নগর সমাজ সম্পর্কে বল নগর সমাজের বৈশিষ্ট্য এবং উপাদান বর্ণনা কর

মুখ্য শব্দ নগর, নগর সমাজ, জনসংখ্যা, কৃষিবহির্ভুত পেশা, আধুনিক সংস্কৃতি, শিল্প-বাণিজ্য।
সাধরণত নগর বলতে বুঝায় একটি ঘনবসতিপূর্ণ জনপদ যেখানে কৃষিবহির্ভুত পেশার আধিক্য রয়েছে। আধনিক
সভ্য সমাজের অনিবার্য এবং অপরিহার্য জনপদ হচ্ছে নগর। ব্যবসায়-বাণিজ্য, শাসন ব্যবস্থা ও প্রশাসনিক
কর্মকাÐ, তীর্থস্থানকে ঘিরে বিশ্বের অনেক প্রাচীন শহর বা নগর গড়ে উঠেছিল। তবে আধুনিক নগর সমাজে উন্নত যোগাযোগ
ব্যবস্থা, শিল্প ও প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থা, উন্নত ও প্রায়োগিক শিক্ষা ব্যবস্থা, বিলাসবহুল বাসস্থান পরিলক্ষিত হয়।
নগর এবং নগর সমাজ
‘নগর’ এর ইংরেজি প্রতিশব্দ হিসেবে ইত্যাদি প্রচলিত। পাকা ভবন, প্রশস্ত পাকা রাস্তা, মানুষের
কোলাহল, যন্ত্র নির্ভর গতিশীল জীবন নিয়ে গড়ে উঠে নগর। কোনো জনপদকে নগর, শহর বা পৌর অঞ্চল হিসেবে
স্বীকৃতি পেতে হলে সেখানে উচ্চমাত্রার জনসংখ্যা এবং কৃষি বহির্ভুত পেশার আধিক্য থাকতে হয়। সমাজবিজ্ঞানী উৎ.
ডরষষরধস গঁহৎড় বলেছেন, বিপুল জনগোষ্ঠী, স্বল্প পরিসরের মধ্যে অসংখ্য বাসস্থান, স্বায়ত্তসাশিত পৌর কর্তৃপক্ষ,
নানাবিধ অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং জীবিকার তাগিদে ছুটে চলা মানুষের ব্যস্ত জীবন নিয়ে গড়ে ওঠে নগর সমাজ।
খড়ঁরং ডরৎঃয এর মতে, নগর হল সামাজিক দিক হতে বৈসাদৃশ্যপূর্ণ মানুষের তুলনামূলকভাবে বড়, ঘন এবং স্থায়ী
বাসস্থানের অঞ্চল। অষারহ ইড়ংশড়ভভ নগর সমাজের কয়েকটি বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে: ক) শিল্প-বাণিজ্য
এবং বৃত্তি সম্পর্কীয় অকৃষি পেশার আধিক্য, খ) নিয়মতান্ত্রিক শ্রমবিভাজন, গ) জনসখ্যার অত্যধিক ঘনত্ব এবং ঘ) জ্ঞাতি
সম্পর্কের বন্ধনহীন সামাজিক নিয়ন্ত্রণ।
নগর সমাজের সাথে জনবসতির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে একটি নির্দিষ্ট জনপদে ঠিক কত মানুষ বসবাস করলে তাকে
‘নগর’ বলা হবে দেশ ও অঞ্চলভেদে এর তারতম্য রয়েছে। যেমন যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড প্রভৃতি দেশে একটি অঞ্চলে ২৫০০
মানুষ বসবাস করলে তাকে শহর বলা যায়। গ্রিস ও স্পেনে কোনো অঞ্চলকে শহর হিসেবে স্বীকৃতি পাওয়ার পূর্বশর্ত হচ্ছে
সেখানে ১০ হাজার মানুষের বসবাস থাকতে হবে। বাংলাদেশে কোনো নির্দিষ্ট এলাকাকে শহর (পৌরসভা) হতে হলে
পৌরসভা আইন ২০০৯ অনুযায়ী নি¤œলিখিত শর্ত পূরণ করতে হয়:
ক) মোট জনসংখ্যার তিন-চতুর্থাংশকে অকৃষি পেশায় সম্পৃক্ত থাকতে হবে;
খ) ৩৩ শতাংশ অকৃষি ভ‚মি থাকতে হবে;
গ) মোট জনসংখ্যা হতে হবে ৫০ হাজার এবং প্রতি বর্গ কিলোমিটারে ন্যূনতম ১৫০০ মানুষের বসবাস থাকতে হবে।
সুতরাং নগর হচ্ছে স্বল্প পরিসরে বিপুলসংখ্যক অকৃষি পেশার মানুষের স্থায়ী বসবাসের স্থান। ব্যাপক ঘনত্বের এ বিশাল
জনগোষ্ঠীর দৈনন্দিন জীবন-জীবিকা, পারস্পরিক সম্পর্ক, উৎপাদন ব্যবস্থা, রীতিনীতি, মূল্যবোধ ইত্যাদিকে কেন্দ্র করে গড়ে ওঠে নগর সমাজ।
নগর সমাজের বৈশিষ্ট্য এবং উপাদান
নগর সমাজের বৈশিষ্ট্য এবং উপাদানকে পৃথক করা মুশকিল। বস্তুত যার মাধ্যমে নগর সমাজকে চিহ্নিত করা যায় সেগুলোই
যুগপৎভাবে নগর সমাজের বৈশিষ্ট্য এবং উপাদান। এ দু’এর সমন্বয়ে নি¤েœ নগর সমাজ সম্পর্কে আলোচনা করা হলো:
১) নির্দিষ্ট এলাকা: প্রতিটি শহরই একটি নির্দিষ্ট পরিসরে গড়ে ওঠে। শহর, নগর বা পৌর এলাকার একটি নির্দিষ্ট সীমানা
(ইড়ঁহফধৎু) থাকে।
২) বিপুল জনসংখ্যা এবং উচ্চ ঘনত্বের জনবসতি: শহর বা নগর হিসেবে স্বীকৃতি পাওয়ার পূর্বশর্ত হচ্ছে কোনো
নির্দিষ্ট এলাকায় বিপুলসংখ্যক মানুষের বসবাস। সেখানে জনসংখ্যার ঘনত্বও অনেক বেশি পরিলক্ষিত হয়।
বাংলাদেশে শহর বা পৌর এলাকা হতে হলে সেখানে প্রতি বর্গ কিলোমিটারে কমপক্ষে ১৫০০ জন করে মোট ৫০
হাজার বা তারচেয়ে অধিক মানুষ বসবাস করতে হয়।
৩) কৃষি বহির্ভুত পেশা এবং অকৃষি ভ‚মির প্রাধান্য: নগর বা পৌর এলাকার অধিকাংশ মানুষ কৃষি বহির্ভুত পেশায়
নিয়োজিত। মোট জমির এক তৃতীয়াংশ অকৃষি খাতে ব্যবহৃত হতে হবে।
৪) শিল্প, বাণিজ্য, অর্থনৈতিক এবং প্রশাসনিক কার্যক্রমের আধিক্য: নগরে কৃষি বহির্ভুত পেশা হিসেবে শিল্প, বাণিজ্য,
অর্থনৈতিক এবং প্রশাসনিক কর্মকাÐের আধিক্য রয়েছে।
৫) শিক্ষা, চিকিৎসাসহ নানাবিধ নাগরিক সুবিধা: শহরাঞ্চলে মানসম্মত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা এবং বিশেষায়িত
উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে। চিকিৎসাসেবাসহ অন্যান্য নাগরিক সুবিধাও মানুষের হাতের নাগালে থাকে।
৬) সুবিন্যস্ত শ্রম বিভাজন: নগর সমাজে উৎপাদন ব্যবস্থায় সুবিন্যস্ত শ্রম বিভাজন পরিলক্ষিত হয়। আমলাতান্ত্রিক
প্রশাসনের কারণে প্রশাসনিক ব্যবস্থায় শ্রম বিভাজনের প্রতিফলন ঘটে।
৭) পাকা ভবন, পাকা রাস্তা-ঘাট এবং পয়ঃপ্রণালীর ব্যবস্থা: বাহ্যিকভাবে শহর চেনার প্রথম ও প্রধান উপায় হচ্ছে এর
অবকাঠামো। সুউচ্চ পাকা ভবন, পাকা ও প্রশস্ত রাস্তা, পয়ঃপ্রণালী ব্যবস্থা শহরে গুরুত্বপূর্ণ উপাদান ও বৈশিষ্ট্য।
৮) বিদ্যুৎ এবং যন্ত্রের উপর নির্ভরশীলতা: নগর জীবনের গুরুত্বপূর্ণ উপাদান ও বৈশিষ্ট্য হচ্ছে বিদ্যুৎ এবং
প্রযুক্তিভিত্তিক আধুনিক উপকরণের উপর নির্ভরশীলতা। টিভি, ফ্রিজ, ফ্যান, এসি, ওভেন, গাড়ি, কম্পিউটার
সবকিছু নগর জীবনের জন্য অপরিহার্য।
৯) শিথিল সামাজিক সম্পর্ক: নগর সমাজে মানুষের জ্ঞাতি সম্পর্ক খুব শিথিল থাকে। এখানে নানা জায়গার , নানা
পেশার, নানা বর্ণের মানুষ পাশাপাশি বসবাস করে। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। কেউ কারো উপর খুব বেশি
নির্ভরশীল নয়। পরস্পরের প্রতি দায়বদ্ধতাও কম। ফলে সেখানে পরস্পরের সামাজিক সম্পর্কও খুব শিথিল।
১০) উন্নত, গতিশীল ও নিরাপদ জীবনযাপন: নগর সমাজের অধিবাসীরা গ্রামের তুলনায় উন্নত, গতিশীল ও নিরাপদ
জীবনযাপনে অভ্যস্ত। তাদের পেশা, পারিবারিক জীবন, জীবনমান, কর্মকাÐ ইত্যাদি উন্নত, আধুনিক এবং গতিশীল।
১১) বস্তি সমস্যা: নগর জীবনের অন্যতম চ্যালেঞ্জ হলো বস্তি সমস্যা। নানা কারণে গ্রাম থেকে আসা স্বল্প আয়ের
মানুষেরা শহরের পরিত্যাক্ত কিংবা অব্যবহৃত জায়গায় অপরিকল্পিতভাবে বসতি গড়ে তোলে। শহরের দিনমজুর,
নির্মাণশ্রমিক, পোশাক শ্রমিক, গৃহকর্মী, রিক্সাচালকদের অধিকাংশ বস্তিতে বসবাস করে।
১২) আধুনিক সাংস্কৃতিক পরিমÐল: গ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চার বিপরীতে শহরে আধুনিক এবং ভিনদেশি সংস্কৃতির
চর্চা ও আধিক্য বেশি। বিনোদন, পোশাক-পরিচ্ছদ, খাদ্যভ্যাস ইত্যাদি ক্ষেত্রে আধুনিক সংস্কৃতির চর্চা পরিলক্ষিত হয়।
সারসংক্ষেপ
আধুনিক সমাজ ব্যবস্থার এক অনিবার্য বাস্তবতা নগর জীবন। কৃষিবহির্ভুত পেশার বিপুল জনগোষ্ঠী শহরের সীমিত
পরিসরে বসবাস করে। শিক্ষা, স্বাস্থ্য, গ্যাস, বিদ্যুৎ, যন্ত্রপাতিসহ নানা নাগরিক সুবিধা নগর জীবনকে স্বাতন্ত্র্য দান করে।
পাঠোত্তর মূল্যায়ন- ৬.৪
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। পৌরসভা আইন ২০০৯ অনুযায়ী শহরের কত ভাগ মানুষ কৃষি বহির্ভুত পেশায় নিয়োজিত থাকবে?
(ক) এক চতুর্থাংশ (খ) তিন চতুর্থাংশ (গ) এক তৃতীয়াংশ (ঘ) দুই তৃতীয়াংশ
২। শহরাঞ্চলে প্রতি বর্গকিলোমিটারে ন্যূনতম কত মানুষ বাস করে?
(ক) ১০০০ জন (খ) ১২০০ জন (গ) ১৫০০ জন (ঘ) ১৮০০ জন

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]