কে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করে?


৫১. জাতীয় ছাত্র ফেডারেশন কে গঠন করেন?
উত্তর : পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান ।
৫২. সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়?
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দের ৫ জানুয়ারি।
৫৩. গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়? উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দের ৮ জানুয়ারি।
সামরিক শাসন : আইয়ুব খান ও ইয়াহিয়া খানের শাসনামল (১৯৫৮-১৯৭১)
৫৪. তাসখন্দ চুক্তিতে কে কে স্বাক্ষর করেন?
২৯-May
উত্তর : সোভিয়েত রাশিয়ার প্রধানমন্ত্রী কোসিগিনের মধ্যস্থতায় পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান ও ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তাসখন্দ চুক্তিতে স্বাক্ষর করেন।
৫৫. আইয়ুব খান কবে প্রেস এন্ড পাবলিকেশন্স অর্ডিন্যান্স জারি করেন?
উত্তর : ১৯৬৪ খ্রিষ্টাব্দে।
৫৬. আইয়ুব সরকার কবে প্রেস এন্ড পাবলিকেশন্স অর্ডিন্যান্স পাস করেন?
উত্তর : ১৯৬৪ খ্রিষ্টাব্দে।
৫৭. সার্জেন্ট জহুরুল হক কখন নিহত হন?
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দে ১৫ ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হক ঢাকা ক্যান্টনমেন্টে নিহত হন।
৫৮. ছাত্রনেতা আসাদুজ্জামান কখন নিহত হন?
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দের ২০ জানুয়ারি।
৫৯. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রসায়ন বিভাগের শিক্ষক ড. শামসুজ্জোহা কবে শাহাদাত বরণ করেন?
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি।
৬০. শেখ মুজিবুর রহমান কবে, কোথায় ও কখন বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন?
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দের ২৩ ফেব্রুয়ারি তৎকালীন রেসকোর্স (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে ছাত্রসংগ্রাম পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন ।
৬১. প্রেসিডেন্ট আইয়ুব খানের কখন পতন হয়?
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দের ২৫ মার্চ।
৬২. ইয়াহিয়া খান কবে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন?
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দের ৩১ মার্চ।
৬৩. ইয়াহিয়া খান কবে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বলেন?
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দের ২৮ নভেম্বর।
৬৪. প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কবে আইনগত কাঠামো আদেশ জারি করেন?
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দের ৩০ মার্চ।
৬৫. পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে?
উত্তর : জেনারেল ইস্কান্দার মির্জা।
৬৬. L. F. O-এর পূর্ণরূপ কী?
উত্তর : Legal Framework Order (LFO).
৬৭. কে, কখন, “পূর্ব পাকিস্তান রুখিয়া দাঁড়াও” শিরোনামে প্রচারপত্র ছেপে বিলি করেছিলেন?
উত্তর : শেখ মুজিবুর রহমান ১৯৬৪ খ্রিষ্টাব্দের ১৭ জানুয়ারি 'পূর্ব পাকিস্তান রুখিয়া দাঁড়াও' শিরোনামে একটি প্রচারপত্র পত্রিকায় ছেপে নিজ হাতে বিলি করেন।
৬৮. সামরিক শাসন কী?
উত্তর : সামরিক শাসন বলতে সামরিক বাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরোক্ষ নিয়ন্ত্রণ বা সোজাসুজি ক্ষমতা করায়ত্ত করাকে বোঝায়।
৬৯. সামরিক শাসনের প্রধান ৪টি বৈশিষ্ট্য লেখ।
১. গণতন্ত্র ধ্বংস, ২. মৌলিক অধিকার খর্ব, ৩. বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ এবং ৪. সংবিধানের মর্যাদাহানি। ৭০. আইয়ুব খানের বিরুদ্ধে পাকিস্তানের সম্মিলিত দলের প্রার্থী ছিলেন কে?
উত্তর : মোহাম্মদ আলী জিন্নাহর বোন মিস ফাতেমা জিন্নাহ ।
৭১. আইয়ুব খানের সহচর কে ছিলেন?
উত্তর : মোনায়েম খান।
৭২. পাকিস্তানে আইয়ুব খান প্রণীত হয় সংবিধানের বৈশিষ্ট্য কী?
উত্তর : এক ব্যক্তি কেন্দ্রিক শাসনতন্ত্র ।
৭৩. পাকিস্তানের ২য় সংবিধানে সকল ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে?
উত্তর : প্রেসিডেন্ট আইয়ুব খানের হাতে।
৭৪. প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে কোথায় নির্বাসনে দেওয়া হয়?
উত্তর : লন্ডনে।
৭৫. হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে কখন গ্রেফতার করা হয়?
উত্তর : ১৯৬২ খ্রিষ্টাব্দের ৩০ জানুয়ারি।
৭৬. আওয়ামী লীগের পুনরুত্থান হয় কখন?
উত্তর : ১৯৬২ খ্রিস্টাব্দের ৩০ জানুয়ারি।
৭৭. ১৯৫৬ খ্রিষ্টাব্দের নির্বাচনে Cop-এর প্রার্থী কে ছিল?
উত্তর : মিস ফাতেমা জিন্নাহ ।
৭৮. এক ইউনিট প্রথা কখন বিলুপ্ত করা হয়?
উত্তর : ১ মার্চ, ১৯৭০ খ্রিষ্টাব্দে।
৭৯. ১৯৬২ খ্রিষ্টাব্দের সংবিধানে ঢাকাকে কী মর্যাদা দেওয়া হয়?
উত্তর : দ্বিতীয় রাজধানীর মর্যাদা।
৮০. ১৯৬২ খ্রিষ্টাব্দের সংবিধান কতটি ভাগে বিভক্ত ছিল?
উত্তর : ২ টি ভাগে বিভক্ত ছিল।
৮১. ১৯৬২ খ্রিষ্টাব্দের সংবিধানে ধারা কতটি ছিল?
উত্তর : ২৫০টি।
৮২. ১৯৬২ খ্রিষ্টাব্দের সংবিধানে কয় কক্ষবিশিষ্ট আইনসভার কথা বলা হয়?
উত্তর : এককক্ষ বিশিষ্ট।
৮৩. '৬২-এর সংবিধান পাকিস্তানকে কয়টি প্রদেশে ভাগ করা হয়েছিল?
উত্তর : ২টি প্রদেশে ।
৮৪. পাক-ভারত যুদ্ধের কেন্দ্রবিন্দু কী?
উত্তর : কাশ্মীর।
৮৫. পাকিস্তান কাশ্মীরের যে অংশ দখল করে আছে সে অংশের নাম কী?
উত্তর : আজাদ কাশ্মীর।
৮৬. ১১ সদস্যবিশিষ্ট শাসনতন্ত্র কমিশনের নেতৃত্বে কে ছিলেন?
উত্তর : সাবেক বিচারপতি সাহাবুদ্দিন।
৮৭. পাকিস্তানে কবে হেবিয়াস কর্পাস রীট মামলা দায়ের হয়?
উত্তর : ১৯৬২ খ্রিষ্টাব্দে।
৮৮. মৌলিক গণতন্ত্রীদের প্রধান কাজ কী ছিল?
উত্তর : প্রেসিডেন্ট নির্বাচন।
৮৯. কোন অধ্যাদেশের মাধ্যমে প্রাক্তন রাজনীতিবিদদের বিচার করা হয়?
উত্তর : এবডো (EBDO)-এর মাধ্যমে ।
৯০. শেরে বাংলা এ. কে. ফজলুল হক কবে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন?
উত্তর : ২৩ জুলাই, ১৯৫৪ খ্রিষ্টাব্দে।
৯১. কোন শাসনব্যবস্থায় জনগণের মৌলিক অধিকার খর্ব হয়?
উত্তর : সামরিক শাসনব্যবস্থায় জনগণের মৌলিক অধিকার খর্ব হয় ।
৯২. কোন সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই?
উত্তর : সামরিক সরকারের কোন সাংবিধানিক ভিত্তি নেই।
সামরিক শাসন : আইয়ুব খান ও ইয়াহিয়া খানের শাসনামল (১৯৫৮-১৯৭১)
৯৩. সাধারণত সামরিক শাসনে কী ধরনের নির্বাচন হয়ে থাকে?
উত্তর : সাধারণত সামরিক শাসনে প্রহসনমূলক নির্বাচন হয়ে থাকে।
৯৪. কে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করে?
উত্তর : প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা।
৯৫. আইয়ুব খানের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী?
উত্তর : Friends Not Master's,
৯৬. ১৯৬২ খ্রিষ্টাব্দের সংবিধানের ভিত্তি কী ছিল?
উত্তর : ১৯৬২ খ্রিষ্টাব্দের সংবিধানের ভিত্তি মৌলিক গণতন্ত্র ছিল?
৯৭. মওলানা আব্দুল হামিদ খান ভাসানী 'NDF" কে কী বলে ব্যঙ্গোক্তি করেন?
উত্তর : Nothing Doing Front বলে।
৯৮. NDF-এর পূর্ণরূপ কী?
উত্তর : National Democratic Front
১৯. কখন/কত খ্রিষ্টাব্দে NDF গঠিত হয়?
উত্তর : ১৯৬২ খ্রিষ্টাব্দে ৪ অক্টোবর NDF গঠিত হয়।
১০০. কার মৃত্যুর পর NDF অকার্যকর হয়ে পড়ে?
উত্তর : হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর NDF অকার্যকর হয়ে পড়ে।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]