হায়ারোগ্লিফিক কী? 'ফারাও' কাদের উপাধি?

১. আজটেক সভ্যতা কোথায় গড়ে ওঠে?
উত্তর : মেক্সিকো উপত্যকায়।
২. হায়ারোগ্লিফিক কী?
উত্তর : মিশরীয় লিখন পদ্ধতি ।
ব্যাবলনীয় সভ্যতা কোন নদীদ্বয়ের মধ্যবর্তী এলাকায় বিকশিত হয়েছিল?
(জা.বি. ২০১০)
উত্তর : টাইগ্রিস ও ইউফ্রেটিস
১২. ব্যাবিলনীয় সভ্যতা কোথায়?
6. 'ফারাও' কাদের উপাধি?
উত্তর : মিশরীয় সম্রাটদের।
৫. মিশরে তামার ব্যবহার কখন শুরু হয়?
উত্তর : নব্য প্রস্তর যুগের শেষার্ধে।
৬. চীনের দুঃখ বলা হয় কোন নদীকে?
উত্তর : হোয়াংহো নদীকে।
৭. হাম্বুরাবি কে ছিলেন?
উত্তর : ব্যাবিলনীয় রাজা।
৮. কনফুসিয়াস কে?
উত্তর : চীনের সর্বশ্রেষ্ঠ দার্শনিক।
৯. ভারতীয় উপমহাদেশে দুটি প্রাচীন সভ্যতা কী কী?
উত্তর : হরপ্পা ও মহেঞ্জোদারো।
১০. চৈনিক সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : চৈনিক সভ্যতা হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীর তীরে অবস্থিত।
১১. মিশরীয়দের প্রধান দেবতার নাম কী?
উত্তর : মিশরীয়দের প্রধান দেবতার নাম 'আমন রে'।
উত্তর : ব্যাবিলনীয় সভ্যতা ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত।
১৩. স্ফিংস কী?
উত্তর : প্রাচীন রাজবংশের যুগে পিরামিডের অদূরে সম্পূর্ণ পাহাড় কেটে মানুষের মাথা ও সিংহের দেহের সমন্বয়ে তৈরি
করা ভাস্কর্যই স্ফিংস নামে পরিচিত।
১৪. মিশরীয়দের প্রধান ভাষার নাম কী?
১৫ সভ্যতার জন্ম
উত্তর : মিশরীয়দের প্রধান ভাষার নাম হলো অরবি ভাষা, যার লিখন পদ্ধতি হলো হায়ারোগ্লিফিক ।
‘চীনের দুঃখ' বলা হয় কোন নদীকে?
উত্তর : হোয়াংহো নদীকে।
১৬. প্রাচীন মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কী?
উত্তর : হায়ারোগ্লিফিক ।
১৭. আজটেক সভ্যতা কোথায়?
উত্তর : আজটেক সভ্যতা মেক্সিকোতে।
১৮. চীনের সর্বশ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন?
উত্তর : কনফুসিয়াস ।
১৯. প্রাচীন মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কী?
উত্তর : হায়ারোগ্লিফিক । ২০. হাম্বুরাবির গুরুত্বপূর্ণ কৃতিত্ব কী?
[জা.বি. ২০১৫]
উত্তর : হাম্বুরাবি বিধিবদ্ধ আইন সংকলন ও প্রণয়র জন্য বিখ্যাত ।
২১. প্রাচীন চীন সমাজে অন্যতম গুরুত্বপূর্ণ সংঘ কী?
উত্তর : পরিবার।
২২. পিরামিড কী?
[জা.বি. : ২০১৫]
উত্তর : মিশরে রাজাদের মৃতদেহ মমি করে সংরণর জন্য তৈরিকৃত বিশেষ স্থাপত্য শিল্প হলো পিরামিড
২৩. 'কিউনিফর্ম' কী?
উত্তর : ব্যাবিলনীয় লিপি ।
২৪. 'মহেঞ্জোদারো' অর্থ কী?
উত্তর : মৃতদেহ স্তূপ ।
২৫. 'ওসিরিস' কে ছিলেন?
উত্তর : ওসিরিস ছিলেন পরকালের বিচারক, শস্য এনর্জন্মের দেবতা। তাকে দেখা হয়ে থাকে একজন মমিকৃত রাজা হিসেবে ।
২৬. ‘মায়া' সভ্যতার উদ্ভব হয়েছিল কোথায়?
উত্তর : মেক্সিকোতে ।
২৭. চৈনিক সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : হোয়াংহো নদীর অববাহিকায়। '

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]