মিউকোস্পেল® Mucospel®
উপাদান: মিউকোস্পেল®
সিরাপ : ব্রোমহেক্সিন
হাইড্রোক্লোরাইড বিপি। ৪ মি.গ্রা./৫ মি.লি. সিরাপ
এবং ৮ মি.গ্রা. ট্যাবলেট।
নির্দেশনা: মিউকোস্পেল শে−ষ্মাযুক্ত কাশি এবং
শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগের সাথে সংশিষ্ট শে−ষ্মাযুক্ত
কাশিতে নির্দেশিত। শ্বাসতন্ত্রের রোগসমূহের মধ্যে
আছে-
● ট্রাকিওব্রঙ্কাইটিস
●এমফাইসিমা সহ ব্রঙ্কাইটিস
● ব্রঙ্কিয়েকট্যাসিস
● ব্রঙ্কোস্পাজম সহ ব্রঙ্কাইটিস
●শ্বাসতন্ত্রের ক্রণিক (দীর্ঘমেয়াদী) প্রদাহ জনিত
অসুস্থতা
●নিউমোকনিওসিস
মাত্রা ও ব্যবহারবিধি:
মিউকোস্পেল®
সিরাপ:
পূর্ণবয়স্ক এবং ১০ বছরের উপরের শিশুদের জন্য:
২-৪ চা চামচ (৮-১৬ মি.গ্রা.), দিনে ৩ বার। প্রারম্ভিক
অবস্থায় ৪ চা চামচ, দিনে ৩ বার ও পরবর্তীতে
প্রয়োজন অনুসারে।
৫-১০ বছরের শিশুদের জন্য: ১ চা চামচ (৪ মি.গ্রা),
দিনে ৩ বার।
২-৫ বছরের শিশুদের জন্য: ১/২ চা চামচ (২ মি.গ্রা.),
দিনে ৩ বার।
২ বছরের নিচের শিশুদের জন্য: ১/৪ চা চামচ (১
মি.গ্রা.), দিনে ৩ বার।
মিউকোস্পেল®
ট্যাবলেট:
পূর্ণ বয়ষ্ক ও ১০ বছরের উপরের শিশুদের জন্য: ৪-১৬
মি.গ্রা., দিনে ৩ বার।
৫-১০ বছরের শিশুদের জন্য: ৪ মি.গ্রা., দিনে ৩
বার।
সতর্কতা ও যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না:
যারা ব্রোমহেক্সিন হাইড্রোক্লোরাইড-এর প্রতি অতি
সংবেদনশীল তাদের দেওয়া যাবে না।
যেহেতু মিউকোলাইটিক এক্সপেকটোরেন্ট এর
পাকস্থলীর মিউকাস স্তরের উপর ক্ষতিকর প্রভাব
রাখার সম্ভবনা থাকে, তাই ব্রোমহেক্সিন পেপটিক
আলসার আছে এমন রোগীদের ক্ষেত্রে সাবধানতার
সাথে ব্যবহার করা উচিত। যকৃত ও বৃক্কের
কার্যকারিতার তীব্র অক্ষমতা থাকলে ব্রোমহেক্সিন এবং
এর মেটাবোলাইট-এর শরীর থেকে বেরিয়ে যাওয়ার
পরিমাণ কমে যায়।
পার্শ্ব-প্রতিক্রিয়া: ব্রোমহেক্সিনের পরিপাকতন্ত্রীয়
পার্শ্ব প্রতিক্রিয়া মাঝে মাঝে দেখা যায় এবং
এমাইনোট্রানসফারেজ-এর পরিমান সাময়িকভাবে
বাড়তে পারে। অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে মাথা
ব্যথা, মাথা ঝিম ঝিম করা, ঘাম এবং চামড়ার ফুসকুড়ি
হতে পারে।
গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার: ক্যাটাগরি বি।
গর্ভাবস্থায় ব্যবহারে ভ্র“ণের উপর কোন ক্ষতির প্রমাণ
পাওয়া যায় নি। মায়ের দুধের সাথে ব্রোমহেক্সিন
নির্গত হয় কিনা জানা যায় নি। কাজেই স্তন্যদানকালে
সতর্কতার সাথে ব্যবহার করা উচিত।
সরবরাহ:
মিউকোস্পেল®
সিরাপ: প্রতিটি বোতলে আছে ১০০
মি.লি. সিরাপ এবং একটি মাত্রা পরিমাপক কাপ।
মিউকোস্পেল®
সিরাপ: প্রতিটি বোতলে আছে ৫০
মি.লি. সিরাপ এবং একটি মাত্রা পরিমাপক কাপ।
মিউকোস্পেল®
ট্যাবলেট: প্রতিটি বাক্সে আছে ১০০টি
ট্যাবলেট।
FOR MORE CLICK HERE
বাংলা রচনা সমূহ
বাংলা ভাষা ও সাহিত্য
English Essay All
English Grammar All
English Literature All
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
বি সি এস প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বি সি এস প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন
বি সি এস প্রস্তুতি: সাধারণবিজ্ঞান
বাংলা ভাষার ব্যাকরণ
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
ভাবসম্প্রসারণ