‘ইতিবৃত্ত’ গ্রন্থের প্রথম সর্গের বিষয়বস্তু কী ?

৯.৩৪. ‘ইতিবৃত্ত’ গ্রন্থের প্রথম সর্গের বিষয়বস্তু কী ?
উত্তর : ‘ইতিবৃত্ত' গ্রন্থের প্রথম সর্গের বিষয়বস্তু হলো সাইরাস ও ক্যাম্বিসেসের রাজত্বকাল এবং ডেরিয়াসের সিংহাসন আরোহণ ।
৯.৩৫. ‘ইতিবৃত্ত’ গ্রন্থের দ্বিতীয় সর্গে কীসের বর্ণনা আছে?
উত্তর : ‘ইতিবৃত্ত' গ্রন্থের দ্বিতীয় সর্গে ডেরিয়াসের রাজত্বকালের বিবরণ আছে।
৯.৩৬. ‘ইতিবৃত্ত’ গ্রন্থের তৃতীয় বা শেষ সর্গের বিষয়বস্তু কী?
উত্তর : ‘ইতিবৃত্ত' গ্রন্থের তৃতীয় বা শেষ সর্গের বিষয়বস্তু হলো জারেক্সের রাজত্বকাল ।
৯.৩৭. 'The Histories' বা 'ইতিবৃত্ত' গ্রন্থটি কোন ভাষায় রচিত?
উত্তর : 'The Histories' বা 'ইতিবৃত্ত' গ্রন্থটি গ্রিক ভাষায় রচিত ।
৯.৩৮. 'The Histories' বা 'ইতিবৃত্ত' গ্রন্থটি ইংরেজি ভাষায় রচিত করেন কে?
উত্তর : 'The Histories' বা ‘ইতিবৃত্ত' গ্রন্থটি ইংরেজি ভাষায় রচিত করেন আইব্রেদ্য সেলিনকোর্ট।
৯.৩৯. হেরোডোটাস তার ইতিবৃত্তে কোন যুদ্ধের বিরণ দিয়েছেন?
অথবা, 'The Histories' গ্রন্থে কোন যুদ্ধের বর্ণনা আছে?
উত্তর : হেরোডোটাস তার ইতিবৃত্তে গ্রিক-পারসিক যুদ্ধের বিবরণ দিয়েছেন ।
৯.৪০. গ্রিক-পারসিক যুদ্ধে কারা জয়লাভ করে?
উত্তর : গ্রিক-পারসিক যুদ্ধে গ্রিকরা জয়লাভ করে ।
৯.৪১. 'History of the Graeco-Persian War' গ্রন্থের লেখক কে?
উত্তর : 'History of the Graeco-Persian War' গ্রন্থের লেখক হলেন হেরোডোটাস ।
৯.৪২. 'The Histories' বা ‘ইতিবৃত্ত’ গ্রন্থের মূল বিষয়বস্তু কী?
উত্তর : 'The Histories' বা 'ইতিবৃত্ত' গ্রন্থের মূল বিষয়বস্তু হলো গ্রিক-পারসিক যুদ্ধের বিবরণ । ৯.৪৩. পারসিক যুদ্ধের হোমার বলা হয় কাকে?
উত্তর : পারসিক যুদ্ধের হোমার বলা হয় হেরোডোটাসকে।
৯.৪৪. গ্রিক ও পারসিকদের মধ্যে সংঘটিত যুদ্ধের নাম কী?
উত্তর : গ্রিক ও পারসিকদের মধ্যে সংঘটিত যুদ্ধের নাম হলো ম্যারাথনের যুদ্ধ।
৯.৪৫. ম্যারাথনের যুদ্ধ কখন সংঘটিত হয়?
উত্তর : ম্যারাথনের যুদ্ধ ৪৯০ খ্রিস্টপূর্বাব্দে সংঘটিত হয়।
৯.৪৬. হেরোডোটাস কোন চেতনায় 'Histories' বা 'ইতিবৃত্ত' গ্রন্থটি রচনা করেন?
উত্তর : হেরোডোটাস দেশপ্রেমের চেতনায় 'Histories' বা 'ইতিবৃত্ত' গ্রন্থটি রচনা করেন ।
৯.৪৭. সর্বপ্রথম ধারাবাহিকভাবে ইতিহাস লেখার সূত্রপাত করেন কে?
উত্তর : সর্বপ্রথম ধারাবাহিকভাবে ইতিহাস লেখার সূত্রপাত করেন ঐতিহাসিক হেরোডোটাস । ৯.৪৮. ইতিহাস রচনার ক্ষেত্রে গদ্যরীতির প্রবর্তক কে?
উত্তর : ইতিহাস রচনার ক্ষেত্রে গদ্যরীতির প্রবর্তক হলেন ঐতিহাসিক হেরোডোটাস ।
৯.৪৯. প্রথম রীতিসিদ্ধ ইতিহাস চর্চার সূত্রপাত করেন কে?
উত্তর : প্রথম রীতিসিদ্ধ ইতিহাস চর্চার সূত্রপাত করেন ঐতিহাসিক হেরোডোটাস ।
৯.৫০. গ্রিক-পারসিক যুদ্ধের সময় পারস্যের রাজা কে ছিলেন?
উত্তর : গ্রিক-পারসিক যুদ্ধের সময় পারস্যের রাজা ছিলেন জারেক্স ।
৯.৫১. 'The Ancient Greek Historians' গ্রন্থটির লেখক কে?
উত্তর : 'The Ancient Greek Historians' গ্রন্থটির লেখক হলেন J.B. Bury.
৯.৫২. হেরোডোটাসের পূর্বে 'Historia' শব্দটি কে ব্যবহার করেন?
উত্তর : হেরোডোটাসের পূর্বে 'Historia' শব্দটি গ্রিক কবি হোমার ব্যবহার করেন ।
৯.৫৩. . হেরোডোটাসের পূর্বে 'Historia' শব্দের ব্যবহার কোথায় পরিলক্ষিত হয়?
উত্তর : হেরোডোটাসের পূর্বে 'Historia' শব্দের ব্যবহার হোমারের ইলিয়াড' গ্রন্থে পরিলক্ষিত হয় ।
৯.৫৪. হোমারের “ইলিয়াডে' 'Historia' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়?
উত্তর : হোমারের ‘ইলিয়াডে' 'Historia' শব্দটি 'Histor' বা 'সালিস' অর্থে ব্যবহৃত হয়।
৯.৫৫. ‘Histor’ শব্দ দ্বারা হোমার কাদের বুঝিয়েছেন?
উত্তর : 'Histor' শব্দ দ্বারা হোমার গোত্রীয় আইন কানুন ও আচার আচরণে অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তিদের বুঝিয়েছেন। ৯.৫৬. ‘Histor’ শব্দের অর্থ কী?
উত্তর : 'Histor' শব্দের অর্থ হলো জ্ঞান ।
১.৫৭. 'The Iliad' গ্রন্থটি কার?
উত্তর : 'The Iliad' গ্রন্থটি গ্রিক কবি হোমারের ।
৯.৫৮. ‘ওডিসি (The Odyssey)' কে রচনা করেন?
উত্তর : ‘ওডিসি (The Odyssey)' গ্রিক কবি হোমার রচনা করেন।
৯.৫৯. বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় কাকে?
অথবা, বিজ্ঞানভিত্তিক ইতিহাসের জনক কে ?
উত্তর : বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় থুসিডিডিসকে।
৯.৬০. থুসিডিডিস কে ছিলেন?
উত্তর : থুসিডিডিস ছিলেন বৈজ্ঞানিক ইতিহাসের জনক ।
৯.৬১. থুসিডিডিস সম্পর্কে জানার উৎস কী?
উত্তর : থুসিডিডিস সম্পর্কে জানার উৎস হলো তার নিজের লিখিত ইতিহাস ।
৯.৬২. থুসিডিডিস কোন যুদ্ধের বর্ণনা করেছেন?
উত্তর : থুসিডিডিস পিলোপনেসিয়া যুদ্ধের বর্ণনা করেছেন।
৯.৬৩. পিলোপনেসিয়া যুদ্ধ কখন শুরু হয়?
উত্তর : পিলোপনেসিয়া যুদ্ধ খ্রিস্টপূর্ব ৪৩১ অব্দে শুরু হয় ৷
৯.৬৪. থুসিডিডিসের পিতা কোন শহরের নাগরিক
উত্তর : থুসিডিডিসের পিতা এথেন্সের নাগরিক ।
৯.৬৫. মায়ের দিক থেকে থুসিডিডিস কোন বংশের ছিলেন?
উত্তর : মায়ের দিক থেকে থুসিডিডিস থ্রেইসের অভিজাত বংশোদ্ভূত ছিলেন ।
৯.৬৬. থুসিডিডিস প্রাথমিক জীবনে এথেন্সে থাকাকালীন কাদের দ্বারা প্রভাবিত হন?
উত্তর : থুসিডিডিস প্রাথমিক জীবনে এথেন্সে থাকাকালীন সফিস্টদের দ্বারা প্রভাবিত হন।
৯.৬৭. থুসিডিডিস কত বছর নির্বাসন দণ্ড ভোগ করেন?
উত্তর : থুসিডিডিস ২০ বছর নির্বাসন দণ্ড ভোগ করেন ।
৯.৬৮. ‘পিলোপনেসিয়ান যুদ্ধের ইতিহাস' গ্রন্থে কত বছরের যুদ্ধের বিবরণ পাওয়া যায়?
উত্তর : ‘পিলোপনেসিয়ান যুদ্ধের ইতিহাস' গ্রন্থে খ্রিস্টপূর্ব ৪৩১ হতে ৪০৪ সাল পর্যন্ত এথেন্স ও স্পার্টার মধ্যে সংঘটিত যুদ্ধের বিবরণ পাওয়া যায় ।
৯.৬৯. সর্বপ্রথম সমালোচনামূলক ইতিহাস গ্রন্থ কে লেখেন?
উত্তর : সর্বপ্রথম সমালোচনামূলক ইতিহাস গ্রন্থ লেখেন থুসিডিডিস ।
৯.৭০. থুসিডিডিসের ‘পিলোপনেসিয়ান যুদ্ধের ইতিহাস' গ্রন্থ কয়টি ভাগে বিভক্ত ?
উত্তর : থুসিডিডিসের ‘পিলোপনেসিয়ান যুদ্ধের ইতিহাস' গ্রন্থ দুই ভাগে বিভক্ত ।
৯.৭১. কাদের লেখনীর মাধ্যমে বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চা শুরু হয়?
উত্তর : হেরোডোটাস ও থুসিডিডিসের লেখনীর মাধ্যমে বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চা শুরু হয়।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]