সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রকৃতি

মুখ্য শব্দ সামাজিক সমস্যা, সামাজিক সমস্যার প্রকৃতি।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সামাজিক সমস্যাসমূহ
সামাজিক সমস্যা হলো এমন এক ধরনের অস্বাভাবিক পরিস্থিতি যা স্বাভাবিক সামাজিক জীবনাচরণের উপর
নেতিবাচক প্রভাব ফেলে এবং নাজুক সামাজিক পরিস্থিতির সৃষ্টি করে যা রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে মোকাবেলার ক্ষেত্রে
বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করে। সামাজিক সমস্যা সমাজের অগ্রগতিকে ব্যাহত করে, স্বাভাবিক চলাফেরায় বিঘœ ঘটায় এবং
সমাজের মানুষের উপর ক্ষতিকর প্রভাব ফেলে।
বাংলাদেশ অনেক সম্ভাবনা আর বহু সমস্যার দেশ। এদেশে প্রতিনিয়ত উদ্ভুত সামাজিক সমস্যাসমূহের ধরন ও পড়ড়কৃরিু
পরিবর্তন হচ্ছে। সামাজিক সমস্যার নেতিবাচক প্রভাব প্রতিনিয়ত দেশের অর্থনৈতিক অগ্রগতিকে ব্যাহত করছে। একটা
সামাজিক সমস্যা সামাল দিতে দিতে আরেকটি সমস্যার সৃষ্টি হয়। মাঝে মাঝে সামাজিক কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়
যা অন্যান্য সামাজিক সমস্যাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। যেমন-অধিক জনসংখ্যার সমস্যা তীব্র বেকারত্বের সৃষ্টি করে।
সামাজিক সমস্যা মূলত সমাজেরই সৃষ্টি এবং সমাজের মাঝেই এর সমাধান নিহিত। এক সময় বাংলাদেশের যেসব
সামাজিক সমস্যা ছিলো এখন সেগুলোর প্রভাব কমে গেলেও আবার নতুন নতুন সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে। পূর্বে যেসব
সামাজিক সমস্যা সমাজে ব্যাপক প্রভাব বিস্তার করেছে সেগুলোর মধ্যে-জনসংখ্যা সমস্যা, অধিক জনসংখ্যার প্রভাব,
বেকারত্ব, দারিদ্র্য, মাদকাসক্তি, দুর্নীতি ইত্যাদি। কিন্তু বর্তমানে এসব সমস্যাগুলো কিছু কিছু ক্ষেত্রে তার প্রকৃতি পাল্টেছে,
আবার সাথে নতুন সামাজিক সমস্যার সৃষ্টি করেছে। যেমন-সুশাসনের অভাব আগেও ছিল এখনো আছে, তবে এর প্রকৃতি
এবং পরিধি পাল্টেছে। সাম্প্রতিককালে আরও যেসব সামাজিক সমস্যা যুক্ত হয়েছে তা হলো, বাংলাদেশে নারীর সামাজিক
নিরাপত্তাজনিত সমস্যা; যেমন যৌন নিপীড়ন, সাইবার অপরাধ এবং কর্মজীবী নারীর সমস্যা, জেন্ডার বৈষম্য, যৌতুক ও
বাল্যবিবাহ, বার্ধক্য সমস্যা ইত্যাদি। সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ ইত্যাদি বাংলাদেশের সাম্প্রতিক
সামাজিক সমস্যা হিসেবে আত্মপ্রকাশ করছে। বর্তমানে কিছু কিছু সামাজিক সমস্যা তীব্র আকার ধারণ করেছ। তার মধ্যে
সাইবার অপরাধ অন্যতম। এর প্রধান শিকার নারী। শ্লীলতাহানি কিংবা গোপন যৌন সম্পর্কের ছবি বা ভিডিও অনলাইনে
প্রকাশ করার ঘটনা প্রায়ই শোনা যায়। সাম্প্রতিককালে বার্ধক্য সমস্যা নতুন মাত্রা পেয়েছে। যেমন- কর্মস্থলের দূরত্ব,
মানুষের নগরমুখিতা, সামাজিক দায়বদ্ধতার অভাব, ব্যক্তিস্বার্থপরতার প্রভাব বৃদ্ধি, অণু পরিবারের প্রতি আগ্রহ, যৌথ বা
বর্ধিত পরিবারে অনীহা ইত্যাদি কারণে বার্ধক্য সমস্যা প্রকট আকার ধারণ করেছে। তবে সাম্প্রতিককালে যেসব সামাজিক
সমস্যা আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ করেছে তার মধ্যে দুর্নীতি, জঙ্গিবাদ অন্যতম।
সাস্প্রতিক সময়ে সামাজিক সমস্যার প্রকৃতি
সময়ের সাথে সাথে বাংলাদেশের সামাজিক সমস্যাসমূহ তার প্রকৃতি পাল্টেছে। নি¤েœ সাম্প্রতিক সময়ের বাংলাদেশের
সামাজিক সমস্যার প্রকৃতি নিয়ে আলোচনা করা হলো:
(১) নগর কেন্দ্রিক সামাজিক সমস্যা: পূর্বে বাংলাদেশের বেশির ভাগ সামাজিক সমস্যার মূল উৎস ছিল গ্রামীণ সমাজ। কিন্তু
সাম্প্রতিককালের সামাজিক সমস্যাসমূহ মূলত শহর বা নগর কেন্দ্রিক। যেমন- অধিক জনসংখ্যার প্রভাব গ্রামীণ
জনপদের তুলানয় শহুরে জনপদে বেশি। আর এই অধিক জনসংখ্যার চাপে শহরে ট্রাফিক জ্যামের মতো আরো
ভয়াবহ সমস্যার সৃষ্টি হচ্ছে। এছাড়াও বেকারত্ব বাড়ছে, বস্তি এলাকায় অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে, স্বাস্থ্য
সমস্যা দেখা দিচ্ছে ইত্যাদি।
(২) অপরাধকর্মে অধিকহারে শিক্ষিত এবং কমবয়সী জনগোষ্ঠীর সংশ্লিষ্টতা: সাম্প্রতিককালে বাংলাদেশে সংঘটিত
অপরাধসমূহে শিক্ষিত এবং কমবয়সী জনগোষ্ঠীর ঝুঁকে পড়ার প্রবণতা বৃদ্ধি। উদাহরণস্বরূপ ১ জুলাই ২০১৬ সালে
ঢাকার গুলশানে একটি বিদেশি রেস্তোরাঁয় যে হামলা হয়েছিলো তাতে দেখা যায় যে, সেখানে অল্প বয়সী কিছু শিক্ষিত
যুবক এই হামলায় অংশ নিয়েছে।
(৩) বৈশ্বিক সমস্যার সাথে যুক্ততা: সাম্প্রতিককালের সামাজিক সমস্যাসমূহ কখনো কখনো অনেক বৈশ্বিক পরিস্থিতির সাথে
যুক্ত হচ্ছে। যেমন-জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং উগ্র মৌলবাদ মূলত একটি বৈশ্বিক সমস্যা। এসব বৈশ্বিক সমস্যার সাথে
বাংলাদেশের অনেক বিপথগামী গোষ্ঠী যুক্ত হয়ে বাংলাদেশেও নানা ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি করছে। উন্নত
বিশ্বের অণু পরিবার বা ব্যক্তিস্বাতন্ত্র্যবোধ বাংলাদেশের মানুষকে অনেক বেশি প্রভাবিত করার কারণে বাংলাদেশের বার্ধক্য সমস্যার মতো নতুন সামাজিক সমস্যা দিন দিন বাড়ছে।
(৪) অসীম চাহিদার প্রভাব: বাংলাদেশে দুর্নীতি একটি সামাজিক সমস্যা এবং একটি প্রকট সামাজিক চ্যালেঞ্জও বটে। এই
সমস্যার মূল হলো মানুষের অসীম চাহিদা, অস্বাভাবিক ভোগের মানসিকতা, সম্পদশালী হওয়ার তীব্র প্রতিযোগিতা ইত্যাদি।
(৫) সামাজিক সমস্যা সম্পর্কে জন সচেনতার অভাব: কিছু কিছু বিষয়ে মানুষের মাঝে সচেতনতা কম লক্ষ্য করা যায়।
যেমন- আগে বাল্য বিবাহ একটি প্রকট সামাজিক সমস্যা ছিলো। বর্তমানেও এই সমস্যা কিছুটা রয়ে গেছে এবং কিছু
কিছু শিক্ষিত মানুষও এই প্রক্রিয়ায় যুক্ত।
(৬) সাম্প্রতিক সামাজিক সমস্যার সমাধান যোগ্যতা: আর যাই হোক, পূর্বের সামাজিক সমস্যাসমূহের মতো
সাম্প্রতিককালের সামাজিক সমস্যাসমূহও জন সচেনতা সৃষ্টি ও রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সমাধান যোগ্য।
উপরের আলোচনা থেকে আমরা বাংলাদেশের সাম্প্রতিককালের সামাজিক সমস্যা এবং এর প্রকৃতি সম্পর্কে জানলাম।
বাংলাদেশে পূর্ব থেকেই অনেক সামাজিক সমস্যা ভরপুর। সাম্প্রতিককালে আরও অনেক নতুন নতুন সামাজিক সমস্যা
যুক্ত হয়েছে। বাংলাদেশে নারীর সামাজিক নিরাপত্তাজনিত সমস্যা: যৌন নিপীড়ন, সাইবার অপরাধ এবং কর্মজীবী
নারীর সমস্যা, জেন্ডার বৈষম্য, যৌতুক ও বাল্যবিবাহ, বার্ধক্য সমস্যা, জঙ্গীবাদ ইত্যাদি। তবে সাম্প্রতিককালের
সামাজিক সমস্যাগুলোর সাথে বৈশ্বিক পরিস্থিতির একটা বিশেষ যোগাযোগ রয়েছে।
পাঠোত্তর মূল্যায়ন-১০.১
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১। নিচের কোনটি সামাজিক সমস্যা নয়?
(ক) দুর্নীতি (খ) জঙ্গিবাদ (গ) বেকারত্ব (ঘ) দ্রব্যমূল্যের উর্ধগতি
২। বাংলাদেশে সামাজিক সমস্যা বর্তমানে কোন কেন্দ্রিক?
(ক) নগর (খ) গ্রাম (গ) চরাঞ্চল (ঘ) উপরের কোনটিই নয়।
৩। সাম্প্রতিককালের বাংলাদেশের সামাজিক সমস্যার ক্ষেত্রে নিচের কোনটির প্রভাব রয়েছে?
(ক) বিশ্বায়ন (খ) উন্নয়ন (গ) শিক্ষা (ঘ) উপরের কোনটিই নয়।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]