১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?

১. মুক্তিযুদ্ধ কী?
উত্তর : অত্যাচারী শাসকের শাসন, শোষণ ও পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির জন্য যে মরণপণ যুদ্ধ সংঘটিত তাই মুক্তিযুদ্ধ নামে অভিহিত ।
১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর : ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৩. কখন/কত খ্রিষ্টাব্দে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?
হয়
উত্তর : ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৫ মার্চ দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
৪. বাংলাদেশের ইতিহাসে কোন রাত কালরাত হিসেবে অভিহিত?

উত্তর : বাংলাদেশের ইতিহাসে ২৫ মার্চের দিবাগত রাত কালরাত হিসেবে অভিহিত
১৯৭১ খ্রিষ্টাব্দের ২৫ মার্চ পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাঙালির উপর পরিচালিত অভিযানটির নাম কী?
উত্তর : ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৫ মার্চ পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাঙালির উপর পরিচালিত অভিযানটির নাম অপারেশন সার্চলাইট।

গণহত্যা কী?
উত্তর : কোনো জাতিগোষ্ঠীকে সমূলে নিশ্চিহ্ন করার জন্য পরিচালিত হত্যাকাণ্ডকে গণহত্যা বলে ।
৭. ইংরেজি Genocide শব্দের অর্থ কী?

d.
উত্তর : ইংরেজি Genocide শব্দের অর্থ গণহত্যা।
১৯৭১ খ্রিষ্টাব্দে পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর : ১৯৭১ খ্রিষ্টাব্দে পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন ইয়াহিয়া খান ।
কে ১৯৭১ খ্রিষ্টাব্দে পাকিস্তানি সেনাবাহিনীকে নিরস্ত্র বাঙালিদের হত্যার নির্দেশ দেন?
উত্তর : প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ১৯৭১ খ্রিষ্টাব্দে পাকিস্তানি সেনাবাহিনীকে নিরস্ত্র বাঙালিদের হত্যার নির্দেশ দেন।
১০. ১৯৭১ খ্রিষ্টাব্দের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের কত লোক শহিদ হয়?
উত্তর : ১৯৭১ খ্রিষ্টাব্দের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রায় ৩০ লক্ষ লোক শহিদ হয়।
১১. ১৯৭১ খ্রিষ্টাব্দে মুক্তিযুদ্ধে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়?
উত্তর : ১৯৭১ খ্রিষ্টাব্দের মুক্তিযুদ্ধে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ।
১২. নারী নির্যাতন কী?
উত্তর :
নারীর উপর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, দৈহিক ও মানসিকসহ যেকোনো ধরনের নিপীড়নমূলক আচরণকে নারী নির্যাতন বলে ।
১৩. ড. জিওফ্রে ডেভিসের মতে মুক্তিযুদ্ধে অন্তঃসত্ত্বা নারীর সংখ্যা কত?
উত্তর : ড. জিওফ্রে ডেভিসের মতে মুক্তিযুদ্ধে অন্তঃসত্ত্বা নারীর সংখ্যা প্রায় ২ লক্ষ ।
১৪. কমফোর্ট গার্ল কারা?
উত্তর : ১৯৭১ খ্রিষ্টাব্দে যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বলপূর্বক যৌনদাসী হিসেবে ব্যবহৃত নারীদেরকে কমফোর্ট গার্ল নামে অভিহিত করা হতো।
১৫. শরণার্থী কারা?
মুক্তিযুদ্ধ ১৯৭১
Sep-১৯৮৯
১৬
১৭
উত্তর : সংঘাতময় সময়ে জীবনের তাগিদে স্বীয় জন্মভূমি ত্যাগ করে অন্য দেশে নিরাপত্তার জন্য আশ্রয়প্রার্থীরা শরণার্থী নামে পরিচিত।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সিংহভাগ শরণার্থী কোন দেশে আশ্রয় নেয়?
উত্তর : মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সিংহভাগ শরণার্থী ভারতে আশ্রয় নেয় ।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকার সর্বপ্রথম কোথায় গঠিত হয়?
উত্তর : মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকার সর্বপ্রথম ত্রিপুরা রাজ্যের আগরতলায় গঠিত হয়।
১৮. প্রবাসী সরকার কী?
উত্তর : ১৯৭১ খ্রিষ্টাব্দে মুক্তিযুদ্ধের সময় মেহেরপুরের বৈদ্যনাথতলায় গঠিত বাংলাদেশ সরকার কলকাতায় বসে পরিচালিত হয়ে বলে এ সরকার প্রবাসী সরকার নামে পরিচিত।
১৯. কখন/কত খ্রিষ্টাব্দে প্রবাসী সরকার গঠন করা হয়?
উত্তর : ১৯৭১ খ্রিষ্টাব্দের ১০ এপ্রিল প্রবাসী সরকার গঠন করা হয় ।
২০. কখন/কত খ্রিষ্টাব্দে বাংলাদেশের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়?
উত্তর : ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৭ এপ্রিল বাংলাদেশের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা দেওয়া হয় ।
২১. কখন/কত খ্রিষ্টাব্দে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে?
উত্তর : ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৭ এপ্রিল ।
২২. অস্থায়ী/মুজিবনগর সরকার কোথায় গঠন করা হয়?
উত্তর : মেহেরপুরের ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলার আম্রকাননে অস্থায়ী/মুজিবনগর সরকার গঠন করা হয় । ২৩. অস্থায়ী/মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
অথবা, ১৯৭১ সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
[জাবি, অ. প্র. ব. '১৪/
উত্তর : অস্থায়ী/মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
উত্তর : অস্থায়ী/মুজিবনগর সরকারের উপ-রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম ।
২৪. অস্থায়ী/মুজিবনগর সরকারের উপ-রাষ্ট্রপতি কে ছিলেন?
২৫. অস্থায়ী/মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : অস্থায়ী/মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ ।
২৬. অস্থায়ী/মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?
উত্তর : অস্থায়ী/মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম. মনসুর আলী ।
২৭. মুক্তিযুদ্ধের সময় কোন সরকার বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে?
[জাবি, অ. ৪র্থ ব. '১৩/
উত্তর : মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী/মুজিবনগর সরকার বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করে ।
২৮. কে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন?
উত্তর : অধ্যাপক ইউসুফ আলী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন।
২৯. ১৯৭১ খ্রিষ্টাব্দের মুক্তিযুদ্ধে সামরিক বাহিনীর প্রধান কে ছিলেন?
উত্তর : ১৯৭১ খ্রিষ্টাব্দের মুক্তিযুদ্ধে সামরিক বাহিনীর প্রধান ছিলেন কর্নেল এম.এ.জি ওসমানী।
৩০. মুক্তিযুদ্ধের সময় গঠিত কয়েকটি আঞ্চলিক বাহিনীর নাম লেখ।
উত্তর : মুক্তিযুদ্ধের সময় গঠিত কয়েকটি আঞ্চলিক বাহিনীর নাম হলো- আফসার বাহিনী, হেমায়েত বাহিনী, কাদেরিয়া বাহিনী ইত্যাদি
স্বাধীন বাংলাদেশের
৩১. কাদেরিয়া বাহিনীর প্রধান কে ছিলে
উত্তর বা
৩২. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভ
৩০. মুক্তিবাহিনী কারা?
ময় বাংলাদেশ ১১টি ে
উত্তর : ১৯৭১ খ্রিস্টাব্দের মুরিে
৩৪. গেরিলা যুদ্ধ কী?
উত্তর : প্রতিপক্ষ অর্থাৎ শক্ষেকে আকস্মিক আক্রমণ ও প ৩৫. মুক্তিযুদ্ধের সময় গঠিত বিদোস্ত ফোর্সগুলোর নাম লেখ।
উত্তর: মুক্তিযুদ্ধের সময় গঠিত বিগ্রে ानর নাম - ৩৬. মুক্তিযুদ্ধের সময় কোন প্রচার মাধ্যমের ভূমিকা সবচেয়ে বেশি।
উত্তর: মুক্তিযুদ্ধের সময় বেতার প্রচার মাধ্যমে শি
৩৭. বাংলাদেশের প্রথম প্রচার মাধ্যমের নাম কী?
উত্তর: বাংলাদেশের প্রথম প্রচার মাধ্যমে ধ প ।
৩৮. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বর্তমাन नाम ?
উত্তর : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বর্তমান নাম বাংলাদেশ বেতার।
৩৯. বাংলাদেশের ৩ জন নারী মুক্তিযোদ্ধাদের নাম লেখ।
....
উত্তর : বাংলাদেশের ৩ জন নারী মুক্তিযোদ্ধাদের নাম হলো- ১. তারানান তিনি, ২ ক্যাপ্টেন সেতারা বেগম ও কলা পেন। ৪০. কোন পরাশক্তি মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষাবলম্বন করে?
উত্তর: সোভিয়েত ইউনিয়ন মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষাবলম্বন করেন।
৪১. কোন ২টি পরাশক্তি মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিপক্ষে অবস্থান গ্রহণ করে।
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিপক্ষে অবস্থান গ্রহণ করে।
৪২. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর : বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন।
৪৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী।
৪৪. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?
উত্তর : বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ ভারত।
৪৫. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ কোনটি?
উত্তর : বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ ইরাক।
৪৬. কখন/কত খ্রিষ্টাব্দে আল-বদর বাহিনী গঠন করা হয়?
উত্তর : ১৯৭১ খ্রিস্টাব্দের ২২ এপ্রিল আল-বদর বাহিনী গঠন করা হয়।
৪৭. কাদের নিয়ে আল-শামস বাহিনী গঠিত হয়?
উত্তর : অবাঙালিদের (বিহারি) নিয়ে আল-শামস বাহিনী গঠিত হয়।
৪৮. কখন/কত খ্রিষ্টাব্দে রাজাকার বাহিনী গঠন অধ্যাদেশ জারি করা হয়?
উত্তর : ১৯৭১ খ্রিস্টাব্দের জুন মাসে রাজাকার বাহিনী গঠন অধ্যাদেশ জারি করা হয়।
৪৯. রাজাকার শব্দের অর্থ কী?
উত্তর : রাজাকার শব্দের অর্থ স্বেচ্ছাসেবী ।
মুক্তিযুদ্ধ ১৯৭১
৫০. কখন/কত খ্রিষ্টাব্দে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংঘটিত হয়?
উত্তর : ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংঘটিত হয় । ৫১. পাকিস্তানের কোন কারাগারে বঙ্গবন্ধুকে আটক রাখা হয়?
উত্তর : পাকিস্তানের মিনওয়ালি কারাগারে বঙ্গবন্ধুকে আটক রাখা হয়।
৫২. মুক্তিযুদ্ধের সময় লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করেন কে?
উত্তর : মুক্তিযুদ্ধের সময় লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের সংগঠিত করেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী।
৫৩. কখন/কত খ্রিষ্টাব্দে পাকিস্তান প্রথম ভারতের বিমানঘাঁটিতে আক্রমণ করে?
উত্তর : ১৯৭১ খ্রিষ্টাব্দের ৩ ডিসেম্বর পাকিস্তান প্রথম ভারতের বিমানঘাঁটিতে আক্রমণ করে।
৫৪. কখন/কত খ্রিষ্টাব্দে যৌথবাহিনী গঠিত হয়?
উত্তর : ১৯৭১ খ্রিষ্টাব্দের ২১ নভেম্বর যৌথবাহিনী গঠিত হয়।
৫৫. কখন/কত খ্রিষ্টাব্দে পাকবাহিনী আত্মসমর্পণ করে?
উত্তর : ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৬ ডিসেম্বর পাকবাহিনী আত্মসমর্পণ করে।
৫৬. পাকবাহিনী কোথায় আত্মসমর্পণ করে?
উত্তর : পাকবাহিনী ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করে।
৫৭. কখন/কত খ্রিষ্টাব্দে বাংলাদেশ বিজয় লাভ করেন?
উত্তর : ১৯৭১ খ্রিষ্টাব্দের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে।
Sep-১৯৯১
OP
৫৮. কোন পত্রিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে Poet of Politics বা রাজনীতির কবি নামে আখ্যায়িত করা হয়?
উত্তর : আমেরিকা থেকে প্রকাশিত বিখ্যাত সাপ্তাহিক Newsweek ম্যাগাজিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে Poet of Politics বা রাজনীতির কবি নামে আখ্যায়িত করা হয়।
৫৯. 'অপারেশন সার্চলাইটে' কত জন পাকিস্তানি সৈন্য অংশগ্রহণ করে?
উত্তর : ৩ ব্যাটালিয়ন।
৬০. ১৯৭১ খ্রিষ্টাব্দের ২৫ মার্চ রাতে পরিচালিত গণহত্যার মূল লক্ষ্যস্থল কোনটি ছিল?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়।
৬১. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সবচেয়ে বড় গণহত্যা কোথায় সংঘটিত হয়?
উত্তর : খুলনা জেলার ডুমুরিয়া থানার চুকনগর গ্রামে ।
৬২. চুকনগর গণহত্যায় একদিনে কত লোককে হত্যা করা হয়?
উত্তর : দশ হাজারের বেশি।
৬৩. পাকিস্তানি হানাদার বাহিনীর প্রধান জেনারেল নিয়াজীর স্বীকারোক্তি মোতাবেক বাংলাদেশের মুক্তিযুদ্ধে কত লোককে
হত্যা করা হয়?
উত্তর : ১৫ লাখ ।
৬৪. মুক্তিযুদ্ধে ঢাকা কত নং সেক্টরের অন্তর্গত ছিল?
উত্তর : ২নং সেক্টরের।
৬৫. বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল কত নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
উত্তর : ১০নং সেক্টরের।
[জাবি, অ. প্র. ব. '১৫/
Sep-১৯৯২
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
৬৬. মুক্তিযুদ্ধে ১নং সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন?
উত্তর : মেজর জিয়াউর রহমান (১০ এপ্রিল-১০ জুন) ও মেজর রফিকুল ইসলাম (১০ জুন - ১৬ ডিসেম্বর)। ৬৭. মুক্তিবাহিনী সরকারি পর্যায়ে কয় ভাগে বিভক্ত ছিল?
উত্তর : ২ ভাগে যথা- ১. নিয়মিত বাহিনী ও ২. অনিয়মিত বাহিনী।
৬৮. বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন?
উত্তর : গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার।
৬৯. মুক্তিযুদ্ধকালীন সময়ে মুজিব বাহিনীর আসল নাম কী ছিল?
উত্তর : বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট।
৭০. মুজিব বাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৭১. মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রকে মুক্তিযুদ্ধের কত নং সেক্টর হিসেবে অভিহিত করা হয়?
উত্তর : ১২নং সেক্টর।
৭২. কে ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় ২৫ মার্চের খবর প্রথম প্রকাশ করেন?
উত্তর : সাংবাদিক সাইমন ড্রিং।
৭৩. মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে শতকরা কতজন ছাত্র ছিলেন?
উত্তর : ৭৪.৬ শতাংশ।
৭৪. কলকাতার কোথায় মহিলা মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ শিবির স্থাপিত হয়?
উত্তর : গোবরা এলাকায় ৷
৭৫. কে গোবরা প্রশিক্ষণ শিবিরটি পরিচালনার দায়িত্বে ছিলেন?
উত্তর : আওয়ামী লীগ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী।
৭৬. 'আমি বীরঙ্গনা বলছি' গ্রন্থটি কার?
উত্তর : অধ্যাপিকা নীলিমা ইব্রাহিমের।
৭৭. কবে বাংলাদেশের সংবিধানের সাথে 'স্বাধীনতার ঘোষণাপত্র' সংযোজন করা হয়?
উত্তর : ১৯৯৯ খ্রিষ্টাব্দে।
৭৮. প্রবাসী সরকারকে উপদেশ ও পরামর্শ প্রদানের জন্য গঠিত উপদেষ্টা পরিষদের প্রধান কে ছিলেন?
উত্তর : মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
৭৯. EPR-এর পূর্ণরূপ কী?
উত্তর : East Pakistan Regiment.
৮০. বুদ্ধিজীবী হত্যায় প্রধান ভূমিকা পালন করে কারা?
উত্তর : আলবদর বাহিনী।
৮১. মুক্তিযুদ্ধের সময় কোন সংগীত শিল্পী নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে বাঙালিদের জন্য কনসার্টের আয়োজন করেন?
উত্তর : জর্জ হ্যারিসন।
৮২. কোন মার্কিন কবি বাংলাদেশের যুদ্ধের সমর্থনে কবিতা লেখেন?
উত্তর : অ্যালেন গিনেসবার্গ ।
৮৩. মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ কয়টি রাষ্ট্রীয় পুরস্কার দেয়?
উত্তর : ৪টি [বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক]।
মুক্তিযুদ্ধ ১৯৭১
৮৪. দেশের একমাত্র আদিবাসী বা উপজাতি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কে?
উত্তর : ইউ কে চীং (বীর বিক্রম)।
৮৫. September on Jessore Road বইটির রচয়িতা কে?
উত্তর : মার্কিন কবি অ্যালেন গিনেসবার্গ।
৮৬. জর্জ হ্যারিসনের ব্যান্ড দলের নাম কী?
উত্তর : বিটলস (১৯৬০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত)।
৮৭. মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি এবং কত তারিখে হয়?
উত্তর : যশোর, ৭ ডিসেম্বর, ১৯৭১।
৮৮. মুক্তিযুদ্ধের শেষ রণাঙ্গণ কোনটি?
উত্তর : ঢাকার মিরপুর ।
৮৯. বাংলাদেশের সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কে?
উত্তর : শহীদুল ইসলাম, ১২ বছর (বীর প্রতীক)।
৯০. এ দেশের মাটি চাই, মানুষ নয় এ উক্তিটি কার?
উত্তর : ইয়াহিয়া খানের।
৯১. মহান মুক্তিযুদ্ধে কতটি সাংগঠনিক শ্রেণি ছিল ও কী কী?
উত্তর : ২টি। যথা : ১. নিয়মিত বাহিনী ও ২. অনিয়মিত বা গেরিলা বাহিনী ।
৯২. অপারেশন ক্লোজডোর কেন পরিচালনা করা হয়?
উত্তর : স্বাধীনতা যুদ্ধের পর সকল প্রকার অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অপারেশন ক্লোজডোর পরিচালনা করা হয় । ৯৩. মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত যোদ্ধার সংখ্যা কত জন?
উত্তর : বীরশ্রেষ্ঠ-৭ জন, বীর উত্তম- ৬৮ জন, বীর বিক্রম- ১৭৫ জন, বীর প্রতীক- ৪২৬ জন।
৯৪. ১৯৭১ খ্রিষ্টাব্দে মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনীর প্রধান কে ছিলেন?
উত্তর : ভারতীয় সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল স্যাম হরমুসাজ ফ্রামজি জামশেদজি মানেকশ।
৯৫. ভারত বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন?
উত্তর : জেনারেল জগজিৎ সিং অরোরা।
৯৬. পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দলিলে কে কে সাক্ষর করেন?
Sep-১৯৯৩
উত্তর : বাংলাদেশের পক্ষে বাংলাদেশ ভারত যৌথ কমান্ডের প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরা এবং পাকিস্তানের পক্ষে জেনারেল এ.এ.কে. নিয়াজী।
৯৭. ১৬ ডিসেম্বর বাংলাদেশের পক্ষে আত্মসমর্পণ অনুষ্ঠানে কে নেতৃত্ব দেন?
উত্তর : বিমান বাহিনীর প্রধান এয়ার কমান্ডার এ.কে. খন্দকার।
৯৮. পাকবাহিনীর অনাচারের ফলে কত জন বাঙালি নারী যুদ্ধশিশু প্রসব করে?
উত্তর : ২৫,০০০ বাঙালি নারী।
৯৯. যুদ্ধশিশু কারা?
উত্তর : মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী কর্তৃক পাশবিক নির্যাতনে অন্তঃসত্ত্বা হয়ে বাঙালি নারীদের জন্ম দেওয়া শিশুরাই যুদ্ধশিশু নামে পরিচিত।
১০০. মুক্তিযুদ্ধে সর্বোচ্চ খেতাব কী?
উত্তর : বীরশ্রেষ্ঠ ।
[জাবি, অ. ৪র্থ ব, '১৪; পাস কোর্স প্ৰ. ৰ. '১৫/

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]