৬ দফাতে মূলত কিসের দাবি করা হয়?


১৯৬৯ খ্রিষ্টাব্দের গণঅভ্যুত্থান কী?
উত্তর : ১১-দফা দাবির ভিত্তিতে পূর্ব পাকিস্তানের ছাত্রসমাজ কর্তৃক পরিচালিত আন্দোলনই ১৯৬৯ খ্রিস্টাব্দের গণঅভ্যুত্থান নামে পরিচিত।
কত খ্রিষ্টাব্দে পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থান সংঘটিত হয়।
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দে পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থান সংঘটিত হয়।
১৯৬৯ খ্রিষ্টাব্দের গণঅভ্যুত্থান কার বিরুদ্ধে সংঘটিত হয়?
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দের গণঅভ্যুত্থান আইয়ুব খানের বিরুদ্ধে সংঘটিত হয়।
১৯৬৯ খ্রিষ্টাব্দে নিহত ৩ জন শহিদের নাম লেখ।
উত্তর : ১৯৬৯ খ্রিস্টাব্দে নিহত ৩ জন শহিদের নাম হলো-
১. আসাদ, ২. সার্জেন্ট জহুরুল হক ও ৩. ড. শামসুজ্জোহা।
৫. ছাত্রনেতা আসাদ কত খ্রিষ্টাব্দে শহিদ হন।
উত্তর : ছাত্রনেতা আসাদ ১৯৬৯ খ্রিষ্টাব্দের ২০ জানুয়ারি শহিদ হন।
৬. সার্জেন্ট জহুরুল হক কত খ্রিষ্টাব্দে শহিদ হন।
উত্তর : সার্জেন্ট জহুরুল হক ১৯৬৯ খ্রিষ্টাব্দের ১৫ ফেব্রুয়ারি শহিদ হন। অধ্যাপক শামসুজ্জোহা কত খ্রিষ্টাব্দে শহিদ হন?
উত্তর : অধ্যাপক শামসুজ্জোহা ১৯৬৯ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি শহিদ হন। ১৯৬৯ খ্রিষ্টাব্দের গণঅভ্যুত্থানের ৩টি রাজনৈতিক কারণ লেখ।
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দের গণঅভ্যুত্থানের ৩টি রাজনৈতিক কারণ হলো-
১. পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন, ২. গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা ও ৩. পাকিস্তান সরকারের দমননীতি।
১৯৬৯ খ্রিষ্টাব্দে গণঅভ্যুত্থানের ৩টি সামাজিক কারণ উল্লেখ কর।
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দে গণঅভ্যুত্থানের ৩টি সামাজিক কারণ হলো—
১. আমলাদের গণবিরোধী ভূমিকা, ২. দুর্নীতির প্রসার ও ৩. মৌলিক গণতন্ত্রী ও স্থানীয় টাউটদের অত্যাচার।
১০. ১৯৬৯ খ্রিষ্টাব্দের গণঅভ্যুত্থানের ৩টি লক্ষ্য উল্লেখ কর।
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দের গণঅভ্যুত্থানের ৩টি লক্ষ্য হলো –
১. স্বায়ত্তশাসন ও সুশাসন প্রতিষ্ঠা, ২. গণতন্ত্রের পূর্ণ বাস্তবায়ন ও ৩. বৈষম্য দূরীকরণ।
১১. ১৯৬৯ খ্রিষ্টাব্দের ১৩ মার্চ গোলটেবিল বৈঠকে আইয়ুব খান কোন ধরনের পার্লামেন্টারি পদ্ধতি প্রবর্তনের ঘোষণা করেন? উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দের ১৩ মার্চ গোলটেবিল বৈঠকে আইয়ুব খান ফেডারেল পার্লামেন্টারি পদ্ধতি প্রবর্তনের ঘোষণা করেন।
১২. ১৯৬৯ খ্রিষ্টাব্দের গণঅভ্যুত্থানের প্রাণপুরুষ কে ছিলেন?
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দের গণঅভ্যুত্থানের প্রাণপুরুষ ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
১৩. ১৯৬৯ খ্রিষ্টাব্দের গণআন্দোলন শুরু করে কারা?
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দের গণআন্দোলন শুরু করে ছাত্ররা।
১৪. 'SAC'-এর পূর্ণরূপ কী?
উত্তর : 'SAC'-এর পূর্ণরূপ 'Student Action Committee' বা ছাত্র সংগ্রাম পরিষদ।
১৫. কখন/কত খ্রিষ্টাব্দে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়?
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দের ৫ জানুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়।
১৬. ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৬৯ খ্রিষ্টাব্দের কত তারিখে ১১-দফা কর্মসূচি ঘোষণা করে?
উত্তর : ছাত্র সংগ্রাম পরিষদ ১৯৬৯ খ্রিষ্টাব্দের ৫ জানুয়ারি ১১-দফা কর্মসূচি ঘোষণা করে। ১৭. 'DAC'-এর পূর্ণরূপ কী?
উত্তর : 'DAC'- এর পূর্ণরূপ 'Democratic Action Committee' বা গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ। ১৮. গণতান্ত্রিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন?
উত্তর : গণতান্ত্রিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন নবাবজাদা নসরুল্লাহ খান ।
১৯. কয়টি রাজনৈতিক দল নিয়ে গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠিত হয়?
উত্তর : ৮টি রাজনৈতিক দল নিয়ে গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ গঠিত হয়।
২০. ১৯৬৯ খ্রিষ্টাব্দে ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি কে ছিলেন?
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দে ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন তোফায়েল আহমেদ।
২১. 'NSF'-এর পূর্ণরূপ কী?
উত্তর : 'NSF-এর পূর্ণরূপ National Students Federation বা জাতীয় ছাত্র ফেডারেশন।
২২. ১৯৬৯ খ্রিষ্টাব্দের গণঅভ্যুত্থানে ছাত্রদের দমনের জন্য কী গঠন করা হয়?
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দে গণঅভ্যুত্থানের ছাত্রদের দমনের জন্য জাতীয় ছাত্র ফেডারেশন (NSF) গঠন করা হয়।
২৩. ১৯৬৯ খ্রিষ্টাব্দে গণঅভ্যুত্থানের সময় ডাকসুর সহ-সভাপতি কে ছিলেন?
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দে গণঅভ্যুত্থানের সময় ডাকসুর সহ-সভাপতি ছিলেন তোফায়েল আহমেদ।
২৪. ১৯৬৯ খ্রিষ্টাব্দের গণঅভ্যুত্থানে ছাত্ররা কখন ১৪৪ ধারা ভঙ্গ করে?
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দের গণঅভ্যুত্থানে ছাত্ররা ১৭ জানুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে ।
২৫. ১৯৬৯ খ্রিষ্টাব্দের গণঅভ্যুত্থানের চাপে আইয়ুব খান কখন প্রথম গোলটেবিল বৈঠক আহ্বান করে?
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দের গণঅভ্যুত্থানের চাপে আইয়ুব খান ২৬ ফ্রেব্রুয়ারি প্রথম গোলটেবিল বৈঠক আহ্বান করে।
২৬. ১৯৬৯ খ্রিষ্টাব্দের কত তারিখে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দের ১০ মার্চ দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
২৭. ১৯৬৯ খ্রিষ্টাব্দের গোলটেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দের গোলটেবিল বৈঠক পশ্চিম পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হয় ।
২৮. ১৯৬৯ খ্রিষ্টাব্দের গণঅভ্যুত্থানের চাপে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে শেখ মুজিব কত জন প্রতিনিধি
নিয়ে অংশগ্রহণ করেন?
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দের গণঅভ্যুত্থানের চাপে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে শেখ মুজিব ৯ জন প্রতিনিধি নিয়ে অংশগ্রহণ করেন।
২৯. ১৯৬৯ খ্রিষ্টাব্দের গণঅভ্যুত্থানের সময় কে 'Prophet of Violence' হিসেবে পরিচিতি লাভ করেন?
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দের গণঅভ্যুত্থানের সময় মওলানা আবদুল হামিদ খান ভাসানী 'Prophet of Violence' হিসেবে পরিচিতি লাভ করেন ।
৩০. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?
উত্তর : রেসকোর্স ময়দানের বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান।
৩১. ১৯৬৯ খ্রিষ্টাব্দের ২৩ ফেব্রুয়ারি ‘বঙ্গবন্ধু' রেসকোর্স ময়দানে কত মিনিট বক্তব্য দেন?
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দের ২৩ ফেব্রুয়ারি ‘বঙ্গবন্ধু' রেসকোর্স ময়দানে ৫০ মিনিট বক্তব্য দেন ।
৩২. কখন/কত খ্রিষ্টাব্দে আইয়ুব খান রাজনীতি থেকে চিরবিদায় নেন?
উত্তর : ১৯৬৯ খ্রিষ্টাব্দের ২৫ মার্চ আইয়ুব খান রাজনীতি থেকে চিরবিদায় নেন।
৩৩. কে প্রথম মানচিত্র অঙ্কন করেন?
উত্তর : কুমিল্লা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিব নারায়ণ দাস।
৩৪. ১৯৬৯ খ্রিষ্টাব্দের গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল?
উত্তর : পূর্ব বাংলায় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা।
১৯৬৯-এর গণঅভ্যুত্থান ও ১১-দফা আন্দোলন
৩৫. 'DAC' গঠিত হয় কতটি দল নিয়ে এবং দলগুলো কী কী? উত্তর : ৮টি দল নিয়ে DAC গঠিত হয়। দলগুলো হলো- (i) আওয়ামী লীগ (৬ দফাপন্থি),
(ii) ন্যাপ (ওয়ালী),
(iii) নেজামে ইসলাম,
(iv) এন ডি এফ,
(v) জামায়াতে ইসলামী,
(vi) মুসলিম লীগ (কাউন্সিল), (vii) জমিয়তে ওলামায়ে ইসলাম,
(viii) পাকিস্তান আওয়ামী লীগ (পি ডি এম পন্থি)।
৩৬. '৬৯-এর গণঅভ্যুত্থানের মুখ্য কারণ হিসেবে কোনটি বিবেচিত
উত্তর : আগরতলা ষড়যন্ত্র মামলা ।
৩৭. কাদের নিয়ে 'SAC' গঠিত হয়?
Sep-99
উত্তর : ৪টি ছাত্র সংগঠন নিয়ে যেমন- (i) ছাত্রলীগ, (ii) ছাত্র ইউনিয়নের দুই গ্রুপ (মেনন ও মতিয়া), (iii) সরকারি ছাত্র সংগঠন জাতীয় ছাত্র ফেডারেশনের দোলন গ্রুপ ও (iv) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)
৩৮. 'আসাদের শার্ট -কবিতাটির রচয়িতা কে?
উত্তর : কবি শামসুর রাহমান।
৩৯. ঢাকার কয়েকটি স্থানের বর্তমান নাম ও পূর্ব নাম কী?
উত্তর : শেরে বাংলা নগর—আইয়ুব নগর।
আসাদ গেইট—আইয়ুব গেইট।
মতিউর শিশুপার্ক—আইয়ুব চিলড্রেনস পার্ক।
৪০. “ভোটের আগে ভাত চাই”- স্লোগানটি কার?
উত্তর : মওলানা ভাসানীর।
৪১. স্বাধীনতার দলিলপত্রে ১৯৬৯ খ্রিষ্টাব্দে কত জন নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়?
উত্তর : প্রায় ১০০ জন ।
৪২. ৬ দফাতে মূলত কিসের দাবি করা হয়?
উত্তর : পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের।
৪৩. পাকিস্তান শাসনামলে বাংলা ভাষা সংস্কারের মাধ্যমে কোন ভাষা সৃষ্টির প্রয়াস চালানো হয়?
উত্তর : জাতীয় ভাষা ।
৪৪. কয়টি রাজনৈতিক দল মিলে ‘গণতান্ত্রিক সংগ্রাম কমিটি' (ডাক) গঠন করেন?
উত্তর : ৮টি বিরোধী রাজনৈতিক দল।
৪৫. কে, কবে দ্বিতীয়বারের মতো পাকিস্তানে সামরিক শাসন জারি করেন?
উত্তর : জেনারেল ইয়াহিয়া খান ২৫ মার্চ, ১৯৬৯।
৪৬. LFO-এর মাধ্যমে কী ধরনের পরিকল্পনা পেশা করা হয়?
উত্তর : নির্বাচিত জনপ্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা পেশ করা হয় । ৪৭. LFO জারির মাধ্যমে ইয়াহিয়া খান কত সদস্যবিশিষ্ট জাতীয় পরিষদ গঠন করেন?
উত্তর : ৩১৩ সদস্য বিশিষ্ট।
৪৮. পশ্চিম পাকিস্তানের কোন প্রদেশে জাতীয় পরিষদের আসন সংখ্যা সর্বাধিক ছিল এবং কতটি?
উত্তর : পাঞ্জাবে; ৮২টি।
৪৯. আইনগত কাঠামো আদেশে ৫টি প্রাদেশিক পরিষদের জন্য কত জন সদস্য নির্বাচনের কথা বলা হয়?
উত্তর : ৬২১ জন ।
৫০. ইয়াহিয়া খান সংবিধান রচনার দায়িত্ব কার উপর অর্পণ করেন?
উত্তর : জাতীয় পরিষদের উপর।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]