ছিল? উত্তর : ভারতের ব্রিটিশ শাসকদের।
৭০. কত খ্রিষ্টাব্দে গান্ধীকে 'ভারত ছাড় আন্দোলন' পরিচালনার দায়িত্ব বা নেতৃত্ব দেওয়া হয়?
উত্তর : ১৯৪২ খ্রিষ্টাব্দে।
৭১. কত খ্রিষ্টাব্দে 'মোহামেডান লিটারারি সোসাইটি' প্রতিষ্ঠা করেন?
উত্তর : ১৮৬৩ খ্রিষ্টাব্দে নবাব আব্দুল লতিফ 'মোহামেডান লিটারারি সোসাইটি' প্রতিষ্ঠা করেন ।
৭২. কত খ্রিষ্টাব্দে, কে ‘সেন্ট্রাল মোহামেডান এসোসিয়েশন' প্রতিষ্ঠা করে?
উত্তর : ১৮৭৭ খ্রিষ্টাব্দে সৈয়দ আমীর আলী 'সেন্ট্রাল মোহামেডান এসোসিয়েশন' প্রতিষ্ঠা করেন।
৭৩. কত খ্রিষ্টাব্দে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়?
উত্তর : ১৯৪৬ খ্রিষ্টাব্দে ।
৭৪. সোহরাওয়ার্দী-বসু ফর্মূলা কী?
উত্তর : ১৯৪৭ খ্রিষ্টাব্দের মে মাসে শরৎচন্দ্র বসুর কলকাতাস্থ বাসভবনে অনুষ্ঠিত কংগ্রেস এবং মুসলিম লীগের যুক্ত কমিটির বৈঠকে স্বাধীন বাংলা রাষ্ট্রের সংবিধান সম্পর্কিত রূপরেখার যে যুক্তি প্রণয়ন করা হয়, তাই হলো উক্ত ফর্মূলা ।
৭৫. প্রতিষ্ঠাকালে কংগ্রেসের কয়েকজন নেতৃবৃন্দের নাম লেখ ।
উত্তর : উমেশচন্দ্র ব্যানার্জি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজী, গোপালকৃষ্ণ ও বদরউদ্দিন তৈয়াবাজী । ৭৬. কে কংগ্রেসে মুসলমানদের যোগদান করাকে আত্মঘাতী বলে মনে করতেন?
উত্তর : স্যার সৈয়দ আহমদ।
৭৭. কখন লর্ড কার্জন ভারতের বড়লাট নিযুক্ত হন?
উত্তর : ১৮৯৮ খ্রিষ্টাব্দে।
৭৮. কে ভারতবর্ষে আদমশুমারি প্রথার প্রবর্তন করেন?
উত্তর : লর্ড ক্যানিং, ১৮৬১ খ্রিষ্টাব্দে ।
৭৯. মহাত্মা গান্ধী কবে ভারতের রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন?
উত্তর : ১৯১৭ খ্রিষ্টাব্দে।
৮০. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়?
উত্তর : ১৯১৯ খ্রিষ্টাব্দে।
৮১. কে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন?
উত্তর : পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা।
৮২. কত খ্রিস্টাব্দে ভাস্কো-দা-গামা জলপথে ভারতে আসেন?
উত্তর : ১৪৯৮ খ্রিষ্টাব্দে।
৮৩. কখন/কত খ্রিষ্টাব্দে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল?
উত্তর : ১৭৫৭ খ্রিষ্টাব্দের ২৩ জুন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল।
৮৪. বর্ণপ্রথা কোন সমাজে প্রচলিত একটি প্রথা?
উত্তর : বর্ণপ্রথা আর্য হিন্দু সমাজে প্রচলিত একটি প্রথা ।
৮৫. ইংরেজি Terrorism শব্দের বাংলা প্রতিশব্দ কী?
উত্তর : ইংরেজি Terrorism শব্দের বাংলা প্রতিশব্দ সন্ত্রাসবাদ / জঙ্গিবাদ ।
৮৬. সন্ত্রাসবাদ কী/জঙ্গিবাদ কী?
উত্তর : সন্ত্রাসবাদ/জঙ্গিবাদ হলো সন্ত্রাসী কর্মকাণ্ডের পদ্ধতিগত ব্যবহার যা ধ্বংসাত্মক এবং বলপ্রয়োগের মাধ্যমে ঘটানো হয়। ৮৭. চিরস্থায়ী বন্দোবস্তের প্রবক্তা/প্রবর্তন করেন কে?
উত্তর : চিরস্থায়ী বন্দোবস্তের প্রবক্তা/প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস।
৮৮. ভারতীয় উপমহাদেশে কারা সূর্যাস্ত আইন চালু করে?
উত্তর : ভারতীয় উপমহাদেশে ইংরেজরা সূর্যাস্ত আইন চালু করে ।
৮৯. জমিদার সমিতি কী?
উত্তর : ব্রিটিশ শাসনামলে জমিদারদের স্বার্থরক্ষায় তাদের উদ্যোগে যে সংগঠন গড়ে উঠে, তাকে জমিদার সমিতি বলে। ৯০. জমিদার সমিতির কর্ণধার কে ছিলেন?
উত্তর : প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
৯১. শিবসেনা কী?
উত্তর : শিবসেনা হলো ভারতের মহারাষ্ট্র কেন্দ্রিক উগ্র হিন্দু জাতীয়তাবাদী একটি রাজনৈতিক দল । ৯২. শিবসেনা কখন/কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : শিবসেনা ১৯৬৬ খ্রিষ্টাব্দের ১৯ জুন প্রতিষ্ঠিত হয় ।
৯৩. শিবসেনার প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর : শিবসেনার প্রতিষ্ঠাতা ছিলেন কাল হ্যাকারে ।
৯৪. ৯৪. ‘দারুল হারব' শব্দের অর্থ কী?
উত্তর : দারুল হারব শব্দের অর্থ শত্রুকবলিত দেশ ।
৯৫. 'ওহাবি' শব্দের অর্থ কী?
উত্তর : নবজাগরণ ।
৯৬. কত খ্রিষ্টাব্দে 'বেঙ্গল প্যাক্ট' সম্পাদিত হয়?
উত্তর : ১৯২৩ খ্রিষ্টাব্দে ‘বেঙ্গল প্যাক্ট' সম্পাদিত হয়।
৯৭. 'বেঙ্গল প্যাক্ট'-এর উদ্যোক্তা কে ছিলেন?
উত্তর : 'বেঙ্গল প্যাক্ট'-এর উদ্যোক্তা ছিলেন চিত্তরঞ্জন দাস ।
৯৮. মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্যের নাম কী?
উত্তর : সদস্যের নাম হলো- ১. পেথিক লরেন্স, ২. স্ট্যাফোর্ড ক্রিপস ও ৩. এ. ভি আলেকজান্ডার।
:
৯৯. ভারতে সাম্প্রদায়িকতার অনিবার্য ফল কী ছিল?
উত্তর : ভারতে সাম্প্রদায়িকতার অনিবার্য ফল ছিল ভারত ও পাকিস্তান সৃষ্টি ।
১০০. অখণ্ড স্বাধীন বাংলা আন্দোলনের প্রস্তাবক কে?
উত্তর : অখণ্ড স্বাধীন বাংলা আন্দোলনের প্রস্তাবক হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
[জাবি, অ. প্র. ব. '১৫: পাস কোর্স প্র. ব. '১৫]

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]