Site Map(সাইট ম্যাপ) কিভাবে একটি সাইটম্যাপ তৈরি করবেন


Site Map(সাইট ম্যাপ)
Table of content A_ev index Navigation Bar Navigational text links
আমি খুব দুঃখিত যে কিছু কিছু ইংরেজি শব্দের বাংলা দেয়া হয়নি। তার কারণ হ‪েছ ঐ গুলো বাংলায় লিখলে পরবর্তীতে আপনাদের সমস্যা হতে পারে। কারণ আপনি যেখানে কাজ করবেন সেখানে তো আর বাংলা থাকবে না। কোন লিংকে যে টেক্সট লিখতে হয় সেটা ছোট না লিখে লং টেক্সট লেখাটা ভাল। একটি লিংকের টেক্সট একের অধিক হতে পারে। এখানে লক্ষ্য করা যেতে পারে উবষষ পড়সঢ়ঁঃবৎ এই লিংকে লং টেক্সট আছে।
একটি পেইজের লিংক এর টেক্সট দেখে বুঝানো যায় যে ঐ পেইজটি কি ধরনের অথবা লিংক লেখা পড়ে বুঝা যায় ঐ পেইজে কি ধরনের তথ্য আছে। এটি শুধু ইউজারকে সাহায্য করে না এটি সার্চ ইঞ্জিনের জন্যও ভাল হয়। লিংকে কোন ইমেজ বাটন ব্যবহার না করা ভাল। কারণ সার্চ ইঞ্জিন ঐ বাটনের টেক্সটগুলো রিড করতে পারে না।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার আগে অবশ্যই দেখে নিতে হবে যে আপনার সাইটের ডিজাইন খুব
ভাল।
কনটেন্ট (Content)
একটি ওয়েব সাইট সাধারণত করা হয়ে থাকে কনটেন্ট ডিসপ্লে করানোর জন্য। আর সেই কনটেন্ট এর জন্য সাধারণত ভিজিটররা আপনার সাইটে আসবে। তেমনি ওয়েব সাইটের কনটেন্ট হ‪েছ অন্যতম
একটি উপাদান SEO ফ্রেন্ডলি করানোর জন্য। অনেকেই বেশিরভাগ সময় কনটেন্ট লিখার জন্য দিয়ে থাকে আবার কেউ কেউ প্রফেশনাল কনটেন্ট রাইটার দিয়ে কনটেন্ট লিখে থাকে। কারণ আপনার ওয়েব সাইটের কনটেন্ট যত ভাল হবে, ভিজিটর তত বেশি আসবে এবং র‌্যাংকিং-এ ও ভাল অব¯
ানে থাকবে। এমনভাবে কনটেন্ট ক্সতরি করতে হবে যেন ঝবধৎপয পৎধষিবৎ সেটা পছন্দ করে। ভাল কনটেন্ট গুলো সাধারণত কবু ড়িৎফ এবং চযৎধংব দিয়ে শুর
 হয়। যে কোন একটি পেইজের
কনটেন্ট (টেক্সট) সাধারনত তিনের বেশি কি ওয়ার্ড ব্যবহার না করাই ভাল। ওয়েব সাইটের কীওয়ার্ড গুলো কনটেন্ট এ ব্যবহার করা যেতে পারে। অনেক বেশি কী ওয়ার্ড কনটেন্ট এ ইউজ করলে অনেক সময় সার্চ ইঞ্জিন ইনডেক্স করে না।
কীওয়ার্ড ডেনসিটি হ‪েছ একটি পেইজে কতবার কীওয়ার্ড লেখা হয়েছে। বেশিরভাগ সার্চ ইঞ্জিন এ কী
ওয়ার্ড ডেনসিটি লো, গুগুলে কীওয়ার্ড ডেনসিটি ৫ থেকে ৭ এর মধ্যে। অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো যেমন ইয়াহু এবং এম এস এন এর কীওয়ার্ড ডেনসিটি ৫ অ্যালাউ করে।
অনেক সময় দেখা যায় একটি ওয়েবসাইটের কনটেন্ট অন্য একটি ওয়েবসাইট বা ব্লগ কপি করে তার নিজের ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করছে। এভাবে যদি কেউ কনটেন্ট কপি করে নিয়ে যায়, অনেক ধরনের টুল্স আছে যেগুলো ব্যবহার করে আপনি খুঁজে পাবেন কোথায় বা কোন ওয়েবসাইটে বা ব্লগে আপনার কনটেন্ট নেওয়া হয়েছে। ব্লগ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা এবং সহজে ব্লগ ক্সতরি করার জন্য লেখকের
বিগীনিং ওয়ার্ড প্রেস বইটি সংগ্রহ কর
ন যেটি দিয়ে যে কোন কেউ আইটি নলেজ ছাড়া ব্লগ ক্সতরি করতে পারবেন। ইন্টারনেটে টাকা উপার্জনের একটি ভাল উপায় হল ই-কমার্স। আর ইন্টারনেটে ব্যবসা করার জন্য সংগ্রহ কর
ন ই-কমার্স এবং ই-কমার্স এন্ড জুমলা ভার্চুমার্ট।
এছাড়াও গুগুল এনালাইসিস দিয়ে মনিটরিং করা যায়। আপনার সাইটের ব্যবহৃত সকল কনটেন্ট
সবসময় আপডেট রাখার চেষ্টা কর
ন। পেইজ চেক করতে হবে যেন সেখানে স্পিলিং এবং এডিটিং ইরোর না থাকে। সুতরাং আপনার ওয়েবসাইটের পেইজকে ইরোর ফ্রি রাখতে হবে এছাড়াও পেইজটাতে যেন প্রফেশনাল লুক থাকে
ক্সতরিকৃত ওয়েবসাইটটি দেখতে যেন আগলি মনে না হয়। যেমন অনেক ওয়েবসাইটের কালার কম্বিনেশন ঠিক থাকে না। পেইজের টেক্সট যেন ইউজারের কাছে পড়ার উপযোগী হয়। ফন্ট চুজ টা বেটার হতে হবে। ব্যাক গ্রাউন্ড কালার সঠিক ভাবে সিলেক্ট করতে হবে যেন অন্য কালার কে ইফেক্ট না করে। পেইজের লে আউট যেন মেসিং হয়। আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে (ঝঊঙ) কাজ করতে
চান তাহলে ওয়েব সাইট ডিজাইন সম্পর্কে আপনার কিছু প্রাথমিক জ্ঞান থাকা অবশ্যই দরকার। আর সেটা জানার জন্য আপনার কোন ট্রেইনিং না করেও এইচ টি এম এল এবং ড্রিম ওয়েভার লেখকের দুটি
কনটেন্ট স্পামঃ- যখন বিভিন্ন œ Urls একই কনটেন্ট সরবরাহ করবে অর্থাৎ কনটেন্ট যখন ডুপ্লিকেট হবে,
এটি হলে কনটেন্ট স্পাম হবার সম্ভাবনা থাকে। আপনার সাইটে যদি কোন ইউনিক কনটেন্ট না থাকে
এবং রিলেভেন্ট কনটেন্ট না থাকে তাহলে সার্চ ইঞ্জিন সেটাকেও স্পাম কনসিডার করতে পারে। এমনকি illegal কনটেন্ট এর ক্ষেত্রে।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]