পরিবারের বিভিন্ন কার্যাবলী আলোচনা করুন।


ভ‚মিকা
ক্রিয়াবাদী ভঁহপঃরড়হধষরস সমাজ বৈজ্ঞানিক প্যারাডাইম চধৎধফরমস পরিবারের কার্যাবলীকে
সুনির্দিষ্টভাবে গুরুত্ব দিয়ে থাকে। এ মতের সাথে ভিন্ন মত পোষণ করে অনেক সমাজবিজ্ঞানীরা
পরিবারের অপরিহার্য কার্য রয়েছে বলে মনে করেন না। ক্রিয়াবাদী দৃষ্টিকোণ থেকে পরিবারের
কিছু কাজকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। পিটার মার্ডক চবঃবৎ গঁৎফড়পশ ২৫০ টি
সমাজ বিশ্লেষণ করে দেখিয়েছেন সব সমাজেই পরিবার চারটি মূল কাজ করে থাকে। এগুলো
হচ্ছে যৌনতামূলক, প্রজননমূলক, অর্থনৈতিক এবং শিক্ষামূলক। পরিবারের কাজ ঠিক কি কি
এ নিয়ে সমাজবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে সাধারণত: অধিকাংশ সমাজবিজ্ঞানী
মনে করেন পরিবারের কাজগুলো হচ্ছে যৌন নিয়ন্ত্রণ ও প্রজনন, শিশুর যতœ ও সামাজিকীকরণ,
অর্থনৈতিক সহযোগিতা, ঘনিষ্ঠতা ও সাহচর্য, সামাজিক স্তরবিন্যাস ব্যবস্থার রক্ষণাবেক্ষণ
প্রভৃতি।
পরিবারের কার্যাবলী ঋঁহপঃরড়হং ড়ভ ঋধসরষু
যৌন নিয়ন্ত্রণ ও প্রজনন জবমঁষধঃরড়হ ড়ভ ঝবী ধহফ জবঢ়ৎড়ফঁপঃরড়হ
যৌনাচারের উপর প্রত্যেক সমাজই কিছু নিয়ন্ত্রণ আরোপ করে থাকে। যদিও সমগ্র বিশ্বের ৭০
শতাংশ সমাজ কিছু পরিমানে যৌন স্বাধীনতা অনুমোদন করে, তবুও তারা কদাচিৎ অবৈধ
জন্মকে গ্রহণ করে থাকে। স্পষ্টতই বিবাহ একটি প্রধান প্রতিষ্ঠান যা যৌনতাকে নিয়ন্ত্রণ এবং
বৈধ জন্মকে উৎসাহিত করে থাকে।
শিশুর যতœ ও সামাজিকীকরণ ঞযব ঈধৎব ধহফ ঝড়পরধষরুধঃরড়হ ড়ভ ঈযরষফৎবহ
প্রাণীজগতে মানব শিশু হচ্ছে সবচেয়ে অসহায়। স্বনির্ভর হতে তারা সর্বাধিক সময় নিয়ে
থাকে। শিশুর যতœ ও তাদের সামাজিকীকরণে পরিবার প্রাথমিকভাবে দায়িত্ব পালন করে।
ইসরাইলী কিব্বুটজ করননঁঃু একমাত্র ব্যতিক্রম যেখানে সমগ্র সম্প্রদায় শিশুর যতœ ও
সামাজিকীকরণে দায়িত্ব পালন করে থাকে। সমাজবিজ্ঞানী ট্যালকট পার্সনসের মতে পরিবার
প্রাথমিক সামাজিকীকরণের দায়িত্ব পালন করে থাকে। প্রাথমিক সামাজিকীকরণ প্রক্রিয়ার দু'টি
অংশ রয়েছে Ñ সংস্কৃতির আত্তীকরণ ও অস্মিতার বিন্যাস ঝঃৎঁপঃঁৎরহম ড়ভ ঃযব চবৎংড়হধষরঃু.
সমাজের মূল্যবোধ ও শ্রেয়োবোধ ব্যক্তির মধ্যে সঞ্চালন হয় পরিবারের মাধ্যমে। পরিবার
ব্যতীত সামাজিকীকরণ সম্ভব নয় এবং সামাজিকীকরণ ব্যতীত সমাজের পক্ষে টিকে থাকা
সম্ভব নয়। সমাজের সদস্য হিসাবে বাবা এবং মা শিশুর কাছে আচরণের আদর্শ। এই আদর্শ
আত্তীকরণ করতে পারে শিশু নিরাপত্তা, আবেগ, ভালবাসার পরিসরে। পরিবার ¯েœহ-মধুর
পরিবেশের ভিতর দিয়ে সামাজিক মূল্যবোধে শিশুকে দীক্ষিত করে তোলে এবং তার অস্মিতার
চবৎংড়হধষরঃু যথাযথ বিকাশ ঘটাতে সাহায্য করে। পার্সনস্-এর মতে পরিবার হচ্ছে অস্মিতা
‘তৈরির কারখানা'।
অর্থনৈতিক সহযোগিতা ঊপড়হড়সরপ ঈড়-ড়ঢ়বৎধঃড়হ
প্রাক-শিল্পায়িত সমাজে পরিবার উৎপাদন ও ভোগের ক্ষেত্রে একক হিসাবে কাজ করেছিল।
শিল্পায়িত সমাজে পরিবার এখনও ভোগের একক হিসাবে কাজ করছে। এটি বলতে বোঝায়
বেশির ভাগ ক্ষেত্রে পরিবারের বাইরে অর্থনৈতিক কার্যক্রম থেকে উপার্জিত অর্থ পরিবারের
চাহিদা অনুযায়ী ব্যয়িত হয়।
ঘনিষ্ঠতা ও সাহচর্যওহঃরসধপু ধহফ ঈড়সঢ়ধহরড়হংযরঢ়
ঘনিষ্ঠতা ও মুখোমুখি সংযোগের ক্ষেত্রে সদস্যদের জন্য পরিবার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ স্থান।
স্বাস্থ্যকর পারিবারিক সম্পকর্, ¯েœহময় সাহচর্য, ভালবাসা, নিরাপত্তা, মর্যাদা-জ্ঞান ও কল্যাণ সৃষ্টি
করে।
সামাজিক স্তরবিন্যাস ব্যবস্থার রক্ষণাবেক্ষণ গধরহঃবহধহপব ড়ভ ঝড়পরধষ
ঝঃৎধঃরভরপধঃরড়হ ঝুংঃবস
স্তরবিন্যাস ব্যবস্থার রক্ষণাবেক্ষণে পরিবার একটি অত্যাবশ্যকীয় উপকরণ। উচ্চ ও মধ্য শ্রেণীর
পরিবারগুলো তাদের পুত্র-কন্যাদের মর্যাদা ংঃধঃঁং, সম্পত্তি এবং শিক্ষা প্রদান করে এবং
স্তরবিন্যাস ব্যবস্থায় তাদের অবস্থান ও অবস্থার উন্নয়নে অবদান রাখে।
পরিবারের নারীবাদী ধারণা

নারীবাদীরা মনে করেন পরিবার একটি পিতৃতান্ত্রিক প্রতিষ্ঠান যা পুরুষদের শোষণের হাতিয়ার।
পরিবারের মাধ্যমে পরিবার প্রধান নারীদের উপর প্রভ‚ত্ব করে থাকে এবং তাদের শ্রম ভোগ
করে। নারীরা প্রতিবাদী হলেও, বিকল্প সুযোগ-সুবিধার অভাবে পিতৃতান্ত্রিক পারিবারিক
কাঠামো থেকে বেরিয়ে আসতে পারে না অথবা একে ভাঙ্গতে পারে না।
পরিবার : ভিন্ন চিত্র
“প্রত্যেক পরিবার রাতে একই রকম। স্বামী মাতাল হয়ে ঘরে ফেরে এবং স্ত্রীকে মারধোর
করে।” এভাবে তানিয়া কুচবেংকো মস্কোয় তাঁর নিচতলার প্রতিবেশীর কথা বলেন। আর্ত-
চিৎকার, আসবাবপত্র ও গøাস ভাঙ্গার শব্দে তাকে নীরব থাকতে হয়। “কেননা আমাদের
কিছুই করণীয় নেই। এ ব্যাপারে মাথা না ঘামানো উচিৎ।” রাশিয়ায় নারীদের প্রতি ঘৃণা
গভীর এবং যে সব মেয়ে স্বামীকে ছেড়ে যায় তাদের আইনগত অধিকার, বাসস্থান ও
কাজের অধিকার হারানোর ভয় থাকে।
স্ত্রীকে মারধোর করা, শিশুদের প্রতি অপব্যবহার, বৃদ্ধদের প্রতি অপব্যবহার এবং বিভিন্ন
ধরনের সহিংসতা বিশ্বজুড়ে পারিবারিক জীবনের কদর্য বাস্তবতা। জাপান, তানজানিয়া এবং
চিলিতে অর্ধেক নারী তাদের স্বামী অথবা প্রেমিকের দ্বারা দৈহিকভাবে নিগৃহীত হয়েছেন
বলে জানিয়েছে। ... ১৯৯৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গবেষণায় দেখা যায় নারীদের
১০ শতাংশ স্বীকার করেছিল যে, তাদের স্বামী অথবা পুরুষবন্ধু তাদের মারধোর করেছিল।
পৃথিবীব্যাপী গবেষণা থেকে আমরা নিচের সাধারণীকরণ বা সিদ্ধান্তে পৌঁছতে পারি।
❏ নারীরা যেসব পুরুষদের চেনে তাদের কাছ থেকেই সহিংসতার আশংকা বেশি
থাকে।
❏ নারীদের বিরুদ্ধে সহিংসতা সব সামাজিক শ্রেণী বা স্তরে বিদ্যমান।
❏ পরিবারিক সহিংসতা অপরিচিতদের দ্বারা সংঘটিত সহিংসতার মতই বিপজ্জনক।
❏ যদিও নারীরা পুরুষদের প্রতি সহিংসতা প্রদর্শন করে, তবুও নারীরাই অধিকাংশ
আঘাতের শিকার।
❏ ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।
❏ মনস্তাত্তি¡ক অপব্যবহার ক্ষতিকর।
❏ মদ্যপান সহিংসতাকে বাড়িয়ে দেয়, কিন্তু এর কারণ নয়।
মার খাওয়া মহিলাদের অবস্থা এতই অসহনীয় যে তাদের জেলখানার কয়েদীদের সাথে
তুলনা করা হয়েছে।.... পরিবার শুধু নারীদের জন্য নয়, শিশু এবং বয়স্কদের জন্যও একটি
বিপজ্জানক জায়গা। ১৯৯৫ সালের গ্যালপ মতামত জরিপে দেখা যায় অভিভাবকদের
নিজেদের বক্তব্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে ত্রিশ লক্ষ শিশুকে শৃংখলার নামে দৈহিক
নির্যাতন করা হয়। ... হিসাব করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে চার থেকে ১০ শতাংশ বৃদ্ধ
দৈহিক ও মৌখিক অপব্যবহার এবং অবহেলার শিকার হয়েছে। ...

ক্রিয়াবাদী এবং নারীবাদীদের বক্তব্য বাস্তবতার চাইতে ভাবাদর্শের দ্বারা অনেক বেশি
প্রভাবিত।পরিবার সমাজে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখে থাকে। কিন্তু একই সাথে পরিবার
পুরুষতন্ত্রের মূল্যবোধ এবং আচরণকে লালন করে। কিন্তু ক্রমশ: পরিবারের মধ্যে অনেক
পরিবর্তন আসছে। পরিবারের কাজের ক্ষেত্রেও আসছে পরিবর্তন। অনেকে এমন আশংকা
করেছেন যে, ভবিষ্যতে পরিবার বিলুপ্ত হয়ে যাবে। তবে ইদানিং রবার্ট চেষ্টার জড়নবৎঃ
ঈযবংঃবৎ দাবী করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বৃটেনে পরিবারের মৌলিক বৈশিষ্ট্যগুলোর
কোন পরিবর্তন ঘটেনি।
পরিবার একই সাথে পরিবর্তনশীল ও স্থিতিশীল একটি প্রতিষ্ঠান। পরিবার নিয়ে যে ‘যুদ্ধ'
চলছে তাতে তথ্যের চাইতে ভাবাদর্শকে অনেক বেশি ব্যবহার করা হচ্ছে। পরিবারের
স্থিতিশীলতা ও পরিবর্তনকে বোঝার জন্য প্রয়োজন আরো বেশি নিরাসক্ত দৃষ্টিভঙ্গি এবং
উপাত্ত।
সারাংশ
পরিবারের কাজ ঠিক কি কি এ নিয়ে সমাজবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে। তবে
অধিকাংশ সমাজবিজ্ঞানী মনে করেন পরিবারের কাজগুলো হচ্ছে যৌন নিয়ন্ত্রণ ও প্রজনন,
শিশুর যতœ ও সামাজিকীকরণ, অর্থনৈতিক সহযোগিতা, ঘনিষ্ঠতা ও সাহচর্য, ও সামাজিক
স্তরবিন্যাস ব্যবস্থার রক্ষণাবেক্ষণ। যৌনাচারের উপর প্রত্যেক সমাজই কিছু নিয়ন্ত্রণ
আরোপ করে থাকে। এ ক্ষেত্রে বিবাহ একটি প্রধান প্রতিষ্ঠান যা যৌনতাকে নিয়ন্ত্রণ এবং
বৈধ জন্মকে উৎসাহিত করে। শিশুর যতœ ও তাদের সামাজিকীকরণে পরিবার
প্রাথমিকভাবে দায়িত্ব পালন করে। সমাজের মূল্যবোধ ও শ্রেয়োবোধ ব্যক্তির মধ্যে
সঞ্চালিত হয় পরিবারের মাধ্যমে। পরিবার ব্যতীত সামাজিকীকরণ সম্ভব নয় এবং
সামাজিকীকরণ ব্যতীত সমাজের পক্ষে টিকে থাকা সম্ভব নয়। প্রাক-শিল্পায়িত সমাজের
ন্যায় এখনও শিল্পায়িত সমাজে পরিবার ভোগের একক হিসাবে কাজ করছে। তবে
বেশির ভাগ ক্ষেত্রে পরিবারের বাইরে অর্থনৈতিক কার্যক্রম থেকে উপার্জিত অর্থ চাহিদা
অনুযায়ী ব্যয়িত হয়। ঘনিষ্ঠতা ও মুখোমুখি সংযোগের ক্ষেত্রে সদস্যদের জন্য পরিবার
হচ্ছে একটি গুরুত্বপূর্ণ স্থান। স্তরবিন্যাস ব্যবস্থার রক্ষণাবেক্ষণেও পরিবার গুরুত্বপূর্ণ। উচ্চ
ও মধ্যবিত্ত শ্রেণীর পরিবারগুলো তাদের পুত্র-কন্যাদের মর্যাদা, সম্পত্তি এবং শিক্ষা প্রদান
করে এবং স্তরবিন্যাস ব্যবস্থায় তাদের অবস্থান ও উন্নয়নে অবদান রাখে।
নারীবাদীরা পরিবার একটি পিতৃতান্ত্রিক প্রতিষ্ঠান বা পুরুষদের শোষণের হাতিয়ার বলে
মনে করেন। তাদের ধারণা পরিবারের মাধ্যমে পরিবার প্রধান নারীদের উপর প্রভ‚ত্ব করে
থাকে এবং তাদের শ্রম ভোগ করে থাকে।
পরিবার সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার একইসাথে পুরুষতন্ত্রের মূল্যবোধও
লালন করে। পরিবারের মধ্যে যেমন ক্রমশঃ পরিবর্তন আসছে তেমনি কাজের ক্ষেত্রেও
আসছে পরিবর্তন। পরিবার একই সাথে পরিবর্তনশীল ও স্থিতিশীল একটি প্রতিষ্ঠান।
আর এ স্থিতিশীলতা ও পরিবর্তনকে বোঝার জন্য প্রয়োজন আরো বেশি নিরাসক্ত
দৃষ্টিভঙ্গি ও উপাত্ত।

পাঠোত্তর মূল্যায়ন
নৈর্ব্যক্তিক প্রশ্ন
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১. সমাজের মূল্যবোধ ও শ্রেয়োবোধ ব্যক্তির মধ্যে স্থানান্তরিত হয় নিচের কোনটির মাধ্যমে?
ক. পরিবার খ. ধর্ম
গ. রাষ্ট্র ঘ. সম্প্রদায়
২. ‘পরিবার একটি পিতৃতান্ত্রিক প্রতিষ্ঠান যা পুরুষদের শোষণের হাতিয়ার' বলে
মনে করেন কারা?
ক. ক্রিয়াবাদী তাত্তি¡করা খ. নারীবাদীরা
গ. কাঠামোবাদীরা ঘ. উপরের কোনটিই নয়
৩. নিচের কোনটি যৌনতাকে নিয়ন্ত্রণ ও বৈধ জন্মকে উৎসাহিত করে?
ক. রাষ্ট্র খ. বিবাহ
গ. ধর্মীয় আচার-অনুষ্ঠান ঘ. উপরের সবগুলো
৪. পিটার মার্ডক কতটি সমাজ বিশ্লেষণ করে পরিবারের চারটি মূল কাজ (যৌনতামূলক,
প্রজনন মূলক, অর্থনৈতিক ও শিক্ষামূলক) কে চিহ্নিত করেছেন?
ক. ২০০টি খ. ২৫০টি
গ. ৩০০টি ঘ. ৩৫০টি
সংক্ষিপ্ত প্রশ্ন
১. শিশুর যতœ ও সামাজিকীকরণে পরিবারের ভ‚মিকা কি ?
২. পরিবারের প্রধান কাজগুলো কি কি ?
রচনামূলক প্রশ্ন
১. পরিবারের বিভিন্ন কার্যাবলী আলোচনা করুন।
২. পরিবারের নারীবাদী সমালোচনা উদাহরণসহ বিশ্লেষণ করুন।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]