'Primitive Culture' গ্রন্থটি কার রচনা?

৫.৬৮. 'Primitive Culture' গ্রন্থটি কার রচনা?
উত্তর : 'Primitive Culture' গ্রন্থটি ই. বি. টেইলরের রচনা ।
৫.৬৯. সমাজতান্ত্রিক তাৎপর্য অনুধাবন ব্যতিরেকে ইতিহাসের অনুশীলন করা কী?
উত্তর : সমাজতান্ত্রিক তাৎপর্য অনুধাবন ব্যতিরেকে ইতিহাসের অনুশীলন করা অর্থহীন । ৫.৭০. আধুনিক ইতিহাস কী ধরনের ইতিহাস?
উত্তর : আধুনিক ইতিহাস হলো মানবসমাজের ইতিহাস ।
৫.৭১. ইতিহাস দর্শন কী?
উত্তর : ইতিহাস দর্শন হলো আধুনিক সমাজচর্চার ক্ষেত্রে এক নতুন সংযোজন । ৫.৭২. মানুষ কোন ধরনের জীব?
উত্তর : মানুষ সামাজিক জীব ।
৫.৭৩. “যে সমাজে বাস করে না সে হয় দেবতা, নয় পশু।”— উক্তিটি করেন কে?
উত্তর : “যে সমাজে বাস করে না সে হয় দেবতা, নয় পশু।”— উক্তিটি করেন প্রখ্যাত মনীষী এরিস্টটল ।
৫.৭৪. কখন ইতিহাসচর্চায় সমাজবিজ্ঞানকে যুক্ত করা হয়?
উত্তর : বিংশ শতাব্দীর ষাটের দশক থেকে ইতিহাসচর্চায় সমাজবিজ্ঞানকে যুক্ত করা হয় ।
৫.৭৫. সমাজ বলতে কী বুঝায়?
উত্তর : সমাজ বলতে মানুষের সাথে মানুষের একটি নির্দিষ্ট সামাজিক সম্পর্ক বুঝায় ।
৫.৭৬. ভূগোলের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : ভূগোলের ইংরেজি প্রতিশব্দ হলো Geography.
৫.৭৭. ভূগোলের জনক বলা হয় কাকে ?
উত্তর : ভূগোলের জনক বলা হয় ইরাটসথেনিসকে ।
৫.৭৮. Geography শব্দটির উৎপত্তি ঘটেছে কীভাবে?
উত্তর : Geography শব্দটির উৎপত্তি ঘটেছে গ্রিক শব্দ Geo এবং Graphy এর সমন্বয়ে।
৫.৭৯. Geo অর্থ কী?
উত্তর : Geo অর্থ হলো পৃথিবী ।
৫.৮০. Graphy অর্থ কী?
উত্তর : Graphy অর্থ হলো বর্ণনা ।
৫.৮১. ইতিহাস ও ভূগোলের সম্পর্ক কীসের মতো ?
উত্তর : ইতিহাস ও ভূগোলের সম্পর্ক চন্দ্র-সূর্যের মতো ।
৫.৮২. ‘গ্রিক পারসিক যুদ্ধের ইতিহাস' নামক গ্রন্থে হেরোডোটাস যুদ্ধের পাশাপাশি কীসের বর্ণনা দেন?
উত্তর : ‘গ্রিক পারসিক যুদ্ধের ইতিহাস' নামক গ্রন্থে হেরোডোটাস যুদ্ধের পাশাপাশি মিসরের ভৌগোলিক অবস্থার বর্ণনা দেন ।
৫.৮৩. মাইকিলেট কে?
উত্তর : মাইকিলেট হলেন আধুনিক যুগের একজন প্রখ্যাত ফরাসি ঐতিহাসিক ।
৫.৮৪. “ভৌগোলিক ভিত্তি ছাড়া ইতিহাসের কর্মকাণ্ডের বর্ণনা অনেকটা আকাশচারিতার সমান । ” কে বলেছেন?
উত্তর : “ভৌগোলিক ভিত্তি ছাড়া ইতিহাসের কর্মকাণ্ডের বর্ণনা অনেকটা আকাশচারিতার সমান।” বলেছেন প্রখ্যাত ফরাসি ঐতিহাসিক মাইকিলেট ।
৫.৮৫. “ইতিহাসের বিশ্লেষণ মুখ্যত ভৌগোলিক তথ্যের ওপর প্রতিষ্ঠিত।”— উক্তিটি কে করেন ?
উত্তর : “ইতিহাসের বিশ্লেষণ মুখ্যত ভৌগোলিক তথ্যের ওপর প্রতিষ্ঠিত।”— উক্তিটি করেন প্রখ্যাত ফরাসি ঐতিহাসিক মাইকিলেট ।
৫.৮৬. ইতিহাসের গতি নিয়ন্ত্রণকারী শক্তি বলা হয় কাকে?
উত্তর : ইতিহাসের গতি নিয়ন্ত্রণকারী শক্তি বলা হয় ভূগোলকে ।
৫.৮৭. ইতিহাস বিশ্লেষণ মুখ্যত কোন তথ্যের ওপর প্রতিষ্ঠিত?
উত্তর : ইতিহাস বিশ্লেষণ মুখ্যত ভৌগোলিক তথ্যের ওপর প্রতিষ্ঠিত ।
৫.৮৮. "Culture is the extrasomatic mean of adaptation" কথাটির অর্থ কী?
উত্তর : কথাটির অর্থ হলো সংস্কৃতি হলো অভিযোজনের জন্য অর্জনকৃত মানবদেহ বহির্ভূত কার্যাবলির সমন্বয়। ৫.৮৯. বিজ্ঞান কী?
উত্তর : বিজ্ঞান হলো অজানাকে আবিষ্কারের ঐকান্তিক বাসনা নিয়ে দৃঢ়ভাবে প্রচেষ্টা চালিয়ে যাওয়া । ৫.৯০. বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো Science. ৫.৯১. Science শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে?
উত্তর : Science শব্দটি ল্যাটিন ভাষার শব্দ থেকে এসেছে। ৫.৯২. Science শব্দটির ল্যাটিন কোন শব্দ থেকে উৎপত্তি?
উত্তর : Science শব্দটির ল্যাটিন Scientea থেকে উৎপত্তি ।
৫.৯৩. Scientea এর অর্থ কী?
উত্তর : Scientea এর অর্থ হলো জানা ।
৫.৯৪. “ইতিহাসের দুর্ভাগ্য, কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না।”— বক্তব্যটি কার?
উত্তর : “ইতিহাসের দুর্ভাগ্য, কেউই ইতিহাস থেকে শিক্ষা নেয় না।"— বক্তব্যটি দার্শনিক হেগেলের ।
৫.৯৫. ঐতিহাসিক লিভি কোন দেশের জাতীয় ঐতিহাসিক ছিলেন?
উত্তর : ঐতিহাসিক লিভি রোমের জাতীয় ঐতিহাসিক ছিলেন ।
৫.৯৬. হেরোডোটাস মানুষের কর্মকাণ্ডের সাথে সর্বপ্রথম কীসের সম্পৃক্ততার কথা বলেছেন?
উত্তর : হেরোডোটাস মানুষের কর্মকাণ্ডের সাথে সর্বপ্রথম পরিবেশের সম্পৃক্ততার কথা বলেছেন ।
৫.৯৭. মানুষের পরিবেশ কীভাবে নিয়ন্ত্রিত হয়?
উত্তর : মানুষের পরিবেশ ভৌগোলিক প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়।
৫.৯৮. সাহিত্যের আলোচনার কেন্দ্রবিন্দু কী?
উত্তর : সাহিত্যের আলোচনার কেন্দ্রবিন্দু হলো মানুষের জীবন ।
৫.৯৯. সাহিত্যিককে কী বলা হয়?
উত্তর : সাহিত্যিককে একজন স্রষ্টা বলা হয় ।
৫.১০০. সাহিত্য ইতিহাসের কী হিসেবে ব্যবহার হয়?
উত্তর : সাহিত্য ইতিহাসের উৎস হিসেবে ব্যবহার হয় ।
৫.১০১. নৃতাত্ত্বিক ইতিহাস বলতে কী বুঝায়?
উত্তর : নৃতাত্ত্বিক ইতিহাস বলতে সাধারণত মানুষের তত্ত্বগত ইতিহাসকে বুঝায় ।
• ৫.১০২. ‘নৃ' শব্দটির অর্থ কী?
উত্তর : 'নৃ' শব্দটির অর্থ মানুষ ।
৫.১০৩. নৃতাত্ত্বিক ইতিহাস আমাদের সামনে কী তুলে ধরে?
উত্তর : নৃতাত্ত্বিক ইতিহাস আমাদের সামনে একটি জাতির আদ্যোপান্তের সামগ্রিক চিত্র তুলে ধরে। ৫.১০৪. বাংলার ভূখণ্ডে কখন বসতি স্থাপন শুরু হয়?
উত্তর : বাংলার ভূখণ্ডে যিশুখ্রিস্টের জন্মের কয়েক বছর পূর্বে বসতি স্থাপন শুরু হয় ।
৫.১০৫. বাঙালি কী ধরনের জাতি?
উত্তর : বাঙালি সংকর জাতি।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]