ঐতিহাসিক কারা?

৭.০১. ঐতিহাসিক কারা?
উত্তর : তথ্যনির্ভর ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে যারা ইতিহাস রচনা করেন তাদেরকে ঐতিহাসিক বলা হয় । ৭.০২. একজন ঐতিহাসিকের প্রধান কাজ কী?
উত্তর : একজন ঐতিহাসিকের প্রধান কাজ হলো কোনো তথ্য মূল্যায়ন, সংরক্ষণ বা দলিল অন্তর্ভুক্ত করা । ৭.০৩. ঐতিহাসিকের প্রধান দায়িত্ব ও কর্তব্য কী?
উত্তর : ঐতিহাসিকের প্রধান দায়িত্ব ও কর্তব্য হলো তথ্যনির্ভর ব্যাখ্যা বিশ্লেষণের ভিত্তিতে একটি সঠিক ইতিহাস তুলে ধরার চেষ্টা করা ।
৭.০৪. আধুনিক ঐতিহাসিকদের দায়িত্ব কয়টি এবং কী কী?
উত্তর : আধুনিক ঐতিহাসিকদের দায়িত্ব দুইটি। যথা : ক. কিছু তাৎপর্যপূর্ণ তথ্য খুঁজে বের করে সেগুলোকে ঐতিহাসিক তথ্যে রূপান্তর করা ও খ. তাৎপর্যহীন তথ্যগুলোকে অনৈতিহাসিক বলে বর্জন করা ।
৭.০৫. একজন ঐতিহাসিকের দুটি গুণ লেখ ।
উত্তর : একজন ঐতিহাসিকের দুটি গুণ হলো— ক. ইতিহাস জ্ঞান ও খ. দার্শনিক জ্ঞান ।
৭.০৬. ইতিহাস কী ভিত্তিক ?
উত্তর : ইতিহাস হলো তথ্যভিত্তিক ।
৭.০৭. ইতিহাস কীসের জন্য বিজ্ঞানধর্মী হয়েছে?
উত্তর : ইতিহাস তথ্যের যথার্থ বিশ্লেষণ ও প্রয়োগের জন্য বিজ্ঞানধর্মী হয়েছে।
৭.০৮. ইতিহাসের মূলভিত্তি কী?
উত্তর : ইতিহাসের মূলভিত্তি হলো বিভিন্ন প্রকার মৌলিক তথ্যসমূহ ৷
৭.০৯. ঐতিহাসিক মৌলিক তথ্য কী?
উত্তর : ঐতিহাসিক মৌলিক তথ্য হলো দলিল, দস্তাবেজ'ও লিপিমালা ।
৭.১০.তথ্য ছাড়া একজন ঐতিহাসিক কী?
উত্তর : তথ্য ছাড়া একজন ঐতিহাসিক হলেন শিকড়হীন ও বিফল ।
৭.১১. ঐতিহাসিক ছাড়া তথ্য কীরূপ?
উত্তর : ঐতিহাসিক ছাড়া তথ্য মৃত ও অর্থহীন ।
৭.১২. ঐতিহাসিকের প্রথম কাজ কী?
উত্তর : ঐতিহাসিকের প্রথম কাজ হলো উৎসের জোগাড় বা সংগ্রহ করা ।
৭.১৩. ইতিহাসের তথ্যকে কীসের সাথে তুলনা করা হয়?
উত্তর : ইতিহাসের তথ্যকে চটের থলির সাথে তুলনা করা হয়।
৭.১৪. ইতিহাসকে কীসের সাথে তুলনা করা হয়?
উত্তর : ইতিহাসকে দাঁত খসে পড়া করাতের সাথে তুলনা করা হয় ।
৭.১৫. ইতিহাস তথ্যের কোন ধরনের সংকলন?
উত্তর : ইতিহাস তথ্যের নৈর্ব্যক্তিক সংকলন ।
৭.১৬. ঐতিহাসিক তথ্য প্রতিষ্ঠায় ব্যাখ্যা বিশ্লেষণ কীসের কাজ করে?
উত্তর : ঐতিহাসিক তথ্য প্রতিষ্ঠায় ব্যাখ্যা বিশ্লেষণ জীবনীশক্তির কাজ করে ।
৭.১৭. একটি সাধারণ তথ্য কীভাবে ঐতিহাসিক তথ্যে রূপান্তরিত হয়?
উত্তর : একটি সাধারণ তথ্য বিশেষ প্রক্রিয়ায় ঐতিহাসিক তথ্যে রূপান্তরিত হয় ।
৭.১৮. “সমকালীন তথ্য ছাড়া ঐতিহাসিকের কাজ অসম্ভব।” —উক্তিটি কে করেন?
উত্তর : “সমকালীন তথ্য ছাড়া ঐতিহাসিকের কাজ অসম্ভব।” —উক্তিটি করেন বিখ্যাত জার্মান ঐতিহাসিক র‍্যাংকে।
৭.১৯. “সকল ইতিহাসই সমসাময়িক ইতিহাস।” —উক্তিটি কার?
উত্তর : “সকল ইতিহাসই সমসাময়িক ইতিহাস” —উক্তিটি ইতিহাস দার্শনিক ক্রোসির ।
৭.২০. ইতিহাস তৈরির একমাত্র পথ কী?
উত্তর : ইতিহাস তৈরির একমাত্র পথ হলো ইতিহাস লেখন ।
৭.২১. ইতিহাস কীসের ফসল?
উত্তর : ইতিহাস ঐতিহাসিকের অভিজ্ঞতার ফসল ।
৭.২২. চতুর্থ পঞ্চম শতকে ইতিহাস কোন তত্ত্বের সাথে জড়িত ছিল?
উত্তর : চতুর্থ পঞ্চম শতকে ইতিহাস ধর্মতত্ত্বের সাথে জড়িত ছিল।
7.23. R.G. Collingwood এর মতে, একজন ঐতিহাসিকের কয়টি গুণ থাকা দরকার?
উত্তর : R.G. Collingwood এর মতে, একজন ঐতিহাসিকের দুটি গুণ থাকা দরকার।
৭.২৪. একজন ঐতিহাসিককে ইতিহাসের অভিজ্ঞতার পাশাপাশি কীসের অভিজ্ঞতা নিতে হবে?
উত্তর : একজন ঐতিহাসিককে ইতিহাসের অভিজ্ঞতার পাশাপাশি দর্শনের অভিজ্ঞতা নিতে হবে ।
৭.২৫. ঐতিহাসিকগণ কয়টি প্রক্রিয়ার মাধ্যমে উৎসের সমালোচনা করেন?
উত্তর : ঐতিহাসিকগণ দুটি প্রক্রিয়ার মাধ্যমে উৎসের সমালোচনা করেন। যথা : ক. বাহ্যিক সমালোচনা ও খ. অভ্যন্তরীণ সমালোচনা ।
৭.২৬. গবেষণার বিষয়বস্তু, লক্ষ্য ও উদ্দেশ্যগত দিক বিশ্লেষণ করে ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কয়টি বিষয়
শনাক্ত করা যায় ও কী কী?
উত্তর : গবেষণার বিষয়বস্তু, লক্ষ্য ও উদ্দেশ্যগত দিক বিশ্লেষণ করে ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দুটি বিষয় শনাক্ত করা যায় । যথা : ক. মানুষ ও খ. সংস্কৃতি ।
৭.২৭. প্রগতি কী?
উত্তর : আনন্দদায়ক বা মনোরম পরিবর্তনই হলো প্রগতি ।
৭.২৮. কত শতকে প্ৰগতিবাদের সূচনা হয়?
উত্তর : সতেরো শতকে প্রগতিবাদের সূচনা হয় ।
৭.২৯. কয়েকজন প্রগতিবাদী দার্শনিকের নাম উল্লেখ কর ।
উত্তর : কয়েকজন প্রগতিবাদী দার্শনিক হলেন ইমানুয়েল কান্ট, তুর্গো, দেকার্ত প্রমুখ ।
৭.৩০. প্রগতিবাদের সবচেয়ে বড় প্রবক্তা কে?
উত্তর : প্রগতিবাদের সবচেয়ে বড় প্রবক্তা হলেন ফরাসি ইতিহাসবিদ তুর্গো ।
৭.৩১. 'Ancient Society' গ্রন্থটি কার?
উত্তর : 'Ancient Society' গ্রন্থটি ই.বি. টেইলরের ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]