মুখ্য শব্দ পরিবার, সমাজজীবন, গুরুত্ব।
পরিবার এমন একটি সামাজিক প্রতিষ্ঠান যা গোষ্ঠীবদ্ধ সমাজজীবনকে টিকিয়ে রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে থাকে। শুধু সমাজ নয়, বংশ পরম্পরা, সামাজিক স্থিতিশীলতা রক্ষা, সামাজিক নিয়ন্ত্রণ,
সামাজিকীকরণ এবং পরিবারের সদস্যদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক শিক্ষা এবং আশ্রয়স্থল হলো পরিবার। নিচে
বাংলাদেশের সমাজজীবনে পরিবারের গুরুত্ব আলোচনা করা হলো:
(১) বংশের ধারা রক্ষা: পরিবারের একটা গুরুত্বপূর্ণ কাজ হলো বংশের ধারাবাহিকতা রক্ষা করা। বংশের ধারাবাহিকতা
রক্ষায় বিবাহভিত্তিক পরিবারের বিকল্প নেই। সুতরাং সমাজ, সম্প্রদায় ও জনগোষ্ঠীর ভারসাম্য বজায় রাখার জন্য
বাংলাদেশের সমাজজীবনে পরিবারের গুরুত্ব অপরিসীম।
(২) যৌন জীবনের উপর নিয়ন্ত্রণ: বাংলাদেশের সমাজে অবাধ যৌনাচার নিয়ন্ত্রণ এবং যৌন জীবনের উপর সার্বিক নিয়ন্ত্রণ
বজায় রাখার জন্য পরিবার ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজজীবনে পূর্ণ শান্তি-শৃংখলা, নৈতিকতা ও নিরাপত্তা বজায়
রাখা এবং ব্যভিচার বন্ধসহ অন্যান্য সমাাজিক অপরাধমূলক কাজ থেকে সমাজের মানুষকে সুরক্ষা প্রদানের জন্য
বাংলাদেশের সমাজজীবনে পরিবার গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে।
(৩) সম্পত্তির উত্তরাধিকার: বাংলাদেশে সম্পত্তির উত্তরাধিকার কাঠামো ঐতিহ্য এবং আইনগতভাবে পরিবারভিত্তিক।
সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত সমস্যা সমাধান এবং ভবিষ্যৎ বংশধর সৃষ্টির জন্য বাংলাদেশের সমাজে পরিবার অত্যন্ত
অপরিহার্য।
(৪) সামাজিক নিয়ন্ত্রণ এবং শান্তি-শৃংখলা বজায় রাখা: পরিবারের সদস্যরা তাদের পরিবারের মধ্য থেকেই সামাজিক
নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন আচার-আচরণ শিখে থাকে যা সমাজের শান্তি-শৃংখলা বজায় রাখার ক্ষেত্রে অবদান রাখে। তাই
বাংলাদেশে সমাজে বিশেষ করে গ্রামীণ সমাজ কাঠামোতে সামাজিক নিয়ন্ত্রণ এবং শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য
পরিবার ব্যবস্থা গুরুত্বপূর্ণ।
(৫) সামাজিকীকরণ: পরিবারের একটি অতি গুরুত্বপূর্ণ মৌলিক কাজ হলো পরিবারের সদস্যদেরকে পূর্ণ সমাজিক জীব
হিসেবে গড়ে তোলা। জন্মগ্রহণের পরে শিশুর সামাজিকীকরণের প্রথম ধাপ অতিক্রান্ত হয় পরিবারের মধ্যে।
বাংলাদেশের সমাজ কাঠামোতে গ্রামীণ ও নগর সমাজে শিশুর সামাজিকীকরণের প্রধান ক্ষেত্র হচ্ছে পরিবার।
পরিবারের কাছ থেকেই আদর্শ আচরণ শিক্ষার মাধ্যমে ব্যক্তি সমাজজীবনে উপযুক্ত আচরণ করতে শেখে এবং
সমাজের অন্যান্য সদস্যদের সাথে ভাল ব্যবহারের মাধ্যমে সম্প্রীতি বজায় রাখে।
(৬) পারিবারিক শিক্ষা: শিশুশিক্ষার প্রথম পাঠ পরিবার থেকেই। পরিবার থেকে অনানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে শিশুর শিক্ষা
জীবন শুরু হয়। পরিবার যে শিক্ষা প্রদান করে তা মূলত পরবর্তী জীবনে মানুষের কাজে লাগে। তাই পরিবারের
সদস্যদেরকে পারিবারিক শিক্ষা প্রদানের জন্য বাংলাদেশের সমাজজীবনে পরিবারের গুরুত্ব রয়েছে।
(৭) সামাজিক মূল্যবোধ শিক্ষা: সামাজিক মূল্যবোধ সংক্রান্ত শিক্ষা পরিবারের কনিষ্ঠ সদস্যরা মূলত পরিবারের মাধ্যমেই
শিখে থাকে। তাই পরিবারের সদস্যদের মনস্তাত্তি¡ক, সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক মূল্যবোধ সংক্রান্ত শিক্ষা প্রদানে
পরিবার ব্যবস্থা গুরুত্বপূর্ণ।
(৮) আনুষ্ঠানিক শিক্ষার হাতেখড়ি: শিশুর শিক্ষার প্রাথমিক কাজ শুরু হয় পরিবার থেকে। বাংলাদেশের পরিবারের
সদস্যদের শিক্ষাদান পারিবারিক পরিবেশে পারিবারিক কাঠামোতেই শুরু হয়। তাই পরিবারের সদস্যদের শিক্ষার
বিষয়টি গুরুত্বের সাথে পরিচালনার জন্য বাংলাদেশের সমাজজীবনে পরিবারের গুরুত্ব অত্যাধিক।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশের সমাজজীবনে পরিবারের বিকল্প নেই। সামাজিক সমস্যা সমাধানে
যেমন পারিবারিক শিক্ষার গুরুত্ব রয়েছে, তেমনি সকল ধরনের মূল্যবোধ অর্জন ও শিশুর যথাযথ সামাজিকীকরণে পরিবার
ব্যবস্থার গুরুত্ব অপরিসীম।
পরিবার সমাজের সকল সদস্যের নিরাপদ কেন্দ্রস্থল। নানাবিধ প্রতিক‚লতা থেকে সুরক্ষা প্রদানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
হচ্ছে পরিবার। পারিবারিক পরিমন্ডলেই সকল শিশুর সামাজিকীকরণ শুরু হয়। এ ছাড়া পরিবার বংশের ধারাবাহিকতা
রক্ষা, সামাজিক নিয়ন্ত্রণ, শান্তি-শৃঙ্খলতা রজায় রাখাসহ নানা প্রয়োজনে বাংলাদেশের সমাজেজীবনে পরিবারের গুরুত্ব
অপরিসীম। পারিবারিক পরিবেশ মানসিক সুস্থতা এবং হতাশা কাটিয়ে উঠার জন্যও অতি গুরুত্বপূর্ণ। এছাড়াও জৈবিক
চাহিদা মেটানো, সন্তান জš§দান এবং লালন-পালন, উত্তরাধিকার সৃষ্টি, অর্থনৈতিক নিরাপত্তা ও সহযোগিতা, বিনোদন,
সামাজিক ও মনস্তাত্তি¡ক সহায়তা এবং নিরাপত্তা নিশ্চিতকরণে সমজজীবনে পরিবারের গুরুত্ব অনস্বীকার্য।
পাঠোত্তর মূল্যায়ন-৭.২
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। বাংলাদেশের মানুষের শিক্ষার আধার কোনটি?
(ক) পরিবার (খ) বিবাহ
(গ) রাজনীতি (ঘ) কোনোটি নয়
২। “সম্পত্তির উত্তরাধিকার তৈরিতে কাজ করে?”
(র) রাষ্ট্র
(রর) বিবাহ
(ররর) পরিবার
কোনটি সঠিক?
(ক) (র) ও (রর) (খ) (রর) ও (ররর)
(গ) (র) ও (ররর) (ঘ) (র), (রর) ও (ররর)
FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত