লর্ডের দায়িত্ব Responsibility of Lord ভ্যাসালের দায়িত্ব ও কর্তব্য Responsibility and Duty of Vassel

লর্ডের দায়িত্ব Responsibility of Lord
দশম হতে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যে সমৃদ্ধ, ভূমি ব্যবহারের সাথে বিজড়িত সামরিক সাহায্য প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ইউরোপে যে নতুন ব্যবস্থা গড়ে উঠেছিল তাকেই ফিউডালিজম বা সামন্তবাদ বলা হয় ।
Feud শব্দের অর্থ হচ্ছে একখণ্ড ভূমি বা জমি যে reud বা ফিফ প্রদান করে তাকেই Lord বলা হয়। লর্ডের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে নিচে আলোকপাত করা হলো-
১. ভূমির উপর একচ্ছত্র আধিপত্য : ভূমির উপর লর্ডের একচ্ছত্র আধিপত্য থাকায় কৃষকদের মাঝে ভূমি বিতরণ করতেন ।
অর্থাৎ লর্ড যাকে খুশি তাকে জমি দিত আর যার উপর অখুশি তার কাছ থেকে জমি ছিনিয়ে নিত।
বিরোধ নিষ্পত্তি : লর্ডের অধীনস্ত ভ্যসালদের মধ্যে সংঘটিত যেকোনো ধরনের দ্বন্দ্ব-বিরোধ, বাগড়া, বিবাদ নিষ্পত্তিতে যেকোনো ধরনের শাস্তি প্রদান করতেন। এতে ভ্যাসাল কোনো প্রকার আপত্তি করতে পারত না, বিনা বাক্যে মেনে নিতে হতো। ভ্যাসালদেরকে স্বাধীনতা প্রদান : লর্ড কর্তৃক ভূমি ভোগ দখলের অধিকার পাওয়ার পর সে ভূখণ্ডে ভ্যাসালগণ সেনাবাহিনী প্রেরণ করতে পারতেন। লর্ড যুদ্ধে জড়িয়ে পড়লে এই সেনাবাহিনী দিয়ে ভ্যাসালরা লর্ডকে সহযোগিতা করতেন। ভ্যাসলরা করারোপ, জরিমানা ধার্য, বিচারকার্য সম্পাদন ও বিচারালয় স্থাপনের স্বাধীনতাও লর্ডের কাছ থেকে পেতেন । নিরাপত্তা বিধান ও অধিকার সংরক্ষণ : ভ্যাসালদের সস্তান সন্ততিরা সাবালক বা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত লর্ডই তার আইনানুগ অভিভাবকের দায়িত্ব পালন করতেন। লর্ডকে যেহেতু তার অধীনস্ত কৃষক বা Vassul সেবা দান করত সেহেতু ভ্যাসাল বা কৃষকদেরকে নিরাপত্তা প্রদান ও কৃষকদের অধিকার সংরক্ষণ করা ছিল লর্ডের দায়িত্ব ও কর্তব্য। ভ্যাসালদের বিবাহযোগ্য মেয়েকে যোগ্য ব্যক্তির সাথে বিবাহ দেওয়াও লর্ডের দায়িত্ব ও কর্তব্য হিসেবে স্বীকৃত ছিল।
I
৫. বাজেয়াপ্তকরণ : সর্বোচ্চ ক্ষমতার মালিক ছিল লর্ড। ভ্যাসালদেরকে লর্ড বিভিন্ন চুক্তি ও শর্তে যেমন ভূমি দিতেন তেমনি তাদের জীবন-যাপনের উপরও শর্তারোপ করতেন। কোনো ভ্যাসাল যদি কোনো চুক্তি বা শর্ত ভঙ্গ করত লর্ড তার সম্পত্তি বা ভূমি বাজেয়াপ্ত করত এবং অনুরূপ শর্তে তা আবার অন্যকে দিতে পারত।

ভ্যাসালের দায়িত্ব ও কর্তব্য Responsibility and Duty of Vassel

লর্ড সামন্তবাদে যাদেরকে জমি দান করতেন তারাই ভ্যাসাল বা কৃষক নামে পরিচিত ছিল। ভ্যাসালদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে নিচে আলোচনা করা হলো-
১. ভূমির একচ্ছত্র অধিকারী ছিল লর্ড। যে ভ্যাসাল এর লর্ডের প্রতি বশ্যতা স্বীকার বা আনুগত্য বেশি ছিল তাকে লৰ্ড বেশি জমি দিত আর যে বশ্যতা স্বীকার করত না তার কাছ থেকে ভূমি ছাড়িয়ে নিত। ভ্যাসালকে বশ্যতা বা আনুগত্য প্রকাশের জন্য লর্ডের দুর্গ রক্ষা, যুদ্ধে অর্থ বা সৈন্য দিয়ে সহযোগিতা করা, রাজবন্দী হলে তাকে উদ্ধার করা প্রভৃতি কাজগুলো "করতে হতো। ভ্যাসাল এসব কাজগুলো কোনো কারণে করতে ব্যর্থ হলে মণ্ডিত মস্তকে নতজানু হয়ে হাঁটু গেঁড়ে লর্ডের সামনে বসে লর্ডের হাতে হাত রাখতে হতো। যদি লর্ড তাকে ক্ষমা করতেন তবে তাকে চুম্বন করতেন এবং বাইবেল রেখে বশ্যতার শপথ দিতেন এবং বশ্যতার প্রতীক হিসেবে আংটি বা বর্শা ও লাঠি দিতেন। আনুগত্যের এই আনুষ্ঠানিকতাকে হোমেজ বলা হয় ।
২. ভ্যাসাল, লর্ড কর্তৃক জমি লাভের পর বার্ষিক রাজস্বের সমপরিমাণ অর্থ লর্ডকে প্রদানেরও বাধ্যবাধকতা ছিল।
৩. কোনো ভ্যাসাল যদি অপরাধ করত তবে ঐ ভ্যাসালের বিচারের সময় সহযোগী বিচারক হিসেবে লর্ডের বিচার সভায়
অন্যান্য ভ্যাসালকে উপস্থিত থাকা বাধ্যতামূলক কর্তব্য বলে গণ্য হতো ।
৪. ভ্যাসালকে উপহার উপঢৌকন পাঠাতে হতো, লর্ডের যেকোনো আনুষ্ঠানিক আয়োজনে। লর্ডের বাড়িতে বিয়ে বা উপাধি গ্রহণের কোনো অনুষ্ঠান হলে ভ্যাসালকে উপহার ও উপঢৌকন পাঠানোর পাশাপাশি আর্থিক সাহায্য প্রদান বাধ্যতামূলক দায়িত্ব বলে গণ্য হতো ।
৫. লর্ড যে ভ্যাসালের এলাকা পরিদর্শন করতে যেত সেই ভ্যাসালকে লর্ডের পরিদর্শনকালের যাবতীয় ব্যয়ভার নির্বাহ করা,
সংশ্লিষ্ট ভ্যাসালের দায়িত্ব ও কর্তব্য বলে গণ্য হতো ।
৬. লর্ডের পূর্বানুমতির প্রয়োজন হতো, যদি লর্ড কর্তৃক প্রাপ্ত ভূমি কোনো ভ্যাসাল বিক্রি বা হস্তান্তর করতে চাইত। জমি বিক্রির অর্থের একটা অংশ ভ্যাসাল, লর্ডকে প্রদানে বাধ্য থাকত ৷

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]