এসইও কি, ক্যারিয়ার হিসেবে এসইও, SEO কিভাবে শিখবেন, কি কি শিখবেন?

ক্যারিয়ার হিসেবে Seo
ক্যারিয়ার হিসেবে SEO এনালিস্ট একটি চমৎকার প্রফেশন এবং এটির ডিমান্ড দিন দিন বাড়তে থাকবে। তথ্য প্রযুক্তি যত উন্নত হবে এর চাহিদা তত বাড়বে। যে কোন কেউ চাইলে ফ্রিল্যান্সার হিসেবে SEO এর কাজ করতে পারেন এবং চাহিদাও অনেক। ইন্টারনেটে তথা ওয়েবসাইটগুলোতে প্রচুর পরিমাণে SEOএর কাজ পাওয়া যায়। যেসব সাইটে কাজগুলো পাওয়া যায় odesk, freelancer ইত্যাদি সাইট গুলোতে অনেক বেশি কাজ পাওয়া যায়। যেখানে কাজের তুলনায় কাজ করার লোক অনেক কম। এখানে কাজ করার জন্য সংগ্রহ কর
ন ইন্টারনেটে আত্মকর্মসং¯
ান বইটি। এছাড়া ও ইন্টারনেটে ব্যবসা করার জন্য সংগ্রহ কর
ন ই-কমার্স এবং জুমলা ভার্চুমার্ট বইটি। মনে রাখবেন SEO কাজ করার জন্য খুব একটা শিক্ষাগত যোগ্যতার দরকার হয় না। এমনও দেখা গেছে কেউ একজন দশম শেণী পর্যš‭ পড়াশুনা করেও ঝঊঙ এর কাজ করছে। যে ব্যাক গ্রাউন্ডেরই হোক না কেন, যে কেউ ঝঊঙ তে কাজ করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা এখানে কোন বাধা নয়। বাধা শুধু মনের ই‪ছা। আপনি যদি চান আপনার পক্ষে পারা সম্ভব। এমনকি আপনার কোন আইটি নলেজের প্রয়োজন নাই। বাসায় বসেও প্রতিদিন দুই তিন ঘণ্টা সময় দিয়ে আউট সোর্সিং এর মাধ্যমে বেশ ভাল টাকা আয় করতে পারেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে ঝঊঙ প্রফেশনাল হিসেবে ক্যারিয়ার শুর
 করতে পারেন। যার চাহিদা বাংলাদেশেও এখন অনেক বেশি। টেকনিক্যাল টার্ম (SEO Jargon & Technical Word)
সার্চ সাইট (Search Site)
সার্চ সাইট হ‪েছ এক ধরনের ওয়েবসাইট যার মাধ্যমে আপনি অন্য একটি ওয়েব সাইট খুঁজে থাকেন। যেমন গুগুল ইয়াহু ইত্যাদি।
সার্চ টার্ম (Search Term)
এটি একটি শব্দ বা শব্দ সমষ্টি। যেটি আমরা কোন তথ্য খোঁজার জন্য সার্চ ইঞ্জিনে লিখে থাকি।
সার্চ রেজাল্ট (Search Result)
সার্চ রেজাল্ট হ‪েছ কিছু তথ্য যেগুলো আপনার সার্চ টার্মের উপর ভিত্তি করে আসে। নিম্নের চিত্রে দেখুন এখানে আমি Kids দিয়ে সার্চ দেওয়ার পর অনেকগুলো লিংক শো করেছে। আর এগুলোই হল সার্চ রেজাল্ট। যেমন কয়েকটি লিংকshopping result for kids dress, image for kids dress Ges Flower girl dress ইত্যাদি।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search engine optimization)
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে সংক্ষেপে এস ই ও বলা হয়। এটি একটি ওয়েবসাইট এবং ওয়েব পেজ কে ভাল র‌্যাংকিং-এ নেওয়ার জন্য অপটিমাইজ করে।
ক্রোয়ের্লাস (Crawlers)
Crwlers হ‪েছ একটি প্রোগ্রাম যেটি বিভিন্ন সার্চ ইঞ্জিন কোন ওয়েব সাইটকে Scan Analyze করার জন্য ব্যবহার করা হয়। spider এবং robots অনেকটা Crwlers এর মত কাজ করে।
র‌্যাংকিং (Ranking) আপনি এড়ড়মষব এ বা কোন সার্চ ইঞ্জিনে সার্চ দিবেন এটি কয়েক হাজার রেজাল্ট পায় (Less or more depends on relevant content website)| এত গুলো থেকে Search engine শুধুমাত্র প্রথম ৫০০ টি কে Rank এ নিয়ে আসে। নিম্নের চিত্রে দেখুন আমি Computer লিখে সার্চ দিয়েছি সেখানে দেখুন অনেকগুলো রেজাল্ট দেখা‪েছ। তার মধ্যে নিচে কিছু নাম্বার লক্ষ করেছেন। এভাবে ২ নং ও ৩নং পেইজ এ ক্লিক করলে আমরা নতুন আরো অনেকগুলো পেইজ এর লিংক পাব।
২.৭ ইনডেক্স (IndeX)
যখন কোন পেইজকে Crwlers করা হয় তার পর ঐ পেইজের Content গুলোকে Index করা হয় যেগুলোকে ডকুমেন্ট হিসেবে একটি ডেটাবেস স্টোর করা হয়।
অরগানিক রেজাল্ট (Organic)
সার্চ ইঞ্জিনে আমরা সার্চ করলে যে রেজাল্টগুলো পাই সেগুলো দুইধরনের হয়ে থাকে। একটি হল Organic অন্যটি হল Paid (ppc)| Organic রেজাল্ট গুলো একটি ওয়েবসাইটের পড়হঃবহঃ এবং কীওয়ার্ড-এর উপর ভিত্তি করে হয়ে থাকে। নিম্নে চিত্রে দেখা যা‪েছ কিছু সার্চ রেজাল্ট হ‪েছ অরগানিক রেজাল্ট আবার কিছু হল Paid palacement result এর আর একটি নাম হল Paid placement result এই পদ্ধতিতে আপনি Pay করে আপনার সাইটের র‌্যাংকিং বাড়াতে পারেন। এমনি আপনি চাইলে Pay করে রেজাল্টের শুর
তে আপনার ওয়েবসাইটকে দেখাতে পারেন। নিম্নের চিত্রে দেখেন ঃ-
গুগুল সার্চ
গুগুলের ওয়েবসাইট এ কোন কিছু লিখে সার্চ করার প্রক্রিয়া হ‪েছ গুগুল সার্চ। আপনি এ্যাডভান্স সার্চ ও করতে পারেন যেমনঃ-নিম্নের চিত্রে লক্ষ কর
ন গুগুলের হোম পেইজ আসার পর আপনি ডানে দেখবেন অফাধহপব ঝবধৎপয এবং ঝবধৎপয ঞড়ড়ষং এ দুটি অপশন আছে
প্রসেসিং কোয়ারিস (Processing Quaries)
যখন কোন একটা তথের জন্য সার্চ ইঞ্জিনে আসে তখন ইঞ্জিন সেটা রিট্রাইভ করার চেষ্টা করে যতগুলো ডকুমেন্ট আছে সেগুলো কোয়ারি এর সাথে ম্যাচ করে।
কীওয়ার্ড (Keyword)
কীওয়ার্ড হ‪েছ একটি ওয়েব পেইজ এর শব্দ যেটি ঐ পেইজকে ডে¯ৃাইব করে। অর্থাৎ আপনি একটি প্যারাগ্রাফ লিখছেন ঐ প্যারাগ্রাফ এ নিশ্চয়ই কতগুলো শব্দ থাকতে পারে যেটি হল ঐ প্যারাগ্রাফ এর মূল শব্দ। SEO করার পূর্বে আপনার কীওয়ার্ড সিলেক্শন খুবই গুর
ত্বপূর্ণ। অর্থাৎ আপনি কোন ধরনের কীওয়ার্ড সিলেক্ট করবেন আর সেই কীওয়ার্ড রিলেটেড কনটেন্ট আপনার ওয়েব পেইজে থাকা ভাল। তাহলে ইউজার যখন সার্চ দিবে আর সেটা যদি আপনার কীওয়ার্ড এর সাথে মিলে যায় তাহলে সেই ওয়েব পেইজটিকে সার্চ ইঞ্জিনে শো করবে।
মেটা ট্যাগ (Meta Tag)
মেটা ট্যাগ দ্বারা একটি ওয়েবপেইজের ডি¯িৃপশন প্রোভাইড (সরবরাহ) করা হয়। মেটা ট্যাগ এ সাধারণত মেইন কীওয়ার্ড এর লিস্টগুলো ব্যবহার করা হয়।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]