In bound link or back link
অন্য একটি ওয়েবসাইট থেকে যদি কেউ আপনার ওয়েবসাইট এ আসে সেটাই হল In Bound অথবা
Back Link নিশ্চয়ই অন্য কোন সাইটে আপনার সাইটের লিংক দেওয়া আছে। অর্থাৎ এটাকে ইনকামিং
লিংক বলে। একটি ওয়েবসাইটকে পপুলার করার জন্য বেশি বেশি ব্যাকলিংক ক্সতরি করতে হবে। যেমন
কোন পলিটিশিয়ান পরিচিতি পাওয়ার জন্য বিভিন্ন ¯
ানে তার পোস্টার ব্যানার লাগিয়ে দেয়। যত বেশি
পোস্টার ব্যানার যত বেশি জায়গায় লাগিয়ে দেবে তত বেশি তার পরিচিতি পাবে।
উপরের চিত্রে দেখা যােছ অন্য সব হোটেলের ওয়েবসাইট এর ঠিকানা এই ওয়েবসাইট এ দেওয়া
আছে। সুতরাং কেউ যদি এখানে ক্লিক করে অন্য কোন ওয়েবসাইট এ যায় আর এটাই হবে Back Link
ঐ ওয়েবসাইট-এর জন্য। আর এই ওয়েবসাইট-এর জন্য, এটি হেছ Outbound link
Outbound link
আপনি যখন আপনার ওয়েবসাইট এর কোন লিংক এ ক্লিক করে অন্য ওয়েবসাইট এ যাবেন এটিকে বলা
হবে Outbound link Outbound link আপনার ওয়েবসাইট এর গুর
ত্ব বাড়িয়ে দেয়।
পেইজ র্যাংক এবং কনটেন্ট
পেইজ র্যাংক হেছ একটি লিংক এনালাইসিস এ্যালগরিদম। অন্যভাবে বলা যায় পেইজ র্যাংক হেছ
একটি নিউমেরিক ভ্যালু যেটি নির্ধারণ করে একটি ওয়েবসাইট কতটা গুর
ত্বপূর্ণ। পেইজ র্যাংক এর
উপর ভিত্তি করে একটি ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে আগে পরে আসে এটা মূলত অন্যতম একটি বিষয়।
পেইজ র্যাংক যত বেশি সার্চ রেজাল্টে তত আগে আসার সম্ভাবনা। পেইজ র্যাংকগুলো ১ থেকে শুর
হয়ে
থাকে যত সংখা বাড়বে ততই তার পেইজ র্যাংক বেশি। আপনি আপনার ওয়েবসাইট এড্রেস লিখে
পেইজ র্যাংক চেক করতে পারেন যে আপনার ওয়েবসাইটএর বর্তমান অব¯
ান কোথায় আছে। পেইজ
র্যাংক সাধারণত ০ থেকে ১০পর্যš মেজার করা হয়।
কনটেন্ট (Content) ঃ
আমরা কোন ওয়েবসাইটে যা কিছু দেখতে পাই অথবা কোন ওয়েবসাইট যা কিছু ডিসপ্লে করে তাই হেছ
কনটেন্ট। কনটেন্ট হতে পারে textual, visual এছাড়াও টেক্সট, ইমেজ, সাউন্ড, ভিডিও অথবা
এনিমেশন।
Black Hat & White Hat SEO
Black Hat সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হেছ একটি টেকনিক এটি ব্যবহার হয় সার্চ ইঞ্জিনে Higher
র্যাংকিং পাওয়ার জন্য এবং টহবঃযরপধষ ভাবে এটি করা হয় এজন্য বলা হয় Black hat SEO|
এটি সাধারণত সার্চ ইঞ্জিনের নিয়ম নীতি মানেনা। কন্টেন্টগুলোকে Unethical ভাবে রিপ্রেজেন্ট করা
হয়।
White Hat হেছ Black hat যধঃ এর উল্টো এখানে সব কিছু Ethical ভাবে করা যায়। এবং
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সকল নিয়মনীতি মানা হয়।
আরো কিছু এক নজরে
Analytics একটি ওয়েবসাইট এর মেজারমেন্ট স্ট্যাটিসটিক্স যেমন কতগুলো ভিজিটর অথবা ট্রাফিক
ঐ সব ভিজিটর অথবা ট্রাফিক কোথা থেকে এসেছে এবং তারা ওয়েবসাইটে কত সময় ছিল। ট্রাফিক
এনালাইজ করার জন্য গুগুল এনালাইটিক্স ব্যবহার করা যেতে পারে। এনালাইটিক্স মূলত ওয়েব
এনালাইটিক্স। ওয়েব এনলাইটিক্স মেজারমেন্ট, রিপোটিং এবং ওয়েব বেস এনালাইসিস তথ্য এসব কিছু
সংগ্রহ করে ওয়েবসাইট অপটিমাইজ করার জন্য ব্যবহার করে। এনালাইটিক্স সাধারণত দুই ধরনের অফ
সাইট এবং অন সাইট। ওয়েব এনালাইটিক্স শুধু মাত্র টুল নয় যেটি ওয়েবসাইটের ট্রাফিক মেজার করার
জন্য পরিমাপ করা হয়। এটিকে বিজনেস এবং মার্কেট রিসার্চ করার জন্য ও ব্যবহার করা হয়। আপনি
যদিম নতুন কোন এ্যাডভাটাইজমেন্ট ক্যাম্পেইন চালান তাহলে কি পরিমাণ ট্রাফিক আসতে পারে সেই
বিষয়েও ধারণা পাওয়া যায়। এটি ওয়েবসাইটে ভিজিটর কতগুলো ভিজিটর এসেছে এবং কতগুলো
পেইজ দেখছে সেই সম্পর্কেও ধারণা দেয়।
Bounce
Seo এর জন্য বাউন্স খুবই গুর
ত্বপূর্ণ। অর্থাৎ আপনার ওয়েবসাইট এর বাউন্স রেট যত বেশি হবে
Seo করাও তত কঠিন হবে। মনে করেন কোন ইউজার সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে আপনার সাইটে এসেছে
কিš‧ ১মিনিট বা ২মিনিট (সময় নির্ভর করে) অন্য কোন সাইটে চলে গিয়েছে এটাকে বলে বাউন্স।
ভিজিটর আপনার ওয়েবসাইট ছেড়ে চলে যাওয়ার শতকরা পরিমাণ অর্থাৎ তারা যেটা চােছ সেটা যদি
তারা না পায়। বাউন্স রেট কমানোর উপায় হলঃ-আপনার সাইট ডিজাইন ও কনটেন্ট এর দিকে নজর
দিতে হবে। অর্থাৎ এমন ও দেখা গেছে ভিজিটর আপনার হোম পেইজে এসে অন্য কোন পেইজে যােছ
কারণ তাদের কাছে মনে হয়েছে যেটার জন্য তারা আপনার সাইটে এসেছে সেটা হয়তো আপনার সাইটে
নেই।
Impression (ই¤েপ্রশন)
কতবার একজন মানুষ অথবা ভিজিটর একটি ওয়েবসাইট অথবা এ্যাডভার্টাইজমেন্ট দেখে। অর্থাৎ
একজন ভিজিটর দ্বারা একটি ওয়েবসাইট ভিউ অথবা ডিসপ্লে।
ক্লিক বোট্স (Click Bots)
সফটওয়্যার এপ্লিকেশন ব্যবহার করে ইন্টারনেটে অর্থাৎ একটি অটোমেশন সফটওয়্যার ব্যবহার করে
Seo এর জন্য কিছু কাজ করানো। এটি একটি কম্পিউটার জেনারেটেড ক্লিকও বলা হয়ে থাকে।
হিউম্যান ক্লিকও কম্পিউটার ক্লিকের মধ্যে অনেক পার্থক্য আছে। এছাড়া আরো অনেক বেশি টেনিক্যাল
টার্ম এ্যাডভান্স Seo বইতে আলোচনা করা হয়েছে।
৩ এস ই ও এর জন্য পরিকল্পনা ক্সতরি Creating an SEO Plan)
একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করার পূর্বে একটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের
পরিকল্পনা ক্সতরি করা দরকার। এটি আপনাকে ঝঊঙ এর জন্য লক্ষে পেঁ․ছাতে সাহায্য করবে। Seo প-্যান ক্সতরি করলে আপনি বুঝতে পারবেন কখন কোন বিষয়টি আপনার বেশি নজর রাখা উচিত। Seo এমন একটি কাজ যেটির প্ল্যান আপনাকে মাঝে মাঝে পরিবর্তন করতে হতে পারে। Seo এর প-্যান
ডাইনামিক হওয়া উচিত। কারণ স্বাভাবিক নিয়মে পরিবর্তন হয়।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ