ইতিহাসের জনক বলা হয় কাকে ?

৯.০১. ইতিহাসের জনক বলা হয় কাকে ?
অথবা, ইতিহাসের জনক কে?
উত্তর : ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে ।
৯.০২. হেরোডোটাসকে ইতিহাসের জনক হিসেবে আখ্যায়িত করেছেন কে?
[জা.বি. ২০১০, '১২/
উত্তর : হেরোডোটাসকে ইতিহাসের জনক হিসেবে আখ্যায়িত করেছেন রোমান দার্শনিক সিসেরো । ৯.০৩. হেরোডোটাস সম্পর্কে জানার উৎস কী কী?
উত্তর : হেরোডোটাস সম্পর্কে জানার উৎস হলো : ১. The Histories' গ্রন্থ ও ২. ‘সুদা' নামক অভিধান ৷ ১.০৪. 'সুদা' কী?
উত্তর : ‘সুদা' হলো একটি অভিধান। এতে হেরোডোটাস সম্পর্কে জানার জন্য ছোট একটি প্রবন্ধ আছে । ৯.০৫. ‘সুদা' গ্রন্থটি কোথায় সংকলিত হয়?
উত্তর : ‘সুদা' গ্রন্থটি প্রাচীন গ্রিক উপনিবেশ বাইজান্টাইন নগরে সংকলিত হয় ।
৯.০৬. ‘সুদা' গ্রন্থটি কত শতকে সংকলিত হয়?
উত্তর : ‘সুদা' গ্রন্থটি খ্রিস্টীয় দশম শতকে সংকলিত হয় ।
৯.০৭. হেরোডোটাস কে?
উত্তর : হেরোডোটাস হলেন গ্রিক ঐতিহাসিক ও ইতিহাসের জনক ।
৯.০৮. হেরোডোটাস কোন দেশের অধিবাসী?
উত্তর : হেরোডোটাস গ্রিসের অধিবাসী ।
১.০১. হেরোডোটাস কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : হেরোডোটাস খ্রিস্টপূর্ব ৪৮৪ অব্দে জন্মগ্রহণ করেন ।
৯.১০. হেরোডোটাস কোন শহরে জন্মগ্রহণ করেন?
উত্তর : হেরোডোটাস এশিয়া মাইনরের অন্তর্গত হেলিকার্নেসাস শহরে জন্মগ্রহণ করেন ।
৯.১১. হেরোডোটাসের পিতার নাম কী?
উত্তর : হেরোডোটাসের পিতার নাম হলো লাইক্সেস (Lyxes)।
৯.১২. হেরোডোটাসের মাতার নাম কী?
উত্তর : হিরোডোসের মাতার নাম হলো ড্রাইও ।
৯.১৩. হেরোডোটাস জন্মের সময় তার শহর কোন সাম্রাজ্যের অধীনে ছিল?
উত্তর : হেরোডোটাস জন্মের সময় তার শহর পারস্য সাম্রাজ্যের অধীনে ছিল।
৯.১৪. হেরোডোটাস প্রাথমিক জীবনে কোন ব্যক্তির কাছে শিক্ষালাভ করেন?
উত্তর : হেরোডোটাস প্রাথমিক জীবনে প্রখ্যাত কবি পানইয়াসিসের নিকট শিক্ষালাভ করেন । ৯.১৫. হেরোডোটাস কোন শাসক কর্তৃক নির্বাসিত হন?
উত্তর : হেরোডোটাস স্বেচ্ছাচারী শাসক লিজডামিস (Lygdamis) কর্তৃক নির্বাসিত হন । ৯.১৬. শাসক লিজডামিস কর্তৃক নির্বাসিত হয়ে হেরোডোটাস কোন শহরে আশ্রয় নেন?
উত্তর : শাসক লিজডামিস কর্তৃক নির্বাসিত হয়ে হেরোডোটাস স্যামস শহরে আশ্রয় নেন । ৯.১৭. হেরোডোটাসের জীবনকাল লেখ ।
উত্তর : হেরোডোটাসের জন্ম খ্রিস্টপূর্ব ৪৮৪ অব্দ এবং মৃত্যু খ্রিস্টপূর্ব ৪২০ অব্দ । ৯.১৮. দ্বিতীয়বার স্বদেশভূমি ত্যাগ করে হেরোডোটাস কোথায় আশ্রয় নেন?
উত্তর : দ্বিতীয়বার স্বদেশভূমি ত্যাগ করে হেরোডোটাস এথেন্সে আশ্রয় নেন ।
৯.১৯. হেরোডোটাস এথেন্সে কাদের বন্ধুত্ব লাভ করেন?
উত্তর : হেরোডোটাস এথেন্সে কবি সফোক্লিস ও রাষ্ট্রনেতা পেরিক্লিসের বন্ধুত্ব লাভ করেন ।
৯.২০. হেরোডোটাস কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?
উত্তর : হেরোডোটাস ৬৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন ।
৯.২১. হেরোডোটাস কোন শহরে মৃত্যুবরণ করেন?
উত্তর : হেরোডোটাস থুরি শহরে মৃত্যুবরণ করেন ।
৯.২২. হেরোডোটাসের মূর্তি কোথায় সংরক্ষিত আছে?
উত্তর : হেরোডোটাসের মূর্তি নেপলস জাদুঘরে সংরক্ষিত আছে।
৯.২৩. সর্বপ্রথম 'History' শব্দটি ব্যবহার করেন কে?
উত্তর : সর্বপ্রথম 'History' শব্দটি ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ।
৯.২৪. কোন গ্রন্থে হেরোডোটাস 'History' শব্দটি ব্যবহার করেন?
উত্তর : 'The Histories' গ্রন্থে হেরোডোটাস 'History' শব্দটি ব্যবহার করেন ।
৯.২৫. হেরোডোটাস রচিত গ্রন্থের নাম কী?
উত্তর : হেরোডোটাস রচিত গ্রন্থের নাম হলো 'The Histories' বা 'ইতিবৃত্ত'। ৯.২৬. পৃথিবীর প্রথম ইতিহাস গ্রন্থ প্রণেতার নাম লেখ ।
উত্তর : পৃথিবীর প্রথম ইতিহাস গ্রন্থ প্রণেতার নাম হলো হেরোডোটাস ।
৯.২৭. পৃথিবীর প্রথম ইতিহাস গ্রন্থের নাম কী?
উত্তর : পৃথিবীর প্রথম ইতিহাস গ্রন্থের নাম হলো 'The Histories' বা ‘ইতিবৃত্ত'।
৯.২৮. 'The Histories' শব্দের বাংলা প্রতিশব্দ কী?
উত্তর : 'The Histories' শব্দের বাংলা প্রতিশব্দ হলো “ইতিবৃত্ত'।
৯.২৯. ‘ইতিবৃত্ত' কী?
উত্তর : ‘ইতিবৃত্ত' হলো হেরোডোটাস রচিত একটি গ্রন্থের নাম। ·
৯.৩০. ‘ইতিবৃত্ত' গ্রন্থটি কে রচনা করেছেন?
অথবা, 'Histories' বা ‘ইতিবৃত্ত' গ্রন্থটি কার লেখা?
উত্তর : ‘ইতিবৃত্ত' গ্রন্থটি গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস রচনা করেছেন ।
৯.৩১. ‘ইতিবৃত্ত' গ্রন্থটি কী নামে পরিচিত?
উত্তর : ‘ইতিবৃত্ত' গ্রন্থটি 'গ্রিক-পারসিক যুদ্ধের ইতিহাস' নামে পরিচিত।
৯.৩২. ‘ইতিবৃত্ত' গ্রন্থটি কয় সর্গে বিভক্ত?
উত্তর : ‘ইতিবৃত্ত' গ্রন্থটি তিন সর্গে বিভক্ত।
৯.৩৩. “ইতিবৃত্ত' গ্রন্থের প্রতিটি সর্গের কয়টি করে বিভাগ আছে?
উত্তর : ‘ইতিবৃত্ত' গ্রন্থের প্রতিটি সর্গের তিনটি করে বিভাগ আছে।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]