বাংলাদেশের সংস্কৃতির বৈশিষ্ট্য

মুখ্য শব্দ সংস্কৃতি, সংস্কৃতির ব্যবধান, পরিবর্তনশীলতা, সংকর সংস্কৃতি, আকাশ সংস্কৃতি, বিশ্বায়ন।
বাংলাদেশের মানুষের সংস্কৃতির যে বৈশিষ্ট্য বিদ্যমান তা এই সংস্কৃতিকে অন্য সংস্কৃতি থেকে আলাদা স্বকীয়তা
দান করেছে। নিচে বাংলাদেশের সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হলো:
(১) প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত: বাংলাদেশের সংস্কৃতি মূলত এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তর হয়। হঠাৎ
কোনো দৈব ঘটনার মাধ্যমে এ সংস্কৃতি চালু হয়নি।
(২) লালিত ঐতিহ্য: বাংলাদেশের সংস্কৃতি মূলত হাজার বছরের লালিত ঐতিহ্যকে বুকে ধারণ করে টিকে আছে। আদিম
মূল আকড়ে ধরে এ সংস্কৃতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
(৩) পরিবর্তনশীলতা: পরিবর্তনশীলতা যেকোনো সংস্কৃতিরই একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যে কোনো সংস্কৃতিই
পরিবর্তনশীল। সময়ের ব্যবধান একং চাহিদার প্রেক্ষিতে সংস্কৃতির আচার-রেওয়াজ পরিবর্তন হয়। বাংলাদেশের
সংস্কৃতিও পরিবর্তনশীল।
(৪) মূল সংস্কৃতি এক ও অভিন্ন: বাংলাদেশ যে মৌলিক সংস্কৃতির উপর দাঁড়িয়ে আছে তার পরিবর্তন নেই বললেই চলে।
বাংলাদেশের সংস্কৃতির মূল বিষয় হলো বাঙালি সংস্কৃতি।
(৫) সংকর সংস্কৃতি: বাংলাদেশের সংস্কৃতির একটি মৌলিক বৈশিষ্ট্য হলো এটি একটি সংকর সংস্কৃতি। প্রাচীন কাল
থেকে এই ভূখন্ডে আর্য, দ্রাবিড়, পারসিক, মঙ্গল, আফগান, শিখ, পর্তুগীজ, ফরাসি ইংরেজসহ নানা জাতি, ধর্ম ও
বর্ণের মানুষের আগমন ঘটেছে। এসব জাতির আগমনের ফলে এদের সংস্কৃতির অনেক কিছুই বাংলাদেশের
সংস্কৃতিতে প্রবেশ করেছে। তাই বাংলাদেশের সংস্কৃতি একটি সংকর সংস্কৃতি।
(৬) সাংস্কৃতিক ঐহিত্য: বাংলাদেশের সংস্কৃতির রয়েছে এক সাংস্কৃতিক ঐহিত্য যা একে অন্য সংস্কৃতি থেকে আলাদা
করেছে। আমরা জানি ভাষা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। আর পৃথিবীতে একমাত্র বাঙালিরাই ভাষার জন্য
লড়াই করেছে । আর এর ফলে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য আরো সুদৃঢ় হয়েছে।
(৭) সাংস্কৃতিক ব্যবধান: বাংলাদেশের সংস্কৃতিতে সাংস্কৃতিক ব্যবধান বিদ্যমান। শিক্ষার প্রসার, আন্তর্জাতিক পরিমন্ডলে
বিচরণ, মানুষের ক্রমবর্ধমান চাহিদা, সামাজিক গতিশীলতা ইত্যাদি কারণে বাংলাদেশের সংস্কৃতিতে সাংস্কৃতিক ব্যবধান বিদ্যমান।
(৮) আকাশ সংস্কৃতির প্রভাব: বাংলাদেশের সংস্কৃতি আকাশ সংস্কৃতির প্রভাবে প্রভাবিত।
(৯) আধুনিক প্রযুক্তির প্রভাব: আধুনিক প্রযুক্তির প্রভাব বাংলাদেশের সংস্কৃতিকে দারুণভাবে প্রভাবিত করছে। নানা
ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম, যেমন- ফেইসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, ম্যাসেঞ্জার ইত্যাদি
প্রভাবে ঐতিহ্যবাহী সামাজিক সম্পর্কের ধরণ আগের তুলনায় পাল্টে গেছে।
(১০) বিশ্বায়নের প্রভাব: বিশ্বায়নের প্রভাবে অন্যান্য সংস্কৃতির অনেক কিছুই বাংলাদেশের সংস্কৃতিকে প্রভাবিত করছে।
পৃথিবীর নানা অঞ্চলের মানুষের আচার-আচরণ, খাদ্যাভ্যাস, ভাষা, অনুষ্ঠান ইত্যাদি আমাদের সংস্কৃতির উপাদানে পরিণত হচ্ছে।
সারসংক্ষেপ
বাংলাদেশের সংস্কৃতির অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। যেমন- প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তর, লালিত ঐতিহ্য,
পরিবর্তনশীলতা,মূল সংস্কৃতি এক ও অভিন্ন, সংকর সংস্কৃতি, সাংস্কৃতিক ঐহিত্য, সাংস্কৃতিক ব্যবধান, আকাশ সংস্কৃতির প্রভাব, আধুনিক প্রযুক্তির প্রভাব, বিশ্বায়নের প্রভাব ইত্যাদি।
পাঠোত্তর মূল্যায়ন-২.৩
সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন (√) দিন।
১। নিচের কোনটি বাংলাদেশের সংস্কৃতির বৈশিষ্ট্য-
(র) আকাশ সংস্কৃতির প্রভাব
(রর) পরিবর্তনশীলতা
(ররর) সাংস্কৃতিক ব্যবধান
রা) সবগুলো
নিচের কোনটি সঠিক?
(ক) র (খ) রর ও ররর
(গ) রর, ররর ও রা (ঘ) রা
২। বাংলাদেশের সংস্কৃতি হচ্ছেÑ
(ক) নগর সংস্কৃতি (খ) সংকর সংস্কৃতি
(গ) আধুনিক সংস্কৃতি (ঘ) ভারতীয় সংস্কৃতি

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]