অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায়? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা
সমাজতান্ত্রিক ব্যবস্থা কি? ভগ্ন সোভিয়েত রাশিয়ার প্রেক্ষাপটে তা আলোচনা করুন।


ভ‚মিকা
কার্ল মার্কস্ অর্থনীতির ভিত্তিতে সমাজকে ভিন্ন ভিন্ন ভাবে চিহ্নিত করেছিলেন। মার্কস্ -এর
সাথে ঐকমত্য পোষন না করেও বলা যায় যে, কোন সমাজের অর্থনীতির একটি সাধারণ রূপ
থাকে যা অর্থনৈতিক কর্মকান্ডের মধ্যে সামঞ্জস্যতা এবং স্থিতিশীলতা তৈরী করে। অর্থনৈতিক
ব্যবস্থা বলতে আমরা বুঝি অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং প্রক্রিয়ার একটি সমনি¦ত রূপকে।
আধুনিক যুগে দু'ধরনের অর্থনৈতিক ব্যবস্থা লক্ষ্য করা যায়। প্রথমটি হচ্ছে ধনতন্ত্র, দ্বিতীয়টি
সমাজতন্ত্র।
ধনতন্ত্র
ধনতন্ত্র বলতে বোঝায় এমন একটি অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থা যেখানে ব্যক্তি
মালিকানা, বাজার, মুক্ত শ্রম ও মুদ্রা-অর্থনীতি বিরাজ করে এবং যেখানে উৎপাদন করা হয়
বাজারে বিক্রি করে লাভ করার জন্য।
ব্যক্তিমালিকানা
ব্যক্তিগত সম্পত্তি বিভিন্ন সমাজে লক্ষ্য করা গেলেও ধনতান্ত্রিক সমাজে এটি অত্যন্ত শক্তিশালী
প্রতিষ্ঠানে পরিণত হয় [দেখুন ব্যক্তিগত সম্পত্তি] এবং আইনগত ভিত্তি লাভ করে এবং
বাজারের মাধ্যমে মুনাফা অর্জনের স্পৃহাকে বাড়িয়ে তোলে।
মুক্ত শ্রম
মুক্ত শ্রম বলতে বোঝায় শ্রমিকরা তাদের শ্রমশক্তি মুক্তভাবে বাজারে বিক্রি করতে পারে এবং
বাজারের নিয়ম অনুযায়ী মজুরী পেতে পারে। এর বিপরীতে সামন্তসমাজে শ্রমিকরা ছিল বদ্ধ।
তারা সামন্তপ্রভুর জমিতে বিনা মজুরীতে শ্রম দিতে বাধ্য ছিল এবং তাদের পক্ষে সামন্তপ্রভুর
ম্যানর ছেড়ে যাওয়ার বিধান ছিলনা।
বাজার

আমাদের জানা অধিকাংশ সমাজে কোন না কোনভাবে বাজার বিরাজ করে। কিন্তু ধনতন্ত্রে
প্রথম গোষ্ঠী, ধর্ম, রাষ্ট্র প্রভৃতির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে বাজার একটি স্বতন্ত্র এবং বিশ্বব্যাপী
প্রতিষ্ঠান হিসাবে বিকাশ লাভ করে।
মুদ্রা-অর্থনীতি
প্রাক-ধনতান্ত্রিক সমাজে মুদ্রা-অর্থনীতি দুর্বল থাকে। উৎপাদন প্রধানত: করা হয় গৃহস্থালীর
ভোগের জন্য। দ্রব্য বিনিময় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে থাকে। কিন্তু ধনতন্ত্রে
সমস্ত অর্থনৈতিক কর্মকান্ড মুদ্রা-ভিত্তিক।
ধনতন্ত্রের উৎপত্তি
সমাজবিজ্ঞানী ইম্যানুয়েল ওয়ালারস্টাইনের মতে ধনতন্ত্রের বিকাশ হয়েছিল ১৪৫০ থেকে
১৬৪০ পর্যন্ত ইটালীর সমুদ্র তীরবর্তী অঞ্চলে যা পরবর্তীকালে ইউরোপের অন্যান্য অঞ্চলে
ছড়িয়ে পড়েছিল।
ধনতন্ত্রের বিভিন্ন রূপ
ধনতন্ত্র অত্যন্ত গতিশীল অর্থনীতি এবং এই অর্থনীতির ৫০০ বছরের ইতিহাসে এর বিভিন্ন রূপ
লক্ষ্য করা যায়। এই শ্রেণীকরণ নিয়ে সমাজবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ রয়েছে। তা সত্তে¡ও
ধনতন্ত্রের বৈচিত্র্যকে অনুধাবন করার জন্য এর রূপগুলোর দিকে দৃষ্টিপাত করা প্রয়োজন।
বানিজ্যিক ধনতন্ত্র গবৎপধহঃরষব ঈধঢ়রঃধষরংস
বানিজ্যের মাধ্যমে যে ব্যবস্থায় মুনাফা করা হয় তাকে বাণিজ্যিক ধনতন্ত্র বলা হয়।
কৃষি ধনতন্ত্রঅমৎধৎরধহ ঈধঢ়রঃধষরংস
যখন বাজারে বিক্রি এবং মুনাফা অর্জনের জন্য ফসল উৎপাদন করা হয় তখন তাকে কৃষি
ধনতন্ত্র বলে। সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে কৃষিতে এই ধরনের ধনতন্ত্রের বিকাশ
লক্ষ্য করা যায়।
শিল্প-ধনতন্ত্র ওহফঁংঃৎরধষ ঈধঢ়রঃধষরংস

১৭৬০ এবং ১৮৩০ সালের মধ্যে ইংল্যান্ডে যে শিল্পবিপ্লব সূচিত হয়েছিল যার প্রতীক জেমস
ওয়াটের বাষ্প শক্তির আবিষ্কার তাকে কেন্দ্র করে ইংল্যান্ড এবং পরবর্তীকালে ইউরোপের
অন্যান্য দেশে গড়ে ওঠে শিল্পধনতন্ত্র। শিল্পধনতন্ত্রের মূল বৈশিষ্ট্য হচ্ছে যন্ত্র ও ফ্যাক্টরীকেন্দ্রিক
উৎপাদন।
আর্থিক ধনতন্ত্র ঋরহধহপরধষ ঈধঢ়রঃধষরংস
ব্যাংক, বীমা, শেয়ার বাজার এবং বড় বড় কোম্পানী গড়ে ওঠার পরিপ্রেক্ষিতে যে ধরনের
ধনতান্ত্রিক ব্যবস্থা গড়ে ওঠে তাকে আর্থিক ধনতন্ত্র বলে।
রাষ্ট্রীয় ধনতন্ত্র ঝঃধঃব ঈধঢ়রঃধষরংস
কোন কোন দেশে শিল্পকাঠামো গড়ে তুলতে রাষ্ট্রের সরাসরি সহযোগিতা প্রয়োজন হয়। রাষ্ট্র
ধনতন্ত্রের বিকাশে সরাসরি ভ‚মিকা গ্রহণ করে।একেই বলে রাষ্ট্রীয় ধনতন্ত্র।
সমাজতন্ত্র
বুর্জোয়া বা ধনতান্ত্রিক সমাজে গোষ্ঠী-দ্বন্দে¡র চরম পর্যায়ে সর্বহারা শ্রেণী ক্ষমতা দখল করার
পর যে অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাকে সমাজতান্ত্রিক অর্থনীতি বলা হয়। মার্কস্ বা
এঙ্গেলস সমাজতন্ত্রের কোন স্পষ্ট রূপরেখা প্রদান করেননি।এঙ্গেলস তাঁর বিবরণে দেখিয়েছেন
সর্বহারা শ্রেণী ক্ষমতা দখল করার পর বুঁর্জোয়াদের হাত থেকে ব্যক্তিগত সম্পত্তি মুক্ত করে
তাকে সামাজিক সম্পত্তিতে পরিণত করে। উৎপাদনশক্তি সামাজিক হওয়ায় ধনতান্ত্রিক
অর্থনীতির বিশৃংখলা দূর করা যায়। পরিকল্পনার ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়। ফলে
সামাজিক শ্রেণীর অস্তিত্ব লুপ্ত হয়। রাষ্ট্র তার অস্তিত্ব হারিয়ে ফেলে। মানুষ নিয়ন্ত্রণ করে
প্রকৃতিকে, অর্থনীতিকে। মানুষ পেয়ে যায় সত্যিকার স্বাধীনতা।
বাস্তব সমাজতন্ত্রে এই লক্ষ্য অর্জিত হয়নি। সোভিয়েত রাশিয়ায় অক্টোবর বিপ্লবের পর
অধিকাংশ ব্যক্তিগত সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে আসা হয়। কৃষি জমিকে নিয়ে আসা হয়
যৌথ বা রাষ্ট্রীয় খামারে। এই খামারগুলোতে কম-বেশি ৩ শতাংশ জমি ছিল ব্যক্তিমালিকানায়।
সমস্ত কলকারখানা ন্যস্ত করা হয় রাষ্ট্রীয় মালিকানায়।রাষ্ট্রের উপর প্রধান কর্তৃত্ব ছিল সোভিয়েত
ইউনিয়নের কম্যুনিস্ট পার্টির।গণমাধ্যমের কোন স্বাধীনতা ছিল না। বিরুদ্ধমত পোষণের সুযোগ
ছিল না। কেজিবি নামক গোপন পুলিশ সোভিয়েত রাশিয়ায় বিরুদ্ধমতকে স্তব্ধ করতে তৎপর
ছিল। সমস্ত ক্ষমতা পার্টি এবং রাষ্ট্রের হাতে কেন্দ্রীভ‚ত ছিল বলে সোভিয়েত রাষ্ট্রকে সর্বাত্মক
রাষ্ট্র বলেও অভিহিত করা হয়। ১৯৮৫ সাল থেকে মিখাইল গর্বাচেভ যে সংস্কার কর্মসূচী গ্রহণ
করেন তার ফলশ্রুতিতে আশির দশকের শেষে এবং নব্বই দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়ন
ও পূর্ব ইউরোপে সমাজতান্ত্রিক অর্থনীতি ভেঙ্গে পড়ে। এখনও চীন, উত্তর কোরিয়া, ভিয়েতনাম
এবং কিউবাতে সমাজতান্ত্রিক অর্থনীতি রয়েছে।তবে চীন এবং ভিয়েতনামে ধনতান্ত্রিক
অর্থনীতি দ্রুত অনুপ্রবেশ করছে।

সারাংশ
যে কোন সমাজের অর্থনীতির একটি সাধারণ রূপ থাকে। অর্থনৈতিক প্রতিষ্ঠান ও
প্রক্রিয়ার একটি সমনি¦ত রূপই হল ঐ সমাজের অর্থনৈতিক ব্যবস্থা। আধুনিক যুগে
ধনতন্ত্র ও সমাজতন্ত্র নামে দু'ধরনের অর্থনৈতিক ব্যবস্থা লক্ষ্যনীয়। ধনতন্ত্র বলতে এমন
একটি অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থাকে বোঝায় যেখানে ব্যক্তিমালিকানা, বাজার,
মুক্তশ্রম ও মুদ্রা-অর্থনীতি বিরাজ করে এবং যেখানে উৎপাদন করা হয় বাজারে বিক্রি
করে লাভ করার জন্য। ধনতন্ত্র অত্যন্ত গতিশীল ও গত ৫০০ বছরের ইতিহাসে এর
বিভিন্ন রূপ লক্ষ্যণীয়। যেমন, বানিজ্যিক ধনতন্ত্র, কৃষি ধনতন্ত্র, শিল্প -ধনতন্ত্র, আর্থিক
ধনতন্ত্র ও রাষ্ট্রীয় ধনতন্ত্র। এই ধনতান্ত্রিক বা বুর্জোয়া সমাজে শ্রেণী দ্বন্দে¡র চরম পর্যায়ে
সর্বহারা শ্রেণী ক্ষমতা দখল করার পর যে অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাকে
সমাজতান্ত্রিক অর্থনীতি বলে। মার্কস্ বা এঙ্গেলস সমাজতন্ত্রের কোন স্পষ্ট রূপরেখা
প্রদান করেন নি, তবে এঙ্গেলস তাঁর বিবরণে দেখিয়েছেন যে, সর্বহারা শ্রেণী ক্ষমতা
দখল করার পর ব্যক্তিগত সম্পত্তি লুপ্ত হয়। সামাজিক শ্রেণী এবং রাষ্ট্র হারিয়ে ফেলে
তার অস্তিত্ব। মানুষ পেয়ে যায় সত্যিকার স্বাধীনতা এবং নিয়ন্ত্রণ করে অর্থনীতিকে। তবে
বাস্তব সমাজতন্ত্রে এই লক্ষ্য অর্জিত হয়নি, অক্টোবর বিপ্লবের মধ্য দিয়ে সোভিয়েত
রাশিয়ায় ব্যক্তিগত সম্পত্তিকে নিয়ে আসা হয় রাষ্ট্রীয় মালিকানায়। কৃষি জমিকে নিয়ে
আসা হয় যৌথ বা রাষ্ট্রীয় খামারে। সমস্ত কলকারখানা ন্যস্ত হয় রাষ্ট্রীয় মালিকানায়।
রাষ্ট্রের উপর কর্তৃত্ব ছিল কম্যুনিস্ট পার্টির। সমস্ত ক্ষমতা পার্টি এবং রাষ্ট্রের হাতে
কেন্দ্রীভ‚ত থাকায় সোভিয়েত রাষ্ট্রকে সর্বাত্মক রাষ্ট্র বলেও অভিহিত করা হয়েছিল। কিন্তু
১৯৮৫ সালে সংস্কার কার্যসূচীর ফলশ্রুতিতে আশির দশকের শেষে ও নব্বই দশকের
শুরুতে ভেঙ্গে পড়ে সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো।
বর্তমানে চীন, উত্তর কোরিয়া, ভিয়েতনাম ও কিউবাতে সমাজতান্ত্রিক অর্থনীতি রয়েছে।
তবে চীন ও ভিয়েতনামে ধনতান্ত্রিক অর্থনীতি বেশ দ্রুত প্রবেশ করছে ।

পাঠোত্তর মূল্যায়ন
নৈর্ব্যক্তিক প্রশ্ন
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১. ব্যক্তি মালিকানা কোন অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য?
ক. সমাজতান্ত্রিক খ. ধনতান্ত্রিক
গ. উভয়ই ঘ. কোনটিই নয়
২. সমাজবিজ্ঞানী ইম্যানুয়েল ওয়ালারস্টইনের মতে ধনতন্ত্রের বিকাশ হয়েছিল কত বছর
আগে?
ক. ২০০ বছর খ. ৩০০ বছর
গ. ৪০০ বছর ঘ. ৫০০ বছর
৩. শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল কোথায়?
ক. ফ্রান্সে খ. ইটালীতে
গ. ইংল্যান্ডে ঘ. জার্মানীতে
৪. সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
ক. উৎপাদন শক্তি সামাজিক হওয়ায় ধনতান্ত্রিক অর্থনীতির বিশৃ´খলা দূর করা যায়
খ. পরিকল্পনার ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়
গ. সামাজিক শ্রেণীর অস্তিত্ব লুপ্ত হয় এবং মানুষ নিয়ন্ত্রণ করে অর্থনীতিকে
ঘ. উপরের সবগুলো
সংক্ষিপ্ত প্রশ্ন
১. ধনতন্ত্রের বিভিন্ন রূপগুলো কি কি ?
২. ধনতন্ত্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য উল্লেখ করুন।
রচনামূলক প্রশ্ন
১. অর্থনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায়? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে বিশদ
আলোচনা করুন।
২. সমাজতান্ত্রিক ব্যবস্থা কি? ভগ্ন সোভিয়েত রাশিয়ার প্রেক্ষাপটে তা আলোচনা করুন।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]