বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন (Clasification of search engine) সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে

সার্চ ইঞ্জিন সাধারণত তিন ধরনের ঃ১. প্রাইমারি সার্চ ইঞ্জিন ২. সেকেন্ডরী সার্চ ইঞ্জিন
৩. টার্গেটেড সার্চ ইঞ্জিন
প্রাইমারি সার্চ ইঞ্জিন ঃসার্চ ইঞ্জিনের কথা মনে করলে প্রথমেই যেসব সার্চ ইঞ্জিনের কথা মনে পড়ে, যেমন-ইয়াহু, গুগুল,
এমএসএন এগুলো হল মেজর সার্চ ইঞ্জিন। প্রাইমারি সার্চ ইঞ্জিন সাধারণত ওয়েব সাইটের বেশিরভাগ ট্রাফিক ক্সতরি করে। প্রত্যেকটা প্রাইমারী সার্চ ইঞ্জিন অন্যগুলোর চেয়ে আলাদা। গুগুল হ‪েছ পপুলার একটি সার্চ ইঞ্জিন অন্যগুলোর চেয়ে। কারণ এটি Better রেজাল্ট দেয়। প্রাইমারী সার্চ ইঞ্জিনগুলো সার্চ রেজাল্ট ছাড়াও দিন দিন নতুন নতুন সার্ভিস দিয়ে থাকে। যেমন news, entertainment, maping ইত্যাদি।
গুগুল (Google) Google হল সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি সার্চ ইঞ্জিন। এড়ড়মষব সার্চ ইঞ্জিনের
ইয়াহু (Yahoo) অনেকে ইয়াহুকে সার্চ ইঞ্জিন বলে কিš‧ এটি ওয়েব ডিরেক্টরিও। বিভিন্ন ওয়েব সাইটের তালিকা এখানে
এমএসএন (MSN)
এমএসএন সার্চ ইঞ্জিনটি ইয়াহু,গুগুলের মত এত শক্তিশালী না। এমএসএন কে সাধারণত ওয়েবসাইটের এর র‌্যাংকিং এর জন্য ব্যাবহার হয়ে থাকে। নতুন ওয়েবসাইটের জন্য এটি ভাল, কারণ খুব সহজে এমএসএন এ র‌্যংকিং এ আনা যায়। গঝঘ মূলত পেইজ এর কনটেন্ট এর উপর নির্ভর করে র‌্যংকিং নির্ধারণ করে। গঝঘ এড্রেস
সেকেন্ডারী সার্চ ইঞ্জিন Secondary Search Engine সাধারণত ছোট টার্গেট এবং নির্দিষ্ট কিছু z audience দের জন্য। এটি অনেক বেশি ট্রাফিক জেনারেট করে না। এটি locally খুবই ব্যবহার করা হয়। কয়েকটি Search Engine -lycos, looksmart, miva, Ask.com Ges espotting valuable traffic generate ¨ Secondary Search Engine
১.৮ ওয়েবসাইট মার্কেটিং টুল )
ওয়েবসাইট একটি শক্তিশালী যোগাযোগের টুল হিসেবে কাজ করে। যদি এটিকে আমরা ট্রেডিশনাল প্রিন্ট এবং ব্রডকাস্টিং মিডিয়ার সাথে তুলনা করি। খ) প্রডাক্ট প্রমেশন, বিক্রি এবং সার্ভিস কাস্টমারকে ইনফরম করার জন্য। গ) সাইট তখনই বেনিফিশিয়াল হবে যদি আপনার ইউজার রা এটিকে খুজে পায়। ঘ) প্রায় ৫০% ব্রাউজার সার্চ ইঞ্জিন ব্যবহার করে আর বাকি ৫০% সরাসরি ইউ আর এল ব্যবহার করে। এ ধরনের কোন প্রোডাক্ট ক্রয়-বিক্রয় সংক্রাš‭ ওয়েবসাইট করার জন্য লেখকের ই-কমার্স এন্ড জুমলা ভার্চুমার্ট এবং ই-কমার্স এ দুটি বই সংগ্রহ কর
ন। আর নিজে নিজে আপনি অনলাইনে একজন ব্যবসায়ী হয়ে যান। তাছাড়া অনলাইনে অনেক কাজ পাওয়া যায় সেগুলো করতে পারেন। বইটিতে ই-কমার্স ক্সতরি সম্পর্কে খুব সহজ ভাষায় সবকিছু লেখা আছে চাইলে যে কোন কেউ এটি শিখতে পারে। যতদিন যাবে এর ডিমান্ড তত বাড়তেই থাকবে। কারণ মানুষ এখন সব কিছু ঘরে বসে পেতে চায়। আর মানুষের এসব প্রয়োজনীয় সার্র্ভিস দেওয়ার জন্য আপনার একটি ওয়েবসাইট প্রয়োজন। এখন আপনার ঐ ওয়েবসাইটটি সবাইকে জানানোর জন্য ওয়েবসাইট কে ঝঊঙ করতে হবে। এছাড়াও লেখকের ইমার্কেটিং বইটি পড়তে পারেন। কিভাবে ইন্টারনেটে মার্কেটিং করতে হয় সে বিষয়ে জানতে। একটি সফল অনলাইন বিজনেসের অবশ্যই ওয়েবটুল্স এবং ব্লগিং করানো উচিত। কারণ ইন্টারনেট ব্যবহার এখন যেভাবে দিনদিন বেড়ে চলেছে তাতে কোন কিছু খু ঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। আর সে জন্যই ওয়েবসাইটকে ঝঊঙ করতে হবে যেন অন্যরা খুব সহজে খু ঁজে পায়।
মানুষ সার্চ করে কেন?
মানুষের ব্য¯‭তার সাথে সাথে মানুষ এখন কম জিনিস স্মরণে রাখতে পারে। এমনকি মানুষ এখন চায় সব কিছু যেন যত দ্র
ত সম্ভব জানা যায়। এটি একমাত্র সম্ভব সার্চ করে। আর এটি আমরা সার্চ ইঞ্জিনে করে থাকি যেমনঃ-গুগুল, ইয়াহু ইত্যাদি। এমন কি নেই যা সার্চ দিয়ে পাওয়া যায় না। মানুষের ব্যবহারের সব কিছুই এখন ইন্টারনেটে পাওয়া যায়। মানুষ সার্চ করে অজানা জিনিস জানার জন্য। আর এই সার্চিং সব সময় থাকবে কারণ মানুষের জানার শেষ থাকবে না। আর এ সুযোগ কে কাজে লাগিয়ে আপনি বেনিফিটেড হতে পারেন। সেজন্য বইটি আপনাকে অনেক সাহায্য করবে।
সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে
এটি বুঝার সহজ উপায় হল আপনার বই এর প্রথমে যে ইন্ডেক্স থাকে সে ইন্ডেক্স থেকে পেইজ নাম্বার দেখে আপনি যেটা চা‪েছন সেখানে চলে যেতে পারেন। আর সে ইন্ডেক্স যদি ইলেক্ট্রনিক ইন্ডেক্স হয় তাহলে একটি ক্লিক এর মাধ্যমে খুব সহজে খঁ ুজে পাবেন। সার্চ ইঞ্জিন হ‪েছ এমন একটি টেকনোলজি যেটি কোন ধরনের নির্দিষ্ট কোন তথ্য এই বিশাল ওর্য়াল্ড ওয়াইড ওয়েব থেকে বের করে এনে দেয়। আপনি যে ওর্য়াডটি সার্চ বক্সে লিখছেন সার্চ ইঞ্জিন সেটিকে কম্পেয়ার করে সার্চ ইঞ্জিন ডাটাবেসের সাথে। এজন্য সার্চ ইঞ্জিন বিভিন্ন প্রোগ্রাম এবং এ্যালগোরিদম ব্যবহার করে থাকে। সার্চ ইঞ্জিন যেভাবে কাজ করে তার সেই ফাংশনগুলোকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো পরে বি¯‭ারিত আলোচনা করা হয়েছে। এছাড়া ইন্টারনেট মার্কেটিং সম্পর্কে আরো বেশি জানতে ই-মার্কেটিং বইটির সাহায্য নিতে পারেন।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]