গ্রামীণ ও নগর সমাজের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য সম্পর্কে আলোচনা কর

মুখ্য শব্দ গ্রামীণ সমাজ, নগর সমাজ, সাদৃশ্য, বৈসাদৃশ্য, উৎপাদন ব্যবস্থা, সংস্কৃতি, শিক্ষা, পেশা, নাগরিক
সুবিধা।
সমাজ বিকাশের গোড়ার দিকে শুধু কৃষিভিত্তিক গ্রামীণ সমাজব্যবস্থার অস্তিত্ব ছিল। বিবর্তনের মধ্য দিয়ে সমাজ
ক্রমশ জটিল রূপ লাভ করেছে। উৎপাদন ব্যবস্থা, রাষ্ট্র, প্রশাসন, সংস্কৃতি ইত্যাদি উপাদান নগর সমাজের
গোড়াপত্তন ঘটিয়েছে। আধুনিক সামাজিক কাঠামোর অনিবার্য দু’টি উপাদান হচ্ছে গ্রামীণ সমাজ এবং নগর সমাজ। গ্রামীণ
সমাজ কৃষিভিত্তিক উৎপাদন পদ্ধতি এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির ধারক। অন্যদিকে নগর সমাজের ভিত্তি হচ্ছে কৃষি বহির্ভুত
শিল্পোৎপাদন ব্যবস্থা এবং আধুনিক সংস্কৃতি।
গ্রামীণ ও নগর সমাজের সাদৃশ্য
গ্রামীণ ও নগর সমাজের মধ্যে মৌলিক পার্থক্য থাকলেও কিছু সাদৃশ্যও রয়েছে। যেমন:
১) নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা: গ্রামীণ ও নগর সমাজ উভয়ই একটি নির্দিষ্ট ভৌগোলিক পরিমÐলে গড়ে ওঠে।
২) জনসংখ্যা: সমাজ গঠনের পূর্বশর্ত হচ্ছে জনসংখ্যা। কম-বেশি জনসংখ্যা ব্যতীত কোনো সমাজই গড়ে উঠতে পারে
না।
৩) উৎপাদন ব্যবস্থা: যেকোনো সমাজের নিজস্ব একটি উৎপাদন ব্যবস্থা রয়েছে। গ্রামীণ এবং নগর সমাজের ক্ষেত্রেও
তা সমানভাবে প্রযোজ্য।
৪) সংস্কৃতি ও জীবন প্রণালী: একটি জনগোষ্ঠীর নিজস্ব এবং আবহমান সংস্কৃতি ও জীবন প্রণালীকে ঘিরে ঐ সমাজ
বিকশিত হয়। গ্রামীণ এবং নগর সমাজেরও রয়েছে নিজস্ব সংস্কৃতি ও জীবন প্রণালী।
৫) অসমতা, স্তরবিন্যাস এবং শ্রেণি ও ক্ষমতা কাঠামো: গ্রামীণ এবং নগর উভয় সমাজে অসমতা এবং স্তরবিন্যাস
রয়েছে। শ্রেণিভিত্তিক সমাজে ক্ষমতা এবং কর্তৃত্ব আরোপ করার মানুষ যেমন আছেন, তেমনি ক্ষমতাহীন সাধারণ
মানুষও বিদ্যমান। উভয় সমাজেই ধন-সম্পদের মালিকানা, শিক্ষা, পেশা, ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে
সম্পৃক্ততা শ্রেণি ও ক্ষমতা কাঠামোর গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত।
৬) গ্রামীণ সমাজ থেকেই নগর সমাজের উৎপত্তি: প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল গ্রামীণ সমাজকে কেন্দ্র করে। বিকশিত
হতে হতে কোনো কোনো বর্ধিষ্ণু গ্রামীণ সমাজই একসময় নগর সমাজে রূপান্তরিত হয়। সুতরাং প্রতিটি নগর
সমাজের আদিরূপ হচ্ছে গ্রামীণ সমাজ।
৭) একে অপরের পরিপূরক: আজ যারা শহরে বসবাস করেন তাদের প্রায় সবারই শেকড় গ্রামে। অর্থাৎ গ্রাম থেকে
আসা লোকজনই নগর সমাজকে সমৃদ্ধ করেছে। আবার নগর সমাজে বসবাসের ফলে অনেকে সনাতন চিন্তা,
সংস্কার, গোঁড়ামি থেকে বের হয়ে আধুনিক, যৌক্তিক ও বিজ্ঞানমনস্ক হয়ে ওঠেন। গ্রামের সাথে এসব মানুষের
যোগাযোগের ফলে গ্রামীণ সমাজ এবং সংস্কৃতি পরিবর্তিত হয়। এমনকি পোশাক-পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, আচারআচরণ, মূল্যবোধ ইত্যাদি ক্ষেত্রেও গ্রামীণ এবং নগর সংস্কৃতি একে অপরকে প্রভাবিত করে।
গ্রামীণ ও নগর সমাজের বৈসাদৃশ্য
বিভিন্ন ক্ষেত্রে সাদৃশ্য থাকলেও গ্রামীণ ও নগর সমাজের মধ্যে মৌলিক পার্থক্য পার্থক্য বিদ্যমান। গ্রামীণ ও নগর সমাজের
বৈসাদৃশ্য বাহ্যিকভাবে পরিলক্ষিত হয়, তেমনি এর তাৎপর্যগত পাথর্ক্যও নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। নি¤েœর ছকে গ্রামীণ
ও নগর সমাজের বৈসাদৃশ্য তুলে ধারা হলো।
ক্রম# উপাদান গ্রামীণ সমাজ নগর সমাজ
০১ উৎপাদন ব্যবস্থা কৃষিভিত্তিক। শিল্পোৎপাদন ও সেবাভিত্তিক।
০২ সংস্কৃতি সনাতন ও ঐতিহ্যবাহী। অগ্রসরমান ও আধুনিক।
০৩ জনসংখ্যা
নির্দিষ্ট জনসংখ্যার বাধ্যবাধকতা
নেই। একটি গ্রামে সাধারণত এক
থেকে দশ হাজার মানুষের বসবাস।
একটি জনপদকে শহর হতে হলে কমপক্ষে ৫০
হাজার মানুষ বসবাস করতে হয়। কোনো কোনো
মেগাশহরে এক কোটির অধিক মানুষ বসবাস
করে।
০৪ জনসখংখ্যার ঘনত্ব গ্রামে জনসংখ্যার ঘনত্ব অনেক কম। শহরে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি।
০৫ কৃষি ভ‚মি বসতবাড়ি ও জলাশয় ব্যতীত অধিকাংশ
ভ‚মি কৃষি উৎপাদনে ব্যবহৃত হয়। শহরে কৃষি ভ‚মি নেই বললেই চলে।
০৬ পেশা কৃষি, ক্ষুদ্র ব্যবসা, দিনমজুরি ও
স্থানীয় পেশাভিত্তিক জনগোষ্ঠী।
কৃষি বহির্ভুত শিল্পোৎপাদন ও সেবাভিত্তক পেশার
আধিক্য।
০৭ শিক্ষা শিক্ষার হার কম, উচ্চশিক্ষিত মানুষ
খুব কমই গ্রামে বসবাস করেন।
শিক্ষার হার অপেক্ষাকৃত বেশি। শহরে অনেক
শিক্ষিত এবং উচ্চশিক্ষিত মানুষ বসবাস করেন।

সামাজিক
গতিশীলতা
গ্রামে সামাজিক গতিশীলতা অনেক
ধীর, কম।
নগর জীবনে দ্রæত এবং অনেক বেশি সামাজিক
গতিশীলতা দেখা যায়।
০৯ প্রথা, জ্ঞাতি সম্পর্ক অত্যন্ত শক্তিশালী ও গুরুত্বপূর্ণ। নগর জীবনে প্রথা ও জ্ঞাতি সম্পর্কের অস্তিত্ব
অনেক দুর্বল ও শিথিল।
১০
যন্ত্র ও প্রযুক্তির
ব্যবহার
যন্ত্র ও প্রযুক্তির উপস্থিতি ও ব্যবহার
অনেক কম।
উৎপাদন ব্যবস্থা, সেবা এবং দৈনন্দিন জীবন
অনেকটাই যন্ত্র ও প্রযুক্তি নির্ভর।
১১ অবকাঠামো
গ্রামের অধিকাংশ ঘরবাড়ি কাঁচা,
টিন, মাটি বা খড়ের তৈরি; রাস্তাÑ
ঘাট ও স্যানিটেশন ব্যবস্থা অনুন্নত।
শহরের প্রায়ই পাকা ভবন, প্রশস্ত রাস্তাÑঘাট,
উন্নত অবকাঠামো এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন
ব্যবস্থা রয়েছে।
১২ প্রশাসনিক ব্যবস্থা
গ্রামীণ সমাজে স্থানীয় সরকারভিত্তিক
সীমিত প্রশাসনিক কার্যক্রম দেখা
যায়।
প্রশাসন ও সেবাভিত্তিক প্রতিষ্ঠানের
সদরদপ্তরগুলো প্রধানত নগরকেন্দ্রিক। নগরে
এগুলোর কার্যক্রম অনেক বিস্তৃত এবং দৃশ্যমান।
নাগরিক সুযোগসুবিধা
গ্যাস, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ
প্রভৃতি সুযোগ-সুবিধা তুলনামূলকভাবে
কম।
গ্যাস, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশনসহ
নাগরিক সুযোগ-সুবিধা অনেক বেশি এবং উন্নত।
১৪ সামাজিক নিয়ন্ত্রণ জ্ঞাতি-গোষ্ঠী, প্রথা ও মূল্যবোধের
ভিত্তিতে সামাজিক নিয়ন্ত্রণ হয়।
আইন এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান মূখ্য ভ‚মিকা পালন করে।
১৫ ক্ষমতা কাঠামো
কৃষি জমি, বৃহৎ জ্ঞাতি-গোষ্ঠী, বংশ
মর্যাদা ইত্যাদি সনাতন উপাদানের
অস্তিত্ব লক্ষণীয়।
কর্তৃত্বপূর্ণ পেশা, শিক্ষা, নগদ অর্থ, বিলাসবহুল
বাড়ি-গাড়ি, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের
মালিকানা, রাজনৈতিক প্রভাব প্রভৃতি উপাদানের
দৃঢ় ভ‚মিকা রয়েছে।
সারসংক্ষেপ
গ্রামীণ ও নগর সমাজের স্বতন্ত্র বৈশিষ্ট্য, স্বকীয়তা এবং পৃথক পরিবেশ ও পরিমÐল রয়েছে। উৎপাদন ব্যবস্থা,
অর্থনৈতিক কর্মকাÐ, প্রশাসনিক ব্যবস্থা, সাংস্কৃতিক ঐতিহ্য ও কর্মকাÐ, নাগরিক সুযোগ-সুবিধা ইত্যাদি নগর ও গ্রামীণ
সমাজের মধ্যে সুস্পষ্ট পার্থক্য নিরূপণ করেছে।
পাঠোত্তর মূল্যায়ন- ৬.৬
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। নগর সমাজের আদিরূপ হচ্ছেÑ
(ক) উপজাতীয় সমাজ (খ) গ্রাম সমাজ (গ) প্রাচীন সভ্যতা (ঘ) আদিম সমাজ
২। গ্রামীণ সমাজের সাথে নগর সমাজের দৃশ্যমান পার্থক্য পরিলক্ষিত হয়Ñ
(ক) শিক্ষায় (খ) পেশায় (গ) অবকাঠামোর ভিত্তিতে (ঘ) সংস্কৃতিতে
উত্তরমালা :
পাঠোত্তর মূল্যায়ন- ৬.১ ঃ ১। খ ২। গ
পাঠোত্তর মূল্যায়ন- ৬.২ ঃ ১। গ ২। গ
পাঠোত্তর মূল্যায়ন- ৬.৩ ঃ ১। ক ২। ঘ ৩। গ ৪। ঘ
পাঠোত্তর মূল্যায়ন- ৬.৪ ঃ ১। খ ২। গ
পাঠোত্তর মূল্যায়ন- ৬.৫ ঃ ১। ঘ ২। খ
পাঠোত্তর মূল্যায়ন- ৬.৬ ঃ ১। খ ২। গ
চ‚ড়ান্ত মূল্যায়ন ঃ ১। ক ২। গ ৩। খ
ক. বহুনির্বাচনী প্রশ্ন (গঈছ)
১। ‘সমাজ কাঠামো হচ্ছে মৌল কাঠামো এবং উপরি কাঠামোর সমন্বয়’ কোন ধারার অভিমত?
(ক) মার্কসবাদী (খ) ক্রিয়াবাদী
(গ) বিবর্তনবাদী (ঘ) কাঠামোবাদী
২। সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধরন কয়টি?
(ক) দুইটি (খ) তিনটি
(গ) চারটি (ঘ) পাঁচটি
খ. বহুপদি সমাপ্তিসূচক বহুনির্বচনী প্রশ্ন
৩। নগর সমাজের ক্ষমতা কাঠামোয় প্রভাব বিস্তার করে?
(র) শিক্ষা ও পেশা
(রর) নগদ অর্থ
(ররর) বংশ মর্যাদা
সঠিক উত্তর কোনটি?
(ক) র (খ) র ও রর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
গ. সৃজনশীল (কাঠামোবদ্ধ) প্রশ্ন:
উদ্দীপকটি পড়–ন এব নিচের প্রশ্নগুলোর উত্তর দিন।
হান্নানের দাদা ছিলেন কৃষক। খুব বেশি জমিজমা না থাকলেও বংশ মর্যাদা তাঁকে গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিতে
পরিণত করেছিল। হান্নানের দাদা তেমন লেখাপড়াও জানতে না। কিন্তু তিনি তাঁর সন্তানদের শিক্ষিত করেছিলেন। হান্নানের
বাবা উচ্চ শিক্ষা গ্রহণের পর ব্যবসা করতে শুরু করেন। ব্যবসায়ের উন্নতিতে তারা গ্রামের শীর্ষ ধনী হিসেবে আত্মপ্রকাশ
করেন। এখনো গ্রামে হান্নানদের পরিবারই সর্বাধিক প্রভাবশালী।
১) সামাজিক স্তরবিন্যাস কী? ১
২) গ্রামীণ সমাজের স্তরবিন্যাসের উপাদান এবং ধরনগুলো কি কি? ২
৩) গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামোর উপাদানসমূহ কিভাবে বিবর্তিত হয়েছেÑ আলোচনা করুন। ৩
৪) গ্রামীণ ও নগর সমাজের ক্ষমতা কাঠামোর মধ্যে তুলনামূলক আলোচনা করুন। ৪

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]