টেজিড® Tazid মাত্রা ও ব্যবহার বিধি নির্দেশনা কার্যকারিতা

টেজিড® Tazid
উপাদান : সেফটাজিডিম ২৫০ মি.গ্রা., ৫০০ মি.গ্রা. এবং ১ গ্রাম আইএম/আইভি ইঞ্জেকশন।
নির্দেশনা: টেজিড® এর বিস্তৃত বর্ণালীর ব্যাকটেরিয়ানাশক কার্যকারিতার কারণে সংবেদনশীল জীবাণুর বিরূদ্ধে প্রথম পছন্দের ওষুধ হিসাবে এককভাবে ব্যবহৃত হয়। যে সমস্ত ইনফেকশনে অন্যান্য এন্টিবায়োটিক (এ্যামাইনোগ−াইকোসাইড এবং অনেক সেফালোস্পোরিন) কার্যকর নয় সে ক্ষেত্রেও এটি কার্যকর। একক সংক্রমণ, মিশ্র তীব্র সংক্রমণ, শ্বাসনালীর সংক্রমণ, কান, নাক এবং গলার সংক্রমণ, চর্ম ও নরমকলার সংক্রমণ, খাদ্যনালীর সংক্রমণ, অস্থি এবং অস্থি সন্ধির সংক্রমণে টেজিড (সেফটাজিডিম) বিশেষ কার্যকর।
ব্যবহারবিধি এবং মাত্রা :সেফটজিডিম সাধারণত শিরাপথে অথবা মাংসপথে ব্যবহৃত হয়। সংক্রমণের তীব্রতার মাত্রা, সংক্রমণের ধরণ, রোগীর বয়স এবং কিডনীর কার্যকারিতার উপর ভিত্তি করে সেফটাজিডিমের মাত্রা নির্ধারণ করা হয়।
প্রাপ্ত বয়ষ্ক:
বেশীর ভাগ সংক্রমণের ক্ষেত্রে প্রতি দিন ১ থেকে ৬ গ্রাম ২ থেকে ৩টি সমবিভক্ত মাত্রায় (আইএম অথবা আইভি)।
মূত্রনালীর সংক্রমণ: ৫০০ মি.গ্রা. থেকে ১ গ্রাম দিনে ১২ ঘন্টা পরপর। তীব্র সংক্রমণের ক্ষেত্রে ২ গ্রাম করে দিনে ২ থেকে ৩ বার। প্রোস্টেটিক সার্জারীর ক্ষেত্রে প্রতিরোধক হিসাবে ১ গ্রাম, চেতনানাশক প্রয়োগের সময় ব্যবহার করতে হবে। দ্বিতীয় একটি মাত্রা ক্যাথে টার পরিহারের সময় ব্যবহার করা হয়। সিসটিক ফাইব্রোসিস: প্রাপ্ত বয়ষ্ক ফাইব্রোসিসটিক রোগীদের (যাদের বৃক্কের কার্যকারিতা স্বাভাবিক) ক্ষেত্রে ফুসফুসের সিউডোমোনাল সংক্রমণে ১০০- ১৫০ মি.গ্রা./কেজি/দিন তিনটি সমবিভক্ত মাত্রায় দিতে হবে। নবজাতক এবং শিশু: দুই মাসের উপরের শিশুদের ক্ষেত্রে ৩০-১০০ মি.গ্রা./কেজি/দিন ২-৩টি বিভক্ত মাত্রায় দিতে হবে। ফাইব্রোসিসটিক এবং মেনিনজাইটিস সংক্রমিত শিশুদের ক্ষেত্রে মাত্রা ১৫০ মি.গ্রা. /কেজি/দিন (সর্বোচ্চ ৬ গ্রাম)।
নবজাতক এবং ২ মাসের কম বয়সের শিশু: ২৫ থেকে ৬০ মি.গ্রা./কেজি/দিনে ২টি বিভক্ত মাত্রায় কার্যকর।
বৃক্কের অসুবিধায় মাত্রা: সেফটাজিডিম বৃক্কের গোমিরিউলার ফিল্ট্রেশন এর মাধ্যমেই মূলত নিঃসৃত হয়। সুতরাং বৃক্কের কার্যকারিতা জনিত অসুবিধাগ্রস্থ রোগীদের ক্ষেত্রে সেফটাজিডিমের মাত্রা কমিয়ে নিতে হয় ধীর নিঃসরনের কারনে। গোমেরিউলার ফিল্ট্রেশন এর মাত্রা ৫০ মি.লি./মি. হলে এ মাত্রা কমানোর প্রয়োজন হয় না। পেরিটোনিয়াল ডায়ালাইসিস এর ক্ষেত্রে মাত্রা: সেফটাজিডিম পেরিটোনিয়াল চলমান অস্থায়ী পেরিটোনিয়াল ডায়ালাইসিসেও ব্যবহার করা যায়। শিরাপথে ব্যবহারের পাশাপাশি প্রতি ২ লিটার ফ্লুইড এ ১২৫ মি.গ্রা. থেকে ২৫০ মি.গ্রা. পর্যন্ত দেওয়া যেতে পারে।
পার্শ্ব প্রতিক্রিয়া: ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে সেফটাজিডিম একটি সহনীয় ওষুধ। পার্শ্ব প্রতিক্রিয়া সচরাচর দেখা যায় না। শিরাপথে ব্যবহার করলে ফ্লেবাইটিস বা থ্রম্বোফ্লেবাইটিস হতে পারে। এছাড়া মাংসপথে ব্যবহার করলে ব্যথা হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ডায়রিয়া, বমিবমি ভাব, বমি, তলপেটে ব্যথা এবং কদাচিৎ মুখ গহŸরে থ্রাশ। এলার্জিজনিত প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে আর্টিকেরিয়া, জ্বর, ত্বকে ফুসকুড়ি ইত্যাদি। জনন মূত্র সংক্রান্ত অসুবিধার ক্ষেত্রে ক্যানডিডিয়েসিস এবং জাইগিটিস উলেখযোগ্য। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অসুবিধার ক্ষেত্রে মাথাব্যথা, মাথা ঝিমঝিম এবং মুখে খারাপ স্বাদ। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : ক্যাটাগরি বি। যদিও গর্ভস্থ শিশুর উপর বিরূপ প্রতিক্রিয়া কোন প্রমাণ এখনও পাওয়া যায় নাই, তদুপরি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এর ব্যবহারের নিরাপত্তা এখনও নির্ধারিত হয় নাই।
সরবরাহ : টেজিড® (সেফটাজিডিম) ২৫০ মি.গ্রা. আইএম/আইভি ইঞ্জেকশন: প্রতি বাক্সে আছে সেফটাজিডিম ইউএসপি ২৫০ মি.গ্রা. (সেফটাজিডিম পেনটাহাইড্রেট হিসাবে) এর একটি ভায়াল এবং এর সাথে রয়েছে ৫ মি.লি. ওয়াটার ফর ইঞ্জেকশন বিপি এর একটি এ্যাম্পুল। টেজিড®
(সেফটাজিডিম) ৫০০ মি.গ্রা. আইএম/আইভি ইঞ্জেকশন: প্রতি বাক্সে আছে সেফটাজিডিম ইউএসপি ৫০০ মি.গ্রা. (সেফটাজিডিম পেনটাহাইড্রেট হিসাবে) এর একটি ভায়াল এবং এর সাথে রয়েছে ৫ মি.লি. ওয়াটার ফর ইঞ্জেকশন বিপি এর একটি এ্যাম্পুল। টেজিড®
(সেফটাজিডিম) ১ গ্রাম আইএম/আইভি ইঞ্জেকশন: প্রতি বাক্সে আছে সেফটাজিডিম ইউএসপি ১ গ্রাম (সেফটাজিডিম পেনটাহাইড্রেট হিসাবে) এর একটি ভায়াল এবং এর সাথে রয়েছে ১০ মি.লি. ওয়াটার ফর ইঞ্জেকশন বিপি এর একটি এ্যাম্পুল। টেজিড®
(সেফটাজিডিম) একটি ব্যাকটেরিয়ানাশক সেফালোস্পোরিন এন্টিবায়োটিক, যা বিস্তৃত বর্ণালীর গ্রাম-পজেটিভ এবং গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরূদ্ধে কার্যকর থাকে। প্রায় সব বিটা লেকটামেজ এই এন্টিবায়োটিক-এর বিরূদ্ধে অকার্যকর। টেজিড® একক
ইনফেকশন এবং মিশ্র ইনফেকশন যা দুই বা ততোধিক জীবাণুর দ্বারা সংগটিত তার বিরূদ্ধে কার্যকর।

FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]