শ্রেণী বলতে কি বোঝেন? শ্রেণী ব্যবস্থার বৈশিষ্ট্যসহ পাশ্চাত্য সমাজে শ্রেণীর ধরন
বিশ্লেষণ করুন।


ভ‚মিকা
আদিম থেকে আধুনিক সমাজ পর্যন্ত সব সমাজেই স্তরবিন্যাসের বিভিন্ন রূপ দেখা যায়। এই
রূপগুলোর মধ্যে চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো সমাজবিজ্ঞানী, নৃবিজ্ঞানী এবং
ঐতিহাসিকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। স্তরবিন্যাসের এই চারটি ধরন হচ্ছে জাত-বর্ণ
প্রথা ঈধংঃব ঝুংঃবস, দাস প্রথা ঝষধাবৎু, এস্টেট ব্যবস্থা ঊংঃধঃব ঝুংঃবস এবং শ্রেণী
ঈষধংং।
জাত-বর্ণপ্রথা ঈধংঃব ঝুংঃবস
ভারত ও হিন্দুধর্মে বিদ্যমান জাত-বর্ণপ্রথা হচ্ছে স্তরবিন্যাসের একটি প্রাচীন ধরন। এর উৎপত্তি
অস্পষ্ট হলেও প্রায় তিন হাজার বছরের পুরনো। জাত-বর্ণ প্রথা ক্রমোচ্চশীলতায় সজ্জিত ও
দৃঢ় ভাবে আবদ্ধ। এর বৈশিষ্ট্য হচ্ছে :
❐ প্রত্যেকটি জাত-বর্ণ অর্ন্তবিবাহ গোষ্ঠী ঊহফড়মধসড়ঁং যেখানে সদস্যরা একই জাত-বর্ণে
বিয়ে করে থাকে।
❐ প্রত্যেকটি জাত-বর্ণে সদস্যপদ আরোপিত অংপৎরনবফ হয় উত্তরাধিকার সূত্রে। এক জাতবর্ণের সাথে অন্য জাত-বর্ণের যোগাযোগ খুবই সীমাবদ্ধ।
❐ বাস্তব ক্ষেত্রে ঘটলেও, তত্ত¡গতভাবে বর্ণ মর্যাদার পরিবর্তন বা গতিশীলতা অসম্ভব।
❐ জাত-বর্ণের মূলনীতি হল ধর্মীয়। সদস্যদের ধর্মীয় আচার-অনুষ্ঠানের পরিশুদ্ধতা চঁৎরঃু
এবং তাদের দূষণ ভিত্তিতে বর্ণের কার্যক্রম পরিচালিত হয়।
জাত-বর্ণ প্রথার পাঁচটি ভাগ রয়েছে: ৪টি জাত-বর্ণ ও একটি বহি:বর্ণ ঙঁঃ ঈধংঃব যাদের
হরিজন ঐধৎরলধহং অথবা দালিত উধষরঃ বলে। জাত-বর্ণ চারটি হল:
❐ ব্রাহ্মণ -এরা সবচেয়ে পরিশুদ্ধ বর্ণ, যারা ধর্ম চর্চা ও ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করে থাকে
❐ ক্ষত্রিয় -এরা যোদ্ধা এবং শাসক
❐ বৈশ্য -এরা ব্যবসায়ী

❐ শুদ্র -এরা কৃষক ও কারিগর
দাস প্রথা ঝষধাবৎু
একজন ব্যক্তি দ্বারা কোন ব্যক্তি বা গোষ্ঠীর উপর বল প্রয়োগের মাধ্যমে আধিপত্য বিস্তারই হল
দাস প্রথা। দাসের কোন ব্যক্তিগত অধিকার থাকে না এবং জন্ম, বিক্রয় বা দখলের ক্ষেত্রে সে
অন্যের সম্পত্তিতে পরিণত হয়।
দাস প্রথার কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে (গিডেন্স, ১৯৯২)।
❐ একজন দাসপ্রভু দাসের উপর যে কোন ধরনের হিংস্রতা প্রয়োগ করতে পারে।
❐ দাসের জন্মগতভাবে কোন অধিকার না থাকায় সে সবচেয়ে বেশি মাত্রায় বিচ্ছিন্নতার
শিকার হয়।
❐ দাসের কোন মর্যাদা ঝঃধঃঁং বা সম্মান ঐড়হড়ঁৎ থাকে না।
প্রাচীন গ্রীস ও রোমে দাস প্রথা বিস্তার লাভ করেছিল এবং মার্কস্ -এর মতে ঐ সমাজগুলোতে
দাস উৎপাদন পদ্ধতি ঝষধাব গড়ফব ড়ভ চৎড়ফঁপঃরড়হ ছিল। ঔপনিবেশিকতার একটি গুরুত্বপূর্ণ
ও বর্বর দিক হচ্ছে দাস ব্যবসা ংষধাব ঞৎধফব। এই সব দাসদের উৎপাদন কর্মকান্ডে ব্যবহার
করা হত। গৃহযুদ্ধের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তুলা উৎপাদনে ব্যাপক ভাবে দাস
শ্রম ব্যবহার হত।
এস্টেট ঊংঃধঃবং
এস্টেট ব্যবস্থা সাধারণত: ইউরোপীয় সামন্তবাদের সাথে সম্পর্কিত ছিল। প্রতিটি এস্টেট
আইনগত বৈধ অধিকার ও কর্তব্যের ভিত্তিতে স্বতন্ত্র ছিল এবং তাদের ভিতর সম্পর্ক ছিল
ক্রমোচ্চ।
এস্টেট ব্যবস্থার সর্বোচ্চ শিখরে যাজকরা ঈষবৎমু অবস্থান করতো যাদের কাজ ছিল প্রার্থনা
করা। এর নিচে ছিল অভিজাত সম্প্রদায় ঘড়নরষরঃু বা অৎরংঃড়পৎধপু এবং যুদ্ধ করাই ছিল
তাদের মূল কাজ। তৃতীয় এস্টেট সাধারণদের ঈড়সসড়হবৎং নিয়ে গঠিত ছিল। এ ক্ষেত্রে
উঠতি বুর্জোয়াদের ইড়ঁৎমবড়রংরব কথা উল্লেখযোগ্য।
ব্যাখ্যা
সমাজবিজ্ঞানের কিছু পাঠ্য বই-এ অভিজাত সম্প্রদায় ঘড়নরষরঃু-কে এস্টেট ব্যবস্থার শীর্ষে
দেখানো হয়। সাম্প্রতিক গবেষণার দেখা যায় যাজক শ্রেণী ছিল বাস্তবে এস্টেট ব্যবস্থার
শীর্ষে।
শ্রেণী ঈষধংং
আধুনিক সমাজের স্তরবিন্যাসকে শ্রেণী ব্যবস্থা বলে অভিহিত করা হয়। গিডেন্স অহঃযড়হু
এরফফবহ্র (১৯৯২) শ্রেণী বলতে একটি বৃহৎ জনগোষ্ঠীকে নির্দেশ করেন যাদের একই ধরনের
অর্থনৈতিক সম্পদ এবং একই জীবন-ধারণ প্রণালী রয়েছে। সম্পদ ডবধষঃয, শিক্ষা
ঊফঁপধঃরড়হ এবং পেশা ঙপপঁঢ়ধঃরড়হ -এগুলো হল শ্রেণীর প্রধান নির্দেশক।
শ্রেণী ব্যবস্থার বৈশিষ্ট্যাবলী

❐ শ্রেণী ব্যবস্থা একটি উন্মুক্ত ঙঢ়বহ ব্যবস্থা। উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পদ বা ব্যক্তিগত
সামর্থ্য দ্বারা শ্রেণীগত অবস্থান নির্ধারিত হয়।
❐ সামাজিক গোষ্ঠীর মধ্যে অর্থনৈতিক অসমতাই হল শ্রেণী ব্যবস্থার প্রাথমিক ভিত্তি।
❐ শ্রেণী ব্যবস্থায় সামাজিক গতিশীলতার সর্বোচ্চ পরিমাণ লক্ষ্য করা যায়। শ্রেণী গন্ডি বা
পরিধি সর্বদা নির্দিষ্ট নয়।
যুক্তরাজ্যে ১৯২১ সালের সেন্সাস ঈবহংঁং থেকে শুরু করে হতে এখনও রেজিষ্টার জেনারেল
দ্বারা পেশাগত বৈচিত্র্যের ভিত্তিতে ‘শ্রেণী' ভাগ করা হয়।
❐ শ্রেণী -১ ঃ উচ্চ পেশাগত ও প্রশাসনিক পেশা। যেমন ডাক্তার, বিশ্ববিদ্যালয়ের
প্রভাষক।
❐ শ্রেণী -২ ঃ শিল্পে চাকুরীদাতা, খুচরা ব্যবসায়ী, নিæ পেশায় অফিস ম্যানেজার।
❐ শ্রেণী -৩ ঃ কায়িক পরিশ্রমবিহীন দক্ষ পেশা- ক্যাশিয়ার।
❐ শ্রেণী -৩ ঃ কায়িক পরিশ্রম পেশা-মেশিন লেটার, ফিটার, খনি-শ্রমিক।
❐ শ্রেণী -৪ ঃ আংশিক দক্ষ পেশা-মেশিন টুল অপারেটর, পোষ্টাল বা ডাক কর্মী।
❐ শ্রেণী -৫ ঃ অদক্ষ পেশা- বার্তা বাহক, পিয়ন।
সারাংশ
আদিম সমাজ থেকে বর্তমান সমাজ পর্যন্ত সব সমাজেই স্তরবিন্যাসের বিভিন্ন রূপ
লক্ষ্যণীয়। সমাজবিজ্ঞানী, নৃবিজ্ঞানী এবং ঐতিহাসিকদের দৃষ্টি আকর্ষণ করেছে এমন
চারটি গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে জাত-বর্ণ প্রথা, দাস প্রথা, এস্টেট ব্যবস্থা ও শ্রেণী। ভারত ও
হিন্দু ধর্মে বিদ্যমান জাত-বর্ণ প্রথা হচ্ছে স্তরবিন্যাসের একটি প্রাচীন ধরন যা
ক্রমোচ্চশীলতায় সজ্জিত ও দৃঢ়ভাবে আবদ্ধ। প্রত্যেকটি জাত-বর্ণ আন্ত:বিবাহ গোষ্ঠী।
এখানে সদস্যপদ আরোপিত হয় উত্তরাধিকার সূত্রে। জাত-বর্ণের মূলনীতি হল ধর্মীয়।
সদস্যদের ধর্মীয় আচার-অনুষ্ঠানের পরিশুদ্ধতা এবং তাদের দূষণের ভিত্তিতে বর্ণের
কার্যক্রম পরিচালিত হয়। এখানে চারটি জাত-বর্ণ ও একটি বহি:বর্ণ মিলে রয়েছে
পাঁচটি ভাগ। জাত-বর্ণ চারটি হল - ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শুদ্র।
একজন ব্যক্তি দ্বারা কোন ব্যক্তি বা গোষ্ঠীর উপর বল প্রয়োগের মাধ্যমে আধিপত্য
বিস্তারই হল দাস প্রথা। এক্ষেত্রে দাসের কোন ব্যক্তিগত অধিকার থাকে না এবং সে
অন্যের সম্পত্তিতে পরিণত হয়। দাসপ্রভ‚ দাসের উপর যে কোন ধরনের হিংস্রতা প্রয়োগ
করতে পারে। জন্মগতভাবে কোন অধিকার না থাকায় সে সর্বোচ্চ মাত্রায় বিচ্ছিন্নতার
শিকার হয়। প্রাচীন গ্রীস ও রোমে দাস প্রথা বিস্তার লাভ করেছিল। ঔপনিবেশিকতার
একটি গুরুত্বপূর্ণ ও বর্বর দিক হচ্ছে দাস প্রথা। এই সব দাসদের অনেক সময়ে উৎপাদন
কর্মকান্ডে ব্যবহার করা হত।
সাধারণত: ইউরোপীয় সামন্তবাদের সাথে এস্টেট ব্যবস্থা সম্পর্কিত ছিল। আইনগত বৈধ
অধিকার ও কর্তব্যর ভিত্তিতে এস্টেট ব্যবস্থা ছিল স্বতন্ত্র।এ ব্যবস্থার সর্বোচ্চ শিখরে
যাজকরা, তার নিচে অভিজাত সম্প্রদায় এবং তারও নিচে সাধারণরা অবস্থান করতো।
আধুনিক সমাজের স্তরবিন্যাসকে শ্রেণী ব্যবস্থা বলে অভিহিত করা হয়। এটি এমন একটি
বৃহৎ জনগোষ্ঠী যাদের একই ধরনের অর্থনৈতিক সম্পদ ও একই ধরনের জীবন-প্রণালী
রয়েছে। শ্রেণী ব্যবস্থা একটি উন্মুক্ত ব্যবস্থা সেখানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ বা
ব্যক্তিগত সামর্থ্য দ্বারা শ্রেণীগত অবস্থান নির্ধারিত হয়। সামাজিক গোষ্ঠীর মধ্যে
অর্থনৈতিক অসমতাই হল শ্রেণী ব্যবস্থার প্রাথমিক ভিত্তি। এক্ষেত্রে সামাজিক
গতিশীলতার সর্বোচ্চ মাত্রা লক্ষ্যণীয়।
নৈর্ব্যক্তিক প্রশ্ন
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১. সামাজিক স্তরবিন্যাসের ধরন কয়টি?
ক. ২ টি খ. ৩ টি
গ. ৪ টি ঘ. ৫ টি
২. হিন্দু ধর্মে বিদ্যমান স্তরবিন্যাসের একটি প্রাচীন ধরন নিচের কোনটি?
ক. শ্রেণী ব্যবস্থা খ. এস্টেট ব্যবস্থা
গ. দাস ব্যবস্থা ঘ. জাত-বর্ণ প্রথা
৩. দাস প্রথা বিস্তার লাভ করেছিল কোথায়?
ক. প্রাচীন গ্রীসে খ. প্রাচীন রোমে
গ. প্রাচীন ভারতে ঘ. ক ও খ উভয়ই
৪. এস্টেট ব্যবস্থার সর্বোচ্চ শিখরে কারা অবস্থান করতো?
ক. যাজক খ. অভিজাত সম্প্রদায়
গ. সাধারণ ঘ. উপরের কোনটিই নয়
৫. সামাজিক গোষ্ঠীর মধ্যে অর্থনৈতিক অসমতা নিচের কোন ধরনটির প্রাথমিক ভিত্তি?
ক. এস্টেট ব্যবস্থা খ. দাস ব্যবস্থা
গ. জাত-বর্ণ প্রথা ঘ. শ্রেণী ব্যবস্থা
সংক্ষিপ্ত প্রশ্ন
১. দাসপ্রথার সাধারণ বৈশিষ্ট্যগুলো উল্লেখ করুন ?
২. জাত-বর্ণ প্রথা কি ?
রচনামূলক প্রশ্ন
১. সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন ধরনগুলো আলোচনা করুন।
২. শ্রেণী বলতে কি বোঝেন? শ্রেণী ব্যবস্থার বৈশিষ্ট্যসহ পাশ্চাত্য সমাজে শ্রেণীর ধরন
বিশ্লেষণ করুন।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]