প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক কে?

৯.৭২. কোন দেশকে আধুনিক ইতিহাস বিজ্ঞানের সূতিকাগার বলা হয়?
উত্তর : প্রাচীন গ্রিসকে আধুনিক ইতিহাস বিজ্ঞানের সূতিকাগার বলা হয় ।
৯.৭৩. বৈজ্ঞানিক ইতিহাস তত্ত্বের জনক কে ?
অথবা, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কে?
উত্তর : বৈজ্ঞানিক ইতিহাস তত্ত্বের জনক হলেন থুসিডিডিস ।
৯.৭৪. প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক কে?
উত্তর : প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক কলহণ ।
৯.৭৫. কলহণ কে ছিলেন?
উত্তর : কলহণ ছিলেন প্রাক-মধ্যযুগীয় ভারতের ঐতিহাসিক ।
৯.৭৬. কলহণ কোন দেশের ঐতিহাসিক
উত্তর : কলহণ ভারতীয় ঐতিহাসিক।
৯.৭৭. কলহণ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : কলহণ ভারতের কাশ্মীরে জন্মগ্রহণ করেন ।
৯.৭৮. কলহণের পিতার নাম কী? -
উত্তর : কলহণের পিতার নাম হলো চম্পক ।
৯.৭৯. কলহণ ব্যক্তিজীবনে কী ছিলেন?
উত্তর : কলহণ ব্যক্তিজীবনে কাশ্মীরের রাজা হর্ষের একজন মন্ত্রী ছিলেন।
৯.৮০. কলহণ জাতিগতভাবে কী ছিলেন?
উত্তর : কলহণ জাতিগতভাবে ব্রাহ্মণ ছিলেন ।
৯.৮১. কলহণ ধৰ্মীয়ভাবে কী ছিলেন?
উত্তর : কলহণ ধর্মীয়ভাবে শৈব বা শিবের উপাসক ছিলেন ।
৯.৮২. ‘রাজতরঙ্গিণী' রচনার সময়কাল কত?
উত্তর : ‘রাজতরঙ্গিণী' রচনার সময়কাল হলো ১১৪৮-১১৪৯ খ্রিস্টাব্দ।
৯.৮৩. ভারতীয় সাহিত্যে প্রথম ইতিহাসের মর্যাদা পাওয়া গ্রন্থটি কী?
উত্তর : ভারতীয় সাহিত্যে প্রথম ইতিহাসের মর্যাদা পাওয়া গ্রন্থটির নাম হলো রাজতরঙ্গিণী ।
৯.৮৪. ‘রাজতরঙ্গিণী' গ্রন্থটি কত শতকের লেখা?
উত্তর : ‘রাজতরঙ্গিণী' গ্রন্থটি দ্বাদশ শতকের লেখা ।
৯.৮৫. “রাজতরঙ্গিণী' গ্রন্থে কোন স্থানের ইতিহাস বর্ণনা করা হয়েছে?
উত্তর : ‘রাজতরঙ্গিণী' গ্রন্থে কাশ্মীরের ইতিহাস বর্ণনা করা হয়েছে।
৯.৮৬. ভারতের ইতিহাস চর্চার জনক বলা হয় কাকে?
উত্তর : ভারতের ইতিহাস চর্চার জনক বলা হয় কলহণকে ।
৯.৮৭. ভারতের প্রথম ইতিহাস গ্রন্থের নাম কী?
উত্তর : ভারতের প্রথম ইতিহাস গ্রন্থের নাম হলো 'রাজতরঙ্গিণী'। ·
৯.৮৮. ‘রাজতরঙ্গিণী' কার লেখা?
অথবা, ‘রাজতরঙ্গিণী' গ্রন্থটি কে রচনা করেন ?
অথবা, ‘রাজতরঙ্গিণী' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : 'রাজতরঙ্গিণী' কলহণের লেখা ।
৯.৮৯. ‘রাজতরঙ্গিণী' কোন ভাষায় লেখা?
উত্তর : ‘রাজতরঙ্গিণী' সংস্কৃত ভাষায় লেখা ।
৯.৯০. ‘রাজতরঙ্গিণী' গ্রন্থের মূল বিষয়বস্তু কী?
উত্তর : 'রাজতরঙ্গিণী' গ্রন্থের মূল বিষয়বস্তু হলো কাশ্মীরের রাজবংশগুলোর ধারাবাহিক ইতিহাস বর্ণনা । ৯.৯১. ‘রাজতরঙ্গিণী' গ্রন্থটি কত খণ্ডে বিভক্ত?
উত্তর : ‘রাজতরঙ্গিণী' গ্রন্থটি মোট আট খণ্ডে বিভক্ত ।
৯.৯২. 'রাজতরঙ্গিণী' গ্রন্থের ১-৩ খন্ডের বিষয়বস্তু কী?
উত্তর : ‘রাজতরঙ্গিণী' গ্রন্থের ১-৩ খণ্ডের বিষয়বস্তু হলো প্রাচীনকাল থেকে পৌরাণিক কাহিনি নির্ভর কাশ্মীরের ধারাবাহিক ইতিহাস উদ্ধারের প্রচেষ্টা ।
৯.৯৩. ‘রাজতরঙ্গিণীর’ ৪-৬ খণ্ডের বিষয়বস্তু কী ?
উত্তর : ‘রাজতরঙ্গিণীর' ৪-৬ খণ্ডের বিষয়বস্তু হলো সমসাময়িক তথ্যনির্ভর কার্কোটা ও উৎপল বংশের ইতিহাস । ৯.৯৪. ‘রাজতরঙ্গিণীর' ৭-৮ খণ্ডের বিষয়বস্তু কী?
উত্তর : ‘রাজতরঙ্গিণীর' ৭-৮ খণ্ডের বিষয়বস্তু হলো ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে দুই লোহারা বংশের ইতিহাস । ৯.৯৫. ‘রাজতরঙ্গিণী' গ্রন্থে কতগুলো ছন্দ বা শ্লোক আছে?
উত্তর : ‘রাজতরঙ্গিণী' গ্রন্থে ৮,০০০ সুলিখিত ছন্দ বা শ্লোক আছে ।
৯.৯৬. ‘রাজতরঙ্গিণী' গ্রন্থের সর্বোৎকৃষ্ট সম্পাদনা ও অনুবাদ করেন কে?
উত্তর : ‘রাজতরঙ্গিণী' গ্রন্থের সর্বোৎকৃষ্ট সম্পাদনা ও অনুবাদ করেন স্যার অরেল স্টিন। ৯.৯৭. ‘রাজতরঙ্গিণী’ রচনার ক্ষেত্রে কলহণ পূর্বের কয়টি রাজকীয় ঘটনাপঞ্জি পরীক্ষা করেন?
উত্তর : ‘রাজতরঙ্গিণী' রচনার ক্ষেত্রে কলহণ পূর্বের ১১টি রাজকীয় ঘটনাপঞ্জি পরীক্ষা করেন । ৯.৯৮. কলহণ সমসাময়িক কোন রাজার কার্যকলাপ বর্ণনা করতে গিয়ে নিরপেক্ষতার প্রমাণ দেন?
উত্তর : কলহণ সমসাময়িক রাজা জয়সিংহের কার্যকলাপ বর্ণনা করতে গিয়ে নিরপেক্ষতার প্রমাণ দেন । ৯.৯৯. কোন লেখকের গ্রন্থে কাশ্মীরের রাজাদের নামের তালিকায় মারাত্মক ভুল ধরা পড়ে?
উত্তর : লেখক কাশিমেন্দ্রের গ্রন্থে কাশ্মীরের রাজাদের নামের তালিকায় মারাত্মক ভুল ধরা পড়ে।
৯.১০০. কলহণের মতে, রাজপরিবারের সদস্যরা বেশিরভাগ কেমন ছিল?
উত্তর : কলহণের মতে, রাজপরিবারের সদস্যরা বেশিরভাগ ধূর্ত, সুযোগ সন্ধানী ও লোভী ছিলেন ।
৯.১০১. ‘রাজতরঙ্গিণী' রচনার সময় কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল?
উত্তর : ‘রাজতরঙ্গিণী' রচনার সময় কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতি ছিল অস্থিতিশীল ।
৯.১০২. ‘রাজতরঙ্গিণী' রচনার প্রধান উদ্দেশ্য কী ছিল?
উত্তর : ‘রাজতরঙ্গিণী' রচনার প্রধান উদ্দেশ্য ছিল স্বদেশপ্রেমীদের পূর্ব পুরুষের গৌরবের কথা জানানো এবং এর মাধ্যমে জাতীয়তাবাদী চেতনা তৈরি করা ।
৯.১০৩. কলহণ কোন মতবাদে বিশ্বাসী ছিলেন?
উত্তর : কলহণ পুনর্জন্মবাদে বিশ্বাসী ছিলেন।
৯.১০৪. ‘রাজতরঙ্গিণী' রচনায় কলহণ কোন দর্শনের ওপর নির্ভর করেছেন?
উত্তর : ‘রাজতরঙ্গিণী’, রচনায় কলহণ হিন্দুধর্মের কর্মফলবাদী দর্শনের ওপর নির্ভর করেছেন ।
৯.১০৫. কলহণ নিজেকে কোন পরিচয় দিতে পছন্দ করতেন?
উত্তর : কলহণ নিজেকে কবি পরিচয় দিতে পছন্দ করতেন ।
৯.১০৬. কলহণের মতে, অধিকাংশ রাজার রাজত্বকাল কেমন ছিল?
উত্তর : কলহণের মতে, অধিকাংশ রাজার রাজত্বকাল ক্ষণস্থায়ী ছিল ।
৯.১০৭. কলহণের মতে, রাজক্ষমতা ও রাজপদ কীসের মতো ছিল?
উত্তর : কলহণের মতে, রাজক্ষমতা ও রাজপদ সোনার হরিণের মতো ছিল। ৯.১০৮. কলহণ বর্ণনা অনুযায়ী ব্রাহ্মণকে অনশনে রাখা কী বলে প্রচলিত ছিল?
উত্তর : কলহণ বর্ণনা অনুযায়ী ব্রাহ্মণকে অনশনে রাখা পাপ বলে প্রচলিত ছিল।
৯.১০৯. ‘রাজতরঙ্গিণী' গ্রন্থকে কী নামে অভিহিত করা হয়?
উত্তর : ‘রাজতরঙ্গিণী' গ্রন্থকে ‘ইতিহাস মহাকাব্য' হিসেবে অভিহিত করা হয়। ৯.১১০. কলহণের মতে, অত্যাচারী রাজা মিহিরকুল কত বছর রাজত্ব করেন?
উত্তর : কলহণের মতে, অত্যাচারী রাজা মিহিরকুল ৭০ বছর রাজত্ব করেন । ৯.১১১. কলহণ কোন ব্যক্তির অনুপ্রেরণা ও পৃষ্ঠপোষকতায় ‘রাজতরঙ্গিণী' গ্রন্থ রচনা করেন?
উত্তর : কলহণ অলকদত্তের অনুপ্রেরণা ও পৃষ্ঠপোষকতায় ‘রাজতরঙ্গিণী' গ্রন্থ রচনা করেন । ৯.১১২. কলহণ রাজা হর্ষের হত্যাকারীদের কী বলেছেন?
উত্তর : কলহণ রাজা হর্ষের হত্যাকারীদের অধার্মিক বলেছেন।
৯.১১৩. কলহণ ইতিহাস বিশ্লেষণে বাধার ক্ষেত্রে কীসের সাহায্য নিয়েছেন?
উত্তর : কলহণ ইতিহাস বিশ্লেষণে বাধার ক্ষেত্রে কল্পকাহিনি বা অনুমানের সাহায্য নিয়েছেন ।
৯.১১৪. কলহণ ইতিহাস রচনা করে কাদের অভিমতকে ভ্রান্ত প্রমাণ করতে সক্ষম হন?
উত্তর : কলহণ ইতিহাস রচনা করে পাশ্চাত্যের তথাকথিত পণ্ডিতদের অভিমতকে ভ্রান্ত প্রমাণ করতে সক্ষম হন ।
৯.১১৫. কতিপয় পাশ্চাত্যের ঐতিহাসিক প্রাক-মধ্যযুগের ভারতবাসীকে কী জাতি বলে অভিহিত করেন?
উত্তর : কতিপয় পাশ্চাত্যের ঐতিহাসিক প্রাক-মধ্যযুগের ভারতবাসীকে ইতিহাস নিরাসক্ত জাতি বলে অভিহিত করেন ।
৯.১১৬. কলহণ কবে মৃত্যুবরণ করেন?
উত্তর : কলহণ দ্বাদশ শতকের ছয় দশকের শেষদিকে মৃত্যুবরণ করেন ।

FOR MORE CLICK HERE
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস মাদার্স পাবলিকেশন্স
আধুনিক ইউরোপের ইতিহাস ১ম পর্ব
আধুনিক ইউরোপের ইতিহাস
আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস
বাংলাদেশের ইতিহাস মধ্যযুগ
ভারতে মুসলমানদের ইতিহাস
মুঘল রাজবংশের ইতিহাস
সমাজবিজ্ঞান পরিচিতি
ভূগোল ও পরিবেশ পরিচিতি
অনার্স রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষ
পৌরনীতি ও সুশাসন
অর্থনীতি
অনার্স ইসলামিক স্টাডিজ প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
অনার্স দর্শন পরিচিতি প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত

Copyright © Quality Can Do Soft.
Designed and developed by Sohel Rana, Assistant Professor, Kumudini Government College, Tangail. Email: [email protected]