ইতিহাসের জনক কে? সামাজিক ইতিহাস কী?

১. “সামাজিক ইতিহাস হচ্ছে কোনো জাতির বা সমাজের রাজনীতি বিবর্জিত ইতিহাস"- উক্তিটি কে প্রদান করেন?
উত্তর : সমাজবিজ্ঞানী জি.এম. ট্রিভিলিয়ন (George Macaulay Trevelyan ) ।
২. ইতিহাসের জনক কে?
উত্তর : ইতিহাসের জনক হেরোডেটাস ।
৩. সামাজিক ইতিহাসের প্রধান উৎসগুলো কী?
উত্তর : সামাজিক ইতিহাসের প্রধান উৎসগুলো হলো- প্রত্নতাত্ত্বিক আবিষ্কার, পৌরাণিক ও লোককাহিনি, প্রাচীন পুঁথি ও
. সাহিত্য এবং পরিব্রাজকদের ভ্রমণ বিবরণী।
8. প্রত্নতত্ত্ব কী?
উত্তর : প্রত্নতত্ত্ব হলো অতীত সমাজের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ ও গবেষণা।
৫. সামাজিক ইতিহাস কী?
উত্তর : সামাজিক ইতিহাস হলো অতীত সমাজের মানুষ এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও কার্যাবলির বিজ্ঞান ভিত্তিক বর্ণনা ও বিশ্লেষণ।
৬. 'কিতাবুল হিন্দ'- গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : আল-বিরুনী ।
৭. সামাজিক ইতিহাসের প্রধান আলোচ্য বিষয় কী?
উত্তর : সামাজিক ইতিহাসের আলোচ্য বিষয় হলো পরিবর্তনশীল সামাজিক সম্পর্ক ।
৮. 'What happened in Ilistory' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : V. Gordon Childe.
৯. এপিটাফ কী?
উত্তর : এপিটাফ হলো স্মৃতিফলক, যা জীবনধারার সাক্ষী ও সমাজ চিত্রের দর্পণ হিসেবেও পরিচিত।
১০. “Civilization: Past and Present' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : Palmira Brummentt.
১১. 'Historia' শব্দের অর্থ কী?
উত্তর : সত্যানুসন্ধান ।
১২. "The New Science" গ্রন্থটির লেখক কে?
উত্তর : Vico (ভিকো ) ।
১৩. কখন সামাজিক ইতিহাসের গোড়া পত্তন ঘটে?
উত্তর : সামাজিক ইতিহাসের গোড়া পত্তন ঘটে অষ্টাদশ শতাব্দীতে ।
উত্তর : সামাজিক ইতিহাসের গোড়া পত্তন করেন জামবাতিস্তা ভিকো
১৪. কে সামাজিক ইতিহাসের গোড়া পত্তন করেন?
১৫. সামাজিক ইতিহাসের মৌল উদ্দেশ্য কী?
উত্তর : সমাজব্যবস্থার রীতিনীতি, আইন-কানুন, অনুষ্ঠান-প্রতিষ্ঠানের ক্রিয়ার দ্বারা নির্দিষ্ট সমাজের যে রূপ ফুটে ওঠে তা বিশ্লেষণ করা। ১৬. ইতিহাস শব্দের আভিধানিক অর্থ কী?
উত্তর : ইতিহাস শব্দের আভিধানিক অর্থ পুরাবৃত্ত, ইতিবৃত্ত ও প্রাচীন বৃত্তান্ত ।
১৭. গ্রিক ‘Hist oria' শব্দের অর্থ কী?
উত্তর : গ্রিক ‘Historia' শব্দের অর্থ সত্য প্রকাশ করার নিমিত্তে পরিকল্পিত অনুসন্ধান ।
১৮. What is History গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : What is History গ্রন্থের রচয়িতা হলেন এডওয়ার্ড হেলটকার ( Iellettear)।
১৯. কে ইতিহাসকে Past Politics হিসেবে অভিহিত করেছেন?
উত্তর : ইংরেজ ঐতিহাসিক Freeman ইতিহাসকে Past Politics হিসেবে অভিহিত করেছেন।
২০. 'ইতিহাস হলো সত্যিকার অর্থে যা ছিল বা সংঘটিত হয়েছিল তার অনুসন্ধান করা ও লেখা'- উক্তিটি কার?
উত্তর : হেরোডেটাস এর।
২১. 'A History of World Civilization' গ্রন্থের লেখক কে?
উত্তর : James Adgar Swain.
২২. “সভ্যসমাজে বাসবাসকারী মানুষের অভিজ্ঞতার কাহিনি হলো ইতিহাস”- উক্তিটি কার?
উত্তর : “সভ্যসমাজে বাসবাসকারী মানুষের অভিজ্ঞতার কাহিনি হলো ইতিহাস”- উক্তিটি G. J. Renier-এর।
২৩. 'The Idea of History' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : কলিং উড।
২৪. ইতিহাস হচ্ছে এক ধরনের গবেষণা বা অনুসন্ধান'- উক্তিটি কার?
উত্তর : কলিং উড-এর।
২৫. ঘটনার কালানুক্রমিক ও বৈজ্ঞানিক বিবরণই হলো ইতিহাস'- উক্তিটি কার?
উত্তর : ঐতিহাসিক ব্যাপসন-এর ।
"সময়সীমার মধ্যে ইতিহাস একটি আন্দোলন"- উক্তিটি কার?
উত্তর : মমতাজুর রহমান তরফদা-এর।
২৭. গ্রাক ইতিহাস/ প্রাগৈতিহাস কী?
উত্তর : মানব ইতিহাসের যে অংশের কোনো লিখিত বিবরণ বা দলিলাদি নেই সে যুগ বা সময়কালকে প্রাক-ইতিহাস / গ্রাগৈতিহাসিক বলে। ২৮. সুপ্ত ঐতিহাসিক যুগ কী?
উত্তর : মানব সভ্যতার যে যুগের উপর লিখিত উপাদান আছে মনে করা হয় কিন্তু সেগুলোর সঠিক পাঠোদ্ধার সম্ভব হয়নি, সে যুগকে সুপ্ত ঐতিহাসিক যুগ বলে ।
২৯. ঐতিহাসিক যুগ কী?
উত্তর : মানব সভ্যতার ইতিহাসের যে সময়ের উপর লিখিত বিবরণ বা দলিল পাওয়া গেছে তাকে ঐতিহাসিক যুগ বলে । ৩০. মানুষ কখন বর্ণমালা ও লিখন পদ্ধতি আবিষ্কার করে?
উত্তর : মানুষ খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দে বর্ণমালা ও লিখন পদ্ধতি আবিষ্কার করে ।
৩১. কখন রোমান সাম্রাজ্যের পতন ঘটে?
উত্তর : ৪৭৬ খ্রিষ্টাব্দে রোমান সাম্রাজ্যের পতন ঘটে।
৩২. ক্রসেড কী?
উত্তর : ক্রুসেড হলো খ্রিষ্টানদের সাথে মুসলমানদের ধর্ম যুদ্ধ ।
৩৩. ক্রুসেডের সময়কাল উল্লেখ কর।
উত্তর : ক্রুসেডের সময়কাল ১০৯৪ থেকে ১২৯১ খ্রিঃ পর্যন্ত ।
৩৪. কখন আধুনিক যুগের যাত্রা শুরু হয়?
উত্তর : ১৪৫৩ সালে আধুনিক যুগের যাত্রা শুরু হয়।
৩৫. সামাজিক ইতিহাস কী?
সামাজিক ইতি
উত্তর : সামাজিক ইতিহাস হচ্ছে সমাজস্থ মানুষের জীবন প্রণালি, শ্রেণিবিন্যাস ও শ্রেণি সম্পর্ক, তাদের বিশ্বাস, প্রথা, আচার অনুষ্ঠান ইত্যাদির সামগ্রিক রূপ।
৩৬. “সামাজিক ইতিহাস হলো বিভিন্ন সামাজিক ঘটনাবলির সমষ্টি”— উক্তিটি কার?
উত্তর : “সামাজিক ইতিহাস হলো বিভিন্ন সামাজিক ঘটনাবলির সমষ্টি”— উক্তিটি ভিকোর।
৩৭. 'কিতাবুল হিন্দ' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : 'কিতাবুল হিন্দ' গ্রন্থটির রচয়িতা আল বেরুনী ।
৩৮. আইন-ই-আকবরী গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : আইন-ই-আকবরী গ্রন্থটির রচয়িতা আবুল ফজল ।
৩৯. 'অর্থশাস্ত্র' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : 'অর্থশাস্ত্র' গ্রন্থটির রচয়িতা হলেন কৌটিল্য ।
80. "Travels in Mugal Empire" গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ফ্রান্সিস বার্ণিয়ার ।
৪১. ইবনে বতুতা কে?
উত্তর : ইবনে বতুতা আফ্রিকার বিখ্যাত পর্যটক |
৪২. চীনা পরিব্রাজক ফা হিয়েন কার শাসনামলে ভারতবর্ষে আসনে ?
উত্তর : চীনা পরিব্রাজক ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনামলে ভারতবর্ষে আসেন।
৪৩. প্রথা কী?
উত্তর : সমাজ কর্তৃক অনুমোদিত বা স্বীকৃত অত্যাস, আচরণ ও কার্যপ্রণালি হচ্ছে প্রথা । 88. প্রত্নতত্ত্ব কী?
উত্তর : প্রত্নতত্ত্ব হচ্ছে অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ।
৪৫. প্রত্নতত্ত্ব কোন কোন শব্দের সমন্বয়ে গঠিত?
উত্তর : গ্রিক শব্দদ্বয় 'Archaeos' এবং 'Logia' এর সমন্বয়ে প্রত্নতত্ত্ব গঠিত ।
৪৬. সমাজবিজ্ঞানী ভিকো (Vico) কর্তৃক রচিত সামাজিক ইতিহাস-নির্ভর গ্রন্থের নাম কী?
"
উত্তর : সমাজবিজ্ঞানী ভিকো (Vicy) কর্তৃক রচিত সামাজিক ইতিহাস-নির্ভর গ্রন্থের নাম 'দি নিউ সায়েন্স' (The New Science)। ৪৭. গ্রিক ইতিহাসবিদ ঘুসিডাইডসকে কী হিসেবে অভিহিত করা চলে?
উত্তর : গ্রিক ইতিহাসবিদ ঘুসিডাইডসকে বৈজ্ঞানিক ইতিহাসের জনকরূপে অভিহিত করা চলে।
৪৮. প্রসিদ্ধ রোমান ঐতিহাসিক টেসিটাসের লিখিত বিবরণে কাদের ইতিহাস জানা যায়?
উত্তর : প্রসিদ্ধ রোমান ঐতিহাসিক টেসিটাসের লিখিত বিবরণে জার্মানদের আদি ইতিহাস জানা যায় ।
৪৯. ইতিহাসের মূল উদ্দেশ্য কী?
উত্তর : ইতিহাসের মূল উদ্দেশ্য সত্যানুসন্ধান, প্রকৃত ঘটনার কারণ জানা এবং সঠিক তথ্যের বিবরণ প্রদান।
৫০. “সামাজিক ইতিহাস হচ্ছে কোনো জাতির বা সমাজের রাজনীতি বিবর্জিত ইতিহাস।"- উক্তিটি কে প্রদান করেন?
উত্তর : সামাজিক ইতিহাসবিদ পি.এম. ট্রিভেলিয়ান প্রদান করেন।
৫১. ইতিহাস 'একটা বিভিন্ন দৈর্ঘ্যের কালের দ্বান্দ্বিক রূপ' (Dialectic of Time spans)। এ উক্তিটি কে প্রদান করেন?
উত্তর : ফারনান্দ ব্রোদেল।
৫২. “সামাজিক ইতিহাস হচ্ছে বিভিন্ন ঘটনা তথা প্রথা, আচার-অনুষ্ঠান, জীবনযাপন প্রভৃতির সমন্বয়ে গঠিত ইতিহাস”— উক্তিটি কার?
উত্তর : ইতিহাসবিদ ভিকো-র ।
৫৩. মানুষের সামাজিক ইতিহাসের উৎস প্রধানত কয় প্রকার ও কী কী ?
উত্তর : মানুষের সামাজিক ইতিহাসের উৎস প্রধানত দুই প্রকার। যথা— ক. লিখিত উৎস ও খ. অলিখিত উৎস ।
৫৪. “সামাজিক ইতিহাস হলো ঢাকঢোল আর কাশি-বাঁশির ইতিহাসের স্থলে ছুরি ও চামচের ইতিহাস।"- উক্তিটি কার?
উত্তর : ডে.আর, গ্রিণ (JR. Green)-এর ।
৫৫. "The New Science' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : Zambatista Vico.
৫৬. 'A Social Histrory of Bengal' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ‘A Social History of Bengal' গ্রন্থের রচয়িতা কামরুদ্দীন আহমদ ৷
৫৭. 'English Social History' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : জি.এম. ট্রিভেলিয়ান (G. M. Trevelyan ) ।
৫৮. সামাজিক ইতিহাসের দুটি লিখিত উৎসের নাম লিখ ।
zin istota ai 2b.
উত্তর : সামাজিক ইতিহাসের দুটি লিখিত উৎস হলো- ক. সংবাদপত্র ও সাময়িকী এবং খ, ঐতিহাসিক গ্রন্থ ।
৫৯, সামাজিক ইতিহাসের দুটি অলিখিত উৎসের নাম লিখ।
উত্তর : সামাজিক ইতিহাসের দুটি অলিখিত উৎস হলো- ক. প্রত্নতত্ত্ব এবং খ. লোকাচার ও ঐতিহ্য।
৬০. What I Happened in History' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : Gordon Childe
৬১. "সমাজ ও সভ্যতার ক্রমবিকাশ' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘সমাজ ও সভ্যতার ক্রমবিকাশ' গ্রন্থটির রচয়িতা রেবতি মোহন বর্মন।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]