Economic Determinism কী? অর্থনীতির জনক কে?

৫.০১. ইতিহাস মানবজীবনের কোন ধরনের কাহিনি ?
উত্তর : ইতিহাস মানবজীবনের ক্রমবিবর্তনের কাহিনি ।
৫.০২. ইতিহাসের সাথে অর্থনীতির কীরূপ সম্পর্ক বিদ্যমান?
উত্তর : ইতিহাসের সাথে অর্থনীতির ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান ।
৫.০৩. অর্থনীতি বলতে কী বুঝ ?
উত্তর : অর্থনীতি বলতে সম্পদ আহরণ, বিতরণ, উপভোগ, সঞ্চয়, লগ্নি এবং জাতীয় ও আন্তর্জাতিক অর্থ ব্যবস্থাপনা
প্রক্রিয়াকে বুঝায় ।
৫.০৪. অর্থনৈতিক কার্যাবলি বলতে কী বুঝায় ?
উত্তর : অর্থনৈতিক কার্যাবলি বলতে মানুষের অর্থ ব্যয়সংক্রান্ত কার্যাবলিকে বুঝায় ।
৫.০৫. ইতিহাস ও অর্থনীতি উভয়ই কোন বিষয়ের শাখা?
উত্তর : ইতিহাস ও অর্থনীতি উভয়ই সমাজবিজ্ঞানের শাখা ।
৫.০৬. ‘অর্থনৈতিক নিমিত্তবাদ' তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : ‘অর্থনৈতিক নিমিত্তবাদ' তত্ত্বের প্রবক্তা হলেন কার্ল মার্কস।
৫.০৭. Economic Determinism কী?
উত্তর : Economic Determinism হলো কার্ল মার্কসের অর্থনৈতিক নিমিত্তবাদ তত্ত্ব ।
৫.০৮. কোন তত্ত্ব দ্বারা ঐতিহাসিক ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব?
উত্তর : অর্থনৈতিক নিমিত্তবাদ তত্ত্ব দ্বারা ঐতিহাসিক ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব।
৫.০৯. “মানুষের নিজেকে শোধরানোর দুটি পথ আছে।” কে বলেছেন?
উত্তর : “মানুষের নিজেকে শোধরানোর দুটি পথ আছে।”-
বলেছেন পলিবিয়াস ।
৫.১০. “ইতিহাস ছাড়া অর্থনীতি মূল্যহীন, অর্থনীতি ছাড়া ইতিহাস ফলহীন।”— উক্তিটি কে করেছেন?
উত্তর : “ইতিহাস ছাড়া অর্থনীতি মূল্যহীন, অর্থনীতি ছাড়া ইতিহাস ফলহীন।”— উক্তিটি করেছেন জন শেলি ।
৫.১১. অর্থনীতির ক্ষেত্রে নিয়োজিত গবেষকদেরকে প্রয়োজনীয় তথ্যাবলি সরবরাহ করে কোন বিষয়?
উত্তর : অর্থনীতির ক্ষেত্রে নিয়োজিত গবেষকদেরকে প্রয়োজনীয় তথ্যাবলি সরবরাহ করে থাকে ইতিহাস ।
৫.১২. অর্থনীতির জনক কে?
উত্তর : অর্থনীতির জনক হলেন এডাম স্মিথ ।

লেকচার হ্যান্ডনোট সিরিজের অনার্স প্রথম বর্ষ ইতিহাস পরিচিতি
৫.১৩. অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ হলো Economics.
৫.১৪. Economics শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর : Economics শব্দটি Oikonomia শব্দ থেকে এসেছে।
৫.১৫. Oikonomia কোন ভাষার শব্দ?
উত্তর : Oikonomia গ্রিক ভাষার শব্দ ।
৫.১৬. Oikonomia এর অর্থ কী?
উত্তর : Oikonomia এর অর্থ হলো গার্হস্থ্য পরিচালনা।
৫.১৭. কোন অর্থনীতিবিদ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন?
উত্তর : অর্থনীতিবিদ এডাম স্মিথ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছেন ।
৫.১৮. কোন বিষয় ১৭৫০ খ্রিস্টাব্দ থেকে মানুষের কর্মকাণ্ডের চূড়ান্ত নিয়ন্ত্রক ও নির্ধারকের ভূমিকা পালন করে আসছে?
উত্তর : অর্থনীতি ১৭৫০ খ্রিস্টাব্দ থেকে মানুষের কর্মকাণ্ডের চূড়ান্ত নিয়ন্ত্রক ও নির্ধারকের ভূমিকা পালন করে আসছে।
৫.১৯. বর্তমানে অর্থনীতি বলতে কোন ধরনের কাঠামোকে নির্দেশ করে?
উত্তর : বর্তমানে অর্থনীতি বলতে অর্থ আহরণ, জমা, মজুদ, সংরক্ষণ, ভোগ, চাহিদা, উৎপাদন, বণ্টন ও ব্যয়কে নিয়ে গঠিত একটি বিশাল পরিসরের কাঠামোকে নির্দেশ করে ।
৫.২০. মধ্যযুগে ইউরোপের নানামুখী পটপরিবর্তনে কীসের ভূমিকা ছিল?
উত্তর : মধ্যযুগে ইউরোপের নানামুখী পটপরিবর্তনে অর্থনৈতিক কর্মকাণ্ডের ভূমিকা ছিল ।
৫.২১. ইতিহাস কী ব্যতীত কখনও পরিপূর্ণতা অর্জন করতে পারে না?
উত্তর : ইতিহাস অর্থনৈতিক আলোচনা ব্যতীত কখনও পরিপূর্ণতা অর্জন করতে পারে না।
৫.২২. কোন কোন উপাদানের ওপর ভিত্তি করে অর্থনীতি গড়ে ওঠে?
উত্তর : সম্পদ আহরণ, সম্পদের উদ্দেশ্য, উৎপাদন, সংরক্ষণ, সঞ্জয়, ভোগ, বণ্টন, লগ্নি, প্রভৃতির ওপর ভিত্তি করে অর্থনীতি গড়ে ওঠে ।
৫.২৩. অর্থনৈতিক ক্রমবিবর্তনের ধারাকে জানতে হলে একজন অর্থনীতিবিদকে কীসের আশ্রয় নিতে হয়?
উত্তর : অর্থনৈতিক ক্রমবিবর্তনের ধারাকে জানতে হলে একজন অর্থনীতিবিদকে ইতিহাসের আশ্রয় নিতে হয় ।
৫.২৪. ইতিহাস ছাড়া অর্থনীতি কীরূপ?
উত্তর : ইতিহাস ছাড়া অর্থনীতি মূল্যহীন ।
৫.২৫. অর্থনীতি ছাড়া ইতিহাস কীরূপ?
উত্তর : অর্থনীতি ছাড়া ইতিহাস ফলহীন।
৫.২৬. অর্থনীতির সাথে মানুষের কীসের প্রশ্ন জড়িত?
উত্তর : অর্থনীতির সাথে মানুষের জীবনধারণের প্রশ্ন জড়িত ।
৫.২৭. কয়েকজন অর্থনীতিবিদের নাম লেখ ।
উত্তর : কয়েকজন অর্থনীতিবিদের নাম হলো এডাম স্মিথ, অধ্যাপক মার্শাল, কার্ল মার্কস, পল স্যামুয়েলসন । ৫.২৮. কাকে আধুনিক অর্থনীতির জনক বলা হয় ?
উত্তর : পল স্যামুয়েলসনকে আধুনিক অর্থনীতির জনক বলা হয় ।
৫.২৯. মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রভাবে কীসের গতিপ্রকৃতি পরিবর্তিত হয়েছে?
উত্তর : মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রভাবে ইতিহাসের গতিপ্রকৃতি পরিবর্তিত হয়েছে।
৫.৩০. মানুষ কেন বিনিময় প্রথা চালু করেছিল?
উত্তর : মানুষ উদ্বৃত্ত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য বিনিময় প্রথা চালু করেছিল ।
৫.৩১. কীসের ফলে আন্তঃদেশীয় ও বৈদেশিক বাণিজ্যের দুয়ার খুলে যায়?
উত্তর : মুদ্রাভিত্তিক অর্থনীতিতে প্রবেশ করার ফলে আন্তঃদেশীয় ও বৈদেশিক বাণিজ্যের দুয়ার খুলে যায় ।

ইতিহাস ও অন্যান্য সামাজিক বিজ্ঞান
৫.৩২. সৃষ্টির আদিকালে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিসর কেমন ছিল?
উত্তর : সৃষ্টির আদিকালে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিসর ছিল অনেক ছোট । 5.33. "Life was either a feast or fast." কোন লেখকের বিবরণীতে পাওয়া যায়?
উত্তর : "Life was either a feast or fast." মিনোচের মাসানির বিবরণীতে পাওয়া যায়। ৫.৩৪. প্রাচীনকালে অর্থনীতির মূল উৎস কী ছিল?
উত্তর : প্রাচীনকালে অর্থনীতির মূল উৎস ছিল কৃষি।
৫.৩৫. জীবনধারণ অর্থনীতি কী?
উত্তর : জীবনধারণ অর্থনীতি হলো দিন এনে দিন খেয়ে বেঁচে থাকা ।
৫.৩৬. প্রাচীন যুগের অর্থনীতির ক্ষেত্রে কয়টি ধারা লক্ষ করা যায় ও কী কী?
উত্তর : প্রাচীন যুগের অর্থনীতির ক্ষেত্রে প্রধানত দুটি ধারা লক্ষ করা যায়। যথা : i. শিকার সংগ্রহভিত্তিক অর্থনীতি
ও ii. খাদ্য উৎপাদন অর্থনীতি ।
৫.৩৭. ইতিহাসের পাতা থেকে মানুষের কী জানা যায়?
উত্তর : ইতিহাসের পাতা থেকে মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ইত্যাদি দিক সম্পর্কে
জানা যায় ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]