. ম্যানর বলতে কী বুঝ? রেনেসাঁর সূচনা হয় কোথায়?

১. ফরাসি বিপ্লব কখন সংঘটিত হয়েছিল?
উত্তর : অষ্টাদশ শতকে ৷
২. ম্যানর বলতে কী বুঝ? )
উত্তর : ম্যানর প্রথা হচ্ছে সামস্ত যুগের কৃষিভিত্তিক সমাজের একটি অর্থনৈতিক সংগঠন। লর্ড-এর কাছ থেকে প্রার ব্যাসলদের নির্দিষ্ট এলাকাকে ম্যানর বলা হয়।
৩. 'হোমেজ' কাকে বলে?
উত্তর : যে অনুষ্ঠানের মাধ্যমে লর্ড তার অনুগত ভ্যাসেলের কাছে জমি দান করে তাকে হোমেজ বলে ।
৪. ম্যাগনা কার্টা কখন স্বাক্ষরিত হয়?
উত্তর : ১২১৫ সালের ১৫ জুন।
৫. সামন্ত সমাজের এস্টেটগুলো কী কী?
উত্তর : সামন্ত সমাজের এস্টেটগুলো হলো যাজক সম্প্রদায় প্রথম এস্টেট, অভিজাত সম্প্রদায় দ্বিতীয় এস্টেট এবং সাধারণ জনগণ তৃতীয় এস্টেট ।
৬. ম্যানারের আয়তন কত ছিল?
৭. রেনেসাঁর সময়কাল কত ছিল?
উত্তর : রেনেসাঁর সময়কাল ছিল ১৩০০ থেকে ১৬০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ।
৮. কর্ডি কী?
উত্তর : বিনা পারিশ্রমিকে শ্রম দেওয়ার রীতিকে 'কর্ভি' বলা হয়। ৯. ভূমিদাস কী?
উত্তর : ক্ষুদ্র ম্যানার ৩০০ একর এবং বৃহৎ ম্যানার ৫০০ একর বিশিষ্ট ।
উত্তর : সামন্ত সমাজে কৃষকরা ভূমি দাস নামে পরিচিত ছিল। ১০. রেনেসাঁ বলতে কী বুঝ?
11. Fief কী?
[জা.বি. ২০১২]
উত্তর : চতুর্দশ শতাব্দীতে ইউরোপে শিল্প ও সংস্কৃতি জগতে যে পুনর্জাগরণ শুরু হয় তাই ইতিহাসে রেনেসাঁ নামে পরিচিত।
উত্তর : Fief অর্থ ক্ষুদ্র জমি। হস্তান্তরিত ক্ষুদ্র জমিকে বা শর্তাধীন জমি দানকে বলা হতো Fief বা Fued.
১২. গ্যাটিফুডিয়া কী?
'রেনেসাঁ' শব্দের অর্থ কী?
উত্তর: পুনর্জাগরণ।
.
মধ্যযুগের সামন্তবাদের রাজনৈতিক ও সমাজকাঠামো
উত্তর : ল্যাটিফুভিয়া হলো প্রাচীন রোমের বৃহৎ জমিদারি বিশেষ।
উত্তর : শিশু বলতে বণিকদের সংগঠনকে বুঝায় ।
রেনেসাঁর সূচনা হয় কোথায়?
উত্তর : ইতালিতে।
ীয় সামাদ পুঁজিবাদের জন্ম দিয়েছিল কিন্তু ভারতীয় সামতবাদ পুঁজিবাদের জন্য দিতে ব্যর্থ হয়েছিল"- উক্তিটি কার? উত্তর : প্রফেসর ড. এ. কে. নাজমুল করিম এর।
"ভারতীয় সামজতন্ত্র বৈশিষ্ট্যের দিক থেকে সাম্যবাদী ছিল না, ছিল খাজনা সম্পর্কিত এবং সামরিক"- উক্তিটি কার? উত্তর : এ.আর. দেশাই (A.R. Desai ) -এর।
১৮. প্রিলেভালাইজেশন' প্রত্যয়টির প্রবক্তা কে?
উত্তর : জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েভারের।
১৯. মধ্যযুগ কী?
উত্তর : প্রাচীন সভ্যতা ও আধুনিক সভ্যতার যুগের প্রায় ১২-১৩ শো বছরের যুগকে মধ্যযুগ হিসেবে বিবেচনা করা হয়। ২৩. মধ্যযুগীয় ইউরোপীয় সমাজে কাদের একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর : পোপতন্ত্র তথা পোপের একচ্ছত্র অধিকার।
২১. ক্রুসেড কী?
উত্তর : পোপতন্ত্রের মাধ্যমে খ্রিষ্টধর্ম বিশ্বাসীদের মধ্যে মুসলিম বিরোধী উন্মাদনা সৃষ্টি করে রেখা থেকে জেরুজালেম পর্যন্ত রক্তের স্রোত বইয়ে দেওয়ার ধর্ম যুদ্ধকে ক্রুসেড বলা হয় ৷
২২. সামন্তবাদ কী?
উত্তর : সামন্তবাদ হলো সেবা ও রক্ষার চুক্তির ভিত্তিতে পরিচালিত ভূমিকেন্দ্রিক উৎপাদন ব্যবস্থা, যেখা েভূমিই হচ্ছে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার ভিত্তি।
২৩. সামন্তবাদের মূল ভিত্তি কী?
উত্তর : ভূমি ও মানুষের সম্পর্ক।
২৪. বর্বর জাতির ইতিহাসে কে সর্বপ্রথম একটি রাজ্য গড়ে তুলেছিল?
উত্তর : ভিসিগথরাই সর্বপ্রথম একটি রাজ্য গড়ে তুলেছিল।
২৫. কে জার্মান আইনের সর্বপ্রথম সংকলন প্রকাশ করেছেন?
উত্তর : ইউরিক।
২৬. ইউরিক কে ছিলেন?
উত্তর : ভিসিগথদের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাজা ।
২৭. ইউরিকের সংকলিত আইনের নাম কী?
উত্তর : এন্টিকা।
২৮. মধ্যযুগের কয়েকটি নগর রাষ্ট্রের নাম লেখ ।
উত্তর : ভিসিগথদের রাষ্ট্র, অস্ট্রোগথদের রাষ্ট্র, ভ্যান্ডালদের রাজ্য, বার্গান্ডিয়ানদের রাজ্য, লোম্বার্ডদের রাজ্য ও সর্বেসর্বা সামন্ত রাজ্য।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]