> নিত্যকর্ম
নিত্যকর্ম বলতে প্রতিদিনের কর্ম বোঝায়। প্রতিদিন নিদ্রাভঙ্গের পর থেকে রাতে শয্যা গ্রহণ পর্যন্ত যে-সকল কর্ম ধর্মাচার
অনুসারে করণীয়, সেগুলোই নিত্যকর্ম। আর বিশেষ প্রয়োজনে বা বিশেষ উদ্দেশ্যে যে-কর্ম করা হয় তার নাম নৈমিত্তিক
কর্ম। নিত্যকর্ম পালন নিয়মিত ও শৃঙ্খলামন্ডিত জীবন যাপনের সহায়ক।
নিত্য-কর্মের প্রকারভেদ
নিত্যকর্ম সাধারণত ছয় ভাগে বিভক্ত :
১. প্রাতঃকৃত্য
২. পূর্বাহ্নকৃত্য
৩. মধ্যাহ্নকৃত্য
৪. অপরাহ্নকৃত্য
৫. সায়াহ্নকৃত্য
৬. রাত্রিকৃত্য
এ কথা সহজেই বোঝা যাচ্ছে যে সময়কাল অনুসারে নিত্যকর্মসমূহের নামকরণ করা হয়েছে। যেমনÑ প্রাতঃকালে যে-সকল
কাজ করা হয় সেগুলো প্রাতঃকৃত্য, মধ্যাহ্নের নিত্যকর্মই মধ্যাহ্নকৃত্য ইত্যাদি।
সূর্যোদয়ের ৩০/৪০ মিনিট পূর্বের সময়কে বলা হয় ব্রাহ্মমুহূর্ত। ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে পূর্ব বা উত্তর মুখ হয়ে বসে
বলতে হয়:
ব্রহ্মা মুরারিস্ত্রিপুরান্তকারী
ভানুঃ শশী ভূমিসূতো বুধশ্চ।
গুরুশ্চ শুক্রঃ শনিরাহু কেতু
কুর্বন্তু সর্বে মম সুপ্রভাতম্ \
সরলার্থ
ব্রহ্মা, মুরারি (বিষ্ণু), ত্রিপুরÑবিনাশী (শিব), সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি Ñ এ গ্রহগণ, রাহু ও কেতু সকলে
আমার প্রভাতটি সুন্দর করুন।
তারপর শয্যা ত্যাগ করে বাইরে এসে সূর্যকে এ মন্ত্রে প্রণাম করতে হয় :
ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম্।
ধ্বান্তারিং সর্বপাপঘœং প্রণতো ’স্মি দিবাকরম্ \
সরলার্থ
জবা ফুলের মতো লাল, মহাজ্যোতির্ময় অন্ধকার দূরকারী, সমস্ত পাপ বিনাশকারী কশ্যপ ঋষির পুত্র সূর্যদেবকে প্রণাম
জানাই।
তারপর তুলসীতলায় প্রণাম করতে হয় এবং মা-বাবাকে প্রণাম করে দিনের কাজ শুরু করতে হয়।
পূর্বাহ্ণকৃত্য হিসেবে স্নান সেরে প্রাতঃসন্ধ্যা (প্রাতঃ কালের উপাসনা) ও দেবপূজাদি যথা নিয়মে সম্পন্ন করতে হয়।
মধ্যাহ্নে মধ্যাহ্নসন্ধ্যা (মধ্যাহ্নকালীন উপাসনা), অতিথি আপ্যায়ন এবং অপরাহ্ণে প্রয়োজন মতো পার্বণশ্রাদ্ধাদি করণীয়।
সায়াহ্নে যথা নিয়মে সন্ধ্যা-পূজা বন্দনাদি করতে হয়। করতে হয় উপাসনা।
রাত্রিকৃত্যে আহারাদি সেরে ‘পদ্মনাভ’ (বিষ্ণু) স্মরণ বা উচ্চারণ করে শয্যা গ্রহণের মধ্য দিয়ে নিত্যকর্মের সমাপ্তি ঘটে।
নিত্যকর্মে যে কর্মগুলোর কথা বলা হলো তার বাইরে জীবিকা অর্জনের অন্যান্য কাজকর্ম করণীয়। শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণ
করতে হয়।
নিত্যকর্ম হিসেবে এখানে সাধারণভাবে করণীয় কর্মের কথা বলা হলো। সনাতন ধর্মে বিভিন্ন মত রয়েছে Ñ উপাস্য দেবতার
ভিত্তিতে এসব মত। যেমনÑ শক্তির দেবীর উপাসকেরা শাক্ত। শিবের উপাসকেরা শৈব, গণেশের উপাসকেরা গাণপত্য,
সূর্যের উপাসকেরা সৌর এবং বিষ্ণুর উপাসকেরা বৈষ্ণব। এ-সব উপ-স¤প্রদায়ের লোকেরা নিজ নিজ মত অনুসারেও
নিত্যকর্ম করে থাকেন।
নৈমিত্তিক কর্ম
নিমিত্ত মানে প্রয়োজন। বিশেষ প্রয়োজনে বছরের বিভিন্ন সময়ে যে-সকল ধর্মকৃত্য করা হয়, সনাতন ধর্ম অনুসারে সে-সকল
ধর্মকৃত্যকে বলা হয় নৈমিত্তিক কর্ম। যেমনÑ একাদশী উপবাস, দশবিধ সংস্কার, মরণোত্তর কৃত্য ইত্যাদি।
এছাড়া বছরের বিভিন্ন সময়ে করণীয় ধর্মকৃত্য রয়েছে। যেমনÑ বৈশাখের শুরুতে বর্ষবরণ, নির্ধারিত দিনে দেব-দেবীর পূজা
ও অন্যান্য ধর্মানুষ্ঠান।
রথযাত্রা, মনসা পূজা, জন্মাষ্টমী, মহালয়া, দুর্গাপূজা, ল²ীপূজা, শ্যামা পূজা (দীপান্বিতা) ভ্রাতৃদ্বিতীয়া, কার্ত্তিক পূজা, বিশ্বকর্মা
পূজা, জগদ্ধাত্রী পূজা, সরস্বর্তী পূজা, দোলযাত্রা, চৈত্রসংক্রান্তি, গাজন বা শিবপূজা এবং শিবরাত্রি ব্রত ইত্যাদি সনাতন
ধর্মানুসারে নৈমিত্তিক কর্ম।
এ সকল নিত্য ও নৈমিত্তিক কর্মের মধ্য দিয়েই সনাতন ধর্ম ও সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ বৈশিষ্ট্য শনাক্ত করা যায়।
পাঠ সংক্ষেপ
প্রতিদিন নিদ্রা ভঙ্গের পরেরকার করণীয় কর্মকে নিত্যকর্ম বলা হয়। নিত্যকর্ম ছয় ভাগে বিভক্ত: প্রাতঃকৃত্য, পূর্বাহ্ণকৃত্য,
মধ্যাহ্নকৃত, অপরাহ্ণকৃত্য, সায়াহ্নকৃত্য ও রাত্রিকৃত্য। এ সকল ধর্মাচার ছাড়াও জীবিকা অর্জনের জন্য নিয়মিত কর্ম করতে
হয়।
নৈমিত্তিক কর্ম বলতে বোঝায় নিমিত্ত বা প্রয়োজনে করণীয় কর্মসমূহ। একাদশীর উপবাস, রথযাত্রা, মহালয়া, জন্মাষ্টমী,
দুর্গাপূজা, ল²ীপূজা, সরস্বতী পূজা, দোলযাত্রা, শিবরাত্রির ব্রত প্রভৃতি নৈমিত্তিক কর্মের দৃষ্টান্ত। এ সকল নিত্য ও নৈমিত্তিক
কর্মের মধ্য দিয়ে সনাতন ধর্ম ও সনাতন ধর্মাবলম্বীদের শনাক্ত করা যায়।
পাঠোত্তর মূল্যায়ন : ১৬.৬
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন:
১. প্রতিদিনের করণীয় কর্মকে কী বলা হয়?
ক. নৈমিত্তিক কর্ম খ. নিত্য কর্ম
গ. কাম্য কর্ম ঘ. আবশ্যিক কর্ম
২. কোনটি প্রাতঃকৃত্য?
ক. সূর্য প্রণাম খ. স্নান
গ. একাদশী ঘ. আহার
৩. সূর্যোদয়ের ৩০/৪০ মিনিট পূর্বের সময়কে কী বলে?
ক. ব্রাহ্মমুহূর্ত খ. প্রভাতী
গ. শুভ মুহূর্ত ঘ. শুভক্ষণ
৪. মুরারি বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. ব্রহ্মা খ. বিষ্ণু
গ. শিব ঘ. সূর্য
৫. কখন ‘পদ্মনাভ’- এর নাম স্মরণ বা উচ্চারণ করতে হয়?
ক. প্রাতঃ কালে খ. মধ্যাহ্নে
গ. সায়াহ্নে ঘ. রাত্রিকালে শোবার সময়
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
১. নিত্যকর্ম কাকে বলে?
২. নৈমিত্তিক কর্ম কাকে বলে?
৩. পাঁচটি নৈমিত্তিক কর্মের নাম লিখুন।
রচনামূলক প্রশ্ন
১. নিত্যকর্ম ও নৈমিত্তিক কর্মের মধ্যকার পার্থক্য নির্ণয় করুন।
২. নিত্যকর্ম হিসেবে প্রাতঃকৃত্যের বর্ণনা দিন।
FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত