'Virtue is knowledge'- উক্তিটি কার?

সাপার্টার নেতৃত্বে এথেন্সের বিরুদ্ধে গঠিত সামরিক জোটের নাম কী?
উত্তর : পেলোপনিশিয়ান লীগ ।
ইতিহাসের জনক হেরোডোটাসের বাড়ি কোথায়?
উত্তর : গ্রিস।
৪৬, স্পার্টার গঠনতন্ত্র কে রচনা করেছেন ?
উত্তর : আইন শাস্ত্রবিদ লাইফারগন।
৪৭. এথেনীয় গণতন্ত্রে রাষ্ট্র পরিচালনার জন্য কত ধরনের সংসদ ছিল এবং কী কী?
উত্তর : দুই ধরনের। যথা- ১. এরিও পেগাস ও ২. একলেসিয়া ।
৪৮. এরিও পেগাস কী?
উত্তর : এথেনীয় গণতন্ত্রে গোত্র প্রধানদের নিয়ে গড়া সংসদ যাকে এরিও পেগাস বলা হয়। ৪৯. একলেসিয়া কী?
উত্তর : এথেনীয় গণতন্ত্রে সাধারণ নাগরিকদের সমন্বয়ে গঠিত সংসদ, যাকে একলেসিয়া বলা হয় । ৫০. গ্রিসের ইতিহাসে সফল সংস্কারক কে?
উত্তর : সলোন।
৫১. সলোনের সংস্কারসমূহ কী কী?
উত্তর : পুরোনো ঋণ বাতিল, জমিদারির নির্দিষ্ট সীমা বেঁধে দেয়া ও অর্থনৈতিক সংস্কার ।
৫২. এথেন্সে গণতন্ত্রের প্রবক্তা কে?
উত্তর : সলোন ।
৫৩. 'Virtue is knowledge'- উক্তিটি কার?
উত্তর : প্লেটোর।
প্লেটোর যুগান্তকারী গ্রন্থের নাম কী?
উত্তর : “The Republic'.
৫৫. প্লেটোর দর্শনের মূল ভিত্তি কী?
উত্তর : সক্রেটিসের Doctrine of reality.
৫৬. এরিস্টটলের যুগান্তকারী গ্রন্থ কোনটি?
উত্তর : The Politics'.
৫৭. গ্রিসের বিখ্যাত চিকিৎসা শাস্ত্রবিদের নাম কী?
উত্তর : হিরোফিলাস ।
৫৮. গ্রিসের কয়েকজন চিকিৎসা বিজ্ঞানীর নাম লেখ ।
উত্তর : হিপোক্রিটাস, হিরোফিলাস প্রমুখ।
৫৯. উদ্ভিদবিজ্ঞানের জনক কে?
উত্তর : থিওফ্রাসটাস ।
৬০. রোমান সভ্যতা কী?
উত্তর : গ্রিক সভ্যতার স্বর্ণযুগের সমসাময়িক সময়ে ইটালির টাইবার নদীর তীরে বিকশিত সভ্যতাকেই রোমান সভ্যতা বলা হয় । ৬১. রোমান সভ্যতা কোথায় বিকশিত হয়েছিল?
উত্তর : ভূমধ্য সাগরের মধ্যাঞ্চলে তথা ইটালির টাইবার নদীর তীরে।
৬২. ইটালিয়া শব্দের অর্থ কী?
উত্তর : গো-চারণের দেশ।
৬৩. রোম নগরীর প্রতিষ্ঠাতা কে?
সামাজিক ইতিহাস ও বিশ্ব সভ্যতা
উত্তর : রোমিউলাস ও রেমুস নামক দুই ভাই। ৬৪. রোমের রাজনীতি কত ধাপে বিকাশ লাভ করে?
উত্তর : তিন ধাপে।
৬৫. রোমের রাজনীতি বিকাশের ধাপগুলো কী কী?
উত্তর : রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও গণতন্ত্র ।
৬৬. রোমের পূর্ববর্তী নাম কী?
উত্তর : এটুকান ।
৬৭. প্যাট্রিসিয়ান কারা?
উত্তর : রোমে বসবাসকারী ল্যাটিন বা এটুস্কান জাতীতে জন্মগ্রহণকারীরাই প্যাট্রিসিয়ান নামে পরিচিত।
৬৮. গ্লেবিয়ান কারা?
উত্তর : রোমে বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ কৃষক, কারিগর, বণিক ইত্যাদির সাধারণ নাগরিকরাই প্লেবিয়ান নামে পরিচিত। ৬৯. ট্ৰিবিউন কী?
উত্তর : গণবিরোধী সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে ভেটো (Veto) প্রদান করার ক্ষমতা।
৭০. রোমান বিবাহ কত প্রকার ও কী কী?
উত্তর : তিন ধরনের। যথা- ব্যবহারসিদ্ধ বিবাহ, বিক্রয় বিবাহ ও চিরস্থায়ী বিবাহ।
৭১. রোমান সমাজে বিয়ের বয়স কত ছিল?
উত্তর : পুরুষদের জন্য ১৪ বছর এবং মেয়েদের জন্য ১২ বছর ।
৭২. রোমের অর্থনীতির মূল ভিত্তি কী ছিল?
উত্তর : দাস শ্রম ।
৭৩. দাস বিদ্রোহের নেতা কে?
উত্তর : স্পার্টাকাস।
98. এপিকিউরিয়ান মতবাদের প্রবক্তা কে?
উত্তর : লুক্রেটিয়াস ।
৭৫. সিসেরো কে?
উত্তর : সিসেরো ছিলেন স্টয়িক মতবাদে বিশ্বাসী এবং ‘সৎ গুণই সুখের মূলভিত্তি'- এ বাণীর প্রচারক । ৭৬. কোন বিষয়টি রোমান আইন প্রণয়নের মূলভিত্তি রচনা করেছিল?
উত্তর : সিরেরোর প্রাকৃতিক দর্শন ৷
৭৭. রোমান সাহিত্যের অন্যতম অঙ্গ কী?
উত্তর : নাটক।
৭৮. রোমান সাহিত্যের বিখ্যাত নাট্যকার কে?
উত্তর : প্রটাস।
৭৯. রোমান সাহিত্যের স্বর্ণ যুগ কোনটি?
উত্তর : অগাস্টাসের যুগ ।
৮০. রোমান সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
উত্তর : ভার্জিল।
৮১. ভার্জিলের জগৎ খ্যাত কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর : ঈনিড (Aenied) ।
৮২. “The Parallel Lives' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : পুকার্ড ।
৮৩. রোমান সভ্যতার নামকরা কয়েকজন বিজ্ঞানীর নাম লেখ।
উত্তর : প্রবীণ প্লিনি, সিনেকা, সেলসাস, গ্যানে, সোরানাস, টলেমি ও রুফাস প্রমুখ।
৮৪. রক্ত সঞ্চালন পদ্ধতির আবিষ্কারক কে?
উত্তর : গ্যালেন।
৮৫. রোমান স্থাপত্যের সেরা নিদর্শনগুলো কী কী? উত্তর : প্যানথিওন মন্দির, কলোসিয়াম র প্যানথিগুন মন্দিরের গম্বুজটির উচ্চতা কত? উত্তর : ১৪২ ফুট।
14. "History of Rome" এর লেখক কে?
উত্তর : লিভি।
/ . "The Golden Ass" উপন্যাসের লেখক কে?
উত্তর : অ্যাপুলিয়াস ।
৮৯. রোমান আইনটি কী নামে পরিচিত ছিল?
উত্তর : পঞ্চ অধিকার আইন ।
১০. পঞ্চ অধিকারগুলো কী কী?
উত্তর : Patria Potesta, Namus, Potesta Domini, Namus Capere & Right of Dominion.

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]