লোকুলার® চোখের ড্রপস Locular® Eye Drops
উপাদান : ব্রিমোনিডিন টারট্রেট ০.২% চোখের
ড্রপস্।
নির্দেশনা : ওপেন-এ্যাংগেল গ−ুকোমা, অকুলার
হাইপারটেনশন।
মাত্রা ও ব্যবহার বিধি : আক্রান্ত চোখে এক ফোঁটা
করে দিনে ৩ বার ব্যবহার করতে হবে।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না :
ব্রিমোনিডিন টারট্রেটের প্রতি অতি সংবেদনশীলতা
এবং মনো-এমাইনো অক্সিডেজ ইনহিবিটর গ্রহণকারী
রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
পার্শ্ব প্রতিক্রিয়া : মুখে শুষ্কতা, অকুলার হাইপাইরেমিয়া,
জ্বলুনী এবং শূল ফোটা, মাথা ব্যথা, চোখের ঝাপসা
হওয়া, বহিঃস্থ কোন কিছু দ্বারা আক্রান্ত হবার অনুভ‚তি,
অবসাদ/তন্দ্রাচ্ছন্নভাব, চোখের এলার্জিক প্রতিক্রিয়া,
আলোক সংবেদনশীলতা, চোখের পাতার ইরাইথেমা,
চোখে অস্বস্তি।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : বিটা ব−কার, উচ্চ
রক্তচাপ রোধী ওষুধসমূহ, কার্ডিয়াক গ−াইকোসাইড
এবং ট্রাইসাইক্লিক এন্টিডিপ্রেসেন্টস্।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : ভ্র“ণের ক্ষতি
থেকে মায়ের উপকৃত হবার সম্ভাবনা বেশী থাকলেই
কেবল মাত্র গর্ভাবস্থায় ব্যবহার করা যেতে পারে।
স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতার সহিত
ব্যবহার করা উচিত।
সরবরাহ :
লোকুলার®
চোখের ড্রপস্ : ৫ মি.লি.।
লোরাসেফ® Loracef
উপাদান : সেফাক্লোর ৫০০ মি.গ্রা. ক্যাপসুল, ১২৫
মি.গ্রা./৫ মি.লি. সাসপেনশন, ১২৫ মি.গ্রা./১.২৫
মি.লি. পেডিয়াট্রিক ড্রপস্।
নির্দেশনা : নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস্, ফ্যারিনজাইটিস,
টনসিল এবং সাইনাস-এর প্রদাহ, মধ্যকর্ণের প্রদাহ,
ত্বক ও কোমল কোষকলার সংক্রমণসমূহ এবং
মূত্রনালীর সংক্রমণসমূহ, যেমন - পায়েলোনেফ্রাইটিস্
এবং সিসটাইটিস্।
মাত্রা ও ব্যবহার বিধি : প্রাপ্তবয়স্কদের জন্য: ২৫০
মি.গ্রা. করে প্রতি ৮ ঘণ্টা অন্তর। শিশু : ২০
মি.গ্রা./কেজি দিনে বিভক্ত মাত্রায় প্রতি ৮ ঘণ্টা
অন্তর।
সতর্কতা ও যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না : এর
প্রতি অতি সংবেদনশীলতা। মূত্রে গুরুতর গোলযোগ
এর ক্ষেত্রে সাবধানতার সাথে প্রয়োগ করা উচিত।
পার্শ্ব প্রতিক্রিয়া : ডায়রিয়া, বমি বমি ভাব এবং বমি,
ইরাপশন, প্র“রিটিস, আর্টিকারিয়া, ইয়োসিনোফিলিয়া,
থ্রম্বোসাইটোপেনিয়া, সামান্য লিম্ফোসাইটোসিস এবং
লিউকোপেনিয়া, সামান্য হেপাটাইটিস, কখনো কখনো
কোলেস্ট্যাটিক জন্ডিস এবং এ এস টি, এ এল টি ও
এলকালাইন ফসফেট-এর মাত্রার সামান্য বৃদ্ধি ঘটে।
রিভারসিবল নেফ্রাইটিস্, কখনো কখনো অতিক্রিয়া,
নার্ভাসনেস, কনফিউশন, হাইপারটোনিয়া, ডিজিনেস,
হ্যালুসিনেশন এবং সোম্নোলেন্স হতে দেখা গেছে।
অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া : এমাইনোগ−াইকোসাইড
এন্টিবায়োটিক, যেমন জেন্টামাইসিন এবং টোব্রামাইসিন
সৃষ্ট নেফ্রোটক্সিসিটি সেফালোস্পোরিন দ্বারা বেড়ে যেতে
পারে।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার : গর্ভাবস্থায় এবং
স্তন্যদানকালে ওষুধটির ব্যবহারে সতর্কতা অবলম্বন
করা উচিত।
সরবরাহ : লোরাসেফ®
৫০০ ক্যাপসুল : ৬ টি।
লোরাসেফ®
পাউডার ফর সাসপেনশন : ১০০ মি.লি.
সাসপেনশন তৈরীর জন্য প্রয়োজনীয় পরিমাণ শুষ্ক
পাউডার। লোরাসেফ®
পেডিয়াট্রিক ড্রপস্ : ১৫
মি.লি. ড্রপস্ তৈরীর জন্য প্রয়োজনীয় পরিমাণ শুষ্ক
পাউডার।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ