“আমরা যা তাই সংস্কৃতি, আমাদের যা আছে তা সভ্যতা"- উক্তিটি কে করেছেন? আসাবিয়া কী?

১. “আমরা যা তাই সংস্কৃতি, আমাদের যা আছে তা সভ্যতা"- উক্তিটি কে করেছেন?
উত্তর : আর.এম. ম্যাকাইভার (Robert Morrison Maciver)।
২. সভ্যতার উৎপত্তি ও বিকাশ সম্পর্কিত প্রতিকূলতা ও প্রতিক্রিয়া' তত্ত্ব কে প্রদান করেন?
উত্তর : আরনল্ড টয়েনবি ।
৩. ইবনে খালদুনের 'আল-মুকাদ্দিমা' মোট কয় খণ্ডে বিভক্ত?
উত্তর : ছয় খণ্ডে বিভক্ত।
8. A Study of History' গ্রন্থের লেখক কে?
উত্তর : আরনল্ড টয়েনবি
৫. নদী তীরবর্তী সভ্যতা কী?
সামাজিক ইতিহাস ও বিশ্ব সভ্যতা
উত্তর : নদী উপত্যকাকে কেন্দ্র করে যে সকল সভ্যতা গড়ে ওঠেছিল তাকে নদী তীরবর্তী সভ্যতা বলে। ৬. ইবনে খালদুন সভ্যতার উত্থান-পতনের সময়কালকে কয়টি পর্বে ভাগ করেছেন?
উত্তর : ইবনে খালদুন সভ্যতার উত্থান-পতনের সময়কালকে ৭টি পর্বে ভাগ করেছেন।
৭. আসাবিয়া কী?
উত্তর। আসাবিয়া অর্থ গোত্রপ্রীতি বা সামাজিক সংহতি।
৮. সভ্যতার উদ্ভব ও বিকাশে সামাজিক সংহতি'র ভূমিকার কথা বলেছেন কে?
উত্তর : ইবনে খালদুন।
৯. সভ্যতা কী?
উত্তর : ম্যাকাইভার ও পেজ বলেন, "সভ্যতা অর্থে আমরা বুঝি মানুষ তার জীবন ধারণের ব্যবস্থা নিয়ন্ত্রণ করে যে যাচ্ছি
সংগঠন সৃষ্টি করেছে তারই সামগ্রিক রূপ।"
১০. 'মায়া' সভ্যতার উদ্ভব হয়েছিল কোথায়?
উত্তর : মেক্সিকোতে।
১১. সভ্যতার উদ্ভব ও বিকাশে 'সামাজিক সংহতি'র ভূমিকার কথা কে বলেছেন?
উত্তর : ইবনে খালদুন ।
১২. সভ্যতা শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি?
উত্তর : Civilization.
১৩. সভ্যতা শব্দটির উৎপত্তিগত শব্দের বিশ্লেষণ দাও।
উত্তর : ‘ল্যাটিন শব্দ Civitas থেকে Civilization শব্দটির উৎপত্তি হয়েছে। Civitas শব্দটির অর্থ হলো নগর বা নাগরিক ১৪. সভ্যতা প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর : দার্শনিক ভলতেয়ার।
১৫. “আমরা যা তাই সংস্কৃতি, আমাদের যা আছে তা সভ্যতা।”- উক্তিটি কার?
উত্তর : ম্যাকাইভার ও পেজ-এর।
১৬. “Civilization- the process and result of man's development from primitive culture”- উক্তিটি কে করেছেন?
উত্তর : Walter Wallbank.
17. Walter Wallbank-এর যুগান্তকারী গ্রন্থ কোনটি?
উত্তর : Civilization: Past and Present.
১৮. 'Society' গ্রন্থটি কার রচিত?
উত্তর : ম্যাকাইভার ও পেজ (Maciver and page)-এর।
১৯. ‘উৎকর্ষ সাধিত সংস্কৃতির চূড়ান্ত রূপকে সভ্যতা বলে'- উক্তিটি কে করেছেন?
উত্তর : জার্মান পণ্ডিত ও দার্শনিক ওসওয়াল্ড স্পেংলার।
২০. T.B. Bottomore-এর যুগান্তকারী গ্রন্থ কোনটি?
উত্তর : Sociology : A Guide to Problems and Literature.
২১. সভ্যতার উত্থান-পতনের তত্ত্ব বা মতবাদকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তর : পাঁচ ভাগে।
২২. সভ্যতার উত্থান-পতনের তত্ত্ব বা মতবাদগুলো কী কী?
উত্তর : জলবায়ু অনুমিতি, মৃত্তিকার অবক্ষয়জনিত তত্ত্ব, ভূ-প্রকৃতিক মতবাদ, যাযাবর তত্ত্ব এবং প্রতিকূলতা ও মোকাবিলা তত্ত্ব
২৩, সভ্যতার উত্থান-পতনের ভৌগোলিক তত্ত্বের কয়েকজন তাত্ত্বিকের নাম লেখ।
উত্তর : এরিস্টটল, মন্টেস্কু, এলসওয়ার্থ হানটিংটন।
28. Main Springs of Civilization' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর । এসওয়ার্ড হান্টিংটন।
৫. 'History of Civilization in England' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর। টমাস বাকল।
২৬, যাযাবর তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: ফ্রাজ ওপেনহেইমার।
২৭. ফ্রান্স ওপেনহেইমারের বিখ্যাত গ্রন্থ কোনটি?
উত্তর: "The state Its History and Development Viewed Sociologically." ১৮. ওপেনহেইমার রাষ্ট্র কাঠামোর রূপান্তরের কয়টি ধাপের কথা বলেছেন?
উত্তর : ছয়টি।
২৯. প্রতিকূলতা ও মোকাবিলা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : আরনল্ড জোশেফ টয়েনবি (Arnold J. Toynbee).
৩০. Arnold J. Toynbee-এর মতে প্রতিকূল অবস্থাগুলো কী কী?
উত্তর : নদ-নদী, বন্যা, গভীর অরণ্য, মরুভূমি, সমুদ্র।
৩১. টয়েনবির মতে সভ্যতার পতনের কারণগুলো কী কী?
১১৫
উত্তর : পরিবেশগত হুমকির মোকাবেলায় সংখ্যালঘু শ্রেণির উদ্ভাবনী শক্তির ব্যর্থতা, প্রভাবশালী সংখ্যালঘু শ্রেণির ওপর থেকে সংখ্যাধিক্য শ্রেণির আনুগত্য ও সমর্থন প্রত্যাহার এবং সামাজিক সংহতি ও ঐক্যের অবসান ।
৩২. টয়েনবি সভ্যতার অবক্ষয় পর্যায়কে কয়টি উপ-পর্যায়ে বিভক্ত করেছেন এবং কী কী?
উত্তর : তিনটি উপ-পর্যায়ে। যথা- ধ্বংসপ্রাপ্তি, বিচ্ছিন্নতা এবং বিলুপ্তি ।
৩৩. 'Decline of the West' গ্রন্থটি কার?
উত্তর: ওসওয়াল্ড স্পেংলার-এর। ৩৪. ইবনে খালদুনের বিখ্যাত গ্রন্থ কোনটি?
উত্তর : কিতাবুল ইবার বা বিশ্ব ইতিহাস।
৩৫. কিতাবুল ইবার কয় খণ্ডে বিভক্ত?
উত্তর : তিন খণ্ডে।
৩৬. আল-মুকাদ্দিমা কী?
উত্তর : কিতাবুল ইবার-এর ১ম খণ্ড।
37. “The dynasty haas a natural tenure of life like an individual"- উক্তিটি কে করেছেন?
উত্তর : ইবনে খালদুন ।
৩৮. আসাবিয়া কী?
উত্তর : আসাবিয়া আরবি শব্দ যার অর্থ গোষ্ঠীপ্রীতি বা গোত্র চেতনা। আসাবিয়া শব্দটির ইংরেজি প্রতিশব্দ Social Solidarity' যার বাংলা অর্থ-সামাজিক সংহতি।
৩৯. নদী তীরবর্তী সভ্যতা কী?
উত্তর : বিভিন্ন নদীর প্রবাহ এবং তাকে ঘিরে গড়ে ওঠা কৃষিব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন মানব সমাজকে দিয়ে ছিল চরম উৎকর্ষের সন্ধান। এ সকল নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা সভ্যতাকে নদীমাতৃক সভ্যতা বলা হয় ।
80. A History of World Civilization' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : J. B. Swain.

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]