হেনসিয়াটিক লীগ কী? England-এর পূর্ব নাম কী?

২৯. England-এর পূর্ব নাম কী?
উত্তর : Angle land.
৩০. England নামটি কোন নাম থেকে এসেছে?
উত্তর : অ্যাঙ্গলদের নাম থেকে Angle land পরে England.
৩১. মধ্যযুগে শহর উৎপত্তির কারণগুলো কী কী?
উত্তর : জনসংখ্যা বৃদ্ধি, কৃষি উৎপাদন বৃদ্ধি, বাণিজ্যিক তৎপরতা বৃদ্ধি, মঠকেন্দ্রিকতাও চার্চকেন্দ্রিকতা প্রভৃতি। ৩২. ক্রুসেড কখন সংঘটিত হয়েছিল?
উত্তর : ১০৯৪ সাল থেকে ১২৯১ খ্রিষ্টাব্দের মধ্যে।
৩৩. হেনসিয়াটিক লীগ কী?
উত্তর : তেরো শতকের দিকে উত্তর জার্মানির ৭০টি শহরের সমন্বয়ে গড়ে ওঠা একটা বৃহৎ ব্যবসায়িক সংগঠন হলো হেনসিয়াটিক লীগ। ৩৪. বিশপ কী?
উত্তর : জেলা পর্যায়ের ঊর্ধ্বতন ধর্মীয় নেতাকে বিশপ বলা হয়।
৩৫. আর্চ বিশপ কী?
উত্তর : প্রাদেশিক ধর্মগুরুকে আর্চবিশপ বলে ।
৩৬. রোমান সাম্রাজ্য প্যাট্রিয়ার্কেটের সংখ্যা কত ছিল?
উত্তর : ৫টি।
৩৭. পোপ কী?
উত্তর : পোপ হলো নির্বাচিত সর্বোচ্চ ধর্মীয় অধিকর্তা। এরা প্যাট্রিয়ার্কেটের দ্বারা নির্বাচিত একজন চার্চের সর্বোচ্চ যাজক। ৩৮. খ্রিষ্টধর্মের সর্বোচ্চ ধর্মগুরু কে?
উত্তর : পোপ ।
৩৯. পোপ শব্দের মূল শব্দ কোনটি?
উত্তর : গ্রিক শব্দ Papa | ৪০. গ্রিক শব্দ Papa এর অর্থ কী?
উত্তর : পিতা বা Father |
৪১. পবিত্র ত্রিত্ব (Holy Trinity) কী ?
উত্তর : নিকায়াতে অনুষ্ঠিত ধর্মীয় কাউন্সিলে গৃহীত ধর্ম মতবাদকে পবিত্র ত্রিত্ব বলা হয়। পবিত্র ত্রিত্বের অর্থ হলো এক ঈশ্বরের মধ্যে পিতা, পুত্র ও পবিত্র আত্মার মিলন ঘটেছে বলে বিশ্বাস করা ।
৪২. রোমকে পবিত্র নগরী বলা হয় কে?
উত্তর : যিশু খ্রিষ্টকে রোম নগরীতে ক্রুসবিদ্দ করে হত্যা করা হয়েছিল এবং তাঁর প্রধান সহচর সেন্ট পিটার রোমে এসে বিসপ পদ গ্রহণ করেছিল বলে খ্রিস্টান ধর্মাবলম্বীরা রোমকে পবিত্র নগরী বলে থাকে ।
৪৩. সম্রাট ও চার্চের মধ্যে দ্বন্দ্বের কারণগুলো কী কী?
উত্তর : ক্ষমতার দ্বন্দ্ব, কর্তৃত্ব ও আধিপত্যের দ্বন্দ্ব ।
৪৪. স্বনামধন্য মঠ কুনিতের প্রতিষ্ঠাতা ও পরিচালক কে?
উত্তর : অ্যাকুতার ডিউক উইলিয়াম ।
৪৫. সম্রাট ও চার্চের দ্বন্দ্ব কোন চুক্তির মাধ্যমে আপাতত অবসান হয়?
উত্তর : ১১১২ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত Worms চুক্তির মাধ্যমে।
মধ্যযুগের সামস্তবাদের রাজনৈতিক ও সমাজকাঠামো
. ইতিহাসে 'ব্যাবিলনীয় বন্দীত্ব' কী?
উত্তর : পোপ অষ্টম বেনিফেসের মৃত্যুর পর সম্রাট ফিলিপ তাঁর পছন্দমতো পোপ নিযুক্ত করেন এবং পোপের কার্যালয়
রোম থেকে ফ্রান্সের এভিগননে স্থানাস্তর করার সময়কে ইতিহাসে 'ব্যাবিলনীয় বন্দীত্ব' নামে পরিচিত।
৪৭. কখন, কীভাবে পোপতন্ত্রের বিলুপ্তি ঘটে?
উত্তর : পনেরো শতকে এসে ধর্মীয় সংস্কার আন্দোলনের ফলশ্রুতিতে পোপতন্ত্রের বিলুপ্তি ঘটে। ৪৮. Plato-র প্রতিষ্ঠিত একাডেমীর নাম কী?
উত্তর : Lycium.
বিশ্ববিদ্যালয়ের শাব্দিক উৎপত্তি লেখ ।
উত্তর : বিশ্ববিদ্যালয়ের ইংরেজি প্রতিশব্দ হলো 'University' যার উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ Universitas থেকে, যার অর্থ হচ্ছে সমন্বয় বা মিলন।
৫০. বিশ্বের সর্বাধিক পুরাতন বা প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর : স্যালারনো বিশ্ববিদ্যালয়।
৫১. Facultas কী?
উত্তর : বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণকে ঐক্যবদ্ধ করার সংস্থাই হলো Facultas. ৫২. Sthudere কী?
উত্তর : মধ্যযুগে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারীদেরকে Sthudere বলা হতো। ৫৩. মধ্যযুগে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কয়টি ও কী কী মডেল ছিল?
উত্তর : দু'টি। যথা— বোলোনা বিশ্ববিদ্যালয় মডেল ও প্যারিস বিশ্ববিদ্যালয় । ৫৪. মধ্যযুগে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম কত প্রকার ও কী কী?
উত্তর : দুই প্রকার। যথা— ক. ট্রিভিয়াম এবং খ. কোয়াড্রিভিয়াম ।
৫৫. ট্রিভিয়ামের বিষয়গুলো কী কী?
উত্তর : ব্যাকরণ, সাহিত্য তত্ত্ব ও যুক্তিবিদ্যা।
৫৬. কোয়াড্রিভিয়ামের বিষয়গুলো কী কী?
উত্তর : গণিত, জ্যামিতি, জ্যোতির্বিদ্যা ও সংগত
৫৭. মধ্যযুগে ইউরোপের বিভিন্ন দেশে কয়টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল?
উত্তর : প্রায় ৮০টি ।
·
od diud meg prailsbuch musjonitt
b. "The University played an important part not only in establishing the culture of the middle ages but also in
paving the way for the cultural development of the later periods”- উক্তিটি কে করেছেন?
উত্তর : J. E. Swain.
৫৯. World Civilization বইটির রচয়িতা কে?
উত্তর : Edward McNall Burns and Philip Lee Ralph .
৬০. 'A Short Histoty of Ancient Medieval and Modern Times'- গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : P. V. Myers.
৬১. হোমেজ ব্যবস্থা কী?
উত্তর : সামন্তপ্রথায় যে সমস্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে ভ্যাসাল তার সামস্ত প্রভুর প্রতি অনুগত্য স্বীকার করত তাকে হোমেজ ব্যবস্থা বলে ।
৬২. নাইট কী?
উত্তর : সামন্তবাদের রাজার ভূমিগুলো বিতরণের শেষ ধাপে যিনি জমি পেতেন, তাকে নাইট বলা হয় ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]