যৌক্তিক পুঁজিবাদ কী? শিল্পবিপ্লব প্রত্যয়টি কে ব্যবহার করেছেন?

২৭. যৌক্তিক পুঁজিবাদ কী?
উত্তর : ব্যক্তিগত সম্পত্তির যুক্তিসিদ্ধ ব্যবহারের মাধ্যমে বাজারের জন্য উৎপাদন, অর্থের জন্য উৎপাদন করার মাধ্যমে ইউরোপে যে পুঁজিবাদের বিকাশ ঘটে তাকেই যৌক্তিক পুঁজিবাদ বলা হয় ।
২৮. যৌক্তিক পুঁজিবাদের মূল বৈশিষ্ট্যগুলো কী কী?
উত্তর : ক. ব্যক্তিগত সম্পত্তির যুক্তিসিদ্ধ ব্যবহার, খ. যুক্তিসিদ্ধ সংগঠিত আর্থিক বিনিয়োগ ব্যবস্থা; গ. বাজারের জন্য উৎপাদন; ঘ. অর্থের জন্য উৎপাদন; ঙ. জন সাধারণের জন্য উৎপাদন ও চ. পেশা বা কর্মের প্রতি শ্রদ্ধাভক্তি ও গভীর মনোযোগ । ২৯. Max Weber-এর মতে পুঁজিবাদের শর্তগুলো কী কী?
উত্তর : ক. যুক্তিসিদ্ধ পত্তায় পুঁজির হিসাব রক্ষণ; খ. যুক্তিভিত্তিক ব্যবসা-ব্যবস্থাপনা; গ. উৎপাদনের উপকরণের যৌক্তিক ব্যবহার; ঘ. যুক্তিগ্রাহ্য উৎপাদন কৌশল; ঙ. যৌক্তিক আইন; চ. অবাধ শ্রম ও ছ. উৎপাদিত পণ্য বাজারজাতকরণ ও বাণিজ্যিকীকরণ।
৩০. Calling-এর মূল বিষয়গুলো কী কী?
উত্তর : সময়ই অর্থ, টাকায় টাকা আনে, কর্মই ঈশ্বর ও পুত-পবিত্র জীবনযাপন কর।
৩১. “Calvinism and capitalism in the Netherland's” গ্রন্থের লেখক কে?
উত্তর : Albert Hyma.
৩২. “The Religious Factors in Economic Development" গ্রন্থের লেখক কে?
উত্তর : K. George.
৩৩. ভারতীয় ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামগুলোকে 'Little Republic' হিসেবে কে আখ্যায়িত করেছেন ?
উত্তর : Sir Charles Matacaffe
৩৪. "Religion of India" গ্রন্থটি কার লেখা?
উত্তর : Max Weber.
৩৫. শিল্প সমাজের মূল ভিত্তি কী?
উত্তর : শিল্প বিপ্লব।
৩৬. শিল্পবিপ্লব প্রত্যয়টি কে ব্যবহার করেছেন?
উত্তর : Arnold Toynbee.
৩৭. শিল্প বিপ্লবের সময়কাল কত?
উত্তর : ১৭৬০ সাল থেকে ১৮৪০ সাল পর্যন্ত ।
৩৮. “Institutes of the Christian Religion" গ্রন্থটির রচয়িতা কে? তা হবে ৩০
উত্তর : ক্যালভিন।
৩৯. শিল্প সমাজকে কয়টি স্তরে বিভক্ত করা যায় ও কী কী?
উত্তর : ৩টি। যথা— ক. ধনতান্ত্রিক সমাজ; খ. সমাজতান্ত্রিক সমাজ ও প. সাম্যবাদী সমাজ ।
·
৪০. ধনতান্ত্রিক যুগের অর্থনৈতিক বিকাশের স্তরগুরো কী কী?
উত্তর : ক. বাণিজ্যিক ধনতন্ত্র; খ. শিল্প নির্ভর ধনতন্ত্র ও গ. পুঁজিতন্ত্র।
41. ‘Changing socidty in India, Pakistan and Bangladesh'- গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : প্রফেসর ড. এ. কে. এম. নাজমূল করিম ।
৪২. পুঁজিবাদী ব্যবস্থার স্বর্ণযুগ কোনটি?
উত্তর : আঠারো শতকের শেষ ভাগ থেকে উনিশ শতকের মধ্যভাগ পর্যন্ত।
43. ‘Wealth of Nations' গ্রন্থটি কার লেখা?
উত্তর : Adam Smith.
88. "Capitalism is an economic system in which the means of production are largely in private hands and the
main incentive for economic activity is the accumulation of profits"- উক্তিটি কে করেছেন?
উত্তর : R.T. Schaefer and R. P Lamm.
৪৫. পুঁজিবাদী সমাজের বৈশিষ্ট্য লিখ।
উত্তর : নিম্নে পুঁজিবাদী সমাজের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো— ক. উৎপাদনের উপকরণ ব্যক্তি মালিকানায় থাকা; খ. উৎপাদন যন্ত্রের মালিক শ্রমিকের শ্রমশক্তিকে ভাড়া করে বা কিনে নেয়া; গ. পুঁজির ক্রমবিকাশে উৎপাদন যন্ত্রে বিপ্লব ঘটে; ঘ. পুঁজিবাদী দৃষ্টিতে ব্যক্তিগত সম্পত্তি পবিত্র আমানত এবং সমাজ সর্বদাই শ্রেণিভিত্তিক; ঙ. সামাজিক শ্রেণিগুলোর মধ্যে প্রতিযোগিতা, দ্বন্দ্ব ও সংঘাত বিদ্যমান এবং তা ক্রমেই বৃদ্ধি পেয়ে থাকে ।
৪৬. ধর্মীয় সংস্কার আন্দোলনের পেচনের মূল কারণগুলো কী কী?
উত্তর : চার্চের দুর্বলতা, জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ।
৪৭. পুঁজিবাদ বিকাশের কারণগুলো কী কী?
উত্তর : কৃষি নির্ভর অর্থনীতির পরিবর্তন, বণিক শ্রেণির উদ্ভব, বুর্জোয়া শ্রেণির উদ্ভব, শিল্প বিপ্লব, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও ধর্মীয় সংস্কার আন্দোলন ।
৪৮. ভারতীয় উপমহাদেশে পুঁজিবাদ বিকাশের প্রতিবন্ধকতাসমূহ কী কী?
উত্তর : স্বয়ংসম্পূর্ণ গ্রাম সম্প্রদায়, জাতিভেদ প্রথা, সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানার অনুপস্থিতি ও ধর্মীয় অবস্থা। ৪৯. প্রত্যয় হিসেবে পুঁজিবাদ কখন প্রতিষ্ঠা পায়? ১৯১
উত্তর : ১৮৫৪ সালে ।
o Capital শব্দটি কে, কখন ব্যবহার করেন?
উত্তর : Contrave, ১৮৬০ সালে।
৫১. Das Capital গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : কার্ল মার্কস।
ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়।
উত্তর : ১৭৮৯ সালে ।
৫৩. বুর্জোয়া শব্দটির উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে?
উত্তর : জার্মান শব্দ [বার্গ থেকে, যার অর্থ দুর্গ বা শহর।
৫৪. নিষ্পভিত্তিক অসমতা কী?
উত্তর : লিগভিত্তিক অসমতা বলতে নারী-পুরুষের মাঝে বিদ্যমান বৈষম্যকে বুঝানো হয়। অর্থাৎ বিদ্যমান সমাজব্যবস্থায় নারী-পুরুষের যে বৈষম্যমূলক আচরণ প্রকাশ পায় তাকে লিগভিত্তিক অসমতা বলা হয়।
৫৫. নারীবাদী কারা?
উত্তর : নারী অধিকার তথা নারী মুক্তির আন্দোলনে যারা অবদান রেখেছেন তাদের নারীবাদী আখ্যায়িত করা হয়। ৫৬. নারীবাদ কী?
উত্তর : নারীর প্রতি বৈষম্য ও শোষণের বাস্তবতা সম্পর্কে সচেতনতাকে বলা হয় নারীবাদ ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]