রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে?

৫.৩৮. ইতিহাসের সাথে রাষ্ট্রবিজ্ঞানের কী ধরনের সম্পর্ক বিদ্যমান?
উত্তর : ইতিহাসের সাথে রাষ্ট্রবিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান ।
৫.৩৯. রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো Political Science.
5.40. 'Politics' শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করে?
উত্তর : 'Politics' শব্দটি 'Polis' শব্দ থেকে উৎপত্তি লাভ করে ।
৫.৪১. Polis অর্থ কী?
উত্তর : Polis অর্থ হলো নগররাষ্ট্র ।
৫.৪২. রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে?
উত্তর : যে শাস্ত্র মানুষের রাজনৈতিক কার্যাবলির সাথে জড়িত সব বিষয়, সংঘ, প্রতিষ্ঠান, রাষ্ট্র ইত্যাদি যাবতীয় কার্যাবলি নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করে তাকে রাষ্ট্রবিজ্ঞান বলে ।
৫.৪৩. “ইতিহাস ছাড়া রাষ্ট্রবিজ্ঞান ফলহীন এবং রাষ্ট্রবিজ্ঞান ছাড়া ইতিহাস মূল্যহীন।”— উক্তিটি কে করেন?
-
উত্তর : “ইতিহাস ছাড়া রাষ্ট্রবিজ্ঞান ফলহীন এবং রাষ্ট্রবিজ্ঞান ছাড়া ইতিহাস মূল্যহীন।”— উক্তিটি করেন অধ্যাপক স্যার জন সিলি ।
৫.৪৪. “ইতিহাসই রাষ্ট্রবিজ্ঞানের গভীরত্ব দান করেছে।”— উক্তিটি কার?
উত্তর : “ইতিহাসই রাষ্ট্রবিজ্ঞানের গভীরত্ব দান করেছে।”— উক্তিটি উইলোবির ।
৫.৪৫. রাষ্ট্রবিজ্ঞান কীসের দ্বারা সঞ্জিবিত?
উত্তর : রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস দ্বারা সঞ্জিবিত ।
৫.৪৬. “রাষ্ট্রবিজ্ঞান শুধু ইতিহাসের নিকট ঋণী নয়, ইতিহাসও রাষ্ট্রবিজ্ঞানের নিকট ঋণী।” কে বলেছেন?
উত্তর : “রাষ্ট্রবিজ্ঞান শুধু ইতিহাসের নিকট ঋণী নয়, ইতিহাসও রাষ্ট্রবিজ্ঞানের নিকট ঋণী।”— বলেছেন লর্ড অ্যাকটন । ৫.৪৭. “রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস রাজনীতির অতীত ও বর্তমানের মধ্যে দণ্ডায়মান।”— উক্তিটি কার?
উত্তর : “রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস রাজনীতির অতীত ও বর্তমানের মধ্যে দণ্ডায়মান।”— উক্তিটি লর্ড ব্রাইসের। ৫.৪৮. রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস একে অপরের কী?
উত্তর : রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস একে অপরের সাহায্যকারী ও পরিপূরক ।
৫.৪৯. ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে কোনটি আগে রচিত হয়েছে?
উত্তর : ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে ইতিহাস আগে রচিত হয়েছে।
৫.৫০. রাষ্ট্রবিজ্ঞানের গবেষণাগার বলা হয় কাকে?
উত্তর : রাষ্ট্রবিজ্ঞানের গবেষণাগার বলা হয় ইতিহাসকে ।
৫.৫১. ইতিহাস যদি মূল হয় তাহলে রাষ্ট্রবিজ্ঞান কী?
উত্তর : ইতিহাস যদি মূল হয় তাহলে রাষ্ট্রবিজ্ঞান হলো ফল ।
৫.৫২. 'The Republic' গ্রন্থটি কার রচনা?
উত্তর : 'The Republic' গ্রন্থটি প্লেটোর রচনা ।
৫.৫৩. 'Travels Around the World' এবং 'Genealogies' গ্রন্থ দুটির লেখক কে?
উত্তর : 'Travels Around the World' এবং 'Genealogies' গ্রন্থ দুটির লেখক হলেন হেকেটিয়াস ।
5.54. 'Travels Around the World' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : 'Travels Around the World' গ্রন্থের রচয়িতা হলেন হেকেটিয়াস ।
৫.৫৫. কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়?
উত্তর : এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় ।
৫.৫৬. “ইতিহাসের স্রোতধারায় বালুকণাসমূহের মধ্যে স্বর্ণরেণুর মতো রাষ্ট্রবিজ্ঞান জমে উঠেছে।”— উক্তিটি কে করেন? উত্তর : “ইতিহাসের স্রোতধারায় বালুকণাসমূহের মধ্যে স্বর্ণরেণুর মতো রাষ্ট্রবিজ্ঞান জমে উঠেছে।”- উক্তিটি করেন লর্ড অ্যাকটন ।

৫.৫৭. “ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানকে পৃথক করলে ইতিহাস হবে বিকলাঙ্গ আর রাষ্ট্রবিজ্ঞানের হবে আলেয়ার মতো আবছায়।”— কে বলেছেন?
উত্তর : “ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানকে পৃথক করলে ইতিহাস হবে বিকলাঙ্গ আর রাষ্ট্রবিজ্ঞানের হবে আলেয়ার মতো আবছায়।” '— বলেছেন অধ্যাপক বার্জেস ।
৫.৫৮. ইতিহাসের সাথে সমাজবিজ্ঞানের কেমন সম্পর্ক রয়েছে?
উত্তর : ইতিহাসের সাথে সমাজবিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
৫.৫৯. ইতিহাস ও সমাজবিজ্ঞানের মুখ্য আলোচ্য বিষয় কী?
উত্তর : ইতিহাস ও সমাজবিজ্ঞানের মুখ্য আলোচ্য বিষয় হলো মানুষ ও তার কর্মকাণ্ড ।
৫.৬০. সমাজবিজ্ঞানের জনক কে?
উত্তর : সমাজবিজ্ঞানের জনক হলেন অগাস্ট কোঁৎ ।
৫.৬১. সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় কী কী?
উত্তর : সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো মানবসমাজের উৎপত্তি, বিবর্তন, বিকাশ প্রভৃতি
৫.৬২. “জ্ঞান থেকে আসে দূরদৃষ্টি, দূরদৃষ্টি থেকে আসে কর্ম।”—উক্তিটি কার?
উত্তর : “জ্ঞান থেকে আসে দূরদৃষ্টি, দূরদৃষ্টি থেকে আসে কর্ম।”—উক্তিটি সমাজবিজ্ঞানী অগাস্ট কোঁৎ এর ।
৫.৬৩. ইতিহাস ও সমাজবিজ্ঞানের মধ্যে বিদ্যমান সম্পর্কের ভিত্তি কী?
উত্তর : ইতিহাস ও সমাজবিজ্ঞানের মধ্যে বিদ্যমান সম্পর্কের ভিত্তি হলো সামাজিক প্রেক্ষাপটে মানুষের কর্মকাণ্ড নিয়ে বিচারবিশ্লেষণ ও পর্যালোচনা ।
৫.৬৪. সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো Sociology.
৫.৬৫. Sociology শব্দের উৎপত্তি হয়েছে কীভাবে?
উত্তর : Sociology শব্দের উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ Socious এবং গ্রিক শব্দ logos এর সমন্বয়ে ।
৫.৬৬. সমাজবিজ্ঞানের জনক কে? তিনি কত সালে Sociology শব্দটি ব্যবহার করেন?
উত্তর : সমাজবিজ্ঞানের জনক হলেন অগাস্ট কোঁৎ। তিনি ১৮৩৯ সালে Sociology শব্দটি ব্যবহার করেন ৷
৫.৬৭. ইতিহাস ও সমাজবিজ্ঞানের মধ্যে কোথায় পার্থক্য পরিলক্ষিত হয়?
উত্তর : ইতিহাস ও সমাজবিজ্ঞানের মধ্যে পদ্ধতিগত ও দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে পার্থক্য পরিলক্ষিত হয় ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]