সামাজিক দল, মূল্যবোধ ও শ্রেয়োবোধ বলতে কি বোঝেন ? সংক্ষেপে আলোচনা করুন।


● সংঘ, প্রতিষ্ঠান, সামাজিক দল, শ্রেয়োবোধ ও মূল্যবোধ সম্পর্কে ধারণা
ভ‚মিকা
প্রত্যেকটি বিজ্ঞানেরই নিজস্ব কিছু প্রত্যয় রয়েছে যা ঐ বিজ্ঞানকে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে
প্রতিষ্ঠিত করতে সাহায্য করে থাকে। ঠিক একইভাবে, সমাজবিজ্ঞান অধ্যয়নে আমরা প্রায়ই
যে সকল প্রত্যয় ব্যবহার করি তাদের মধ্যে অন্যতম হল সমাজ, সম্প্রদায়, সংঘ, প্রতিষ্ঠান,
দল, মূল্যবোধ ও শ্রেয়োবোধ। সমাজবিজ্ঞানে এ প্রত্যয়গুলোর প্রত্যেকটিরই সুনির্দিষ্ট অর্থ
রয়েছে যার ফলে সমাজবিজ্ঞানকে বোঝা হয়েছে সহজতর। নিচে প্রত্যয়গুলো আলোচনা করা
হলো।
সমাজ ঝড়পরবঃু
আমাদের দৈনন্দিন আলাপচারিতায় প্রায়ই ‘সমাজ' কথাটি ব্যবহার করি বিভিন্নার্থে। কিন্তু
সমাজবিজ্ঞানীরা এ প্রত্যয়টি ব্যবহার করেন খুব নির্দিষ্ট অর্থে যেখানে সমাজ হচ্ছে অপেক্ষাকৃত
স্বাধীন জনসমষ্টি যারা একই ভ‚খন্ডে, একই সংস্কৃতির মধ্যে থেকে একে অপরের সাথে
সামাজিক মিথস্ক্রিয়ায় অংশগ্রহণ করে। সমাজের চারটি বৈশিষ্ট্য রয়েছে।
❐ একটি সমাজ খুব ক্ষুদ্রকায় বা বৃহদাকার হতে পারে। উদাহরণ: আফ্রিকার বুশমেন বা
পিগমি সমাজ, বাংলাদেশ, এশীয় সমাজ, বৈশ্বিক সমাজ।
❐ সমাজকে স্বনির্ভর হতে হবে অর্থাৎ এক সমাজ অন্য সমাজের সাহায্য ছাড়া টিকে থাকতে
পারবে।

❐ সমাজের সদস্যরা একই সংস্কৃতির অনুসারী যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রসারিত
হয়। তাদের থাকে একই ভাষা, একই ঐতিহ্যের চেতনা, শ্রেয়োবোধ ও বিশ্বাস।
❐ সমাজের সদস্যরা একে অপরের সাথে দীর্ঘস্থায়ী সামাজিক মিথস্ক্রিয়ায় অংশগ্রহণ করে।
সময়ের পরিবর্তনে সমাজের সংজ্ঞাদানে সমস্যা লক্ষ্য করা যায়। সমাজবিজ্ঞানীরা সমাজকে
বিভিন্নভাবে শ্রেণীকরণ করলেও অধিকতর ব্যবহার্য শ্রেণীকরণটি হচ্ছে শিকার-সংগ্রহ সমাজ,
উদ্যানচাষ সমাজ, কৃষি সমাজ, শিল্পসমাজ এবং উত্তর-শিল্প বা উত্তর-আধুনিক সমাজ।
সম্প্রদায় ঈড়সসঁহরঃু
‘সম্প্রদায়' প্রত্যয়টি বেশ বিতর্কমূলক। হিলারী ঐরষষবৎু ১৯৫৫ সালে ৯৪টি সম্প্রদায়ের সংজ্ঞা
খুঁজে পেয়েছিলেন। কিন্তু সংজ্ঞাগুলোর মধ্যে মিল ছিল সামান্য। তা সত্তে¡ও এর তিন ধরনের
সংজ্ঞা রয়েছে।
❐ জনপদ হিসাবে সম্প্রদায় ঃ সাধারণ অর্থে কোন ভৌগলিক সীমারেখায় বসবাসকারী
একটি জনসমষ্টিকে সম্প্রদায় বলে। এটি সামাজিক সম্পর্ক ও মিথস্ক্রিয়ার উপর দৃষ্টিপাত
করে না বলে এই সংজ্ঞা সমাজবিজ্ঞানে যথার্থ নয়।
❐ স্থানীয় সমাজ ব্যবস্থা হিসাবে সম্প্রদায় ঃ প্রায়ই সম্প্রদায়কে সুনির্দিষ্ট সম্পর্কের গভীরতার
উপর ভিত্তি করে চিহ্নিত করা হয়। গ্রাম সম্প্রদায়ে বাসিন্দাদের মধ্যে গভীর মুখোমুখি
সম্পর্কের বন্ধন বিরাজ করে।
❐ গোষ্ঠীগত চৈতন্যের আঁধার হিসাবে সম্প্রদায়।
❐ সর্বসম্মতভাবে সম্প্রদায়কে নি¤েœাক্ত আলোকে দেখা যায়।
১. সম্প্রদায় বলতে বোঝায় স্থানীয় এলাকায় বসবাসরত মানুষ যাদের মধ্যে ঘনিষ্ট
পরিচয় এবং সম্পর্ক রয়েছে। একটি পাড়া হচ্ছে সম্প্রদায়ের সবচেয়ে ছোট রূপ।
ছোট শহর এর সবচেয়ে বড় আকার।
২. স্থানীয় সম্প্রদায় বড় সমাজেরই একটি ছোট রূপ, কেননা সমাজের বেশ কিছু
গুরুত্বপূর্ণ কাজ সম্প্রদায়কে করতে হয়।
৩. সম্প্রদায়ের রয়েছে সাধারণ সংঘবদ্ধতা ও আত্মপরিচয় বা সম্প্রদায়ের চেতনা।

সংঘ অংংড়পরধঃরড়হ
সংঘ হচ্ছে এমন একটি দল যা সৃষ্টি হয় এক বা একাধিক স্বার্থ অনুসরণ করার জন্য। এর
সদস্যপদ ঐচ্ছিক। এর বিপরীতে রয়েছে পরিবার, জ্ঞাতি-গোষ্ঠী, বয়:গোষ্ঠী প্রভৃতি দল।
সমাজবিজ্ঞানে সংঘ শব্দটি এখন আর ব্যবহৃত হয় না। এর বদলে সমাজবিজ্ঞানে প্রতিষ্ঠান
ওহংঃরঃঁঃরড়হ প্রত্যয়টি ব্যবহৃত হয়।
প্রতিষ্ঠান ওহংঃরঃঁঃরড়হ
রিচার্ড জেলিস এবং এ্যান লেভিনের মতে সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে শ্রেয়োবোধ, মূল্যবোধ,
অবস্থান, ভ‚মিকা, গোষ্ঠী এবং প্রতিষ্ঠানের তুলনামূলক স্থায়ী রূপ যা সমাজ জীবনের কোন
বিশেষ এলাকায় আচরণের একটি কাঠামো নির্মাণ করে।

ঝড়পরধষ রহংঃরঃঁঃরড়হং ধৎব ৎবষধঃরাবষু ংঃধনষব ংবঃং ড়ভ হড়ৎসং ধহফ াধষঁবং, ংঃধঃঁংবং ধহফ
ৎড়ষবং ধহফ মৎড়ঁঢ়ং ধহফ ড়ৎমধহরুধঃরড়হং ঃযধঃ ঢ়ৎড়ারফব ধ ংঃৎঁপঃঁৎব ভড়ৎ নবযধারড়ঁৎ রহ ধ
ঢ়ধৎঃরপঁষধৎ ধৎবধ ড়ভ ংড়পরধষ ষরভব.
আধুনিক সমাজে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে পরিবার, শিক্ষা, ধর্ম, রাজনীতি এবং
অর্থনীতি। সমাজের প্রতিষ্ঠানগুলো পরস্পর সংযুক্ত। দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ সব
কাজকর্মকে বিন্যস্ত বা রূপ দান করে এই প্রতিষ্ঠানগুলো। প্রতিষ্ঠান সমাজকে স্থিতিশীলতা দান
করে। এর অর্থ এই নয় যে, প্রতিষ্ঠান পরিবর্তনশীল নয়। প্রতিষ্ঠানের মধ্যেও পরিবর্তন লক্ষ্য
করা যায়।
সামাজিক দল ঝড়পরধষ মৎড়ঁঢ়
ঙীভড়ৎফ ঈড়হপরংব উরপঃরড়হধৎু ড়ভ ঝড়পরড়ষড়মু অনুযায়ী সামাজিক দল হচ্ছে এমন “কিছু
ব্যক্তিবর্গ যাদের একই গোষ্ঠীতে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক সদস্যপদ রয়েছে এবং যারা
একাত্মতা বোধ করে বা যাদের মধ্যে মিথস্ক্রিয়ার স্থিতিশীল ছক বিরাজ করে।”
"অ হঁসনবৎ ড়ভ রহফরারফঁধষং, ফবভরহবফ নু ভড়ৎসধষ ড়ৎ রহভড়ৎসধষ পৎরঃবৎরধ ড়ভ সবসনবৎংযরঢ়, যিড় ংযধৎব ধ ভববষরহম ড়ভ ঁহরঃু ড়ৎ ধৎব নড়ঁহফ ঃড়মবঃযবৎ রহ ৎবষধঃরাবষু ংঃধনষব ঢ়ধঃঃবৎহং ড়ভ রহঃবৎধপঃরড়হ."
দলকে দু'টি ভাগে ভাগ করা যায়। যথা, মুখ্য দল ও গৌণ দল।
মুখ্য দল
১৯০৯ সালে মার্কিন সমাজবিজ্ঞানী চার্লস কুলী মুখ্য দল শব্দটি প্রথম ব্যবহার করেন। মুখ্য দল
বলতে তিনি বুঝিয়েছেন এমন একটি ছোট গোষ্ঠী যাদের মধ্যে মুখোমুখি, অন্তরঙ্গ ও ব্যক্তিগত
সম্পর্ক থাকে। এর উদাহরণ হচ্ছে পরিবার, খেলার সাথী ইত্যাদি।
গৌণ দল
গৌণ দল সীমাবদ্ধ, লক্ষ্যকেন্দ্রিক এবং আনুষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে। কর্মক্ষেত্রে
প্রধানত: এই ধরনের দলের সৃষ্টি হয়। এক্ষেত্রে মুখোমুখি সম্পর্ক প্রয়োজন হয় না।
শ্রেয়োবোধ ঘড়ৎসং
সংস্কৃতির একটি বড় অংশ হল শ্রেয়োবোধ ব্যবস্থা। মূল্যবোধ যেখানে আচরণ মূল্যায়ণে
সাধারণ পথ নির্দেশক, শ্রেয়োবোধ সেখানে বেশ সুনির্দিষ্ট এবং পরিস্থিতিগত। কোন
পরিস্থিতিতে কি করা উচিত, আর কি করা উচিত নয় তার সুবিন্যস্ত নিয়ম-কানুন হচ্ছে
শ্রেয়োবোধ।
শ্রেয়োবোধের সামাজিক বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে সর্বদা জনগণের উপর দৃঢ় সামাজিক চাপ
থাকে তা মেনে চলার ক্ষেত্রে। কিন্তু যদিও সকল সময়ে সকল শ্রেয়োবোধ পালনে আমরা বাধ্য
থাকি, তথাপিও কোন উপলক্ষে আমাদের মধ্যে প্রবণতা থাকে তার বিরুদ্ধাচারণে।
সাধারণত: চার ধরনের মৌলিক শ্রেয়োবোধ লক্ষ্যণীয়। যথা-অবধারণামূলক ঈড়মহরঃরাব,
নৈতিক গড়ৎধষ, ঐতিহ্যগত ঈড়হাবহঃরড়হধষ এবং নান্দনিক অবংঃযবঃরপ শ্রেয়োবোধ।
❐ অবধারণামূলক শ্রেয়োবোধ প্রক্রিয়াগত নিয়ম যা বৃহত্তর প্রেক্ষাপটে পালনীয়।

❐ নৈতিক শ্রেয়োবোধ জনগণ কি করবে আর কি করবে না তা সংজ্ঞায়িত করে। যেমনপ্রয়োজনে পিতা-মাতার যতœ নেওয়া।
❐ ঐতিহ্যগত শ্রেয়োবোধ চর্চা করা হয় এবং জনগণ তাদের দৈনন্দিন জীবনে অনুসরণ
করতে চায়। উদাহরণÑ জাপানী সমাজে জুতো খুলে গৃহে প্রবেশ।
❐ নান্দনিক শ্রেয়োবোধ সমাজে আদর্শগত রুচি ও সৌন্দর্যকে নির্দেশ করে। উদাহরণÑ
কাপড়ের রং নির্বাচন, হালকা-পাতলা বা স্থূল দেহের নারী মডেল।
মূল্যবোধ ঠধষঁবং
সমাজের শ্রেয়োবোধের প্রকাশভঙ্গিই হচ্ছে মূল্যবোধ যা কোনটি ভাল, সার্থক ও আকাক্সিক্ষতÑ
তা সম্পর্কে সামাজিক চিন্তা তুলে ধরে। কোন সংস্কৃতির মধ্যে বিদ্যমান ইচ্ছা-আকাক্সক্ষার
আদর্শিক নমুনাই হচ্ছে মূল্যবোধ। এই আদর্শিক নমুনা কোন খাদ্য খেতে হবে, কাকে বিয়ে
করতে হবে, বিয়ের পূর্বে প্রাক-বৈবাহিক সম্পর্ক থাকবে কি না প্রভৃতিতে সিদ্ধান্ত প্রণয়নে
সহায়তা করে। মূল্যবোধ ও শ্রেয়োবোধের মধ্যে পার্থক্য হল মূল্যবোধ যেখানে বিমূর্ত ও
সাধারণ প্রত্যয় সেখানে শ্রেয়োবোধ কোন বিশেষ সুনির্দিষ্ট পরিস্থিতিতে আচরণগত নিয়ম বা
পথ নির্দেশক।
❐ মূল্যবোধ নিরপেক্ষ নয়। মূল্যবোধ দুর্বল অথবা দৃঢ় হতে পারে। ফলে এর দৃঢ়তাকে
পরিমাপ করা যায়।
❐ মূল্যবোধ জীবনের মৌলিক ও গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে ধারণা তৈরি করে।
❐ মূল্যবোধ এক সমাজ থেকে অন্য সমাজে ভিন্ন হতে পারে। একদল যা গ্রহণযোগ্য মনে
করে অন্যদল তা নাও মনে করতে পারে।
সারাংশ
সমাজবিজ্ঞানকে স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠিত করতে ভ‚মিকা রেখেছে এমন
কতকগুলো প্রত্যয়ের অন্যতম হল সমাজ, সম্প্রদায়, সংঘ, প্রতিষ্ঠান, দল, মূল্যবোধ ও
শ্রেয়োবোধ। এ প্রত্যয়গুলোর প্রত্যেকটির রয়েছে সুনির্দিষ্ট অর্থ যার দ্বারা সমাজবিজ্ঞানকে
বোঝা হয়েছে সহজতর।
সমাজবিজ্ঞানীরা সমাজকে দেখেন অপেক্ষাকৃত স্বাধীন জনসমষ্টি হিসাবে যারা একই ভ‚-
খন্ডে, একই সংস্কৃতির মধ্যে থেকে পারস্পরিক মিথস্ক্রিয়ায় অংশগ্রহণ করে। আর
সম্প্রদায় হচ্ছে বৃহত্তর সমাজের স্থানীয় এলাকার ক্ষুদ্র প্রতিনিধিত্বকারী জনসমষ্টি যাদের
মধ্যে থাকবে সাধারণ সংহতির অনুভ‚তি অথবা সম্প্রদায়গত প্রেরণা। সংঘকে বলা যায়,
কৃত্রিম দল যার প্রাতিষ্ঠানিক রূপ রয়েছে এবং যার সৃষ্টি হয় এক বা একাধিক স্বার্থ
অনুসরণ করার জন্য। শ্রেয়োবোধ, মূল্যবোধ, অবস্থান, ভ‚মিকা, গোষ্ঠী এবং প্রতিষ্ঠানের
তুলনামূলক স্থায়ী রূপকে বলা হয় সামাজিক প্রতিষ্ঠান যা সমাজজীবনের বিশেষ এলাকায়
আচরণের একটি কাঠামো নির্মাণ করে। সামাজিক দলকে বলা যায় কিছু ব্যক্তিবর্গের
সমষ্টি যাদের একই গোষ্ঠীতে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক সদস্যপদ রয়েছে এবং যারা
একাত্মতা অনুভব করে বা যাদের মধ্যে মিথস্ক্রিয়ার স্থিতি বিরাজ করে। এখানে উল্লেখ্য,
মূল্যবোধ যেখানে আচরণ মূল্যায়নে সাধারণ পথনির্দেশক, শ্রেয়োবোধ সেখানে অধিকতর
বাংলাদেশ উš§ুক্ত বিশ্ববিদ্যালয়
সমাজবিজ্ঞান পরিচিতি পৃষ্ঠা-৩১
সুনির্দিষ্ট ও পরিস্থিতিগত। কেননা কোন পরিবেশে কি করা উচিৎ, আর কি করা অনুচিৎ
তার বিন্যস্ত নিয়ম-কানুনই হচ্ছে শ্রেয়োবোধ। আর সমাজের এই শ্রেয়োবোধের বিমূর্ত
রূপই মূল্যবোধ যা কোনটি ভাল, সঠিক ও আকাক্সিক্ষতÑ তার সম্পর্কে সামাজিক চিন্তাকে
প্রকাশ করে।

পাঠোত্তর মূল্যায়ন
নৈর্ব্যক্তিক প্রশ্ন
সঠিক উত্তরের পাশে টিক (√) চিহ্ন দিন
১. ‘মুখ্য দল' শব্দটি কে প্রথম প্রয়োগ করেন?
ক. হাবার্ট স্পেনসর খ. র‌্যাডক্লিফ-ব্রাউন
গ. সিগমন্ড ফ্রয়েড ঘ. চার্লস কুলী
২. ‘জাপানী সমাজে জুতা খুলে গৃহে প্রবেশ'Ñ এটি নিচের কোনটির উদাহরণ?
ক. মূল্যবোধ খ. শ্রেয়োবোধ
গ. উভয়ই ঘ. কোনটিই নয়
৩. নিচের কোনটির সদস্যরা একে অপরের সাথে দীর্ঘস্থায়ী সামাজিক মিথস্ক্রিয়ায় অংশগ্রহণ
করে?
ক. সম্প্রদায় খ. সমাজ
গ. প্রতিষ্ঠান ঘ. সামাজিক দল
৪. সম্প্রদায়ের সর্বনি¤œ সীমার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ কোনটি?
ক. পাড়া খ. গ্রাম
গ. শহর ঘ. কোনটিই নয়
৫. নিচের কোনটি কৃত্রিম দল যার প্রাতিষ্ঠানিক রূপ রয়েছে?
ক. প্রতিষ্ঠান খ. সংঘ
গ. দল ঘ. ক ও খ উভয়ই
সংক্ষিপ্ত প্রশ্ন
১. দল কি ? দলের ভাগগুলো কি কি ?
২. সংঘ বলতে কি বোঝায় ?
রচনামূলক প্রশ্ন
১. সমাজবিজ্ঞানের মৌলিক প্রত্যয় সমূহ কি কি? সমাজ, সম্প্রদায় ও প্রতিষ্ঠানÑ এ তিনটি
প্রত্যয়ের বিশদ আলোচনা করুন।
২. সামাজিক দল, মূল্যবোধ ও শ্রেয়োবোধ বলতে কি বোঝেন ? সংক্ষেপে আলোচনা করুন।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]