NOUN |
Identification of Noun on Position
সবসময় Noun সহ সকল parts of speech নির্নয় করতে হয়, বাক্যে শব্দটির অবস্থানের উপর । সফলভাবে Noun কে চেনা বা সনাক্ত করার জন্য - শব্দের অবস্থান- Position / Function and Placement জানা প্রয়োজন।
Position of Noun
অবস্থান
1. Subect এর স্থানে যথাঃ Swimming is a good exercise.
2. Object এর স্থানে যথাঃ He likes swimming.
3. Preposition এর পরের শব্দ কিংবা Preposition দ্বারা শুরু হওয়া শব্দগুচ্ছের শেষ শব্দ। যথাঃ He is fond of swimming.
4. Article দ্বারা শুরু হওয়া শব্দগুচ্ছের শেষ শব্দ। যথাঃ The regular presence of the students are not satisfactory.
5. Possessive-র /এর বাচক শব্দ ) (my,your,his) দ্বারা শুরু হওয়া শব্দগুচ্ছের শেষ শব্দ। যথাঃ He expects my bright future.
6. Demonstrative বা ইঙ্গিত বাচক শব্দ ( this, that, these, those ) দ্বারা শুরু হওয়া শব্দগুচ্ছের শেষশব্দ যথাঃ The government will ensure this medical treatment.
7. Numbers বা সংখাবাচক শব্দ দ্বারা শুরু হওয়া শব্দগুচ্ছের শেষশব্দ যথাঃ You will get the first prize.
8. Quantifiers বা পরিমানবাচক শব্দ ( some, few, any, enough ) দ্বারা শুরু হওয়া শব্দগুচ্ছের শেষশব্দ যথাঃ Any logical proposal will be accepted.
9. No এর পরে যথাঃ He has no honesty.
10. Verb to have যখন 'অধিকারে থাকা' অর্থ প্রদান করে তখন তাদের পরে যথাঃ He has ability to observe.
11. There + be verb এর পরের শব্দ যথাঃ There is simplicity in his attitude.
N.B: সাধারনতঃ একটি শব্দগুচ্ছের শেষশব্দ হলো পরবর্তী verb বা Preposition এর পূর্ব পর্যন্ত।