গণিত শাস্ত্রের উদ্ভাবক কারা? হায়ারোগ্লিফিকে কয়টি চিহ্ন বা বর্ণমালা ছিল?


২৮. প্রাচীন মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কী?
উত্তর : হায়ারোগ্লিফিক ।
২৯. মিশরীয় সভ্যতার ভিত্তি কী?
উত্তর : নীলনদ ।
৩০. মিশরীয় সভ্যতার ভিত্তি কী?
উত্তর : নীলনদ।
৩১. নীলনদের উৎপত্তি স্থল কোথায়?
উত্তর : আফ্রিকার ইথিওপিয়া পর্বতমালায় ।
৩২. মিশরের রাজনৈতিক ইতিহাস কয় পর্বে বিভক্ত।
উত্তর : ছয় পর্বে।
৩৩. মিশরের রাজনৈতিক ইতিহাসের পর্বগুলোর নাম।
উত্তর : আর্কেইক, পুরাতন রাজ্য, প্রথম মধ্যবর্তী, দ্বিতীয় মধ্যবর্তী শাসনকাল, মধ্যবর্তী রাজ্য ও নয়া রাজ্য।
৩৪. প্রথমে মিশর কয়টি নগর রাষ্ট্রে বিভক্ত ছিল?
উত্তর : প্রায় ৪০টি নোম বা নগর রাষ্ট্রে বিভক্ত ছিল।
৩৫. ফারাও কে ছিলেন?
উত্তর: ফারাও ছিলেন প্রধান পুরোহিত এবং নিজেকে সূর্য দেবতা 'গে'-এর পুত্র দাবি করতেন। ৩৬. মিশনের সমাজ ব্যবস্থায় বিরাজমান শ্রেণিগুলো কী কী?
উত্তর : উচ্চ শ্রেণি, মধ্য শ্রেণি ও নিম্ন শ্রেণি।
৩৭. উচ্চ শ্রেণির সদস্য কে কে?
উত্তর : ফারাও (দেবতা রাজা), পদস্থ রাজ কর্মকর্তা, পুরোহিত।
৩৮. মধ্য শ্রেণির সদস্য কে কে?
উত্তর : বণিক, কারিগর, শিল্পী।
৩৯. নিম্ন শ্রেণির সদস্য কে কে?
উত্তর : দাস, ভূমিদাস, ক্রীতদাস।
৪০. মিশরীয় সভ্যতায় পরিবার ও বিবাহব্যবস্থা কেমন ছিল?
উত্তর : পরিবার ছিল অণু সংগঠন এবং বিবাহ ছিল পরিবারের ভিত্তি। অভিজাতরা একাধিক স্ত্রী এবং নর্তকী ও উপপরী রাখত। অধিকাংশ ক্ষেত্রেই একপত্নীক বিবাহ প্রচলিত চিল। রাজা নিজের বোন, এমনকি নিজের মেয়েকেও বিয়ে করতেন। ৪১. মিশরের সমাজে কোন ধরনের পরিবার প্রচলিত ছিল?
উত্তর : মাতৃতান্ত্রিক ।
৪২. মিশরীয় অর্থনীতিতে সরকারি আয়ের অন্যতম উৎস কী?
উত্তর : ব্যবসা-বাণিজ্য ।
৪৩. মিশরীয় ধর্ম বিশ্বাসে সকল সম্প্রদায়ের সাধারণ দেবতার নাম কী?
উত্তর : সৌ'র।
৪৪. মিশরীয় ধর্ম বিশ্বাসে সমগ্র মিশরবাসীর প্রধান দেবতার নাম কী?
উত্তর : সূর্য দেবতা 'রে'।
৪৫. সূর্য দেবতা 'রে'-এর পরিচিত নাম কী?
উত্তর : আমন রে ।
৪৬. আমন রে এর পূর্ববর্তী নাম কী?
উত্তর : সূর্য দেবতা রে ।
৪৭. মিশরীয় ধর্মীয় বিশ্বাসে প্রাকৃতিক শক্তি দেবতা এবং নীলনদের দেবতার পরিচিত নাম কী?
উত্তর : ওসিরিস।
৪৮. মিশরীয় ধর্মীয় বিশ্বাসে প্রথম ধর্মীয় সংস্কার কে আনেন?
উত্তর : চতুর্থ ফারাও আমেন হোটেপ ৷
৪৯. ধর্মবিপ্লবের ইতিহাসে চতুর্থ ফারাও আমেন হোটেপ সর্বপ্রথম কী প্রতিষ্ঠিত করেছেন?
উত্তর : একেশ্বরবাদী ধারণা।
৫০. চতুর্থ ফারাও আমেন হোটেপ-এর পরিচিত নাম কী?
উত্তর : ইখনাটন।
৫১. মিশরীয় লিখন পদ্ধতির নাম কী?
উত্তর : হায়ারোগ্লিফিক ।
৫২. 'হায়ারোগ্লিফিক' শব্দের অর্থ কী?
উত্তর : পবিত্র লিপি ।
৫৩. হায়ারোগ্লিফিকে কয়টি চিহ্ন বা বর্ণমালা ছিল?
৫৪
উত্তর : ২৪টি।
চারিত্রিক বিন্যাসের দিক থেকে হায়ারোগ্লিফিকে কয়টি রূপ লাভ করেছে?
উত্তর : ৩টি।
৫৫. লিখন পদ্ধতির শুরুতে মিশরীয়রা কী কী ব্যবহার করত?
উত্তর : পাথর, হাড়, কাঠ, দেয়াল, প্রাচীর গাত্র ও চামড়া । ৫৬. লেখার উপাদান হিসেবে মিশরীয়রা কী আবষ্কিার করেছিল?
উত্তর : নরম কালি, আঠা আর পানি।
৫৭. দীর্ঘতম প্যাপিরাসের নাম কী ?
উত্তর : হ্যারিস নম্বর এক ।
৫৮. আধুনিক ইংরেজি বর্ণমালার উদ্ভাবক কারা?
উত্তর : গ্রিকরা।
৫৯. ফিনিশীয়দের উদ্ভাবিত ইংরেজি বর্ণ কয়টি?
উত্তর : ২২টি।
৬০. চার বছর পর পর লিপ-ইয়ার এর আবিষ্কারক কারা?
উত্তর : মিশরীয়রা।
৬১. গণিত শাস্ত্রের উদ্ভাবক কারা?
উত্তর : মিশরীয়রা।
৬২. গণিত শাস্ত্রে মিশরীয়দের অবদানগুলো কী কী?
উত্তর : যোগ, বিয়োগ, ভাগ পদ্ধতি আয়ত্ত করা, পাটিগণিত ও জ্যামিতির উদ্ভাবন।
৬৩. মিশরীয় শিল্পকলার প্রধান প্রধান দিকগুলো কী কী?
উত্তর : স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা।
৬৪. মিশরীয়দের আশ্চর্যের স্থাপত্য কোনটি?
উত্তর : পিরামিত।
৬৫. স্ফিংকস কী?
উত্তর : প্রাচীন রাজবংশের যুগে পিরামিডের অদূরে সম্পূর্ণ পাহাড় কেটে মানুষের মাথা ও সিংহের দেহের সমন্বয়ে তৈরি করা ভাস্কর্যই স্ফিংকস নামে পরিচিত।
৬৬. সিন্ধু সভ্যতা কী?
উত্তর : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টোগোমারি জেলার হরপ্পা এবং সিন্ধুর লারকানা জেলার মহেঞ্জোদারো সভ্যতাই ইতিহাসে সিন্ধু সভ্যতা নামে পরিচিত।
৬৭. সিন্ধু সভ্যতাকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল?
উত্তর : ৩টি।
৬৮. সিন্ধু সভ্যতার প্রধান প্রধান বৃত্তিগুলো কী কী?
উত্তর : মৎস্য শিকার ও পশুপালন ।
৬৯. ব্যাবিলনীয় সভ্যতা কী?
উত্তর : মেসোপটেমীয় অঞ্চলে এক পর্যায়ে অ্যামোরাইট ও এলামদের মধ্যে সংঘর্ষে বিজয়ী অ্যামোরাইট জনগোষ্ঠী বাবিলন গ্রামে রাজধানী স্থাপন করেন। এই গ্রামভিত্তিক সভ্যতাই ব্যবিলনীয় সভ্যতা নামে পরিচিত।
৭০. ব্যাবিলনীয় আইনে সমাজে কয়টি শ্রেণির কথা উল্লেখ আছে?
উত্তর : তিনটি।
৭১. ব্যাবিলনীয় আইনে সমাজের শ্রেণিগুলো কী কী?
উত্তর : উচ্চ শ্রেণি, মধ্যশ্রেণি ও নিম্ন শ্রেণি।
৭২. ব্যাবিলনীয় সভ্যতার প্রশাসনের অঙ্গ হিসেবে কাদেরকে বিবেচনা করা হতো?
উত্তর : পুরোহিতদেরকে।
৭৩. ব্যাবিলনীয়দের সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপত্য কোনটি?
উত্তর : জিগুরাত।
৭৪. জিতরাত কী?
উত্তর : ব্যাবিলনীয়দের বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত স্থাপত্য যা অনেকটা পিরামিডের ন্যায়।
৭৫. ব্যাবিলনীয়রা সময় পরিমাপের জন্য কী কী ব্যবহার করত?
উত্তর : পানি ঘড়ি ও সূর্যঘড়ি।
৭৬. ব্যাবিলনীয় সাহিত্য কোন লিপিতে রচিত হতো?
উত্তর : সুমেরীয় কিউনিফর্ম ।
৭৭. 'বারইল' শব্দের অর্থ কী?
উত্তর : দেবতার নগর।
৭৮. ব্যাবিলনীয় সভ্যতার মূল ভিত্তি কী ছিল?
উত্তর : পরিবার।
বঁচ. হামুরাবির আইন কোথা থেকে উদ্ধার করা হয়?
উত্তর: সুসা নামক স্থান থেকে ।
৮০. হাম্বুরাবির আইনটিতে কতগুলো আইন রয়েছে?
উত্তর : ২৮২টি।
৮১. চীনের পূর্ব নাম কী?
উত্তর : চুংহোয়া বা চুকোয়া ।
৮২. 'চুংহোয়া' শব্দের অর্থ কী?
উত্তর : মধ্যবর্তী ফুল।
৮৩. 'চুকোয়া' শব্দের অর্থ কী?
উত্তর : মধ্যবর্তী দেশ।
৮৪. ইতিহাসবিদদের মতে কখন চীনে বসতি গড়ে উঠেছিল এবং তা কখন পূর্ণভাবে বিকশিত হয়?
উত্তর : প্রস্তর যুগে এবং ব্রোঞ্জ যুগে।
৮৫. বিশ্বের প্রথম ব্যাংকের নাম কী?
উত্তর : শাপি ব্যাংক ।
৮৬. চীন রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : শিংহুয়াতিং।
৮৭. চীনে কোন ধরনের পরিবার প্রথা চালু ছিল?
উত্তর : পিতৃতান্ত্রিক।
৮৮. চীনের সর্বশ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন?
উত্তর : কনফুসিয়াস।
৮৯. তাওবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর : লাওসে ।
৯০. পৃথিবীতে সর্বপ্রথম সেতু নির্মাণ করেছিল কারা?
উত্তর : চীনারা।
১১. তাওবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর : লাওসে ।
৯২. চীনাদের বিশ্বকোষের নাম কী?
উত্তর : ইয়াং লো তার তিয়েন।
৯৩. চীনের স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি?
উত্তর : চীনের মহাপ্রাচীর।
৯৪. “It is only necessary that my accounts be correct."- উক্তিটি কে করেছেন?
উত্তর : কনফুসিয়াস।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]