ক্যালভিনবাদ কী? “The Institutes' গ্রন্থটির রচয়িতা কে?

১. ক্যালভিনবাদ কী?
উত্তর :-পিউরিটার পুঁজিবাদী কর্মোদ্যোগীরা যৌক্তিক পুঁজিবাদ বিকাশের সাথে যুক্ত ছিল। বিভিন্ন পিউরিটান উপদলসমূহের মধ্যে অন্যতম উপদল হলো ক্যালভিনবাদ ।
২. শিল্প বিপ্লব কোথায় সংঘটিত হয়েছিল?
উত্তর: ইংল্যান্ডে (১৭৬০-১৮৪০)।
৩. পুঁজিবাদ বিকাশের পর্যায়সমূহ কী কী?
উত্তর: পুঁজিবাদ বিকাশের পর্যায়সমূহ হলো— বাণিজ্যিক পুঁজিবাদ, শিল্প পুঁজিবাদ ও অর্থনৈতিক পুঁজিবাদ ।
৪. কখন শিল্পবিপ্লব সংঘটিত হয়?
উত্তর : ১৭৬০-১৮৪০ সাল পর্যন্ত।
৫. মার্কসের মতে, পুঁজিবাদী সমাজের প্রধান দু'টি শ্রেণি কী?
উত্তর : বুর্জোয়া ও প্রলেতারিয়েত।
৬. ক্যালভিন কে ছিলেন?
উত্তর : ক্যালভিন ছিলেন প্রটেস্ট্যান্ট ধর্মের প্রবক্তা ও সংস্কারক ।
৭. পাশ্চাত্যে পুঁজিবাদ বিকাশের একটি কারণ লিখ ।
উত্তর : সামন্ততন্ত্রের অবক্ষয়।
৮. ফরাসি বিপ্লব কখন সংঘটিত হয়?
উত্তর : ফরাসি বিপ্লব ১৭৮৯ সালের ১৪ জুলাই সংঘটিত হয়।
৯. পুঁজিবাদের স্তর কয়টি ও কী কী?
উত্তর : পুঁজিবাদের স্তর তিনটি। যথা— ক. বাণিজ্যিক পুঁজিবাদ; খ. শিল্প পুঁজিবাদ এবং গ. অর্থনৈতিক পুঁজিবাদ ।
১০. পুঁজিবাদী সমাজের প্রধান দুটি শ্রেণি কী?
উত্তর: ক. বুর্জোয়া ও ব, প্রলেতারিয়েত।
১১. শিল্প বিপ্লব কোথায় ঘটেছিল?
উত্তর: ইংল্যান্ডে (১৭৬০-১৮৪০)।
১২. পুঁজিবাদের শাব্দিক উৎপত্তি ব্যাখ্যা কর।
উত্তর : পুঁজিবাদের ইংরেজি প্রতিশব্দ 'Capitalism' শব্দটি গ্রিক শব্দ 'Caput' থেকে উদ্ভূত যার অর্থ নিজস্ব মালিকানায় অর্থের পুঞ্জিভবন।
১৩. ব্যুৎপত্তিগতভাবে পুঁজিবাদ কী?
উত্তর : পুঁজিবাদ বলতে বুঝায় ব্যক্তিগত প্রচেষ্টায় অর্জিত সম্পদরাজি।
18. The Triumph of Americal Capitalism" গ্রন্থটির লেখক কে?
উত্তর : ডি.এম. হেকার ।
১৫. "Socialism nd capitalism" গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : A. C. Pigou.
. "Capitalism is a scheme of values and attitude toward life, a civilization- the civilization inequality and of the family fortune."- উক্তিটি কে করেছেন?
উত্তর : সুমপিটার।
১৭. পুঁজিবাদ কী?
উত্তর : পুঁজিবাদ হলো এমন একটি আর্থ-সামাজিক ব্যবস্থা, যেখানে ব্যক্তি মালিকানার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় এবং সে সঙ্গে সুনিশ্চিত হয় উৎপাদনের উপকরণের মালিকের মুনাফা।
১৮. পুঁজিবাদের প্রধান অস্ত্র কী?
উত্তর : শ্রমিকের শ্রম শোষণ ৷
১৯. “The modern representative state is an instrument of exploitation of wage labour by capital”— উক্তিটি কে করেছেন?
উত্তর : Engles.
২০. পুঁজিবাদী অর্থনীতির অপর নাম কী?
উত্তর : বাজার অর্থনীতি ।
২১. পুঁজিবাদ বিকাশের প্রধান পর্যায় কয়টি ও কী কী?
উত্তর : তিনটি। যথা— ক. বণিক পুঁজিবাদ; খ. শিল্প পুঁজিবাদ ও গ. অর্থ পুঁজিবাদ
২২. পুঁজিবাদ বিকাশে ক্রিয়াশীল অর্থনৈতিক উপাদানগুলোর নাম কী কী?
উত্তর : ক. বাজার, খ. শিল্প ও গ. ব্যাংক।
২৩. “The Protestant Ethic and the spirit of capitalism" - গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : Max Weber.
24. Surplus value theory-র প্রবক্তা কে?
উত্তর : Karl Marx.
২৫. “The Institutes' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : জ্যা ক্যালভিন ।
২৬. যৌক্তিক পুঁজিবাদ প্রত্যয়টি কে সর্বপ্রথম ব্যবহার করেছেন?
উত্তর : Max Weber.

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]