কত খ্রিষ্টাব্দে পূর্ব বাংলার নাম 'পূর্ব পাকিস্তান' হিসেবে অভিহিত করা হয়?


অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. পাকিস্তান রাষ্ট্রের জন্ম কত তারিখ?
উত্তর : ১৯৪৭ খ্রিষ্টাব্দের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়।
কত খ্রিষ্টাব্দে পূর্ব বাংলায় জমিদারি প্রথা বিলুপ্ত করা হয়।
উত্তর : ১৯৫০ খ্রিষ্টাব্দে পূর্ব বাংলায় জমিদারি প্রথা বিলুপ্ত করা হয়।
১৯৫১ খ্রিষ্টাব্দের আদমশুমারি অনুযায়ী ভারত থেকে কত শরণার্থী পাকিস্তানে আগমন করে?
উত্তর : ১৯৫১ খ্রিষ্টাব্দের আদমশুমারি অনুযায়ী ৭২ লক্ষ শরণার্থী ভারত থেকে পাকিস্তানে আগমন করে।
১৯৫৩ খ্রিষ্টাব্দে ফরেন সার্ভিসে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের লোকের শতকরা হার কত ছিল?
উত্তর : ১৯৫৩ খ্রিষ্টাব্দে ফরেন সার্ভিসে পূর্ব ও পশ্চিম পাকিস্তানে শতকরা হার যথাক্রমে ৩১ ও ৬৯ শতাংশ।
৫. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুবরণ করলে কে গভর্নর জেনারেল হন?
৬. উত্তর : পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুবরণ করলে গভর্নর জেনারেল হন খাজা নাজিমুদ্দিন পাঞ্জাব ও পূর্ব বাংলায় সাম্প্রদায়িক সংঘর্ষে কত লোক নিহত হয়?
উত্তর : পাঞ্জাব ও পূর্ব বাংলায় সাম্প্রদায়িক সংঘর্ষে প্রায় ২ লক্ষ ৫০ হাজার লোক নিহত হয় ।
৭. পাকিস্তান রাষ্ট্রটি কয়টি প্রদেশ ও কয়টি দেশীয় রাজ্য নিয়ে গঠিত হয়?
উত্তর : পাকিস্তান রাষ্ট্রটি ৪টি প্রদেশ ও ৫টি দেশীয় রাজ্য নিয়ে গঠিত হয় ।
৮. কত খ্রিষ্টাব্দের কত তারিখে মারি চুক্তি সম্পাদিত হয়?
উত্তর : ১৯৫৫ খ্রিষ্টাব্দের ৭ জুলাই মারি চুক্তি সম্পাদিত হয় ।
৯. ১৯৫৬ খ্রিষ্টাব্দে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কত কর্মকর্তা-কর্মচারীর মধ্যে পূর্ব পাকিস্তানিদের সংখ্যা কত ছিল?
উত্তর : ১৯৫৬ খ্রিষ্টাব্দে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ৪২,০০০ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে পূর্ব পাকিস্তানিদের সংখ্যা ছিল মাত্র ২,৯০০ জন।
১০. ১৯৬৬ খ্রিষ্টাব্দের কেন্দ্রীয় সরকারে পূর্ব ও পশ্চিম পাকিস্তানি গেজেটেড কর্মকর্তার সংখ্যা কত ছিল?
উত্তর : ১৯৬৬ খ্রিষ্টাব্দের কেন্দ্রীয় সরকারে পূর্ব ও পশ্চিম পাকিস্তানি গেজেটেড কর্মকর্তার সংখ্যা যথাক্রমে ১,৩৩৮ ও ৩,৭০৮ জন।
১১. ১৯৬৬ খ্রিষ্টাব্দে পূর্ব ও পশ্চিম পাকিস্তানি নন-গেজেটেড কর্মচারী যথাক্রমে কত ছিল?
উত্তর : ১৯৬৬ খ্রিষ্টাব্দে পূর্ব ও পশ্চিম পাকিস্তানি নন-গেজেটেড কর্মচারীর সংখ্যা ছিল যথাক্রমে ২৬,৩১০ ও ৮২,৯৪০ জন।
১২. ঔপনিবেশিক ব্রিটিশ আমলে কে কোন তত্ত্বের মাধ্যমে ভারতের মুসলমানদের আলাদা জাতি হিসেবে উপস্থাপন করেন?
উত্তর : ঔপনিবেশিক ব্রিটিশ আমলে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে ভারতের মুসলমানদের আলাদা জাতি হিসেবে উপস্থাপন করেন।
১৩. ১৯৫৬ খ্রিস্টাব্দে কত জন সেনা অফিসারের মধ্যে কত জন পূর্ব পাকিস্তানি ছিল?
উত্তর : ১৯৫৬ খ্রিষ্টাব্দে ৮৯৪ জন সেনা অফিসারের মধ্যে মাত্র ১৪ জন ছিল পূর্ব পাকিস্তানি।
১৪. ১৯৫৮ খ্রিষ্টাব্দের কোন কার্যক্রমের পর পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য আরও বেড়ে যায়?
উত্তর : ১৯৫৮ খ্রিষ্টাব্দে সামরিক জান্তা আইয়ুব খান পাকিস্তানে সামরিক শাসন জারি করলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য আরও বেড়ে যায়।
১৫. ১৯৫৯ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাস থেকে ১৯৬০ খ্রিষ্টাব্দের মে মাস পর্যন্ত কত জন সেকশন অফিসার নিয়োগ করে
এবং তার মধ্যে কত জন পূর্ব পাকিস্তানের ছিল?
উত্তর : ১৯৫৯ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাস থেকে ১৯৬০ খ্রিষ্টাব্দের মে মাস পর্যন্ত ৭৩৪ জন সেকশন অফিসার নিয়োগ করা হয় এবং তার মধ্যে ৭৪ জন পূর্ব পাকিস্তানের ছিল।
১৬. পূর্ব ও পশ্চিম পাকিস্তানে উৎপাদন-অর্থনৈতিক বৈষম্য সৃষ্টির দুটি কারণ উল্লেখ কর ।
উত্তর : পূর্ব ও পশ্চিম পাকিস্তানে উৎপাদন-অর্থনৈতিক বৈষম্য সৃষ্টির দুটি কারণ যথাক্রমে—
১. পশ্চিম পাকিস্তানে সরকারি ও বেসরকারি পর্যায়ে অধিক আর্থিক বিনিয়োগ ।
3
২. পূর্ব পাকিস্তান থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা পশ্চিম পাকিস্তানে স্থানান্তর করা।
১৭. ১৯৪৮-৫৫ সময়কালে শিক্ষাখাতে বরাদ্দ বৈষম্য উল্লেখ কর।
উত্তর : ১৯৪৮-'৫৫ সময়কালে শিক্ষাখাতে পশ্চিম পাকিস্তানে যেখানে বরাদ্দ দেওয়া হয় ১,৫৩০ কোটি টাকা সেখানে পূর্ব পাকিস্তানে দেওয়া হয় মাত্র ২৪০ কোটি টাকা।
১৮. ১৯৫৫-'৫৬ খ্রিষ্টাব্দের আমদানি খাতের পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য উল্লেখ কর।
উত্তর : ১৯৫৫-'৫৬ খ্রিষ্টাব্দের পূর্ব পাকিস্তানের আমদানি ৮১৮ মিলিয়ন ও পশ্চিম পাকিস্তানের ১৫১৬ মিলিয়ন টাকা। ১৯. ১৯৫৫-'৫৬ খ্রিষ্টাব্দের রপ্তানি খাতের পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য উল্লেখ কর।
উত্তর : ১৯৫৫-'৫৬ খ্রিষ্টাব্দের পূর্ব পাকিস্তানে রপ্তানি ১,০৪১ মিলিয়ন ও পশ্চিম পাকিস্তানে ৭৪১ মিলিয়ন টাকা।
২০. ১৯৫৫-৫৬ থেকে ১৯৬৮-৬৯ সময়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের আয় বৈষম্য উল্লেখ কর।
উত্তর : ১৯৫৬-'৬৬ থেকে ১৯৬৮-৬৯ সময়ে পূর্ব পাকিস্তানের আয় ৭২৮.৫ কোটি টাকা ও পশ্চিম পাকিস্তানের ১৭৮.১৭ কোটি টাকা।
২১. ১৯৬৫-৬৬ থেকে ১৯৬৮-'৬৯ সময়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের ব্যয় বৈষম্য উল্লেখ কর।
উত্তর : ১৯৬৫-৬৬ থেকে ১৯৬৮-'৬৯ সময়ে পূর্ব পাকিস্তানের ব্যয় ১,৩৩৬.২ কোটি ও পশ্চিম পাকিস্তানের ব্যয় ২,৭৬৭.১ কোটি টাকা।
২২. পাকিস্তানের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার্যকরী হয় কখন?
উত্তর : পাকিস্তানের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার্যকরী হয় ১৯৫৫ খ্রিষ্টাব্দের জুলাই মাসে ।
২৩. পাকিস্তানের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ উল্লেখ কর।
উত্তর : পাকিস্তানের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল ১৯৬০ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত ।
২৪. পাকিস্তানের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বাস্তবে পূর্ব পাকিস্তানের বরাদ্দ ও ব্যয় উল্লেখ কর।
উত্তর : পাকিস্তানের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পূর্ব পাকিস্তানে বরাদ্দ ২৭,০০০ মিলিয়ন টাকা এবং বাস্তবে ব্যয় করা হয় ১০,৯৭০ মিলিয়ন টাকা।
২৫. পাকিস্তানের রাজধানী করাচি শহরকে গড়ে তুলতে ১৯৫৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত কত টাকা ব্যয় করা হয়?
উত্তর : পাকিস্তানের রাজধানী করাচি শহরকে গড়ে তুলতে ১৯৫৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত ব্যয় করা হয় ৫,৭০০ মিলিয়ন টাকা। ২৬. পাকিস্তানের পূর্বাংশের জনগণের মধ্যে পাকিস্তানি জাতীয়তাবোধের চেয়ে কোনটি প্রাধান্য পায়?
উত্তর : পাকিস্তানের পূর্বাংশের জনগণের মধ্যে পাকিস্তানি জাতীয়তাবোধের চেয়ে বাঙালি জাতীয়তাবোধ প্রাধান্য পায় । ২৭. পূর্ব ও পশ্চিম পাকিস্তানে ১৯৬৯-৭০ খ্রিষ্টাব্দে মাথাপিছু আয় কত ছিল?
উত্তর : ১৯৬৯-'৭০ খ্রিষ্টাব্দে পূর্ব পাকিস্তানের মাথাপিছু আয় ৩২১ টাকা ও পশ্চিম পাকিস্তানের ৫৩৩ টাকা । ২৮. কিসের কারণে পাকিস্তানের দুই অঞ্চলের সমাজজীবন দুই রকম ছিল?
উত্তর: সরকারের অর্থনৈতিক ও পরিকল্পনাগত বৈষম্যের কারণে পাকিস্তানের দুই অঞ্চলের সমাজজীবন ছিল দুই রকমের। ২৯. ১৯৪৭ থেকে ১৯৫৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত পাকিস্তানের কতজন প্রধানমন্ত্রীর মধ্যে কতজন পূর্ব পাকিস্তান থেকে হন?
উত্তর : ১৯৪৭ থেকে ১৯৫৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত পাকিস্তানের ৭ জন প্রধানমন্ত্রীর মধ্যে ৩ জন পূর্ব পাকিস্তান থেকে হন । ৩০. পশ্চিম পাকিস্তানে প্রাইমারি স্কুলের সংখ্যা ১৯৪৭ থেকে ১৯৫৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত কত গুণ বৃদ্ধি পায়?
উত্তর : পশ্চিম পাকিস্তানে প্রাইমারি স্কুলের সংখ্যা ১৯৪৭ থেকে ১৯৫৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত ৪ গুণ বৃদ্ধি পায় ।
৩১. ১৯৪৭ খ্রিষ্টাব্দে কতটি প্রদেশ নিয়ে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ৫টি (পশ্চিম পাকিস্তানে ৪টি ও পূর্ব পাকিস্তান)
৩২. পাকিস্তানের ৫টি প্রদেশের নাম লেখ ।
উত্তর : পূর্ব পাকিস্তান, পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ ।
৩৩. পাকিস্তানের মোট আয়তনের কত ভাগ পূর্ব পাকিস্তানে ও কত ভাগ পশ্চিম পাকিস্তানে পড়েছিল?
উত্তর : ১৫.৭ ভাগ পূর্ব পাকিস্তানে ও ৮৪.৩ ভাগ পশ্চিম পাকিস্তানে।
৩৪. সমগ্র পাকিস্তানের কত ভাগ জনগণ পূর্ব পাকিস্তানে বাস করত?
উত্তর : ৫৬.৪ ভাগ ।
৩৫. সমগ্র পাকিস্তানের কত ভাগ জনগণ পশ্চিম পাকিস্তানে বাস করত?
উত্তর : ৪৩.৬ ভাগ ।
৩৬. কত খ্রিষ্টাব্দে পূর্ব বাংলার নাম 'পূর্ব পাকিস্তান' হিসেবে অভিহিত করা হয়?
উত্তর : ১৯৫৫ খ্রিষ্টাব্দে ।
[জাবি, অ. ৪র্থ ব. '১৩]
৩৭. ১৯৫১ খ্রিষ্টাব্দের আদমশুমারি অনুসারে কত লক্ষ লোক ভারত ত্যাগ করে পাকিস্তানে রিফিউজি হিসেবে গমন করে?
উত্তর : প্রায় ৭২ লক্ষ মুসলমান ।
৩৮. পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কোথাকার অধিবাসী ছিলেন?
উত্তর : উত্তর প্রদেশের।
৩৯. পাকিস্তানের ২৩ বছরের শাসনামলে কত জন বাঙালি প্রধানমন্ত্রী ছিলেন?
উত্তর : ৩ জন । ১. খাজা নাজিমুদ্দিন, ২. বগুড়ার মোহাম্মদ আলী ও ৩. হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
৪০. কত খ্রিষ্টাব্দে শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী নিযুক্ত হন?
উত্তর : ১৯৫৬ খ্রিষ্টাব্দে ।
৪১. ১৯৪৭ সাল থেকে ১৯৫৮ সাল পর্যন্ত পাকিস্তানে মোট কতজন প্রধানমন্ত্রী ছিলেন?
উত্তর : ৭ জন
৪২. কাকে বরখাস্ত করে বগুড়ার মোহাম্মদ আলীকে প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়?
উত্তর : খাজা নাজিমুদ্দিনকে।
৪৩. ১৯৫৬ খ্রিষ্টাব্দে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মোট কত সংখ্যক কর্মকর্তা-কর্মচারী ছিল?
উত্তর : ৪২,০০০ জন।
৪৪. ১৯৫৬ খ্রিষ্টাব্দে পূর্ব বাংলা থেকে কত জন কেন্দ্রীয় সরকারে কর্মরত ছিলেন?
উত্তর : ২,৯০০ জন ।
৪৫. পাকিস্তানে স্বাধীনতা পরবর্তী চার বছরে মোট কত জনকে পূর্ব পাকিস্তানে প্রতিরক্ষা বিভাগে চাকরি দেওয়া হয়?
উত্তর : ৮১০ জনকে ।
৪৬. পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত ছিল?
উত্তর : পশ্চিম পাকিস্তানে।
৪৭. পাকিস্তান শাসনামলে আমদানি ও রপ্তানি বাণিজ্যের নিয়ন্ত্রণ কাদের হাতে ছিল?
উত্তর : পশ্চিম পাকিস্তানিদের হাতে।
৪৮. পাকিস্তান শাসনামলে কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ছিল?
উত্তর : পশ্চিম পাকিস্তানে।
৪৯. পাকিস্তানের কেন্দ্রীয় সচিবালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত ছিল?
উত্তর : রাওয়ালপিন্ডিতে ।
৫০. কার শাসনামলে কর্ণফুলী নদীর ওপর বাঁধ দিয়ে কাপ্তাই পানি বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা হয়?
উত্তর : প্রেসিডেন্ট আইয়ুব খানের আমলে।
৫১. পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ কত ছিল।
উত্তর : পূর্ব পাকিস্তানে ১৭% এবং পশ্চিম পাকিস্তানে ৮৩%। ৫২. পাকিস্তানের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কতা
উত্তর : ১৯৫৫-৫৯ খ্রিষ্টাব্দ।
৫৩. পাকিস্তানের বৈদেশিক বাণিজ্যের কত ভাগ পুর্ব পাকিস্তানে হতো।
উত্তর : ৫৯ ভাগ।
৫৪. পাকিস্তানে মৌলিক গণতন্ত্রীর সংখ্যা কত ছিলা
উত্তর : ৮০ হাজার।
৫৫. ১৯৬৩ সাল পর্যন্ত পাকিস্তানে মোট কতটি তফসিলী ব্যাংক ছিল?
উত্তর : ৩৬টি।
৫৬. পাকিস্তানের তথা বিশ্বের সর্ববৃহৎ পাটকল কোনটি?
উত্তর : আদমজী পাটকল।
৫৭. প্রেসিডেন্ট আইয়ুব খান কত বছর পাকিস্তানের শাসনক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?
উত্তর : প্রায় ১০ বছর।
৫৮. পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের মধ্যে কত দূরত্ব ছিল?
উত্তর : স্থলপথে ১২০০ মাইল। জলপথে চট্টগ্রাম থেকে ৩০০০ মাইল।
৫৯. পাকিস্তানের কোন অঞ্চলের লোকদেরকে পাকিস্তান সৈন্যবাহিনীতে প্রাধান্য দেওয়া হতো?
উত্তর : পাঞ্জাবি, পাঠান ও বেলুচদেরকে।
৬০. পাকিস্তান শাসনামলে পশ্চিম পাকিস্তানে কতটি গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়?
উত্তর : ১৩টি।
৬১. পাকিস্তান শাসনামলে পূর্ব পাকিস্তানে কতটি গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়?
উত্তর : মাত্র ৩টি
৬২. পাকিস্তানি শাসনামলে কতটি তফসিলী ব্যাংক বাঙালি মালিকানাধীন ছিল?
উত্তর : ১টি।
৬৩. ১৯৬৫ খ্রিষ্টাব্দে চীন সরকার পাকিস্তানকে কী পরিমাণ ঋণ দেয়?
উত্তর : ৬০ মিলিয়ন ডলার।
৬৪. পূর্ব পাকিস্তানে কী কী কাঁচামাল উৎপাদিত হতো?
উত্তর : পাট, চা, চামড়া, রেশম ও প্রচুর পরিমাণ বাঁশ ।
৬৫. পাকিস্তান শব্দটির অর্থ কী?
উত্তর : পবিত্রদের দেশ।
৬৬. সর্বপ্রথম 'পাকিস্তান' নামকরণের প্রস্তাব করেন কে?
উত্তর : ১৯৩৪ খ্রিষ্টাব্দে চৌধুরী রহমত আলী তাঁর "Now or Never" পুস্তিকায় এ নামটির প্রস্তাব রাখেন
৬৭. এক ইউনিট তত্ত্ব কী?
উত্তর : সমগ্র পশ্চিম পাকিস্তানকে একটি প্রদেশ করার অভিনব পদ্ধতি।
৬৮. তৎকালীন (১৯৪৮) পাকিস্তানে কতটি ভাষা চালু ছিল?
উত্তর : ৭টি। (বাংলা, পাঞ্জাবি, উর্দু, পশতু, সিন্ধি, বেলুচি এবং ইংরেজি)
৬৯. এক ইউনিটভিত্তিক পশ্চিম পাকিস্তান সৃষ্টির সিদ্ধান্ত কোন চুক্তির মাধ্যমে করা হয়?
উত্তর : মারী চুক্তির মাধ্যমে।
৭০. মারী চুক্তি কী?
উত্তর : ১৯৫৫ খ্রিষ্টাব্দের ৭ জুলাই মারীতে অনুষ্ঠিত সকল প্রদেশের নেতাগণ বসে সংবিধান সম্পর্কে চুক্তি সম্পাদন করে। একেই মারী চুক্তি বলে।
৭১. পূর্ব পাকিস্তান সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছিল কোন ক্ষেত্রে?
উত্তর : অর্থনৈতিক ক্ষেত্রে।
৭২. ১৯৪৮-৫৫ সময়কালে পূর্ব ও পশ্চিম পাকিস্তানে শিক্ষাখাতে কত বরাদ্দ ছিল?
উত্তর : ২৪০ কোটি ও ১৫৩০ কোটি টাকা।
৭৩. ১৯৫১-৬১ সময়কালে পূর্ব ও পশ্চিম পাকিস্তানে মাথাপিছু শিক্ষাখাতে বরাদ্দ কত ছিল?
উত্তর : ৫.৬৩ টাকা ও ৮.৬৩ টাকা।
৭৪. পাকিস্তান রাষ্ট্রের প্রাথমিক সমস্যাবলি কী ছিল?
উত্তর : রাষ্ট্রের নীতিনির্ধারণ, কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন, শরণার্থী পুনর্বাসন, রাষ্ট্রভাষা নির্ধারণ, সংবিধান
প্রণয়ন, রাজধানী ও অফিস-আদালত প্রতিষ্ঠা ইত্যাদি ।
৭৫. পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?
উত্তর : স্যার ফ্রেডারিক বোর্ন ।
৭৬. মোহাম্মদ আলী জিন্নাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৯৪৮ খ্রিষ্টাব্দের ১১ সেপ্টেম্বর।
৭৭. পূর্ব বাংলার জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কত খ্রিষ্টাব্দে পাস হয়?
উত্তর : ১৯৫০ খ্রিষ্টাব্দে।
৭৮. ১৯৫৬ খ্রিষ্টাব্দের সংবিধান অনুযায়ী পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে?
উত্তর : ইস্কান্দার মির্জা।
৭৯. ১৯৫৬ খ্রিষ্টাব্দের সংবিধান অনুযায়ী পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে?
উত্তর : চৌধুরী মোহাম্মদ আলী ।
৮০. কত খ্রিষ্টাব্দের সংবিধানে পাকিস্তানে প্রেসিডেন্টের সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৬২ খ্রিষ্টাব্দের।
৮১. হোসেন শহীদ সোহরাওয়ার্দী কতদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন?
উত্তর : ১৩ মাস মাত্ৰ ৷
৮২. প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের দ্বারা এবং প্রেসিডেন্টের জন্য কার বাণী বা বক্তব্য?
উত্তর : প্রেসিডেন্ট আইয়ুব খানের ।
৮৩. দুই পাকিস্তানের উন্নয়ন খাতে মাথাপিছু ব্যয় কত ছিল?
উত্তর : পশ্চিম পাকিস্তানের জন্য ও পূর্ব পাকিস্তানের জন্য যথাক্রমে ২৪০ টাকা ও ৭০.২৯ টাকা।
৮৪. কত খ্রিষ্টাব্দে শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন সংঘটিত হয়?
উত্তর : ১৯৬২ খ্রিষ্টাব্দে।
৮৫. ১৯৫১-৬১ সময়ে শিক্ষাখাতে পূর্ব পাকিস্তানের জন্য মাথাপিছু বরাদ্দ কত ছিল?
উত্তর : ৫.৬৩ টাকা ।
৮৬. পাকিস্তানের প্রথম সংবিধান অনুযায়ী দেশটির নাম কী ছিল?
উত্তর : পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্র ।
৮৭. পাকিস্তানে প্রথমবারের মতো সামরিক শাসন প্রবর্তিত হয় কখন থেকে?
উত্তর : ১৯৫৮ খ্রিষ্টাব্দের ৭ অক্টোবর থেকে।
৮৮. পাকিস্তানে আইনসভা কয় কক্ষবিশিষ্ট ও কী কী ছিল?
উত্তর : ২ কক্ষবিশিষ্ট । জাতীয়/কেন্দ্রীয় এবং প্রাদেশিক আইনসভা ।
৮৯. সামরিক আইন প্রশাসক আইয়ুব খান কবে পাকিস্তানের সকল ক্ষমতা কুক্ষিগত করেন?
উত্তর : ১৯৫৮ খ্রিষ্টাব্দের ২৭ অক্টোবর।
৯০. ১৯৬০ খ্রিষ্টাব্দে কয়জন বাঙালি সচিব?
উত্তর : একজনও ছিলেন না।
১১. ICS অফিসারদের কত ভাগ পাঞ্জাবি ছিলেন?
উত্তর : ICS অফিসারদের এক-তৃতীয়াংশ বাঙালি ছিলেন।
১২. জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
৯৩. পাকিস্তানে কী ধরনের সরকার ব্যবস্থা চালু ছিল।
উত্তর : রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা এবং এ ব্যবস্থায় রাষ্ট্রপতি ছিলেন সর্বেসর্বা।
৯৪. আমলাতন্ত্রের জনক কে?
উত্তর: ম্যাক্স ওয়েবার।
৯৫. পাকিস্তান আমলে কোন প্রদেশে জাতীয় সম্পদের ৭৫% বরাদ্দ ছিল।
উত্তর : পশ্চিম পাকিস্তানে।
৯৬. স্বাধীনতাপ্রাপ্ত পাকিস্তানের মোট ভূ-খণ্ডের আয়তনের শতকরা কত ভাগ পশ্চিম পাকিস্তানে পড়েছিল?
উত্তর : শতকরা ৮৪.৩ ভাগ ।
৯৭. পাকিস্তানের মোট ভূ-খণ্ডের আয়তনের কত ভাগ পূর্ব পাকিস্তানের মধ্যে ছিল।
উত্তর : শতকরা ১৫.৭ ভাগ ।
৯৮. কোন চুক্তি অনুযায়ী পাকিস্তানের সব প্রদেশকে এক ইউনিটে পরিণত করে 'পশ্চিম পাকিস্তান' নামকরণ করা হয়।
উত্তর : মারী চুক্তি অনুযায়ী ।
১৯. কত খ্রিষ্টাব্দে মারী চুক্তি সম্পাদিত হয়?
উত্তর : ১৯৫৫ খ্রিষ্টাব্দের ৭ জুলাই।
১০০, ১৯৫৮ খ্রিষ্টাব্দের আদমশুমারী অনুসারে কত লোক পাকিস্তান ছেড়ে ভারত চলে যায়?
উত্তর : ৩৫ লক্ষ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]