ভ‚মিকা
প্রতিটি সমাজে ধর্ম কম-বেশি ক্রিয়াশীল। ধর্ম মানুষের বিশ্বাসে, আবেগে ও আচরণে, মানুষের
পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে, আচার-অনুষ্ঠানে, বিশেষ বিশেষ প্রতিষ্ঠানের উপর প্রভাব সৃষ্টি
করে। আদিম মানুষের জীবন ছিল ধর্মের আচ্ছাদনে ঢাকা। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগুলো এখনও
সমাজ জীবনে প্রচন্ডভাবে প্রভাব সৃষ্টি করে আছে। ধর্মের ইতিবাচক ভ‚মিকার পাশাপাশি কিছু
নেতিবাচক দিকও আছে বলে সমাজবিজ্ঞানীরা মনে করেন।
সমাজ জীবনে ধর্মের ভ‚মিকাকে দু'টি পর্যায়ে দেখা যায়Ñ ব্যক্তি এবং সমাজ। ব্যক্তির পর্যায়ে
ধর্মের বেশ কয়েকটি গুরুত্বপুর্ণ ভ‚মিকা রয়েছে।
❏ ব্যক্তির জীবনে নানা শঙ্কা এবং দুঃশ্চিন্তা কাজ করেÑ দুর্ঘটনা, ব্যাধি, মৃত্যুর ভীতি মানুষকে
বিপন্ন করে রাখে। ধর্ম মানুষকে এই শঙ্কা এবং দুঃশ্চিন্তা থেকে মুক্তি দিতে সাহায্য করে।
অতিপ্রাকৃত শক্তির বিশ্বাস মানুষকে আশ্বস্ত করে, তাকে পরকালে ভিন্ন জীবনের আশ্বাস
দেয়।
❏ ধর্ম জগৎ এবং জীবনের একটি তাৎপর্যপূর্ণ সমগ্র হিসাবে তুলে ধরে। প্রকৃতি এবং প্রাণের
উৎস সম্পর্কে সামগ্রিক আখ্যান সৃষ্টি করে যা জগতের সব কিছুর অবস্থান এবং ভ‚মিকা
নির্দেশ করে। ধর্ম জবাব দেয় মানুষের পরম প্রশ্নেরÑ কেন সে বিশ্বে এল, কোথায় সে
যাবে।
❏ ধর্ম অনেক সময় ব্যক্তির মধ্যে অভ‚তপূর্ব আনন্দ এবং আত্ম-অতিক্রমণের অনুভ‚তি সৃষ্টি
করে। দৈনন্দিন জীবনে আবেগের প্রকাশ সীমাবদ্ধ। কিন্তু মানুষ যখন অতিপ্রাকৃতের সাথে
যুক্ত হয় তখন তার আবেগ হয়ে পড়ে বাঁধনহারা।
❏ সমাজের সংহতিতে ধর্ম গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। সমাজবিজ্ঞানী এমিল দুরক্যাঁ তাঁর
গুরুত্বপূর্ণ গবেষণায় দেখিয়েছিলেন ধর্মের আচার এবং অনুষ্ঠান কিভাবে সমাজে সংহতি
সৃষ্টি করে এবং টিকিয়ে রাখে। দুরক্যাঁ -এর যুক্তি ছিল ধর্ম ব্যতীত সমাজের অস্তিত্ব সম্ভব
নয়। কেননা অতিপ্রাকৃত উৎস না থাকলে মানুষ সমাজের নিয়ম-কানুন মেনে চলত না।
পাঠ-৪
সমাজ তার নিজস্ব প্রয়োজনে ধর্মকে সৃষ্টি করে। ধর্মের বৈধতার ভিত্তিতে সমাজ তার
নিয়মকে ব্যক্তির উপর চাপিয়ে দিতে পারে।
ওহ ধ মবহবৎধষ ধিু, রঃ পধহহড়ঃ নব ফড়ঁনঃবফ ঃযধঃ ধ ংড়পরবঃু যধং ধষষ ঃযধঃ রং হবপবংংধৎু
ঃড় ধধিশবহ রহ যঁসধহ সরহফং ঃযব ংবহংধঃরড়হ ড়ভ ঃযব ফরারহব, ংরসঢ়ষু নু ঃযব
রহভষঁবহপব যিরপয রঃ বীবৎঃং ড়াবৎ ঃযবস; ভড়ৎ ঃড় রঃং সবসনবৎং রঃ রং যিধঃ ধ মড়ফ রং ঃড়
যরং নবষরবাবৎং. অ মড়ফ, রহভধপঃ, রং ভরৎংঃ ধহফ ভড়ৎবসড়ংঃ ধ নবরহম যিড়স সবহ ঃযরহশ ড়ভ
ধং ংঁঢ়বৎরড়ৎ ঃড় ঃযবসংবষাবং রহ পবৎঃধরহ ধিুং, ধহফ ঁঢ়ড়হ যিড়স ঃযবু নবষরবাব ঃযধঃ
ঃযবু ফবঢ়বহফ. ডযবঃযবৎ রঃ নব ধ পড়হংপরড়ঁং ঢ়বৎংড়হধষরঃু, ংঁপয ধং তবঁং ড়ৎ ঔধযাবয,
ড়ৎ সবৎবষু ধনংঃৎধপঃ ভড়ৎপবং ংঁপয ধং ঃযড়ংব রহ ঢ়ষধু রহ ঃড়ঃবসরংস, ঃযব নবষরবাবৎ, রহ
নড়ঃয পধংবং, নবষরবাবং যরসংবষভ যবষফ ঃড় পবৎঃধরহ সধহহবৎং ড়ভ ধপঃরহম যিরপয ধৎব
রসঢ়ড়ংবফ ঁঢ়ড়হ যরস নু ঃযব হধঃঁৎব ড়ভ ঃযব ংধপৎবফ ঢ়ৎরহপরঢ়ষব রিঃয যিরপয যব ভববষং
যব রং রহ পড়সসঁহরড়হ ... ঘড়ি ঃযব সড়ফবং ড়ভ পড়হফঁপঃ ঃড় যিরপয ংড়পরবঃু রং ংঃৎড়হমষু
বহড়ঁময ধঃঃধপযবফ ঃড় রসঢ়ড়ংব ঃযবস ঁঢ়ড়হ রঃং সবসনবৎং, ধৎব, নু ঃযধঃ াবৎু ভধপঃ,
সধৎশবফ রিঃয ধ ফরংঃরহপঃরাব ংরমহ যিরপয বাড়শবং ৎবংঢ়বপঃ.
#NAME?
❏ ধর্ম সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। আদিম সমাজে ধর্ম সমস্ত সমাজ
জীবনকে ধরে রাখে।
মার্কিন যুক্তরাষ্ট্রের হোপি উপজাতি মনে করে বিশ্ব-ব্রহ্মান্ড এক জীবনসমগ্র যার প্রত্যেকটি
অংশ অন্যসব অংশের সাথে যুক্ত এবং অংশগুলো সমগ্রের মঙ্গলের জন্য কাজ করে। মানুষ
তার ইচ্ছা-শক্তির জন্য অন্য সব কিছু থেকে ভিন্ন এবং এও অতিপ্রাকৃত বিধান। মানুষ
তার প্রার্থনা, আচার ও শিল্প দ্বারা এই বিধানকে টিকিয়ে রাখে।
শুধু আদিম সমাজ নয়, বিশ্বের প্রধান ধর্মগুলো মানুষের জীবনে যথেষ্ট প্রভাব বিস্তার করে
আছে। নৃবিজ্ঞানী গীর্য়ট্জ দেখিয়েছেন ইন্দোনেশিয়ার ইসলামী আচার কিভাবে জন্ম থেকে মৃত্যু
পর্যন্ত মুসলমানদের জীবনকে স্পর্শ করে আছে।
ধর্ম সমাজের নৈতিক আদর্শ, কিছু কিছু আইন এবং বিশেষ ধরনের শিক্ষার ভিত্তি হিসাবে কাজ
করতে পারে। আমাদের দেশে উত্তরাধিকার আইন, মাদ্রাসাশিক্ষা এর উদাহরণ।
ধর্ম সামাজিক নিয়ন্ত্রণের বাহন হিসাবে ও গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। পাপের ভয় এবং পাপের
প্রতি ঘৃণা থেকে মানুষ অনেক কাজ করতে বিরত থাকে। খাবার, পোষাক থেকে শুরু করে
জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষ কিছু কিছু ধর্মীয় বিধি-নিষেধ মেনে চলে। ধর্ম অনেক কাজকে
ভাল-মন্দ হিসাবে চিহ্নিত করে মন্দ কাজ থেকে বিরত থাকতে অনুপ্রেরণা যোগায়। এভাবে
ধর্ম সামাজিক বিচ্যূতিকে বাধা দেয়।
ধর্মের কিছু নেতিবাচক ভ‚মিকাও সমাজবিজ্ঞানীরা লক্ষ্য করেছেন।
❐ কোন কোন ধর্ম অনেক সময় মানুষের মধ্যে নিয়তিবাদ সৃষ্টি করে এবং তাকে কর্মবিমুখ
করে তোলে। নিয়তিবাদ মানুষকে শোষণ, অত্যাচার ও অনুন্নত অবস্থাকে স্বাভাবিকভাবে
গ্রহণ করতে সাহায্য করে।
ওহ গধৎী'ং ড়িৎফং, দৎবষরমরড়হ রং ঃযব ংরময ড়ভ ড়হব ড়ঢ়ঢ়ৎবংংবফ পৎবধঃঁৎব, ঃযব ংবহঃরসবহঃ
ড়ভ ধ যবধৎঃষবংং ড়িৎষফ ধহফ ঃযব ংড়ঁষ ড়ভ ংড়ঁষষবংং পড়হফরঃরড়হং. ওঃ রং ঃযব ড়ঢ়রঁস ড়ভ ঃযব
ঢ়বড়ঢ়ষব'.
জবষরমরড়হ ধপঃং ধং ধহ ড়ঢ়রধঃব ঃড় ফঁষষ ঃযব ঢ়ধরহ ঢ়ৎড়ফঁপবফ নু ড়ঢ়ঢ়ৎবংংরড়হ. ওঃ ফড়বং
হড়ঃযরহম ঃড় ংড়ষাব ঃযব ঢ়ৎড়নষবস, রঃ রং ংরসঢ়ষবু ধ সরংমঁরফবফ ধঃঃবসঢ়ঃ ঃড় সধশব ষরভব
সড়ৎব নবধৎধনষব. অং ংঁপয, ৎবষরমরড়হ সবৎবষু ংঃঁঢ়বভরবং রঃং ধফযবৎবহঃং ৎধঃযবৎ ঃযধহ
নৎরহমরহম ঃযবস ঃযব যধঢ়ঢ়রহবং ধহফ ভঁষভরষসবহঃ. ওহ খবহরহ'ং ড়িৎফং, দজবষরমরড়হ রং ধ
শরহফ ড়ভ ংঢ়রৎরঃঁধষ মরহ রহ যিরপয ঃযব ংষধাবং ড়ভ পধঢ়রঃধষ ফৎড়হি ঃযবরৎ যঁসধহ ংযধঢ়ব
ধহফ ঃযবরৎ পষধরসং ঃড় ধহু ফবপবহঃ ষরভব.' ঋৎড়স ধ গধৎীরধহ ঢ়বৎংঢ়বপঃরাব, সড়ংঃ
ৎবষরমরড়হং সড়াবসবহঃং ড়ৎরমরহধঃব রহ ড়ঢ়ঢ়ৎবংংবফ পষধংংবং. ঞযবরৎ ংড়পরধষ পড়হফরঃরড়হং
ঢ়ৎড়ারফব ঃযব সড়ংঃ ভবৎঃরষব মৎড়ঁহফ ভড়ৎ ঃযব মৎড়ঃিয ড়ভ হবি ৎবষরমরড়হং.ঞযঁং ঊহমবষং
ধৎমঁবং ঃযধঃ, 'ঈযৎরংঃরধৎহরঃু ধিং ড়ৎরমরহধষষু ধ সড়াবসবহঃ ড়ভ ড়ঢ়ঢ়ৎবংংবফ ঢ়বড়ঢ়ষব; রঃ
ভরৎংঃ ধঢ়ঢ়বধৎবফ ধং ঃযব ৎবষরমরড়হ ড়ভ ংষধাবং ধহফ বসধহপরঢ়ধঃবফ ংষধাবং, ড়ভ ঢ়ড়ড়ৎ ঢ়বড়ঢ়ষব
ফবঢ়ৎরাবফ ড়ভ ধষষ ৎরমযঃং, ড়ৎ ঢ়বড়ঢ়ষবং ংঁনলঁমধঃবফ ড়ৎ ফরংঢ়বৎংবফ নু জড়সব.'
#NAME?
❐ ম্যাক্স ভেবারের মতে কোন কোন ধর্ম পরলৌকিক মুক্তির উপর অতিরিক্ত জোর দিয়ে
জাগতিক জীবনে যুক্তিবদ্ধতায় বাধা প্রদান করে।
❐ ধর্ম বিজ্ঞানের বিকাশে অনেক ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। ইউরোপে আধুনিক যুগের
শুরুতে ক্যাথলিক ধর্ম ও বিজ্ঞানের মধ্যে যথেষ্ট দ্বন্দ¡ ছিল। অবশ্য বিজ্ঞান ক্যাথলিক ধর্মের
বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে পেরেছিল।
সারাংশ
ধর্ম মানুষের বিশ্বাসে, আবেগে ও আচরণে, মানুষের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে,
আচার-অনুষ্ঠানে, এমনকি বিশেষ প্রতিষ্ঠানের উপরও প্রভাব বিস্তার সৃষ্টি করে। সমাজ
জীবনে ব্যক্তি ও সমাজ এ দু'টি পর্যায়ে ধর্মের ভ‚মিকা লক্ষ্যণীয়। ধর্ম মানুষকে শঙ্কা ও
দুঃশ্চিন্তা থেকে মুক্তি দেয়, জগৎ এবং জীবনকে একটি তাৎপর্যমন্ডিত সমগ্র হিসাবে তুলে
ধরে এবং ব্যক্তির মধ্যে অনেক সময় অভ‚তপূর্ব আনন্দ এবং আত্ম-অতিক্রমনের অনুভ‚তি
সৃষ্টি করে। এছাড়া সমাজের সংহতিতে ধর্মের গুরুত্বপূর্ণ ভ‚মিকা বিদ্যমান যা সমাজবিজ্ঞানী
দুরক্যাঁ দেখিয়েছেন।
ধর্ম সামাজিকীকরণের ক্ষেত্রে এবং সমাজ নিয়ন্ত্রণের বাহন হিসাবেও বিশেষ ভ‚মিকা
রাখে। ধর্ম অনেক কাজকে ভাল-মন্দ হিসাবে চিহ্নিত করে মন্দ কাজ হতে বিরত থাকতে
অনুপ্রেরণা যোগায়। ধর্মের কিছু নেতিবাচক ভ‚মিকাও লক্ষ্যণীয়। অনেক সময় মানুষের
মধ্যে নিয়তিবাদ ও কর্মবিমুখতা ধর্মের কারণে সৃষ্টি হয়ে থাকে। তাছাড়া বিজ্ঞানের
বিকাশে বাধা হয়েও দাঁড়াতে পারে। যেমনটি লক্ষ্যণীয় ছিল আধুনিক যুগের শুরুতে
ক্যাথলিক ধর্মের ভ‚মিকায়।
পাঠোত্তর মূল্যায়ন
নৈর্ব্যক্তিক প্রশ্ন
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১. সমাজ জীবনে ধর্মের ভ‚মিকা কয়টি পর্যায়ে লক্ষণীয়?
ক. ৩টি খ. ২টি
গ. ১টি ঘ. ৪টি
২. নিচের কোন উপজাতির মতেÑ “বিশ্ব-ব্রহ্মান্ড এক জীবন্ত সমগ্র যার প্রত্যেকটি অংশ অন্য
সব অংশের সাথে যুক্ত এবং অংশগুলো সমগ্রের মঙ্গলের জন্য কাজ করে।”
ক. রেড ইন্ডিয়ান খ. হোপি
গ. উভয়ই ঘ. কোনটিই নয়
৩. ধর্ম সমাজের নৈতিক আদর্শ, কিছু কিছু আইন এবং বিশেষ ধরনের শিক্ষার ভিত্তি হিসাবে
কাজ করতে পারে। বাংলাদেশে এর উদাহরণ হচ্ছেÑ
ক. উত্তরাধিকার আইন খ. মাদ্রাসা শিক্ষা
গ. উভয়ই ঘ. কোনটিই নয়
৪. ‘ধর্ম বিজ্ঞানের বিকাশে বাধা হয়ে দাঁড়াতে পারে'Ñ এ উক্তিটির উপযুক্ত দৃষ্টান্ত কোনটির
ক্ষেত্রে প্রযোজ্য?
ক. প্রোটেস্ট্যান্ট ধর্ম ও বিজ্ঞান খ. ক্যাথলিক ধর্ম ও বিজ্ঞান
গ. উভয়ই ঘ. কোনটিই নয়
সংক্ষিপ্ত প্রশ্ন
১. ব্যক্তি জীবনে ধর্মের ভ‚মিকা কি ?
২. ধর্মের নেতিবাচক ভ‚মিকাগুলো উল্লেখ করুন।
রচনামূলক প্রশ্নাবলী
১. সমাজ জীবনে ধর্মের ভ‚মিকা আলোচনা করুন।
২. “সামাজিকীকরণের ক্ষেত্রে ও সমাজ নিয়ন্ত্রণের বাহন হিসাবে ধর্মের গুরুত্বপূর্ণ ভ‚মিকা
থাকলেও, সমাজবিজ্ঞানীরা এর কিছু নেতিবাচক ভ‚মিকাও লক্ষ্য করেছেন।”- ব্যাখ্যা
করুন।
FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত