সামাজিক ইতিহাস ও ইতিহাসের সম্পর্ক Relations between Social History and History

সামাজিক ইতিহাস ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। তাই এ দুয়ের মধ্যে গভীর সম্পর্ক থাকা স্বাভাবিক। উভয়ের মধ্যে কিছু দৃষ্টিগত পার্থক্যও রয়েছে। মূলত সামাজিক ইতিহাস ও সাধারণ ইতিহাসের ভিত্তি অতীতের মাঝেই নিহিত রয়েছে ইতিহাস যেমন অতীতের কাহিনি, সমাজ ও মানুষের বর্ণনা দেয়, তেমনি সামাজিক ইতিহাসও অতীত সমাজ ও মানুষের কথাই বলে।
ইবনে খালদুন তাঁর 'আল মুকাদ্দিমায়' আধুনিক ইতিহাসের একটি রূপরেখা তুলে ধরেন এভাবে, “ইতিহাস হচ্ছে মানব সমাজ ও সভ্যতার বিশ্লেষণ, মানুষের কথা, পেশা, জীবনধারণ, সামাজিকতা, সামাজিক সংহতি, বিপ্লব, শাসক শ্রেণির উত্থান- পতন তথা সমাজ বিবর্তনের বর্ণনাই হচ্ছে ইতিহাসের আলোচ্য বিষয়। বলা যেতে পারে আধুনিক ইতিহাস চর্চায় সামাজিক ইতিহাসের অনেক অভাবই পূরণ করছে। তাই ইতিহাস ও সামাজিক ইতিহাস এ দু'বিষয়ের মধ্যে ব্যাপক সম্পর্ক বিদ্যমান ।
ইতিহাস ও সামাজিক ইতিহাসের মধ্যে সম্পর্ক নিম্নে আলোচনা করা হলো—
উৎপত্তিগত সম্পর্ক : সামাজিক ইতিহাস ও ইতিহাস উভয়েরই আলোচ্য বিষয় হলো মানুষের কার্যকলাপ। ইতিহাস হচ্ছে সম্পূর্ণ অতীতের জীবন্ত প্রমাণ। আর সামাজিক ইতিহাস হচ্ছে মানুষের রাজনীতি বর্জিত ইতিহাস। এদিক থেকেও উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান ।
উৎসগত সম্পর্ক : সামাজিক ইতিহাস ও ইতিহাসের উৎসগুলো প্রায় একই রকম। আইনগত দলিল, দস্তাবেজ, লিপি, মুদ্রা, পত্র-পত্রিকা, সাময়িকী, প্রচারপত্র, সাহিত্যকর্ম, সরকারি প্রতিবেদন, চিঠি, রোজনামচা ইত্যাদি বিষয়গুলো একাধারে ইতিহাস ও সামাজিক ইতিহাসের উৎস হিসেবে কাজ করে। সুতরাং এদিক থেকেও ইতিহাস ও সামাজিক ইতিহাসের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান ।
বিষয়বস্তুগত সম্পর্ক : একদিকে ইতিহাস যেমন মানুষের প্রকৃতি ও কাজকর্ম তথা ঘটনাবহুল জীবনের সার্বিক দিক অনুসন্ধান করে, অপরদিকে সামাজিক ইতিহাসে সমাজবদ্ধ মানুষের আর্থ-সামাজিক, রাজনৈতিক ক্রিয়াকর্ম, পরিবর্তনশীল সমাজ কাঠামো এবং বিশ্বাস ও মূল্যবোধের যুক্তি-প্রমাণ নির্ভর তথা বিজ্ঞানভিত্তিক আলোচনা করা হয়। তাই বিষয়বস্তুর দিক থেকে সামাজিক ইতিহাসের সাথে নিরবচ্ছিন্ন সম্পর্ক পরিলক্ষিত হয়।
৪. পরিধিগত সম্পর্ক : সামাজিক ইতিহাস ও ইতিহাসের পরিধির মধ্যে তেমন কোনো বিভেদ না দেখা গেলেও সামাজিক ইতিহাস ও ইতিহাস উভয়ই মানব জীবনের ঘটনা প্রবাহ এবং কার্যাবলির ধারাবাহিক বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণ করে থাকে। তাই বলা যায়, সামাজিক ইতিহাস ও ইতিহাসের আলোচনার দৃষ্টিভঙ্গি মোটামুটি অভিন্ন। কেননা ইতিহাস যেখানে মানুষের কর্মকাণ্ডের সামগ্রিক দিকে সমভাবে গুরুত্ব দেয়, সামাজিক ইতিহাস সেখানে বিশেষ বিশেষ দিকের ওপর অধিক মনোনিবেশ করে।
৫. অতীত কেন্দ্রিকতা
জ্ঞানের এ দুটো শাখারই আলোচনার পদ্ধতি বর্ণনামূলক। অর্থাৎ উভয়ই অতীত জীবনকে বিবরণাত্মকভাবে পঠন-পাঠন করে থাকে। অতীত সমাজ ও সংস্কৃতি সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা করে থাকে। তাই বলা যায়, এ দু'টি বিষয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান ।
৬. পরস্পর নির্ভরশীলতা : অতীত সমাজের সাথে বর্তমান সমাজের তুলনামূলক সম্পর্ক, আধুনিক সমাজের ঐতিহাসিক পটভূমি, অতীত সম্পর্কে জ্ঞান অন্বেষণ ইত্যাদি বিশ্লেষণে সামাজিক ইতিহাস জানা একান্ত প্রয়োজন। অপরদিকে ইতিহাস ব্যতীত সামাজিক ইতিহাস বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞানার্জন সম্ভব নয়। সুতরাং উভয়ে উভয়ের উপর নির্ভরশীল। পরিবর্তনশীলতা : যুগে যুগে শাসন ক্ষমতায় পরিবর্তনের সাথে ইতিহাসের যেমন পরিবর্তন হয়, তেমনিভাবে সময়ের পরিবর্তনে সামাজিক ইতিহাসেরও পরিবর্তন সাধিত হয়ে থাকে। এসব পরিবর্তনের সাথে সাথে তাদের আচার-আচরণ, রীতিনীতি, বিশ্বাস ও সংস্কৃতিরও পরিবর্তন সাধিত হতে থাকে। এদিক থেকে উভয়ের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান । ইতিহাস ও সামাজিক ইতিহাসের মধ্যে পার্থক্য Difference between Social History and History উভয়ের মধ্যে অনেক সম্পর্ক থাকলেও ইতিহাস ও সামাজিক ইতিহাসের মধ্যে বেশকিছু ক্ষেত্রে পার্থক্য লক্ষ করা যায় । যেমন-- ১. সামাজিক ইতিহাসের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক যতটা গভীর, ইতিহাসের সাথে ততটা নয়। তাছাড়া একজন সমাজ ঐতিহাসিকের সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। কিন্তু একজন ঐতিহাসিকের জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য নয়।
২. সামাজিক ইতিহাস জ্ঞানের অন্যতম নবীন শাখা। কিন্তু ইতিহাস সে তুলনায় অনেক প্রাচীন। মানুষের জ্ঞান চর্চার সূচনালগ্ন > A থেকে ইতিহাসের সময়কাল নির্ধারণ করা হয়ে থাকে ।
৩. সামাজিক ইতিহাসের আলোচনার পরিধি অপেক্ষা ইতিহাসের আলোচনার পরিধি ব্যাপক।
৪. ইতিহাসে মানুষের আর্থ-সামাজিক অবস্থাকে উপেক্ষা করে শুধু পালাবদল, যুদ্ধ-বিগ্রহকে প্রাধান্য দেওয়া হয়েছে । অপরপক্ষে সামাজিক
ইতিহাসে সমাজস্থ মানুষের অতীত সমাজ জীবন এবং অতীত অর্থনৈতিক জীবনকে গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে ।
৫. ইতিহাস হচ্ছে অতীত ঘটনার বিজ্ঞানভিত্তিক বর্ণনা ও বিশ্লেষণ। অপরদিকে সামাজিক ইতিহাস হচ্ছে অতীত সমাজের মানুষের বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও তাদের কার্যাবলির বিজ্ঞানভিত্তিক বর্ণনা ও বিশ্লেষণ ।
পরিশেষে বলা যায় যে, সামাজিক ইতিহাস ও ইতিহাসের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে ঠিকই, তবুও জ্ঞানের এ দুটি শাখা একে অপরের জ্ঞানচর্চার ক্ষেত্রকে বরাবরই সমৃদ্ধ করে আসছে ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]