হার্বার্ট স্পেন্সারের মতে সমাজ কত প্রকার ও কী কী?

১. “মানব সমাজের এ যাবৎকালের ইতিহাস শ্রেণিসংগ্রামের ইতিহাস।"— এটি কার অভিমত?
উত্তর : জার্মান দার্শনিক কার্ল মার্কস-এর।
2. Life was either a feast of fast.'- উক্তিটি কার?
উত্তর : উক্তিটি করেছেন ভারতীয় নৃবিজ্ঞানী মিনু ভাসানী ।
৩. “The Communist Manifesto" গ্রন্থটির লেখক কে?
উত্তর : জার্মান সমাজবিজ্ঞানী কার্ল মার্কস । fati কি ত
8. Decline of the West' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : Oswald Spengler.
৫. মার্কস বর্ণিত সামন্তবাদী সমাজের প্রধান দুটি শ্রেণি কী?
উত্তর : ক. Land Lord বা সামন্ত প্রভু; খ. Serf বা ভূমিদাস ।
৬. সমাজতন্ত্র কী?
উত্তর : সমাজতন্ত্র হলো এমন এক ব্যবস্থা, যার ভিত্তি উৎপাদনের উপায়ের সামাজিক মালিকানা এবং যার বিশেষত্ব নির্ভর করছে শোষণ মুক্ত মানুষের সহযোগিতা সম্পর্ক প্রতিষ্ঠা করার উপর ।
৭. কার্ল মার্কসের ধারণা অনুযায়ী মানবসমাজে প্রথম শ্রেণিবিভক্ত সমাজের নাম লেখ ।
উত্তর : দাস সমাজব্যবস্থা ।
৮. হার্বার্ট স্পেন্সারের মতে সমাজ কত প্রকার ও কী কী?
উত্তর : হার্বার্ট স্পেন্সার সমাজকে চারটি শ্রেণিতে বিভক্ত করেছেন। যথা- ক. জটিল সমাজ, খ, দ্বৈত জটিল সমাজ, ৪. সরল সমাজ এবং ঘ. ত্রয়ী জটিল সমাজ ।
৯. উদ্যান কৃষিমূলক সমাজ কী?
(জা.বি. ২০১২)
উত্তর : দা, কুড়াল, কোদাল ইত্যাদি হাতিয়ারের সাহায্যে বাড়ির আশপাশে মাটি খুঁড়ে বীজ বপন করে যে চাষাবাদ করা
হয় তাই মূলত উদ্যান কৃষি ।
১০. শিল্পোত্তর সমাজ কী?
উত্তর : উন্নত শিল্পায়িত সমাজকেই শিল্পোত্তর সমাজ বলে।
11. Karl Marx সমাজবিকাশের পর্যায়কে কয়টি ভাগে ভাগ করেছেন?
উত্তর : Karl Marx সমাজবিকাশের পর্যায়কে ছয়টি ভাগে ভাগ করেছেন।
১২. Lenski-এর মতে সমাজ বিকাশের সর্বশেষ স্তর কোনটি?
উত্তর : Lenski এর মতে সমাজ বিকাশের সর্বশেষ স্তর শিল্প সমাজ ।
১৩. “যে লোক সমাজের সভ্য নয়, সে হয় দেবতা, না হয় পশু।”- উক্তিটি কার?
উত্তর : উক্তিটি গ্রিক দার্শনিক এরিস্টটলের।
১৪. ম্যাকাইভার ও পেজের মতে মানুষ কেন সমাজের উপর নির্ভরশীল?
উত্তর : ম্যাকাইভার ও পেজের মতে, মানুষ নিরাপত্তা, সুখ, পুষ্টি, শিক্ষা, উপকরণ, সুযোগ এবং সমাজের দেওয়া আরও বহু পরিচর্যার জন্য মানুষ সমাজের উপর নির্ভরশীল ।
১৫. সমাজবিজ্ঞানের মূল বিষয়বস্তু কী?
উত্তর : সমাজবিজ্ঞানের মূল বিষয়বস্তু হলো সমাজকে পূর্ণাঙ্গভাবে জানা
১৬. “সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল”- উক্তিটি কার?
উত্তর : ম্যাকাইভার ও পেজের ।
১৭. মন্টেস্কুর মতে সমাজ কীভাবে গঠিত হয়?
উত্তর : প্রখ্যাত সমাজবিজ্ঞানী মন্টেস্কু মনে করেন, প্রকৃতির ভয়ে মানুষ একতাবদ্ধ হয়ে বসবাস আরম্ভ করে এবং পরে সমাজ গঠিত হয়। ১৮. অগাস্ট কোঁৎ কোন গ্রন্থে উল্লেখ করেছেন যে, সমাজ তিনটি স্তর ভেদ করে পূর্ণাঙ্গ রূপ নিয়েছে?
উত্তর : ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোঁৎ তাঁর “Course de Philosophy"-তে দেখিয়েছেন যে, সমাজ তিনটি স্তর ভেদ করে পূর্ণাঙ্গ রূপ নিয়েছে ।
১৯. সমাজের উৎপত্তি ও ক্রমবিকাশের কারণ খুঁজতে গিয়ে কোন কোন সমাজবিজ্ঞানীরা ডারউইনের 'বিবর্তন মতবাদ'কে সমর্থন করেছেন?
উত্তর : স্পেন্সার, মরগান, টেলর প্রমুখ সমাজবিজ্ঞানী সমাজের উৎপত্তি ও ক্রমবিকাশের কারণ খুঁজতে গিয়ে ডারউইনের 'বিবর্তন মতবাদ'কে সমর্থন করেছেন।
২০. সমাজ কাকে বলে?
উত্তর : যখন একাধিক ব্যক্তি একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে তখন তাকে সমাজ বলে।
২১. গিডিংস সমাজের সংজ্ঞায় কী বলেছেন?
উত্তর : সমাজবিজ্ঞানী গিডিংস সমাজের সংজ্ঞায় বলেছেন, “মানুষকে নিয়েই সমাজ, মানুষ পরস্পরের সাথে যৌথভাবে মিলেমিশে কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য যদি একত্রিত হয় বা কোনো সংগঠন গড়ে তোলে তবে তাকে সমাজ বলে।"
২২. 'Society' শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত ?
উত্তর : ল্যাটিন 'Socius' শব্দ থেকে উদ্ভূত।
২৩. 'Socius' শব্দের অর্থ কী?
উত্তর : 'Socius' শব্দের অর্থ সঙ্গী বা বন্ধুত্ব।
সমাজের ধরনসমূহ
২৪. সমাজবিজ্ঞানী Gisbert এর মতে সমাজের ভিত্তি কী?
২৫
উত্তর : সমাজবিজ্ঞানী Gisbert এর মতে সমাজের ভিত্তি হলো অভিন্নতা, সাধারণতা এবং সহযোগিতা। “জ্ঞাতি সম্পর্ক সমাজ সৃষ্টি করে"- উক্তিটি কার?
উত্তর : “আতি সম্পর্ক সমাজ সৃষ্টি করে"- উক্তিটি সমাজবিজ্ঞানী Machiver and Page এর।
২৬. ম্যাকাইভার সমাজ বলতে কী বলেছেন?
উত্তর : ম্যাকইভার বলেন, “সামাজিক সম্পর্কের পূর্ণাঙ্গ রূপই হলো সমাজ। "
২৭. জিসবার্ট সমাজের কী সংজ্ঞা দিয়েছেন?
উত্তর : সমাজবিজ্ঞানী জিসবার্ট বলেন, "সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল, যে সম্পর্কর দ্বারা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সঙ্গে সম্বন্ধযুক্ত।"
২৮. টনিস সমাজ বলতে কী মনে করেন?
উত্তর : জার্মান সমাজবিজ্ঞানী ফার্ডিনান্ড টনিস মনে করেন, “যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবন-যাপন করি তাদের সুসংগঠিত রূপই সমাজ।”
২৯. সাধারণত কোন প্রধান দু'টি বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে সমাজ বলি?
উত্তর : সাধারণত দু'টি প্রধান বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে সমাজ বলতে পারি। যেমন- ১. বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস এবং ২. এ সংঘবদ্ধতার পিছনে কোনো স্বার্থ ও উদ্দেশ্য থাকা ।
৩০. আর.টি. শেফার (RT. Schaefer)-এর মতে সমাজ কী?
উত্তর : আর.টি. শেফার তাঁর 'Sociology' গ্রন্থে বলেছেন, “সমাজ হচ্ছে এমন একটি বৃহৎ জনগোষ্ঠী যারা একই এলাকায় বসবাস করে, যারা তাদের এলাকার বাইরের অন্যান্য জনগোষ্ঠীর থেকে আপেক্ষিক অর্থে স্বাধীন এবং যারা একটি সাধারণ সাংস্কৃতিক জীবনে অংশগ্রহণ করে।”
৩১. ডেভিড পপেনো এর মতে সমাজ কী?
উত্তর : ডেভিড পপেনো (David Popenoe) এর মতে, “সমাজ হচ্ছে এমন একটি ব্যাপক সামাজিক গোষ্ঠী যা মানবীয় মৌলিক প্রয়োজন মিটাতে পারে এমন সব সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে।
৩২. সমাজের সীমা কীভাবে নির্ধারিত হয়?
উত্তর : সামাজিক মানুষের উদ্দেশ্য ও ব্যক্তিসত্তার ব্যাপ্তি নিয়েই সমাজের সীমা নির্ধারিত হয়।
৩৩. সমাজের চারটি বৈশিষ্ট্য উল্লেখ কর ।
উত্তর : সমাজের উল্লেখযোগ্য চারটি বৈশিষ্ট্য হচ্ছে— ১. সমাজ একটি বৃহৎ মানবীয় সংগঠন, ২. পারস্পরিক সম্পর্কসূত্রে আবদ্ধ, ৩. দ্বন্দ্ব ও সহযেগিতা দুটিই বর্তমান, ৪. সমাজ গতিশীল।
৩৪. সামাজিক নৃবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানবসমাজ কয়টি শ্রেণিতে বিন্যস্ত?
উত্তর : সামাজিক নৃবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানব সমাজ ছয়টি শ্রেণিতে বিন্যস্ত ।
৩৫. সামাজিক নৃবিজ্ঞানীরা সমাজকে কোন কোন ভাগে বিভক্ত করেছেন ?
উত্তর : সামাজিক নৃবিজ্ঞানীরা সমাজকে ছয়টি ভাগে বিভক্ত করেছেন। যেমন-
১. শিকার ও খাদ্য সংগ্রহমূলক সমাজ,
২. উদ্যান কৃষিভিত্তিক সমাজ,
৩. পশুপালন ভিত্তিক সমাজ,
৪. কৃষিভিত্তিক সমাজ,
৫. শিল্পোত্তর বা আধুনিকোত্তর সমাজ।
৩৬. 'Power and Privilege' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : G. Lenski.
৩৭. Karl Marx কোন দৃষ্টিভঙ্গিতে সমাজকে বিন্যাসিত করেছেন?
উত্তর : Karl Marx ঐতিহাসকি দৃষ্টিভঙ্গিতে তথা উৎপাদন প্রণালির বিকাশের পরিপ্রেক্ষিতে সমাজকে বিন্যাসিত করেছেন। ৩৮. Karl Marx ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে সমাজকে কয়টি শ্রেণিতে বিন্যাসিত করেছেন?
উত্তর : Karl Marx ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি তথা উৎপাদন প্রণালির বিকাশেল পরিপ্রেক্ষিতে সমাজকে ছয়টি শ্রেণিতে বিন্যাসিত করেছেন ।
৩৯. Karl Marx ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী সমাজকে কোন কোন ভাগে ভাগ করেছেন?
উত্তর : Karl Marx ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী সমাজকে নিম্নোক্ত ছয়টি শ্রেণিতে ভাগ করেছেন। যথা- ১. আদিম সাম্যবাদ, ২, দাসভিত্তিক সমাজ, ৩. সামন্ততান্ত্রিক সমাজ, ৪. ধনতান্ত্রিক বা পুঁজিবাদী সমাজ, ৫. সমাজতান্ত্রিক সমাজ ও ৬. সাম্যবাদী সমাজ। 80. Anthony Giddens সমাজের শ্রেণিকরণে কিসের সংমিশ্রণ ঘটিয়েছেন?
উত্তর : নৃতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক উভয় প্রকার শ্রেণিকরণের সংমিশ্রণ ঘটিয়ে Anthony Giddens সমাজের শ্রেণিকরণ করেছেন। ৪১. Anthony Giddens তাঁর কোন গ্রন্থে সমাজের শ্রেণিকরণের কথা উল্লেখ করেছেন?
উত্তর : Anthony Giddeens তাঁর “ A Contemporaty Critique of Historical Materialism" গ্রন্থে সমাজের শ্রেণিকরণের উল্লেখ করেছেন।
৪২. Anthony Giddens নৃতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক শ্রেণিকরণের সংমিশ্রণ ঘটিয়ে সমাজকে কয়ভাগে ভাগ করেছেন?
উত্তর : Anthony Giddens নৃতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক শ্রেণিকরণের সংমিশ্রণ ঘটিয়ে সমাজকে সাতটি শ্রেণিতে ভাগ করেছেন।
৪৩. Anthony Giddens কর্তৃক সমাজ শ্রেণিকরণের সাতটি শ্রেণি উল্লেখ কর ।
উত্তর : Anthony Giddens কর্তৃক সমাজ শ্রেণিকরণের সাতটি শ্রেণি নিম্নরূপ। যথা— ১. ক্ষুদ্র সংঘবদ্ধ সমাজ, ২. স্থায়ী কৃষিভিত্তিক সমাজ, ৩. নগর রাষ্ট্রভিত্তিক সমাজ, ৪. সাম্রাজ্যবাদী সমাজ, ৫. সামন্তবাদী সমাজ, ৬. পুঁজিবাদী সমাজ ও ৭. সমাজতান্ত্রিক সমাজ। ৪৪. ব্রিটিশ সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার সমাজের শ্রেণিকরণে কার দ্বারা প্রভাবিত হয়েছেন?
উত্তর : ব্রিটিশ সমাজবিজ্ঞানী হার্বার্ট স্পেন্সার জীববিজ্ঞানী Darwin দ্বারা প্রভাবিত হয়ে জীবনের বিবর্তনের আলোকে সমাজের বিবর্তনের ধারা বিশ্লেষণ করেছেন এবং সমাজকে শ্রেণিকরণ করেছেন।
৪৫. হার্বার্ট স্পেন্সার সমাজকে কোন চারটি শ্রেণিতে ভাগ করেছেন?
উত্তর : হার্বার্ট স্পেন্সার সমাজকে নিম্নোক্ত চারটি শ্রেণিতে ভাগ করেছেন। যথা-
১. সরল সমাজ, ২. জটিল সমাজ, ৩. দ্বৈত জটিল সমাজ ও ৪, ত্রয়ী জটিল সমাজ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]